শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

সুবাসিত নিঃশ্বাস - -

কলরবের শেষে শুন্যতা গেছে ঘনিয়ে,
হাসির চরমে যেমন অনেক 
সময় অশ্রু যায় 
চলকিয়ে,
জীবনের বেলোর্মি যখন অবরোহণের 
পথে, জোছনার মায়া ক্রমে ক্রমে
অবসানের দিকে, সমস্ত 
কিছু নিসর্গের 
অধীনে,
আসলে ডুবন্ত সূর্য্য ও আঁধারের মাঝে 
চিরদিনই আছে স্থায়ী চুক্তি,
সারা দিন নিজেকে 
পুড়িয়ে এক 
রাতের 
নিমজ্জন, অবশ্যই চোখের অন্য দিকে
তার যাত্রা অন্তহীন, তোমার 
প্রেমে জীবন হতে চায় 
চিরসবুজ সেই 
পরগাছা,
অথবা আকাশলতা, জড়িয়ে থাকতে 
চায় নিঃশ্বাস, তোমার দেহ হতে 
গভীর অন্তরতমে 
অবিনশ্বর
ভাবে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন