শনিবার, ২১ মার্চ, ২০১৫

লুপ্তপ্রায় নন্দন কানন - -

অবশেষে, তোমার মনের গ্রন্থি গেছে খুলে,
খুঁজে পেয়েছো হয়তো আমায় নিজের
খুব কাছে, ঠিক ধিকিধিকি
দুপুর পেরিয়ে যেমন
ভিজিয়ে যায়
হটাৎ
দমকা বৃষ্টি, নিষিক্ত সন্ধ্যার মুখে দাঁড়িয়ে
রয়ে অবাক ভাবে, স্বপ্নের ফেরিওয়ালা,
বাদামী আকাশ, ক্রমশঃ তখন
মনে হয় পুরাতন সুরা !
ভরে চলেছে
বুকের
মাঝে  অদ্ভুত, ঝিম ধরানো মনোভাব - -
আমি তখন কেমন যেন, নিজেকে
নিজ থেকে এড়িয়ে যেতে
চাই, ঠিক নাটকের
শেষে মুখোশ
খোলার
পালা, নায়ক থেকে খলনায়কের উপলব্ধি !
অথবা বাস্তবিক অভিনয়ের প্রারব্ধ,
খোলস পরিত্যাগের প্রক্রিয়া,
তখন জীবন নির্ভিক
ভাবে হয়ে ওঠে
সরীসৃপ !
লতিয়ে যেতে চায় বুকের নিচে সব কিছু -
কাঁটার অরণ্য পথ, দুরারোহ শিলার
পাহাড়, অনেক কিছু, তুমি
তখন বিস্ময়ে মোড়া
বিরল মণি,
যার পরশে জীবন খুঁজে পায়ে লুপ্তপ্রায় নন্দন
কানন - -

* *
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন