জাফরানী বর্ণের আকাশ
এইমাত্র ঘটেছে সূর্যের মৃত্যু !
সূর্য্যমুখী মত জীবনের নত ডাঁটা,
সব প্রাণশক্তি চুষে, সে এখন ভিন্ন দেশী
সম্ভবত বিলিয়ে চলেছে বিহানের কচি আলো,
ক্ষতস্থানে আলতো, অমায়িক
ভাবে স্পর্শ করে জাগিয়ে
রাখতে চায়ে নিজের
বুকের কাছে, সারা রাত সে
লাবণিক হাতে ছুঁয়ে যাবে, ঔষধির
নামে, দিয়ে যাবে মৌন বেদনা, যন্ত্রণা, ত্রাসদী !
কিন্তু এখানেই তার মতি ভ্রংশ, আমায় নিয়ে
তার এই খেলা, ডেকে আনছে স্খলনের
পূর্বের আবেশ, অনুচ্চারিত, নির্বাক,
কস্তুরী মৃগের হাঁপানি, ঝড়ের
দীর্ঘ নিঃশ্বাস, পতনের
উন্মুক্ত দ্বার,
মৃগয়ার সম্মুখে নিজে কে, উত্সন্ন
করা ! অবরুদ্ধ কন্ঠে ত্রানের গান সব
যেন এই পর্য্যায় অর্থহীন, আমি জাফরানী
আলো ভেসে উঠি সূর্যের মৃত্যুর পরে, লিখি নিশির
স্তনে বেঁচে থাকার কাহিনী, হয় ত সে জানে
না, কিংবা না জানার নাটক করে !
--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/