মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

প্রতিপাদন - -

ওই বন্দিশালার বাইরে আলো থেমে রয় সারা 
রাত, যদি কোনো ভাবে সে পায় মুক্তি, 
এক দৃষ্ট চাহনির গভীরে ছিল 
এক শতাব্দীর দীর্ঘ 
ব্যথা ! 
খাঁচার দণ্ডের মাঝে তিল তিল করে দেহ ও -
প্রাণের ক্ষয়ে যাওয়া, আলোর প্রেম 
যেন কালজয়ী, শীত, তাপ 
বর্ষার কোনো প্রভাব 
মানে না, 
আঁধার ক্রমশঃ যায় ঘনিয়ে, ধর্ম দর্শনের জং 
ধরা বেড়ি পায়ে জড়িয়ে, চার দেয়ালের 
ভিতরে নিজের নিঃশ্বাস তখন 
অপরিচিত, বিম্ব যায় 
হারিয়ে দর্পণের 
নেপথ্যে !
আলো তবুও বসে থাকে লৌহ ফটকের - - 
সামনে, নিয়ে বুকে যুগান্তকারী 
অভিলাষ, ফিরিয়ে দিতে 
চায় তার অবদান, 
আগামী 
প্রজন্মের সৃষ্টির জন্যে, বুকের রক্ত হতে দুগ্ধ 
সরবরাহ করার জন্যে, গর্ভের জটিল 
উপগ্রহ থেকে পৃথিবীতে পা 
রাখার জন্যে, ঋণ -
মুক্ত হতে 
চায় সে, দিতে চায় তাকে পুনরায় প্রতিষ্ঠা - - 
প্রতিপাদন করতে চায় তার  দিব্য 
স্বরূপ - - মাতৃ রূপে 
সংস্থিতা,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist JAHANGEER SABAWALA 

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

নিবিড় আবদ্ধ - -

সে যেন অরণ্য বল্লরী, জড়িয়ে যেতে কৌতুকী,
দেহ হতে আত্মচেতনে, নিবিড় আবদ্ধে !
তার অভিলাষের উচ্ছৃঙ্খল উর্মি 
ভেঙ্গে দিতে চায় তীর 
ভূমি, কখনো 
সে এক 
লাজুক মর্মর ভাবনা, আবার অনেক সময়ে - - 
নিঃশব্দ ভাঙনের গৌরব গাথা, নিমিষে 
করে যায় দুই ধারের ভূ ভাগে,
মহা প্রলয়ের পরিণতি !
তার ওই 
ক্রমশঃ রূপান্তরকারী আচরণের মাঝে, জীবন 
খুঁজে স্থির ভালবাসা, সেই স্থিরতায় 
হৃদয় চায় অনন্তকালীন 
প্রেমের চুক্তি !
বিশুদ্ধ 
ভাবনার রেশমে বোনা, দেদীপ্যমান প্রণয়ের - -
শামিয়ানা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
leaf poetry

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

ভেজা মুহুর্তগুলি - -

কখনো, কোনো এক দিন, ক্লান্ত একাকী, ফেকাশে 
সন্ধ্যার মুখে, যদি  নিশি গন্ধার মৌসুম 
যায় ফুরিয়ে, বৃষ্টি থেমে রয় 
যদি ঈশান কোণে !
মুখ ভার করে,
মন খারাপ কর না যেন, অলিন্দের কোনো এক 
আঁধার কোণায়, ঘুপচি মেরে হয় ত 
বসে রবে আমার কবিতার 
পুরাতন গন্ধ, ওই 
সেঁতসেঁতে -
অনুভূতির মাঝে কোথায় যেন এক টাটকা - - -
বাতাসের আভাস ছুঁয়ে যাবে তোমাকে,
টের পাবে নিশ্চই, সজলতা ঘিরে 
আসবে ধীরে ধীরে, দেহ ও 
প্রাণে, তখন হয় ত 
তুমি খুলবে 
স্মৃতির সিন্দুক, উলট পালট করে খুঁজবে, হারানো 
ভেজা মুহুর্তগুলি - - 
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
a glance 

বিলুপ্ত দ্বি -পথিক - -

নিঃশ্বাস বিনিময়ের অদৃশ্য লেখচিত্র ছাড়া, ওই মুহুর্তে 
কিছুই ছিল না আমাদের মাঝখানে, আলো -
আঁধার মিশ্রিত, এক ধুসর পরিবেশ,
বালু ঝড়ের মাঝে যেন সুদুর 
মরুদ্যানে হারিয়ে যাচ্ছে 
তখন সব কিছু, 
পৃথিবী 
আকাশ, সমুদ্র পাহাড় ! পারস্পরিক সন্ধানের ওই ক্ষণে 
খুঁজে পেয়েছি, নিজেদের কে পরস্পরের অনেক 
ভিতরে, অনেক গভীরে, সেখান থেকে 
আর ফিরে আসা ছিল না সম্ভব,
তাই দূর হতে জানিয়ে 
গেলাম বিদায় !
হে ! প্রিয় 
বসুন্ধরা, আর ডেকো না, আমরা আর কোনো দিনই -
ফিরব না, এখান থেকে মহৎ প্রয়াণের পালা,
অনন্ত পথের যাত্রী আমরা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Hall of the Dragon Mist. Matte Painting by Tiberius Viris.

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

সত্যের নগ্নতা !

এত  কাছে আসার পরেও যদি  সে রয়ে যায় 
অপরিচিত ! প্রাণ ভরে ভালবাসার 
পরেও সে যদি পিপাসিত 
পাহাড়ি নদী, সব 
কিছু নিঃশেষ 
করার 
পরে ও সে যদি এখনো বর্ষার জন্য প্রতীক্ষিত,
অজানা জ্যামিতির মাঝে গড়ানো, তার 
প্রণয়ের ত্রিকোণে, জীবন খুঁজে - -
রহস্য বিন্দু, আবেশিত 
রেখার মিলন 
স্থল !
যতই গভীরে যাই, দেখি আসক্তির কুয়াশা -
আর কমে না, ক্রমশঃ ঘনিয়ে যায় 
প্রতিটি ধাপে, টেনে নিয়ে 
যেতে চায় বহু দূরে 
অপ্রত্যাশিত 
ভাবে,
সে যেন নিশুতি রাতের মায়াবী নিশি ডাক !
ডেকে যায় চোখের আলোর দ্বারা,
অদৃশ্য দেহে, নিয়ে যেতে 
চায় সুদুর জনশূন্য 
প্রান্তরে, খুব 
সম্ভব 
দেখতে চায় অন্তরতমের আবরণ বিহীন রূপ,
সত্যের নগ্নতা !
* * 
- শান্তনু সান্যাল 

source unknown 1

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

পরিতৃপ্তি - -

না - -  বেঁধ না, নয়ন পিঞ্জরে চিরস্থায়ী ভাবে !
আমি আজন্ম বিমুক্ত পাখি, কোনো 
রকমেই বন্দিশালার শিকলে 
আটকিয়ে থাকব না !
আমার যাত্রা 
অন্তহীন,
ঠিকানা বিহীন, তোমার আসক্তি দেহ যাবৎ - 
দেহের বাইরের অদৃশ্য জগত চেনা 
খুবই জটিল, রক্ত মাংসের 
কাঠামোর মাঝে 
তুমি খুঁজ 
আনন্দ অশেষ, আমার বাসনা আকাশ পারের 
সৌন্দর্য্য বিশেষ, একটানা সুদূরের উড়ান,
সহজ কোথায়, অম্বর ও পৃথিবীর 
বাস্তবে পুনর্মিলন, তোমার 
আধিপত্য শুধুই 
শরীরের 
অঙ্গ প্রতি অঙ্গে, আমার পরিতৃপ্তি স্পন্দনের 
সমাগমে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
julie gilbert pollard-artwork big

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

অ-সংজ্ঞায়িত - -

রাতের বুকে থাক কিছু অপ্রকাশিত অন্তরঙ্গতা, -
তোমার চোখের গহিনে কিছু লুকানো 
পরিতৃপ্ত নীহার কণিকা, এই 
রহস্যের সৌন্দর্য্যে আছে 
জীবনের পূর্ণতা,
ঢেকে থাক 
চিরদিন কুয়াশার যবনিকায়, ওই মুহুর্তের মাঝে 
ছিল অশেষ পরিতোষ, দেহ ও প্রাণ গেছে 
ভরে প্রণয় সুধা, এখন জীবন যেন 
মৃত্যুঞ্জয়, প্রস্তুত সব হলাহল 
পানের জন্য, জন্ম 
মৃত্যুর ধাঁধার
বাহিরে 
তোমার প্রেমে, অস্তিত্ব গেছে বিলীন হয়ে - - - - 
একাকার, খনি হতে সুবর্ণের নির্মাণ !
উজ্জ্বলতা চিরস্থায়ী !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
blue moon night

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

ফিরে যাওয়ার পরে - -

সন্ধ্যার আচমকা বৃষ্টির সাথে, সে ভিজিয়ে গেছে 
অন্তরতমের ধূমায়িত দহন, সেই আকস্মিক 
আগমনের মাঝে ছিল, শ্রাবণের এক 
প্রবল পূর্বাভাস, অথবা চাপা 
ঝড়, অর্থ বুঝতে গিয়ে 
দেখি রাতের 
আঁধার 
গেছে ঘনিয়ে পৃথিবী আকাশ, দিগন্ত গুটিয়ে গেছে 
শেষ আলো, তার ফিরে যাওয়ার পথে, বন্য 
কুসুমের অপূর্ণাঙ্গ গন্ধ, মাতিয়ে যেতে 
চায় অধরা নিশি, ভাবনার 
পতঙ্গ উড়ে যেতে 
চায় সুদুর 
সজল উপবনে, তার অন্তিকের বিস্তারে ছিল - - 
জীবনের ফাঁকা ভরাটের দক্ষতা, তাই 
অল্প সময়ে সে গেছে ভরে শুন্য 
স্থানে, স্বপ্নের প্রলেপ !
সেই লাজুক 
স্পর্শে হৃদয় খুঁজে, জীবনের সারাংশ ভীষণ ভাবে - 
* * 
- শান্তনু সান্যাল 
evening rain - - unknown source 

শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

সুদুর থেকে - -

ওই পৃথিবীর কিনারায় এক টুকরো জমির মাঝে 
কি আজ ও বিদ্যমান আছে মম স্বপ্নের 
বাসভূমি, আজ ও কি কোকিল 
ডাকে সন্ধ্যার নীরব 
রাগে, ঝরা
শিমুল
ফুলের বুকে কি আজ ও লেখা আছে উন্মুক্ত - -
আকাশের যাযাবর মেঘের কাহিনী,
পুকুর পারের সেই একাকী
পিয়াল গাছে আজ ও
কি ফুলের গুচ্ছ
ধরে, নিয়ে
বহু মঞ্জরিত গুন গুন, সুদুর মাঠ পেরিয়ে আজ ও
কি ভেসে যায় ভাঙ্গা কন্ঠের সেই ব্যথা
ভরা লালনের গান, আজ ও কি
তুলসী তলে প্রদীপ জ্বলে
আজানের সুরে,
তুমি কি
আজ ও বসে থাক উঠোনের গায়ে নিয়ে হৃদয়ে
অন্তহীন প্রতীক্ষা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Junk Ship Chinese Painting
asia-landscape-textured-painting

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

বিমুগ্ধ সাগর তরঙ্গ - -

তার হৃদয়ের প্রত্যাশা, বাঁধ ভাঙা অরণ্য - 
নদী, বহে যেতে চায় অবাধ গতির 
সাথে, ডিঙিয়ে সমস্ত বিষম 
প্রতিবন্ধক, আমার 
অবস্থা সমুদ্র -
মোহানা,
প্রশান্ত ভাবে গ্রহণ করে যেতে চায় তার -
উচ্ছৃঙ্খল তরঙ্গ, সে এক রহস্যময় 
ব্যক্তিত্ব ! অন্তর্নিহিত রূপে 
করে যায় অন্তরে 
ব্যাপক 
মন্থন, এমন মুহুর্তে আমি চেয়ে রই নির্বাক,
আকাশগঙ্গার বিস্তীর্ণ ছড়িয়ে যাওয়া
একরাশ নীলাম্বরের দেহ ও
প্রাণে, তার ওই দিব্য 
বরণে জীবন 
হয় ওঠে
পরিপূর্ণ সুবর্ণ আভা, টলটলে সাগর সঙ্গম,
* * 
- শান্তনু সান্যাল 

art by THOMAS MORAN 

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

আজ মরু সাঁঝে - -

আজ মরু সাঁঝে, দুম করে বৃষ্টি ভিজিয়ে গেছে 
শহরের গলি রাস্তা, সুদুর বিজন অঞ্চলে 
জোনাকিদের শিবিরে, হয় ত 
পুনরায় জুটবে নিশি -
জাগরণের 
অনুক্রম,
কে যেন ফিরে গেছে কড়া নাড়িয়ে হৃদয়ের -
দ্বার, অবচেতন ভাবনারা যখন ফিরে 
পেল জ্ঞান, তখন নীল আঁধারে 
ভেসে চলেছে তার প্রণয় -
স্বরলিপি, জীবন 
খুঁজে সেই 
গোপন আবেগের রাগ রাগিনী, বেঁধে রাখতে 
চায় তার ভালবাসা, দূর হতে অদৃশ্য 
কৌশেয় বন্ধনে ! সে স্বপ্নভরা 
সজলতা ভরে যেতে 
চায় বুকের 
মাঝে 
জীবন পুনরায় অগ্রসর বহুদূর বিহানের - - 
সন্ধানে !
* * 
- শান্তনু সান্যাল 
art by Louise LeGresley

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

সমন্বিত নীরবতা - -

সমন্বিত নীরবতা ভাঙার পরে তার 
নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে গেছে,
হৃদয়ের মন্থর স্পন্দন,
জোছনার মৌন 
ভাষার 
মাঝে ভেসে এসেছে তার জাদু ভরা 
স্পর্শ, চন্দন অরণ্য হতে বহে 
আসছে যেন তার প্রণয় 
সমীরণ, নিঝুম 
ভাবনারা 
যেন চঞ্চল হরিণের পাল, পাতার -
শব্দে ও বিচলিত, ধেয়ে যেতে 
চায় অজানা সর্পিল পথে,
নিরুদ্দেশ গন্তব্যের 
দিকে, তার 
চোখের 
কোণে, ঈশানী মেঘের ভিড়, এবং 
তার সাথে থেমে থেমে 
আবেশিত অশনি 
সঙ্কেত ! কে 
জানে 
কোথায় গিয়ে ঠেকবে পালবিহীন 
নৌকা - - 
* * 
- শান্তনু সান্যাল 


art by van stein 

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

পরিপূর্ণতার পথে - -

উড়ন্ত পাতার মর্মরধ্বনির সাথে, তার আসার 
সম্ভাবনা বেড়ে যায়, সে যেন বয়ে আনে 
সুরভিত বন্যা, অদৃশ্য ভাবে 
জড়িয়ে যেতে চায় 
দেহ ও প্রাণে,
আকার 
কি নিরাকার সে মুহুর্তে অর্থহীন, মন্ত্রমুগ্ধ - - 
জীবন, খুঁজে অবিরত,পরম প্রণয়ের 
মুক্ত মণিহার ! এমন সময়ে 
বিষের পেয়ালা হয়ে 
ওঠে পীযূষ 
সদৃশ !
তার চোখের গভীরে ত্রিভুবনের ছায়া, ঘনিয়ে 
আনে রহস্যময়ী বহুরঙ্গী মায়া, অস্তিত্ব 
তখন ভেজা কাদামাটি, কার 
পরশে হয়ে উঠতে চায় 
অভিনব আকৃতি,
চন্দন গন্ধে 
মাখা 
সেই অনুভূতি, নিয়ে যেতে চায় অনন্য জগতে,
যেখানে জীবন খুঁজে পায় পরিপূর্ণতা !
* * 
- শান্তনু সান্যাল 

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

যাযাবর ধূমকেতু - -

রিক্ত আতরের শিশি খুঁজে হারানো প্রতিফলন !
বিবর্ণ আয়না নিরুত্তর, চেয়ে রয় শুধু 
জানালার পারে, সাঁঝের আকাশে 
আবার ভেসে উঠেছে কোন 
অজ্ঞাত কবির ব্যথা, 
অথবা মুছে 
ফেলা 
প্রেমের আল্পনা, কিছুই হতে পারে, জীবন - - 
চিরকাল অনিয়ত ! ভাবনার অনুরূপে 
কোনো দিনই চলে না, আসলে 
স্বপ্নের মায়া সর্বদা ঘিরে 
রয় আত্মচেতনে,
অনেক কিছু 
ছুঁতে 
চায় মন কল্পনার বাইরে, কখনো আঙ্গুলের 
ডগায় মেঘ, কখনো দুরে সরে যায় 
উড়ন্ত মেঘের ছায়া, বৃষ্টি ও 
মৃগ জলের মাঝে 
অনবরত 
এক 
সন্ধান, উচ্চ অভিলাষের ভিড়ে তার গুপ্ত 
সংকেত অথবা বলয় নিক্ষেপ, কখনো 
হৃদয় ! প্রণয় বৃত্তের ভিতরে 
আবার অনেক সময় 
গা ছুঁয়ে দূর 
গড়িয়ে 
যায় দিগন্তে, যাযাবর ধূমকেতু কিংবা - - 
তার ভালবাসা - - 
* * 
- শান্তনু সান্যাল 

evening-sky by melissa-kunz

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

মায়াবী কুয়াশা - -

অনেক কিছু লুকিয়ে যেতে হয়ে বুকের 
গভীরে, উদিত সূর্যের সাথে ছিল 
সারাটা দিন পৃথিবী আকাশ, 
অস্তাচলের পথে সে 
খুবই একাকী,
ডুবন্ত 
বেলায় রঙের আবরণ খুলে সে রেখে 
গেছে অলিন্দের গায়ে, জীবন 
যাত্রা নিরন্তর অগ্রসর,
জন অরণ্যের 
মাঝে,
কখনো বিস্মৃত মঠের সান্ধ্য প্রদীপের 
রূপে, সে জ্বলে নিঃশ্বাসে সাথে 
এক লয়ে ! সে প্রণয়ের 
আঁধার ছিল কি 
আলো !
এই মুহুর্তে ভেবে কি বা হবে, সকলের 
নিজস্ব বাধ্যবাধকতা থাকে বৈকি,
কোথায় এত সহজ ,অনন্ত -
ভালোবাসার কল্পনার 
জীবন্ত রূপে 
খুঁজে 
পাওয়া, থাক মায়াবী কুয়াশা সঘন - - 
রাত জুড়ে !
* * 
- শান্তনু সান্যাল 
Artist- Andrew Peutherer

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

জীবন্ত পরশ - -

মনের জানালা চির উন্মীলিত ফুলে গন্ধে 
ভরা, সাঁঝের আছে নিজস্ব কিছু 
সীমাবদ্ধ আলো, রঙীন 
মেঘের উপহার,
কিছু শ্যাম 
শ্বেত 
অ্যালবামের মাঝে তার প্রেমের নিগূঢ় -
জল রং চিত্রাঙ্কণ, ভাবনার সেই 
আবছা আলোয় জীবন 
খুঁজে গহিন আঁখির 
জীবন্ত পরশ,
জানা 
সত্তেও যে, অবশোষিত সে দেহ ও প্রাণে,
তবুও খুলে রাখি হৃদয়ের বাতায়ন,
উন্মুক্ত, আকাশমুখী ! সে না 
কি নীরব নিশীথে হয়ে 
উঠে চন্দ্র কিরণ 
অন্তহীন - -
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by MIKI KARNI 

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

অদৃশ্য জ্বলন্ত অঙ্গার - -

অরণ্য আগুন গেছে নিবে অনেক আগে,
ধুসর পাহাড়ের গায়ে ছড়িয়ে পাংশু 
রঙের স্মৃতি, কিছু অর্ধদগ্ধ 
তরু শাখায়, জীবন 
খুঁজে পুনরায় 
পুনর্জন্মের 
উত্স,
তার মৌন চেহারার ভাষা এমন কিছু -
জটিল নয়, তবুও হৃদয় চায় পুনঃ 
তাকে ছুঁয়ে দেখতে, নিকট 
থেকে বুঝতে, আসল 
কি প্রতিলিপি 
জানতে,
প্রায় অদৃশ্য সেই পাতলা রেখার দুই - 
ধারে আছে স্বপ্ন ও বাস্তবের 
দুনিয়া, মন অনুভব 
করতে চায় 
কোনটা 
বর্ষাভূমি আর কোনটা যে বৃষ্টিছায়ার 
প্রদেশ, প্রণয়ের অঙ্কুর খুবই 
কোমল, একটু অযত্নে 
যায় শুকিয়ে 
তাই 
একটু যাচাই একটু খোঁজ খবর, অথবা 
পুনরায় অদৃশ্য জ্বলন্ত পথে হেঁটে 
যাওয়ার ঝোঁক - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
watercolor by Shirley Charlton

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

বিন্দু প্রতি বিন্দু - -

কিছু মুক চাহিদা, কিছু মৌন স্বীকৃতি ঝুলে রয়, 
নয়নের ঝুলন্ত সেতুর প্রান্তে, তার ওই 
মোনালিসা আর্বিভাব করে যায় 
মন্থন অন্তরতমের অতল 
গভীরে, অদ্ভুত 
অনুভূতির 
সঙ্গে 
জীবন ছুঁতে যেন তত্পর মরিচিকার উড়ন্ত -
জল তরঙ্গ ! বালিয়াড়ির অপর পারে 
কিছু মরু পুষ্প উঁকি দিয়ে যায় 
নিয়ে বুকে নীহার কণিকা,
জীবন এখানে চির 
অগ্রগামী 
হৃদয়ের মধুমাস যায় না কোনো দিন শুকিয়ে,
স্বপ্নগুলো অবিনাশী, মুক্ত আত্মা ! ভেসে 
রয় নয়ন ধরাতলে, সেই সজল 
যবনিকার আড়ালে, খুঁজে 
জীবন প্রণয়ী প্রতি -
বিম্ব, আর 
গেঁথে
যায় মধুর মুহুর্তের চন্দ্রহার, বিন্দু বিন্দু - - - 
অভিলাষের ক্রমে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by Doris Steider