সোমবার, ৩০ জুন, ২০১৪

http://sanyalsplanet.blogspot.com/
art by shantanu sanyal
Snapshot_20140629.jpg

অনন্ত উচ্ছ্বাস - -

ওই অবুঝ পথের তুমি হতে চাও সহযাত্রী 
আশ্চর্য বৈকি, সে এক গন্তব্য নিখোঁজ,
না কোনো উদ্দিষ্ট চিহ্ন, না দূর 
দূর পর্যন্ত কোনো মেঘের 
ছায়া, শ্রাবণ শুধুই 
যেখানে এক 
মৃগতৃষ্ণা,
তোমার প্রেমে বুঝি না কী যে আছে শীত 
দহন, জ্বলে যায় সহস্ত্র প্রস্তরের মাঝে 
অবিরাম, যেন পুরাতন এক 
আগ্নেয়গিরি, ওই সুপ্ত 
বিস্ফোরণে জেগে 
রয় বহু 
অভিলাষের আগুন, জীবন ক্রমশঃ খাঁটি 
সুবর্ণের পথে অগ্রসর, অনন্তকালীন 
টেকসইতার দিকে আগুয়ান,
তোমার প্রণয়ে দেহ ও 
আত্মার তফাৎ
নগণ্য !
ওই দিগন্ত রেখায় মিলে মিশে একাকার -
সমস্ত রাগ অনুরাগ, মান অভিমান,
জীবন যেখানে সম্পূর্ণ ভাবে 
মুক্ত, না পৃথিবী, না 
আকাশ, শুন্যে 
শুধুই 
অজ্ঞাতবাস, চার দিকে অশেষ উদ্ভাস !
সে এক অপরিভাষিত অনুভূতি,
অন্তর হতে অনন্ত উচ্ছ্বাস,

* * 
- শান্তনু সান্যাল   


http://sanyalsplanet.blogspot.com/
orchids

রবিবার, ২৯ জুন, ২০১৪

কল্প তরুর বিশিষ্টতা - -

শ্বাসরোধিত অস্তিত্ব নিয়ে ছিলাম বহু 
দিন, অন্ধকার ঘরে আত্মবন্দী,
ঠিক শুকের খোলের 
মাঝে, রেশমী 
আঁধারে
যেন কাচিক ডানার সন্ধান, তার -
চোখের পরশে আছে এক 
অদ্ভুত আলোকরশ্মি 
গেছে বদলিয়ে 
অহর্নিশ 
অন্তর্মনের গহন কুহেলিকা, ক্রমশঃ 
জীবনের ঊষর উপত্যকায় 
ফুটেছে বুনো ফুলের 
বীথিকা, তার 
প্রণয় 
গন্ধে আছে কল্প তরুর বিশিষ্টতা  -
সমস্ত বৃষ্টি ছায়ার প্রান্তরে 
আশার বীজ করে 
যায় বপন, 
নিঃশব্দ 
ভাবে, সে এক অনন্ত উড়াল সেতু  - 
নিয়ে দাঁড়িয়ে রয় আমার 
সম্মুখে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
out of cocoon

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

বলা মুশকিল - -

দুঃখিত হওয়ার কিছুই নাই চার 
জনের মত তুমিও কিছু 
ক্ষণ থেমে দেখে 
যাও সাপ 
সিঁড়ির চিরদিনের খেলা, টোপ 
ফেল আর গিলে যাও, ওই 
গোল ভিড়ের মধ্যে 
ছিল লুক্কায়িত 
আমার 
মুখোশধারী দল, যাকে বলে - - 
সামূহিক ক্রেতা, এখন 
নিলাম হওয়ার 
পরে তুমি 
আর 
তুমি নয়, শুধুই সার্বজনীন এক 
বস্তু, ওই সামনের দেয়ালের 
স্লোগান খুবই পরিচিত,
ইট খসে গেছে 
অবশ্যই,
কিন্তু অক্ষর গুলো চির দিনই - -
টাটকা, কে যেন প্রতি 
পাঁচ বছরে লিখে 
যায়, আর 
বেশি  দূর নয় ভালো দিন ! জানি 
না, আগামী লিখন অনুষ্ঠান 
পর্যন্ত, এই দেয়ালটা 
টিকে 
থাকবে ও কী, বলা মুশকিল - - !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
moonlit vase 

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

সঠিক পূর্বাভাস - -

তুমি আজ ও চেয়ে আছো প্রশ্ন চিহ্নিত
মুখে আমায়, অবাক, কিছু মুগ্ধ
বৈকি, আর আমি সেই 
ফাঁকে ফেলে 
চলেছি 
স্বত:স্ফূর্ত অদৃশ্য ফাঁদ, অবশ্যই তুমি 
এই মুহুর্তে খুবই নিরুপায়, ভেসে 
যেতে চাও আবেগের প্রবাহে, 
বহু দূর কোন শুন্যের 
সীমানায়, ওই 
কিছু 
নিমিষের খুশির জন্য সর্বস্ব স্বাহার -
ঝোঁক, তোমার চোখে ঘনিয়ে 
উঠতে চায় সুদূরের 
থামানো ঝড়,
ওই জেনে
শুনে 
সক্রেটিস হওয়ার বাসনা, জানি না 
তোমার বুকের মাঝে কী যে 
আছে প্রান্তবর্তী চাহিদা,
শলভের অন্তিম 
অভিলাষ, 
কিংবা মহা প্রলয়ের সঠিক পূর্বাভাস,

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
art by ian goldsmith 
http://sanyalsplanet.blogspot.in/
heart creeper 

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

বিমোহিত এ জগৎ - -

তুমি শুধুই দেখেছ আমার দেহে - 
মীনাবাজারের ঝাঁক ঝমক,
সন্ধ্যার সাথে ক্রমে 
ক্রমে আঁধার 
গ্রাস করা,
ওই 
গলির শেষে রয়েছে প্রাচীন দুর্গের
অসমাপ্ত নীরবতা, ঘনীভূত 
নিঃশ্বাসের মেঘ, চাপা 
কান্নার বর্ষা 
বিহীন 
আষাঢের জ্বলন্ত রাত্রি, কদাচিত !
বুকের ভিতরে প্রসস্ত ওই 
মরুভূমির ব্যথা 
ভরা 
চিৎকার, শেষ প্রহরে যদি তুমি 
শুনতে, অনেক কিছুই রয় 
যায় প্রোথিত, সময়ের 
নির্মম মাটির 
তলে !
মানুষ শুধুই দেখে যায় বিস্মিত 
ভাবে, কেশরের চটক 
সুরভিত রং, 
কেউ 
মনে রাখে না সহস্ত্র ফুলের মৃত্যু,
বাহ্য সৌন্দর্য্যে বিমোহিত 
এ জগৎ, অন্তরের 
পবিত্রতা 
রয় 
যায় যথারীতি অভিশাপিত - - 
চিরদিন - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
pink-daisy by jai-johnson

শনিবার, ২১ জুন, ২০১৪

অন্তহীন নীরবতা - -

সে যেন এক জলরং ছবি ভেসে রয়, 
নিজের মাঝে নিজেই অদৃশ্য 
প্রবাহে, শিল্পীর তুলি
তাকে বেঁধে 
রাখতে 
পারে না, সে যেন জন্মগত এক - -
উন্মুক্ত পাখি, পোষ মানে 
না, বহু দিন পিঞ্জরে 
থাকা সত্তেও 
উড়ে 
যায় একটু ফাঁক পেলেই, আর ফিরে 
আসে না, সে তখন সমস্ত 
পরিচিত অনুনাদের 
বাইরে, অদৃশ্য 
সত্তার 
দখলে, পৃথিবী তখন তার সামনে -
যেন এক বৃহৎ, জ্বলনশীল 
কর্পূর পিণ্ড, ধীরে -
ধীরে 
বিলীনতার পথে অগ্রসর, পঞ্চ তত্বে 
লীন, আর অন্তহীন 
নীরবতা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
in the mist 

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

ঝুলন্ত সেতুর গায়ে - -

সে কোন এক সিক্ত সন্ধের মুহূর্ত 
নিয়ে বুকে, জীবন বসে রয় 
একাকী, ঢেউ বিহীন 
নদীর ধারে,
যখন 
প্রতিচ্ছায়া হয়ে ওঠে দীর্ঘাকার -
নিঃশব্দ, অশ্বত্থ গাছের 
পাতায় ভেসে রয় 
কিছু স্মৃতির
এক 
ফোঁটা জল, দেখি তোমার অবুঝ 
ভালবাসা, এমন সময়ে হযে 
উঠতে চায় জীবন্ত,
নদীর বুকের  
এক 
লুপ্তপ্রায় জলধারা ! ঝুলন্ত সেতুর 
গায়ে যখন ফুটে ওঠে বহু 
নিয়নের আলো, ফিরে 
পেতে চায় এ 
জীবন,
হারানো প্রেমের অজানা কিনারা,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
The paintings of Basuki Abdullah 

সোমবার, ১৬ জুন, ২০১৪

অকল্পিত মুহূর্ত - -

অকল্পিত ছিল, তার এই ভাবে ধীরে 
ধীরে, নিঃশব্দ, আমার ঊষর 
জীবনে অনুপ্রবেশ, কিছু 
অদ্ভুত, কিছু যেন 
রোমাঞ্চিত,
কখন 
যে আপনি শব্দটা তুমি হয়ে গেল -
বলা মুশকিল, যখন কম্পিত 
অধরে এলো স্থিরতা,
তখন চাঁদ 
প্রায়ই 
ডুবে চলেছে আবছা দিগন্তের পারে,
দেহ গন্ধের বিনিময়, তখন 
মিটিয়ে চলেছে সমস্ত 
অন্তরাল, যেন 
লৌকিক 
অনুভূতির মাঝে অলৌকিক ঘটনা,
জীবন তখন ঠিক পাতা ঝরা 
ঋতুর পরে, নব কলিকার 
অঙ্কুরণ, শাখা  
প্রশাখায় 
যেন সোঁদা মাটির গন্ধ মাখা ভাব,

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
Poppified 

শনিবার, ১৪ জুন, ২০১৪

পরবর্তী দরজা - -

সহজ নয় পরিপূর্ণ মোক্ষের প্রাপ্তি,
ফল্গু নদীর শুকনো তীর হতে
ভেসে ওঠে মায়ার
বন্ধন, সে
এক
আমার প্রিয় জন, দেউলের ভাঙা
সিঁড়ি বেয়ে কাটিয়ে দিল
সারা জীবন, তবুও
অন্তিম ক্ষণে
চায়
দেখতে সমস্ত পলাতক আপন জন,
ওই পাশের বাড়ির মানুষ,
খুবই সত, কোনো
দিন কঠোর
হতে
পারি নি, শুধুই ভালোবেসে গেছে,
সারাটা জীবন ছিল উপান্তে,
উপেক্ষিত, নিরুদ্দেশ
নিজের ঘরে,
একাকী !
শেষ প্রহরে দেখি সে চায় জানতে
যে কেমন আছে তার এক
মাত্র পরিযায়ী ছেলে,
জানা সত্তেও
যে তার
ফিরে আসার সম্ভাবনা নেই তবুও
সে দাঁড়িয়ে রয় নিয়মিত
সদর দরজায় !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Paintings By Elizabeth Blaylock

বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

হারানো সৌন্দর্য্য - -

কী যে দ্বিধা ছিল তার হৃদয়ে, 
চোখের অভিধানে তার 
অর্থ ছিল বৈকি,
কিন্তু 
চোখের পাতা উঠতেই যেন -
সব কিছু ভাসা ভাসা,
সে যথারীতি 
বুকের 
মাঝে আবার চেঁপে গেছে ওই
এক যুগের কাহিনী !
সে শুধুই চেয়ে 
যায় 
জ্বলন্ত, মৌন অভিলাষের - - 
সাথে, আমি চাই তার 
মুখরিত প্রণয়,
উন্মুক্ত 
আবেদন, দাবানলের বেগ !
মৌসুমের পূর্বাভাস 
খুবই দোষগ্রাহী,
কখন 
যে অপ্রত্যাশিত ভাবে করে 
যাবে, সমস্ত কিছু 
ছারখার কেউ 
কী তা 
জানে, জানি না কখন যে -
তার মুখে শব্দের 
অঙ্কুরণ ফুটবে 
আর 
জীবন ফিরে পাবে হারানো 
সৌন্দর্য্য !

* * 
- শান্তনু সান্যাল 
blue-flowers- art by ken-powers

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

ভাঙন বিন্দুর কিনার - -

অনেক ক্ষণ দাঁড়িয়ে আছি ঠিক ভাঙন 
বিন্দুর কিনার, অনেক সময় দেখি 
সে হয়ে ওঠেছে ক্ষিপ্র নদীর 
জলধার ! বহিয়ে 
নিয়ে যেতে 
চায় 
একনিষ্ট লয়ে এপার ওপার, তার ওই 
প্রেমের মাঝ্ প্রবাহে ভেসে রয় 
মরণ খুঁটির স্বপ্ন মাখা 
চুড়া, জীবন ডুব 
দিতে চায় 
ওই 
ঘূর্ণি বলয়ের মাঝখানে, জেনে শুনে -
মৃত্যু স্বীকার ! আমি যতই চাই 
গুটিয়ে রাখি রেশমী 
ভাবনার কাচা 
সুতো !
বুকের মাঝে, ততই জটিল হয়ে ওঠে 
জীবন রুপি শুকের খোল। 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
Tulip-in-Red 

সোমবার, ৯ জুন, ২০১৪

বিলুপ্ত জলাভূমি - -

তারা ছিল দূরগামী দ্রুত বেগের ট্রেন,
সময়ের বুকে পা ফেলে, গেছে 
দৌড়িয়ে বহুদূর, আর 
আমি ছিলাম 
চির 
পরিচিত নদীর সেতু, অরণ্য প্রদেশ -
অথবা প্রস্তর যুগের কোনো শৈল
চিত্রাঙ্কন, বুকে নিয়ে 
মৌসুমী ভাঙন, 
দেখেছি 
আমি তাদের অনবরত পলায়ন, যুগ 
যুগান্তরের একই কাহিনী, মানুষ 
মানুষের জন্য শুধুই এক 
আরোহণের সিঁড়ি,
যে উঠে 
যায় উপরে, তার হাতেই বিজয়ের - - 
পতাকা, বাকি সবাই পড়ে রয় 
যথারীতি পুকুর পারে, 
নদীর ঘাটে, 
হাট 
বাজারে, কাঁস বনের ধারে, নিরুদ্দেশ 
আপন জনের ভিড়ে, ঠিক রেল 
লাইনের এক পাশের  
নোনা জলাভুমির 
খুব কাছে,
যার 
দিকে কেউ ভুলেও দেখে না, নিজের 
ভেতরে এক দিন নিজেই 
যায় হারিয়ে। 

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
art of nancy medina.jpg 1

শুক্রবার, ৬ জুন, ২০১৪

কখনো সখনো - -

মাঝে মাঝে জীবন চায় খুঁজতে 
কল্পনার বাইরে ধুসর 
বাস্তবিকতা,
ঊষর
ভূমির বুকে লুকানো সজলতা !
অসংখ্য কাঁটা নিয়ে দেহে 
অনিমেষ চোখে 
পরিতপ্ত 
গ্রীষ্মের আকাশ চাওয়া, মাঝে -
মাঝে মনে হয় তুমি হয় 
উঠেছো  সন্ধ্যার 
যাযাবর এক 
পশলা 
বৃষ্টি, হঠাৎ উড়িয়ে নিয়ে চলেছ 
সব কিছু, আর বিষন্নতার 
দড়ি, ঝুলে আছে 
ছাদের এক 
প্রান্ত 
হতে অন্য প্রান্তে, মাঝে মাঝে - - 
ভালই লাগে তাদের মিথ্যে
আবদার, জানা সত্তেও 
যে উঠোনের 
বুড়ো 
নিম গাছটা যে কোনো দিন পড়ে 
যেতে পারে, তবু ও ওঠার 
আগে বলে যায়, এই 
গাছের ছায়া 
সত্যি 
আশ্চর্য্য, বারোমাস সমান ভাবে 
দাঁড়িয়ে আছে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
art by linda blondheim

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

শব্দকোষের বাইরে - -

সম্ভবতঃ সে ফিরে আসবে এক দিন,
তাই ! সাত সকালে সে বসে 
রয় অহর্নিশ, পার্কের 
এক সীমান্তে,
আনত 
চোখে দেখে শুকনো ঝরা পাতার -
নড়াচড়া, আকাশ উদাসীন,
মেঘের নেই কোনো 
হদিস, তবুও 
কৃষ্ণচূড়া 
ভুলি 
নি ফুটতে, দাঁড়িয়ে আছে উর্ধ্বমুখী 
দেহে জড়িয়ে যেন অন্তহীন 
অগ্নিশিখা ! পিঁপড়ের 
এক দল খুঁজে 
চলেছে 
নিরাপদ আশ্রয়স্থল, হয়'ত সন্ধের 
মুখে ঝরবে যাযাবর বাদল,
অবশ্যই মনের পূর্বাভাস 
বহুবার হয়েছে 
দেউলিয়া 
তবুও 
জীবন হতে চায় না পরাজিত, সে 
ফিরবে নিশ্চই এক দিন,
আগেকার মতন 
আর নেই 
এই 
পৃথিবী, গুটিয়ে চলেছে দিনেদিন !
অদৃশ্য বিবর্তন নিজের পথে 
যথারীতি অগ্রসর, 
তাই আশার 
বৃক্ষ 
চিরহরিৎ এবং স্বপ্নগুলো চিরজীবী,
শব্দকোষের বাইরে তাদের 
পরিভাষা - - 

* *
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.in/
art by parastoo ganjei 1

মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

বিক্ষিপ্ত পৃষ্ঠতল - -

নিস্তব্ধতা যখন তীব্র মুখর, নিশান্তের 
অনাম নৈশ কুসুম, তখন ঝরন্ত 
বেলায় লুটিয়ে যেতে চায় 
গন্ধের অন্তিম কণা,
ওই প্রকৃতির 
অদ্ভুত 
লীলায় জীবন খুঁজে পায় বেঁচে থাকার 
অর্থ, জেগে ওঠে দেহ ও প্রাণে 
সুপ্ত অভিলাষের কিরণ,
নিদ্রালু চোখে 
ভেসে 
রয়, তার প্রেমের শীতল ছায়া, অদৃশ্য 
কড়া নাড়ার শব্দে যেন ঝঙ্কৃত 
সব কিছু, হৃদয় খুলে 
দিতে চায় বন্ধ 
নিঃশ্বাসের 
কপাট,
সকালের মৃদু দমকা হাওয়ায়, বহু দূর 
পাড়ি দিতে চায় ক্লান্ত আবেগ,
হিমায়িত হিমনদের 
বুকে তখন 
নদী 
হওয়ার অদম্য আকুলতা ভেঙে দিতে 
চায় সমস্ত কিছু পাহাড় মরু,
গ্রাম শহর, জীব নির্জীব,
তার চোখের আগে 
শুধুই ভাসে 
উন্মুক্ত, 
নীল সমুদ্রের বিস্তীর্ণ, বিক্ষিপ্ত পৃষ্ঠতল,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
fnight tulip 

সোমবার, ২ জুন, ২০১৪

স্বপরাজিত সৈনিক - -

সমস্ত গণনা, যোগ বিযোগ, পূর্বাভাস
রইলো নিষ্ফল, দিগ্বিজয়ী হওয়ার 
পরেও সে ছিল খুবই একাকী, 
নিজের অন্তঃকরণের 
মাঝে, চার 
দিকের 
বিজয়োল্লাসের ধ্বনি, অকস্মাৎ সব -
কিছু এক চাপা ক্রন্দনে পরিণীত, 
সম্রাট তখন নিজের বিম্বে 
খুবই বিবশ, সঘন 
অন্ধকারে সে 
দেখে,
ভেসে উঠছে নিরীহ মানুষের করুণ -
চিৎকার আর অন্তহীন গোঙানি,
অদৃশ্য দাঁড়িপাল্লা চোখের 
আগে দুলে চলেছে 
অবিরাম 
লয়ে,
সে তখন নিজের সম্মুখীন পরিপূর্ণ - - 
ভাবে ধরাশায়ী, রক্তরঞ্জিত 
এক অনুপায় নিরস্ত্র, 
স্বপরাজিত 
সৈনিক !
দাঁড়িয়ে রয়েছে অগোচর সত্যের - - -
আগে নত মস্তক - - 

* * 
- শান্তনু সান্যাল 
  
http://sanyalsplanet.blogspot.in/
Painting of Purple Orchid Flowers