বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

পুনরায় সন্ধান - -

হয়তো তুমি আবার খুঁজবে আমায়,
বারান্দার কোণায়, এক চিলতে
রোদের রূপে, কোনো এক
ফুরিয়ে আসা শীতের
সকালে, পুরাতন
ফুল - টবের
কাছে, হয়তো তখন আমি আর নেই
তোমার বুকের মুলায়েম আবেগে,
সব কিছুর এক নিশ্চিত
সীমানা আছে বৈকি,
তাই, আর
ওই প্রণয় গন্ধের দাবিটা যেন একটু
বানানো মনে হয়, ঠিক ঝরা
শিউলির ওই অকাজের
অভিমান ! তবুও
জানি না
কেন হৃদয় চায়, যে তোমার চোখের
ওই অশেষ তল্লাসে, কোথায় যেন
আমি থাকতে চাই লুকিয়ে,
ঠিক হারানো, কোনো
এক অমূল্য
কৌটোর মাঝে, কেশরের রূপে চির -
মৌন, রাশি রাশি গন্ধ লুকিয়ে
শুকনো রন্ধ্রে - - 

* *
-  শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting of Ann Mortimer

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

অশেষ নীরবতা - -

সবাই এখানে দৌড়িয়ে চলেছে দ্রুতগামী - -
সময়ের সাথে, তুমি যদি থামতে
চাও, কোনো এক মফস্বল
স্টেশনে, সেটা কিন্তু
তোমার নেহাৎ
নিজস্ব
সিদ্ধান্ত, অথচ এখনো সূর্য্য যাই নি অস্তাচলে,
অন্ধকার ঘিরে আসতে, হয়তো এখনো
দেরী, কিন্তু সব দিনের অবসান
অপরিবর্তনশীল, চির ক্ষুধিত
কালো রাত্রি গিলে যাবে
যথারীতি সব
কিছুই,
আর আঁধারের যবনিকায় ঢেকে থাকবে -
কিছু ঝাপসা শেষ প্রহরের কাহিনী,
ওই এক দিগন্ত রেখা, যেখানে
স্বপ্নের ভূমি ভেঙে যায়
বহু খণ্ডে, তবুও
ছুঁতে পারে
না সকালের আসল চেহারা ! ওই কুয়াশার
জগতে, হয়তো তুমি খুঁজে পাবে না
ঘরে ফিরে আসার, ওই ভোর
বেলার মহানগরমুখী
ক্ষিপ্র বেগের
ট্রেন !
ওই নির্জন স্টেশন চত্বরে, রয়ে যাবে শুধুই
কিছু অসমাপ্ত পথ চাওয়া, আর
অশেষ নীরবতা - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Water color by Mary Gibbs

অনন্তকালীন ভালবাসা - -

সে দূর হয়েও যেন বেঁধে রাখে আমায়
মায়ের ভাষায়, শিরায় শিরায়
স্বাধীন ভাবে মিশিয়ে
যায় বাংলার
মাটি
বাংলার জল, শঙ্খ বেলায় ভেসে ওঠে
হৃদয়ের কুলে আজানের সুর,
গোধুলির ওই আবছা
আলোয় দেখি
তুলসী
তলায় কে যেন জ্বেলে যায় ঐতিহ্য -
প্রদীপ, হটাৎ আজও মনে হয়ে
যেন অজয় নদীর কূল
আর মেঘনার
তীর
মিলে মিশে একাকার, আর তোমার
হাসি কান্নার মাঝে, আমি প্রায়ই
ভুলে যাই জীবনের
পারাপার,
তখন
এপার - ওপারের মাঝে ঝুলে রয় এক
মাত্র মাতৃভাষার অখণ্ডিত সেতু,
অনন্তকালীন ভালবাসার
পথে অগ্রসর।

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Painting by Oregon Artist Jacqueline Newbold

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

অন্তর্তমের অনুনাদ - -

তার প্রেমের পরশে আছে চাঁদনী রাতের
স্নিগ্ধতা, অথবা অপ্রতিম শীতলতা,
যেন চন্দন অরণ্যের সমীরণ
ছুঁয়ে যেতে চায় গভীর
হতে গহনতম,
তার চোখের আয়না চিরকাল অনি:শেষ
পারদর্শী, বেঁধে রাখতে চায় আমার
অস্থির ভাবনার তরঙ্গ, ওই
রহস্যময়ী চোখের
আলোয়, তার
প্রণয় প্রহেলিকার গিঁটে আছে এক অদ্ভুত
পেঁচানো গহ্বর, যতই যাই গভীরে
জীবন যেন হয় ওঠে অতই
জটিল হতে গ্রন্থিল !
প্রায়ই ফিরে
আসে অন্তর্তমের অনুনাদ, সুদূরের শুন্য -
উপত্যকার গা ছুঁয়ে, যথারীতি
জীবন, একাকী দাঁড়িয়ে রয়
মধ্য রাতের অন্ধকারে,
তার মায়াবী
প্রেমের উন্মুক্ত প্রাঙ্গণে, উন্মোচিত দেহের
সাথে, সে এক রোমাঞ্চিত খেলা,
কখনো মেঘের মিহি কণার
রূপে আবার কখনো
অগ্নিস্ফুলিঙ্গের
চমকে, ঝরে সারা রাত মন্থর বেগে বিন্দু -
বিন্দু আকাশ হতে পৃথিবীর বুকে !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

in-the-moment-ognian-kuzmanov.jpg

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

স্বপ্নীল আকাশে - -

যদিত্ত নিজস্ব বলে, কিছুই হয় না এই
জগতে, তবুও জন্ম জন্মান্তর
ধরে মানুষ বহে যায়
মায়ার স্রোতে,
সমস্ত
কিছু দিয়েও, বাঁধতে পারি নি তাকে
নিঃশ্বাসের বাঁধনে, সে এক
অধরা প্রজাপতি
অবিরত
উড়ে বেড়ায় স্বপ্নীল আকাশে, শ্রুতি
ও বাস্তবের মাঝে জীবনের
নৌকা ভেসে যায়
সুদুর উজানে,
দিগন্ত
রেখায় দেখি, রঙীন মেঘের স্তর প্রতি
স্তরে ভেসে ওঠে তার উৎকন্ঠিত
ভালবাসা - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art of pamela gatens

আকাশ পথে - -

এখানেই আদি - অন্তের চিরন্তন খেলা,
নেড়া গাছের শাখা প্রশাখায়
লুকিয়ে রয় আগামী
কালের অঙ্কুর,
সব কিছুই
অনিশ্চিত, আকাঙ্ক্ষিত স্বপ্ন আর - -
রামধনুর অস্থায়ী আবির্ভাব,
কোথায় যেন মনে
হয় বেঁধে
আছে, পরস্পর অবুঝ রঙের বাঁধনে,
আকাশের গায়ে মেঘের খেলা,
কখনো উপত্যকার এক
ভাগে মুশলধার
বৃষ্টি, আর
অন্যান্য ঢালে, উপেক্ষিত মরু প্রান্তর
চেয়ে রয় শুন্য আকাশ ! সব
কিছুই যেন হেঁয়ালির
সাথে একাকার,
তবুও তুমি
ও আমি দাঁড়িয়ে রই যথারীতি জীবন
সেতুর দুই প্রান্তে, নিঃশ্বাসের যাত্রী
থামে না কোনো দিন, অদৃশ্য
ভাবে স্পন্দনের
বিনিময়
চলে সারা রাত, তখন তুমিও কোথায়
যে তোমার মাঝে, আর আমিও
কোথায় নিজের ভেতরে,
দুই অস্তিত্ব উড়ে রয়
আকাশ পথে !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
C:\Users\Sanyal\Pictures\Art of Jacqueline Newbold.jpg

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

চির পিপাসিত - -

সব কিছুই ছিল সুন্দর, উন্মুক্ত নীলাকাশ
চতুর্দশী চাঁদের অঢেল আলো, উঁচু
উঁচু চিনার গাছের রহস্যময়ী
ছায়া আর মধ্য রাতের
নীরবতা, যেন
নিখুঁত
ভাবে, কে যেন নিপুণ মনোযোগে করেছে
জীবন্ত সৃষ্টি, সব কিছুই যেন স্বপ্নীল
মায়া ! পৃথিবী যেন ভেসে
চলেছে আকাশগঙ্গার
প্রবাহে, অনন্ত
পথের
দিকে, সে কথা রেখেছিল পূর্ব সিদ্ধান্তের -
অনুরূপে, অরণ্য নদীর তীরে
আজও অনুনাদিত তার
হৃদয়ের স্পন্দন,
বুনো ফুলের
গন্ধে
আজও ভেসে রয় তার ভালবাসা, সে এক
কালজয়ী অনুভূতি সময়ের সাথে হয়ে
ওঠে প্রবল হতে প্রবলতম, ঠিক
নদীর দুই পারের মতন
চির পিপাসিত
অভিলাষ !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Pure-Handmade-Flowers-Oil-Paintings-on-Canvas.jpg