ওই চলন্ত আয়নার
মুখোমুখি সবাই
সমান,
ভেদাভেদ বিহীন
তার চোখের
ঠাওরান।
কোন
ধারে যে লুকানো
নিয়তির
পারঘাট,
নদী নির্বাক আর
খুব কাছে
দিনের
অবসান। সারা
জগৎ জুড়ে
যখন
অবগুণ্ঠনের খেলা,
সে অদৃশ্য ভাবে
তখন অন্তর্তমে
বিরাজমান।
নাবিক
বিহীন নৌকো বহে
যায় আপন মনে,
কে জানে
কোথায়
আছে তার নোঙ্গর
স্থান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
অন্য কোনও এক দিন, জিজ্ঞেস করে
নিও জীবনের উলঙ্গ সত্য, আজ
চলো করে যাই শৃঙ্খলাবদ্ধ
মুখোশের খেলা,
ওই বহু
যুগ ধরে, সজ্ঞানে দুইজনের পরস্পর
বোঝাপড়া। সঘন আঁধারে একে
অপরকে সুন্দর ভাবে
ঠকিয়ে যাওয়া,
আসলে,
গোটা পৃথিবী জুড়ে আছে থিয়েটার -
ওয়ালাদের শরিকের বসতি।
যে যত ভালো নাটুয়া
তার জীবনের
দিনান্ত
অতই সুখকর, আর যে মাটির মানুষ
সে রয়ে যায় চিরকালের মত
চার দেওয়ালের মাঝে
একাকী।কিন্তু
কোথায়
যেন সেই ভিড়ে হারানো শেষ বেলার
মানুষ, শুন্য হাতে ঠিক খুঁজে পায়,
ক্লান্ত জীবনের অভিপ্রায়,
খুলে ফেলে ক্রমশঃ
ছদ্ম আবরণ।
তখন সে
নিবস্ত্র, কিন্তু প্রকৃত সুন্দর স্বউদ্ভাসিত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by harold kraus
আজ আকাশ খুবই উদার, ঝরে গেছে
উজাড় করে নিজেকে, আজ সন্ধ্যার
পরিতপ্ত দেহে, সজল বাতাস
ছুঁয়ে গেছে শীত - মলমে,
আজ তোমায়
পেয়েছি
আমি প্রবল স্রোতপূর্ণ বৃষ্টির রূপে।- -
বহু শূন্য ফাটলে, পুনরায় দেখি
জীবনের সংকেত, ভেসে
উঠছে আবার -
তোমার
চোখের গভীরে, বহু বিলুপ্ত মরুদ্বীপ !
তুমি আবার চাও, প্রণয়ের ওই
হারানো মায়াময় জগৎ,
আমি পুনরায়
দ্বিধাগ্রস্ত,
ধেয়ে যাই যথারীতি রঙীন পতঙ্গের
পিছনে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
যখন তুমি অঝর শ্রাবণের মধ্য যামিনী,
তখন আমি শুধুই এক শৃঙ্খলমুক্ত
পুরুষ, বুকে নিয়ে ধূমায়িত
অরণ্যশিখা, চেয়ে রই
তোমার অধর
তীরে।
চুষে নিতে চাই সমস্ত সজলতা উন্মত্ত - -
ভাবে, আমি তখন সাঙ্ঘাতিক
ভাবে হয়ে উঠি ঊষর -
ভূমি, নিমিষে
সকল
তটবন্ধ ভেঙে, তোমায় করে নিতে চাই
সন্মিলন নিজের অন্তরে।ওই মহা -
প্রলয়ী মুহুর্তে জীবন গড়িয়ে
যায় অপরিভাষিত
পথে, যেখানে
দেহের
সমস্ত অভিলাষ, সিক্ত মাটির মত খসে
পড়ে প্রণয় নদীর গায়ে, আর
সুদুর উজানে দেখা যায়
শুধুই এক ঘোলাটে
জলের বিরাট
উর্মিমালা।
* *
- শান্তনু সান্যাল
ocean-impact-jersey-shore-angie-mckenzie
http://sanyalsplanet.blogspot.in/
অস্তিত্ব আমার, যখন নিজেই ডুবতে
চায় তার বুকের অতল আঁধারে,
তখন লোক লজ্জার কিসের
বালাই, ওই নিঃশ্বাসের
বিনিময়ে আছে
এক এমন
পরিহারের মধুরতা, যাকে শব্দের - -
মায়া জালে বাঁধা মুশকিল, সে
যেন জন্মগত বিশৃঙ্খল,
তাকে আবরণে
মুড়ে রাখা
যায় না, যেন চিরকালের আরণ্যক, -
যেখানে সমস্ত তর্ক বিতর্ক যায়
নিমিষে হারিয়ে, তখন
প্রেমের সংজ্ঞা
খুবই -
জটিল, গহন অন্ধকারে হয় ওঠে এক -
অদৃশ্য স্ব - আলোকসজ্জা, বাহ্য
জগতের সমস্ত শিকল
নিজেই যায় খুলে
একে-একে,
তখন নব কায়াকল্পের অঙ্কুরোদ্গম - -
সম্পূর্ণ বর্বরতা, আদিমযুগের
পথে ফিরে যাওয়া, ওই
মুহুর্তে আমরা
যেন সহসা
আফ্রিকার কোনো এক তৃণভূমির পথে
খুঁজে চলেছি, নিজের জীবাশ্মের
ঠিকানা, যেখানে হয়তো
এখনো আছে উন্মুক্ত
ভালবাসা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/