রেখে গেছে জানি না কি ভেবে, ব্যথিত
হৃদয়ে কোমল অনুভূতি, মখমলে
মোড়ানো যেন স্বপ্নের বহু
সুক্ষ্ম কণিকা, কোন
আভাসে ভেসে
যায় মম
বেদনার নৌকা, সুদুর আবছায়া উজানে,
সরে যায় তটভূমি দু দিকের, আলো
হতে শুন্য আঁধারে, জাগ্রত
কি ঘুমন্ত অন্তর্মনে,
শান্ত ঝিলে
ফেলে
কঙ্কর জ্ঞাতসারে, সে অদৃশ্য মায়া গেছে
হারিয়ে নিমেষে, জীবন এখন
একাকী পরিত্যক্ত দ্বীপ,
অজানা ভিড়ের
অভান্তরে,
* *
- শান্তনু সান্যাল
artist Martin Johnson Heade 2
http://sanyalsplanet.blogspot.com/