রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

একাকী জন অরণ্যে - -


রেখে গেছে জানি না কি ভেবে, ব্যথিত 
হৃদয়ে কোমল অনুভূতি, মখমলে 
মোড়ানো যেন স্বপ্নের বহু 
সুক্ষ্ম কণিকা, কোন 
আভাসে ভেসে 
যায় মম 
বেদনার নৌকা, সুদুর আবছায়া উজানে,
সরে যায় তটভূমি দু দিকের, আলো 
হতে শুন্য আঁধারে, জাগ্রত 
কি ঘুমন্ত অন্তর্মনে, 
শান্ত ঝিলে 
ফেলে 
কঙ্কর জ্ঞাতসারে, সে অদৃশ্য মায়া গেছে 
হারিয়ে নিমেষে, জীবন এখন 
একাকী পরিত্যক্ত দ্বীপ,
অজানা ভিড়ের 
অভান্তরে,
* * 
- শান্তনু সান্যাল 


artist Martin Johnson Heade 2
http://sanyalsplanet.blogspot.com/

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

আগামী কাল - -

আমি চেয়ে ছিলাম শুধুই এক মুঠো রোদ্দুর, 
গোলাপী শীতের সকালে, জানালার 
ফাঁক হতে তার হাসির 
খিল খিল শব্দ,
শিশির 
ভেজা গন্ধে টাটকা দিনের প্রারম্ভ, বর্ণহীন 
অলিন্দের বুকে হটাত ধপাস করে,
খবরের কাগজের পড়া, 
ভাঙিয়ে যায় 
কাচিক 
স্বপ্নের ধরাতল, সব কিছু সহজ নয় জীবনে,
মেঘ বিহীন নীলাকাশ, আর চোখে 
পড়ে না, ধুসর রঙের যেন 
পরিপূর্ণ আধিপত্য, 
পৃথিবী ও 
অম্বর দুটিই পারস্পরিক সমীকরণ, সব  
কিছু মিলিয়ে শুকিয়ে চলেছে 
একাকী মনের মানি 
প্লান্ট, এর 
মধ্যেও 
জীবন খুঁজে বেড়ায় সন্ধ্যার আলতো -
আঁধারে তার লাজুক হাতের 
রেখায় নিজের এক 
মিষ্টি আগামী 
কাল - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
water color by Arup Lodh, based in Kolkata 


সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

হৃদয়ের চিত্রলেখ - -

কি যে তুমি চাও সব কিছু পাওয়ার পরে 
প্রায়ই ভাবে, হৃদয়ের চিত্রলেখ, ওই 
আবেশ বিন্দুর সমীকরণ -
কেন যে এত 
জটিল !
চলকে পড়ে পানপাত্র তবুও অভিলাষের 
মন ভরে না, তোমার অন্তহীন 
দাবি, উজাড় করে এই 
ভাবে ভাল বাসা !
সজ্ঞাহীন 
করে যায় জীবনের সংবেদন, জড়িয়ে -
রয় দেহ ও প্রাণে এক অদৃশ্য 
সম্মোহন, যেন মায়াময় 
মধ্য রাতে সহসা 
খুলে পড়ে 
রহস্যময়ী প্রণয় গ্রন্থী, নিঃশ্বাসের সঙ্গে 
ভাসে বন্য সুরভি, ভাবনার 
পুংহরিণ উন্মত্ত ধেয়ে 
যায় জীবান্তকের 
মুখোমুখি !
বারংবার বুকে বিঁধিয়ে বিষাক্ত তীর - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING by KEITH BURNETT






শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

হঠাৎ সে এক দিন - -

হঠাৎ সে এক দিন জানতে চাইল মনের 
গভীরতা, ভালবাসার পরিসীমা,
জানি না কি যে ছিল তার 
অনুভূতির মাপদণ্ড !
অবাক চেয়ে 
রইলাম !
তখন হয় ত নেমে এসেছিল, সন্ধ্যার - 
অঘনিভূত আঁধার, সেই জলপূর্ণ 
চোখের আলোর মাঝে 
নিজের ভাবমূর্তি 
চেনার 
চেষ্টায়, কখন যে গেছে ফুরিয়ে নিশি -
ফুলের গন্ধ, নিজেই জানি না, 
সে শুধিয়ে গেছে বহু বার
আমার নিরুত্তর 
হওয়ার 
কারণ, নীরবতার বুকে নিঃশব্দ ভাবে 
সে দিন ভেঙে ছিল, কাচিক 
স্বপ্নীল পুষ্পদানি, দেহ 
ও প্রাণের মধ্যে 
সঠিক 
বিকল্প খোঁজা ছিল খুবই কঠিন, আমি 
সে দিন শুধুই এড়িয়ে গেছি 
তার সংক্ষিপ্ত কিন্তু
নিগূঢ় প্রশ্নের 
উত্তর, 
কিংবা 
প্রেমের পরিভাষা ইচ্ছাকৃত ভাবে নিজের 
অনুরূপে বোধ হয় গড়তে 
চেয়েছিলাম, যেখানে
প্রাণের মূল্য 
ছিল 
নগণ্য ও দেহের সত্তা অমূল্য, শুধু মাত্র -
রঙ্গ রূপ, বাহ্য আবরণ, কিন্তু 
বুঝতে পারি নি হৃদয়,
যে গন্ধ বিহীন 
ফুলের 
নিয়তি, কেবল রঙ্গীন কাগজে সাজানো 
বর্ণোজ্জ্বল ছলনা - - 
* * 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


IVAN CHOULTSE OIL PAINTING ON CANVAS 

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

আনুগত্য ছাড়া - -

নেই পার্থক্য যেখানে ব্যথা ও হাসির মাঝে, 
সেই অনুভূতির মূলবিন্দু, খুঁজতে 
চায় পাগল মন, জানি 
সহজ কোথায় 
তার 
চোখের অনুবন্ধ ভেঙে দূর সরে যাওয়া -
তাই পুনরায় ফিরে আসা আবার 
জীবনের অর্থ খোঁজা, এক 
অনিবার যাওয়া 
আসার 
প্রক্রিয়া, আর তার নির্মেঘ চোখের এক 
উন্মুক্ত পান্থশালা, খুবই কঠিন,
ভাবনার অলিখিত চুক্তির
প্রত্যাহার করা, যা 
কিছু আছে 
সম্মুখীন, ভালো কি মন্দ, সহজ ভাবে -
শুধুই গ্রহণ করা, স্বপ্ন কি বাস্তব 
তার প্রণয়ের মায়া, সে 
নিজেই জানে, এক 
আনুগত্য 
ছাড়া এই মুহূর্তে আমার কাছে কিছুই 
নেই - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pinting by Veronica Winters 

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২

পুনর্গঠনের সম্ভাবনা - -

অপূর্ণতার দুঃখ নিজের জায়গায়, তা বলে 
কি সব কিছু অর্থহীন ! স্ব বৃত্তের 
বাহিরেও আছে অসীম 
সুখের বিন্দু 
সঞ্চয়ের 
মনোবৃত্তির দরকার প্রতি মুহূর্তে, পরকলা 
নির্মিত ছিল তার প্রণয়ের প্রাসাদ,
ভাঙনের ভিত্তির উপরে 
গঠিত শিল্প, যদি 
গেছে ধসে 
অকল্পনীয় কিছু নাই, নিয়তির নিজের -
অমোচনীয় বিধান, সহজ কোথায় 
পুনর্লিখন, তা বলে সব কিছু 
মিথ্যা, শুধুই স্বপ্ন,
ওই ধ্বংসের 
বুকে ও 
রয়েছে শেষ পর্যন্ত পুনর্গঠনের সম্ভাবনা - 
কিছু লুক্কায়িত বীজকণা, কিছু 
কিশলয় পাতায় ছড়ানো 
শিশির বিন্দু - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
hope - tropical painting - source no idea 




সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

অসমাপ্ত অন্বেষণ - -

আজ বিকেলে ঠিক সূর্যাস্তের পরে সে রেখে 
গেছে হালকা আঁধারে, এক ঝিলিক 
হাসির সঙ্গে নিশিপুষ্পের  
গন্ধে মিশানো 
আগামী 
দিনের পুনর্মিলনের প্রতিশ্রুতি, তার সঙ্গে 
দিয়ে গেছে গোটা জীবনের অনন্ত 
জাগরণ, অশেষ মন্থর 
দহন, অভিশাপ 
কি স্বর্গসুখ !
এখন 
শেষ প্রহরে দেহভস্মের নিচে বিহান খুঁজে, 
অভিলাষের নিবন্ত আবেশ কণা,
ওই সন্ধ্যা ও সকালের 
মাঝে বহে গেছে 
যামিনী 
নামক অধুনালুপ্ত নদী, ইতিহাসের পৃষ্ঠে -
তার কোনো উল্লেখ নাই, এখন 
শুধুই সে এক বিস্তৃত বালু 
চর, ফেলানো রয়েছে 
গায়ে জড়িয়ে 
রুক্ষ 
পাথর, কিছু নাগফণীর ঝোপ, সরীসৃপের 
পুরাতন রঙ্গ বিহীন আঁশের খোল !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by HERMANN OTTOMAR HERZOG 




রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

অভিব্যক্তির মর্ম - -

এইমাত্র সে গেছে ছেড়ে দেহের পিঞ্জর, 
অবশিষ্টের রূপে পড়ে আছে -
আসক্তির কঙ্কাল, তার 
প্রেমের উপাসনা 
ও বাসনার
মাঝে 
জীবন করে সত্য মিথ্যার অনবরত -
সন্ধান, নিজের ভিতরে নিজের 
পুনরুত্থান, খোলা নোঙ্গর 
নির্বাক চেয়ে আছে 
ভেসে চলেছে 
জীবন 
তরী, তরঙ্গিত প্রবাহে একলা বহু দূর 
অজানা উজানের দেশে, সরে 
চলেছে দুরে একের পর 
এক নিজস্ব পরকীয়, 
চেনা অচেনা,
শ্বেত 
শ্যাম সমস্ত অনুভূতি, রঙ্গীন আবছা !
আলো ছায়ার মাঝে খুঁজে জীবন 
এখনো তার সজল চোখের 
অনন্তকালীন নিঃশব্দ 
অভিব্যক্তির 
মর্ম  - - 
* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



tiny-sailing-boat

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

বহুদূর - - -

মুগ্ধতার কারণ কিছুও হতে পারে, এই মুহূর্তে !
স্পার্শনুভুতির প্রশ্ন বড়ই জটিল, তার 
প্রণয়ের সান্দ্রতা ঘনিয়ে আনে 
রহস্যময়ী রাত্রির তিমির,
এক বিচিত্র সৃষ্টির 
উদয় তখন 
অন্তর্তমে !
দেহ ও প্রাণে সঞ্চারিত তরঙ্গে, ভেসে যায় এক 
অপরিভাষিত ঘোর, পৃথিবীর আবর্তন 
সহসা বেগবান, নভস্থিত গ্রহ 
নক্ষত্র দৌড়িয়ে পিছিয়ে 
চলেছে সুদুর 
নির্জনে !
জীবন তখন দ্রুতগামী রেলগাড়ি, ঊর্ধ্বশ্বাসে
চেয়ে আছে নদী, মুকুলিত উপত্যকা, 
উচ্ছলিত সিন্ধু তরঙ্গ, অবাক 
জোছনা, স্থির তখন 
বন্য সুরভি !
তার 
অপরূপ রূপের মায়া নিয়ে চলেছে বহুদূর - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by moore




বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

পৃষ্ঠতলে - -

ওই মধ্য বিন্দুর সাথে ডুবনের আনন্দ, বিস্মৃত 
করে যায় সব কিছু, বৃত্তের সমস্ত বিন্দু 
একের পরে এক যায় ছিটকিয়ে 
সুদূরে, কোন বিশেষ 
বিন্দুতে ছিলে 
তুমি 
জড়িয়ে ! প্রায়শ ভাবে মন, খুঁজতে চায় জীবন,
তোমার গুরত্ব, ফিরে আসে বারে বারে 
অস্তিত্ব, পুনরায় তোমার কাছে,
ওই অদৃশ্য মায়াবী পথে 
ফুল, গন্ধ, জোছনা 
সব কিছুই ত 
আছে 
তবু ও জানি না কেন হৃদয় শুধুই ভালবাসে 
তোমাকে, এ কেমন আকর্ষণ বেঁধে 
রাখতে চায় আমার জীবন 
প্রকৃত মোহপাশে,
ভেসে ওঠে 
ভাবনা 
ওই কেন্দ্র বিন্দুর সঘন গভীরতার পৃষ্ঠতলে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
mystic blossom - no idea about painter 

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

অশেষ গণনা - -

জরুরি নয় জীবনের বিবরণ হবে তোমার 
অনুযায়ী ! চোখের ভিতরে আটকানো 
প্রতিবিম্বের ভাষা ছিল উন্মগ্ন,
শব্দ ঝরে পড়েছে হয় ত 
বিন্দু বিন্দু, অশ্রু 
কি লবনাক্ত 
সলিল !
কিছু ও উপমা হতে পারে, উজাড় করে -
সারা রাত পুড়েছে ভব্য আকাশ 
তার অনেক পরে, শেষ 
প্রহরে বাষ্পিত 
ব্যথা 
পরিণত হলো নীহার কণার রূপে, ভিজলো 
শরীর কি হৃদয়, কেউ কি বুঝতে 
পারে, খোলা জানালার 
পারে, গোলাপ 
বৃন্তের 
লাজুক শাখায়, ছড়িয়ে রইলো আর্দ্রতা - - - 
এলোমেলো ভাবে, স্মিত সকাল
অনভিজ্ঞ মনে চেয়ে 
আছে তোমার 
চোখের 
কৌতুহল, পাওয়া না পাওয়ার অশেষ গণনা,

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/ 

the gate - no idea about painter 

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

কৃষ যবনিকা - -

সরে যাও নিঃশব্দ পদধ্বনির সাথে, যদি চাও 
দুরে যেতে, পাশ বদলিয়ে যাওয়া 
কোনো নতুন আবিষ্কার 
নয়, রাত ও যায় 
সুদূরে, আঁধার 
নামিয়ে 
মেঝে, আরশির বুকে রয়ে যায় কিছু মধুর -
স্মৃতি, গোপনীয় মুহূর্তের নগ্নতা,
পরস্পরের নির্বাক ষড়যন্ত্র,
মধুরিম প্রতারণা !
কে কাকে করে 
গেছে 
উপভোগ সেটা অবসরে ভাবার কথা, প্রকৃত 
বা কৃত্রিম অনুভূতির ব্যাপার, না সে 
এক আসামি না আমি পরিপূর্ণ 
মানুষ, পরিহারের 
উপায় তুমি ও 
খুঁজতে 
পার, পুনরায় ফাঁস ফেলার ভাবনা কি যায় 
হারিয়ে, শুধুই এক মুখোশ নামিয়ে 
অন্য রঙ্গমঞ্চের পদার্পণ !
সেটা তোমার 
চোখের 
ঠাহর, আমি গায়ে জড়িয়ে আছি এখনো লজ্জার 
কৃষ যবনিকা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 Painting by Marina Petro new 

ঐকান্তিক অনুসঙ্গ - -

প্রমাণ বলতে কিছুই রবে না, এই প্রগাঢ়
অন্ধকারে, সব কিছুই যে অগোচর,
নিঃশ্বাসের স্পর্শে যদি ধরে 
রাখতে পারো আরও 
কিছু ক্ষণ দেহ - 
গন্ধ, কিছু 
চোখের অদৃশ্য আলো, কম্পিত মুহূর্ত !
বুকের তরঙ্গে ভেসে ওঠা আবেশ,
নদীর সাগর কুলে মিশে 
যাওয়া, বিলীনতার 
পথে ওই ক্ষণিক 
অভিলাষ,
যদি কিছু সময় আরও অপেক্ষায় থেমে 
থাকে, শিশির বিন্দুর সজল 
কৌটো, আকাশের 
বিস্তৃত বুকে,
কিছুই 
ক্ষতি নাই তাহাতে, আবছা বিহানের -
আগে জানি ঝরে যাবে শিউলির 
সমস্ত ফুলের বাহার, কিছু 
ক্ষণ আরও যদি এই 
জীবন জড়িয়ে 
রাখতে 
চায় প্রণয়ের সুরভি, তোমার ঐকান্তিক 
অনুসঙ্গ, যাক জ্বলুক অন্তর্নিহিত 
গোপন আগুনের শিখা !
কিছু ক্ষণ আরও,
জানি সবাই 
যাবে 
এক দিন দ্রবীভূত হয়ে অতীতের পারে -
আড়ালে রবে নিস্তব্ধ, শিথিল, 
ক্রমশঃ আলগা নিজের 
নিজের পথে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Anthony M. Davis Fine Art & Photography






বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২

সন্ধি রেখার বাস্তবিকতা - -

ফিরে চেয়েছি বহু বার সেই সজল আঁখির দিকে,
সে যেন বুকে থামিয়ে রেখেছিল আসন্ন 
ঘূর্ণিঝড়, সঘন মেঘের স্তর প্রতি 
স্তরে নিবিড় অন্ধকার !
চাপা বিস্ফোরণ,
নিঃশব্দ 
ভাঙন, জমাট অশ্রুবিন্দু, অর্ধ নিবন্ত বিবর্ণ -
অঙ্গার, তার অধীনস্থ আমার অস্তিত্ব 
ছিল এত দিন, ঝিনুকের বুকে 
মুক্তার নিশানদিহি, 
অভিলাষের 
কেলাসন, 
দুর্লভ প্রতিভাস, সহসা মোহ ভঙের কারণ 
খুঁজে পাই নি হৃদয়, তার অপরিচিত 
ভাবে চাওয়া, বুঝিয়ে দিয়েছে 
কাচের দ্বিখণ্ডিত টুকরো 
এবং অদৃশ্য সন্ধি
রেখার 
বাস্তবিকতা ! সিঁড়ির অন্তিম ধাপে শুনেছি 
স্পষ্ট ভাবে, তার অট্টহাসির সঙ্গে 
স্খলিত মায়াবী মুখোশ, 
সদর দরজার 
বাইরে 
তখন, অনাহূত অসময়ের বৃষ্টির হুঙ্কার ! 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
vase on last step 

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

মুগ্ধ পৃথিবী - -

নিষ্পলক চাহনি তার, নিঝুম সন্ধ্যার 
পীত রক্তিম আলোয়, যেন পূর্ণ 
বিকশিত বুনো ফুলের 
উন্মাদিত গন্ধ !
তরঙ্গিত 
করে চলেছে জীবনের সুপ্ত প্রবাহিনী - - 
খেলে যায় তার অদৃশ্য ছায়ার 
মায়া, সজল ভাবনার 
ধরাতলে, মুগ্ধ 
দেহ ও 
প্রাণ ধরে রাখতে চায়, তার নয়নের 
নীল আলোর গুপ্ত ধারা, মন 
ধেয়ে চলেছে আঁধার 
পেরিয়ে সুদুর 
জোছনার 
দেশে, হৃদয়ে জড়িয়ে অনুক্ত প্রেমের 
গোপন ভাষা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by LORNA JEANINE PAQUIN

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আয়নার মুখোমুখি - -


সিন্ধুনীল আঁধারে কে যেন রেখে যায় 
নিশিগন্ধার গুচ্ছ, ঠিক আধ 
খোলা জানালার ধারে,
গভীর রাত ও 
পদধ্বনির 
মাঝে 
প্রগাঢ় প্রণয়ের নীহার ভিজিয়ে যেতে -
চায় সমগ্র শরীর, ভীরু স্পন্দন 
খুঁজে সেই নামবিহীন 
গন্ধের মূলবিন্দু,
কম্পিত 
অধর কোণে জেগে রয় সম্পূর্ণ রজনী 
অতৃপ্ত অভিলাষ, অদৃশ্য স্পর্শে 
ভাবনার ফুলদানি করে 
ষোলো শৃঙ্গার !
বসে রয় 
একাকী পুরাকালের আয়নার মুখোমুখি,

- শান্তনু সান্যাল  
Glaucous night  Art by nataera
http://sanyalsplanet.blogspot.com/

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

নিস্তব্ধতা - -

এই মুহূর্তে সব কিছু যেন বিভ্রান্তিকর, চার 
দিকে এক ব্যাপক স্থিরতা, সাগর, 
পৃথিবী, আকাশগঙ্গা, সময় 
যেন গেছে থেমে, এই 
মুহূর্তে তুমি আর 
আমি কেবল 
সত্যতা !
উপান্তে সরে চলেছে ধর্ম, দর্শন, ইতিবৃত্ত -
এখন শুধুই শিরোনামে নিস্তব্ধতা,
আবেগের সঘন নিম্নরেখা, 
ভাবনার ঘনিষ্ট 
বিনিময়, 
এই ক্ষণে আয়ত্তের বাইরে বন্য মনোবৃত্তি !
উন্মুক্ত নিশিপুষ্পের গন্ধ ধারা,
পরস্পরের অবচেতনে 
অনবরত হারিয়ে 
যাওয়া, 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art from Yvonne Dolloway

রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

আসন্ন বিচার - -

তার ভুল ভাঙাবার প্রয়াসে, কখন যে হয়ে 
গেছি সমাকলন অস্তিত্ব, নিজেই জানি
না, অনেকবার  জীবনে অনেক 
কিছু এমন অযাচিত ঘটে 
যায়, যার কল্পনা ও 
করে না মন,
দুরে সরে যাবার চেষ্টায়, খুব কাছাকাছি -
এসে যায় মানুষ, উধাও তখন সব 
কিছু, ওঠা নামা নিঃশ্বাসের 
মাঝে পৃথিবী আকাশ 
যেন একাকার !
আগে পিছে, দৃশ্য অদৃশ্যে, আলো আঁধারে 
শুধুই ভেসে যায় তার একমাত্র 
প্রতিচ্ছবি, সংজ্ঞাহীন 
চেতনাশূন্য !
আবেগ ছুঁতে চায় অভিপ্রেত ভাবে, জ্বলন্ত 
শিখার কম্পিত দহন, উদ্বেগহীন 
জীবন তখন ভুলে যায় 
আতশী ফলাফল,
জড়িয়ে 
নিতে চায় সহজে যা কিছু ভবিতব্যের -
আসন্ন বিচার - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



art by DehCavalieri

শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

সেই মুহূর্তে - -

অস্পষ্ট দু জনই ছিলাম সেই মুহূর্তে তবুও 
জানি না, কি ভাবে সে বুঝে গেল 
চোখের নিঃশব্দ অভিপ্রায় !
ওই ঘোলাটে আলোর 
পথ দিয়ে, সে 
গেছে 
অনেক ভিতরে, হৃদয়ের নিগূঢ় পথ হতে 
অন্তরতমের কাচিক ধরাতলে, ক্রমশ 
পঞ্চভৌতিক জগৎ পার করে,
ছুঁয়েছে অপরিহার্য 
অংশ, সেই 
মিলন 
বিন্দুর শীর্ষে ভেসে উঠেছে তখন বিচিত্র 
চন্দ্রবিহীন জোছনা, পরিতৃপ্তির
জুয়ার ভাটায়, জীবন
খেলেছে শিশুবত 
জলক্রীড়া !
সরে 
সুদূরে গেছে মায়াবী অন্ধকার, সেই ভাসন্ত  
অনুভূতির মাঝে খুঁজে পেয়েছি 
অবিনাশী তার প্রণয়ের 
পরিভাষা - - 

- শান্তনু সান্যাল 
art by ANN S WATERCOLER
http://sanyalsplanet.blogspot.com/
Robitaille Paintings

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

শব্দহীন কাহিনী - -

বহু শব্দহীন কাহিনী রইলো অপ্রকাশিত,
অধর তীরের ভাঙা হাসির আড়ালে
ছিল, জীবনের কিছু নীরব 
মুহুর্তের বর্ষণমুখর 
কিনারা, কত 
দূর সে 
এগিয়ে গেল, কত দূর সে ছিল হৃদয়ের 
পাশে, কোনো অন্য সময়ে, ভাববো
অবকাশে, আজ ও মনে হয় 
বৃষ্টিচ্ছায়ার রূপে কে 
যেন ভিজিয়ে 
যেতে 
চায় অসার ভাবনা, ধরে রাখে অদৃশ্য 
বাঁধনে, দেহ ও প্রাণের সংবেদন,
টেনে নিয়ে যেতে চায় 
সুদূর প্রান্তরে 
ক্রমে 
ক্রমে, কোন অজানা স্বপ্নের দেশে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/




misty river 1

সোমবার, ১২ নভেম্বর, ২০১২

আগের রাতে - -

চড়ুই ঝাঁক ফিরে এসেছে ওই নিঃসঙ্গ 
খেজুরগাছের মাথায়, সুদুর 
পশ্চিমা প্রান্তে সূর্যের 
পরিচয় গেছে 
হারিয়ে,
খুঁজে মন এক মুঠো স্নিগ্ধ আলো, এই 
চন্দ্র বিহীন রাতে, শুনেছি 
আজ আছে মহানগরে 
রোশনাইর মেলা,
উত্সবের 
নিনাদের মাঝে, জানি ভুলে যাবে - 
সবাই, শহরতলির আঁধার,
অবনমিত মুখের 
কাহিনী,
উলঙ্গ শিশুর শুন্য চোখের নিরাশ্রয় 
স্বপ্নের বাস্তবিকতা, পড়ে রবে 
সকালের বুকে আবার 
কিছু এলোমেলো 
ভাঙ্গা পান 
পাত্র, বাজি পটকার রঙিন কাগজের 
খোল, বারুদের গন্ধ, এক 
দুঃখপ্রকাশের ছোট্ট
চিরকুট !
মনেই ছিল না যে পাশেরবাড়ি তে 
কাল রাত আলো জ্বলি নি,
তারা কি আগের 
রাতে ছিল ?
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


painting by Janis Zroback