রবিবার, ৩১ মার্চ, ২০১৩

অসীম রঙের স্রোতে - -

সেই বৈচিত্র্য প্রবাহে জীবন ধারা যায় বহে,
আকাশ ও পৃথিবীর মাঝে নিরুপম 
পরিপার্শ্বে জেগে উঠে পবিত্র 
প্রেমের রঙীন অনল,
সত্য যখন 
জীবন্ত 
অন্তর্তমের আঁধার যায় মুছে, বিমুগ্ধ চেয়ে 
রয় অন্তরিক্ষের নক্ষত্র দীপমালা, 
চতুর্দিকে ঝরে জ্যোতির্ময় 
বিন্দু, ভরে যায় 
হৃদয়ের 
রিক্ততা পরিপূর্ণ ভাবে, আপন পরকীয় -
বিভেদ ভুলিয়ে সে ডুবোয় সর্ব 
আত্মা এক অভিন্ন রঙে,
মানুষ লিখিত 
দর্শন 
তখন উড়ে যায় বিলীনতার দিকে, সেই 
রূপের মাঝে যায় হারিয়ে সব 
কিছু, আমি আর তুমির 
পার্থক্য নিমিষে 
শুন্য - - 
* * 
- শান্তনু সান্যাল 

color waves - - no idea about painter

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

খণ্ডিত - - অনুরণন - -

আকলনের স্থিতিমাপ তার নজরে কি হতে -
পারে, জানার কৌতুহল করে গেছে 
দেহের বৃত্ত, পরিপূর্ণ ভাবে 
আলোকভেদ্য ! তার 
চোখের গহীনে 
ছিল গুপ্ত 
তৃষ্ণা, অথবা অতৃপ্ত আত্মার প্রতিশোধ, বলা 
বহুত মুশকিল, কল্পনার অতিক্রমে তার 
বাসনার দুনিয়া, মানবিক কি 
পাশবিক, সমস্ত সংজ্ঞা 
যেখানে অর্থহীন,
এক জীবনে 
হয় ত তাকে বোঝা খুবই কঠিন, তাই প্রতি 
মুহুর্তে সমর্পণ, প্রতি ক্ষণে পুনর্জন্মের 
প্রক্রিয়া, প্রতিপলে নিমজ্জন 
প্রতিবারে ভেসে 
ওঠা, প্রতি 
নিশি স্বপ্ন শয়ন, পুনরায়ে নবজাগরণ, তবু
ও তার, বুকের গভীর তল ছোঁয়া যায় 
নি কোনো দিন, অভিশপ্ত প্রেম 
যেন অপূর্ণ চিরকাল, 
ধেয়ে যায় 
সুদুর বন প্রান্তরে লুকিয়ে হৃদয়ে, খণ্ডিত - - 
অনুরণন - - 
* * 
- শান্তনু সান্যাল 

no idea about painter x

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

আঙ্গুলের ফাঁক হতে - -

হয় ত তার কাছে ছিল ঢের আলোক পুঞ্জ,
অগণিত প্রেমের উপহার, উদ্বেলিত 
ভালবাসা, সীমাহীন স্বপ্ন 
শৃঙ্খলা, বোধ হয় 
জীবনাঞ্চল 
ধরে 
রাখতে পারি নি তার সৌগাতের মূল্য !
অঞ্জলির জল কি জোনাকির আলো 
বহে গেছে আঙ্গুলের ফাঁক 
হতে নদীর বুকে 
অনায়াসে,
এক 
গভীর শুন্যে, জীবন খুঁজে চলেছে লুপ্ত -
প্রতিধ্বনি, পরিচিত ছায়ার ঝাঁকে 
আপন মানুষের সন্ধান বা 
নিজস্ব হারানো 
প্রতিচ্ছায়া,
প্রশ্ন 
গুলি মরুযাত্রী, উত্তর লুকিয়ে যেতে 
চায় মরিচিকার বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
ART BY ROBIN STREET MORRIS 

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

ধূমায়িত চির দহন - -

কালচক্রের দোলায় মধুঋতু গেছে ঝুলে বহুবার, 
ছড়িয়ে পলাশরঙ্গী ফোঁটার বাহার, অঙ্গ 
প্রত্যঙ্গ ভিজিয়ে একাকার, তবুও 
হৃদয়ের পলকা আবরণ 
রইলো জল শুন্য,
কার পথ 
চেয়ে বসে রইলো জীবন, শুষ্ক ভাবের যমুনার 
তীরে, পূর্ণ চাঁদের আলোয় জানি আবার 
জেগে উঠবে প্রণয়ের জীবাশ্ম !
পুনরায় জোনাকিদের 
রাসলীলা, ঘিরে 
রবে কদমের 
চাঁদোয়া, নিশির পিপাসার সাথে বেড়ে যাবে - - 
আরও আঁধার, হৃদয়ে কি লাগবে আবার 
নতুন রঙের উপলেপ, কিংবা  ঝরে 
যাবে, সদ্য  মুকুলিত স্বপ্নের 
কিছু লাজুক পাপড়ি !
যথারীতি হত ত 
জীবনে রবে 
রঙ্গবিহীন আকাশ, মরুভূমির এক অন্তহীন - 
নীরবতা, ধূমায়িত চির দহন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by ALISA WILCHER 


সোমবার, ২৫ মার্চ, ২০১৩

শেষ প্রান্তে - -

আজ ও জ্বলে আছি নিয়ে বুকে অশেষ আবেগের 
অগ্নিশিখা, যদিও দেহের রঙ্গীন মোমের 
খাঁচা, দ্রবীভূত হয়ে গেছে গড়িয়ে 
বহুদূর, সেই অর্ধ তরল 
ধরাতলে অঙ্কিত 
রয়েছে -
কিছু অঙ্গীকারের অমোচনীয় শব্দের শৃঙ্খল, - - 
ঘনীভূত অশ্রু বিন্দুর মাঝে আজ ও 
জেগে রয় তার প্রণয়ের গুপ্ত 
জলধারা, আজ ও
মনে হয় সে 
যেন 
অতৃপ্ত মরুর বুকে যাবে ঝরে, নিঃশ্বাসের শেষ 
প্রান্তে জীবন দাঁড়িয়ে রয় একাকী, ওই 
দিগন্তের চিলেকোঠায়, ভোরের 
আবছা আলোয় সরে 
যায় এক রঙ্গীন 
যবনিকা,
উড়ন্ত মেঘের আঁচল হতে ঝরে যায় স্বপ্নের - - 
বহু চিরকুট - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

sweet combustion 

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

নদী কিংবা নারী - -

বহু আয়ামে দেখেছি তাকে, কখনো সে এক 
স্রোতস্বিনী সংকীর্ণ জলধারা, বহে যায় 
আপনমনে, ধীর বেগে, কখনো 
বিক্ষিপ্ত মতি, তট বন্ধ 
ভেঙে গ্রাস করে 
যায় শস্য 
ভূমি !
তবুও সে যেন শ্রদ্ধার অধিকারিনী, অনেক 
কিছু দিয়ে যায় বুক খুলে, তার প্রেমের 
পরিভাষা কল্পনার বাহিরে, এক 
তরঙ্গে উপকুলের গায়ে 
আবার গুপ্ত ঢেউর  
ফলে পরিপূর্ণ 
অতলে,
সে এক নদী কিংবা নারীর প্রতিচ্ছায়া, দিব্য 
লোকের বাসিন্দারাও নাকি খুঁজে পাই 
নি, তার রহস্য ভরা ইন্দ্রজালের 
মন্ত্র ! সে  ক্ষণিকে প্রণেতা 
আবার পরক্ষণ এক 
বিনাশকারী 
শক্তি, 
কখনো মহাকালের মাথায় আসীন আবার -
অনেক সময় সাগরমুখী, তার গর্ভে 
সমাহিত সৃষ্টির অভিনব 
নিম্নরেখাঙ্কিত 
সম্ভাবনা,
স্বর্গ 
হতে মর্ত্য লোক অব্দি তার কালজয়ী অদৃশ্য 
সাম্রাজ্য - - 
* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
ART BY DONNY FINLEY

শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

রাত্রির মর্ম - -

সারাটা সময় সে চুপচাপ ছিল, কখনো চেয়ে 
রইলো ডুবন্ত সূর্যের উদাস লালিমা 
আর কখনো ক্রমশঃ শুন্যে 
হারানো নৌকার 
ছায়াময় 
ভাসান, তার  হৃদয় স্পন্দনের ধ্বনি মাঝে
ছিল কিছু চাপা পরকীয় গন্ধ অথবা 
ভাঙনের পূর্বের মাটি ধ্বসে 
যাওয়ার মৌন জ্ঞাপন,
নিঃশব্দ, শপথ -
মালার 
ভেঙে যাওয়া, নদীর অসময়ে তীর বদলানো,
হঠাৎ বুকের উপরে বালুকা দ্বীপের 
ভেসে ওঠা, জলধারার দুই 
ভাগে বিভাজন, কিছু 
জানার আগেই 
নীরব 
চোখে বুঝিয়ে দেওয়া, এখানেই শেষ মিলন -
বিন্দু, এর পরে দুজনের পথ বিপরীত 
দিকে অগ্রসর, আমি কত দূর 
তাকে চিনলাম বা সে 
কত দূর এসেছে 
হাত ধরে,
ব্যথাভরা কৌতুহল খুঁজে পাই নি, কোনো - -
দিনই কোনো উত্তর, যেন এক অদৃশ্য 
সন্ধির সাথে সন্ধ্যার সমাপন,
এখন রাত্রির মর্ম যার 
যেমন, মায়াবী 
পুষ্পশয্যার 
উপরে বা বাস্তবিক শূলের মাঝে নিশিপালন !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by Jamie Weil


বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

মুহুর্তের খেলা - -

জোড়াতালি দিয়ে বজায় রাখা যায় নি বেশি 
দিন মধুরতা, আসলে মখমলের চাদরে 
চটের তাপ্পি চলে না, তাই সে 
খুব গুছিয়ে বুঝিয়ে 
দিয়েছে মান -
দণ্ডের 
পরিভাষা, বাস্তবিকতা ও কৃত্রিমের মধ্যের -
সেই অস্পষ্ট রেখা ভেসে উঠেছে, এক 
দিন, হয় ত সহজে কুলিনতার 
অভিমান যায় না, বিষাক্ত 
ভাবে জড়িয়ে রয় 
স্নায়ু হতে 
মস্তিষ্কের রহস্যময় জালে, তার অবহেলায় - - 
ছিল, নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া,
সে দিন হতে নতুন বোধের 
সূচনা, তার গড়া 
বিগ্রহের 
বহিষ্কার, নিজস্ব আত্ম সত্তার উত্থান, নতুন 
দিগন্তের সন্ধান, যেখানে মানুষের 
সংজ্ঞা কেতাবি নয়, বরং 
হাড় মাংসের 
মূল্যায়ন,
বিজ্ঞানের গভীরতা সাঁতরিয়ে সত্যের দিকে
এগিয়ে যাওয়া, ওই চরম বিন্দুর মাঝে 
সমাহিত জীবনের নিষ্কর্ষ, সব 
কিছুই একাকার, পরম 
সত্যের বৃত্তে দুই 
পরম সত্য 
এক নারী দ্বিতীয় পুরুষ, শেষ জগৎ মহাশূন্য 
কি মহাস্বপ্ন বলা মুশকিল, মুহুর্তের 
খেলা তাশের ঘর - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
poucher pastel painting

বুধবার, ২০ মার্চ, ২০১৩

অকুলের - - ভাসন - -

ওই নিরুদ্ধ বাসনার বাতায়ন খুলে যেতে চায়,
তোমার চোখের সুবাসিত স্বপ্নে, কিছু 
রহস্য রোমাঞ্চ, কিছু উন্মুক্ত 
মালঞ্চ, বেঁধে রাখতে 
চায় আমার 
পুরুষালি অহংবোধ, ভেঙে যায় প্রতি মুহুর্তে -
ছদ্ম চরিত্রে গড়া বাহ্য আকৃতি, আমি 
অনায়াসে ছুঁতে চাই জীবন্ত অগ্নি,
জেগে উঠে অপ্রত্যাশিত 
ভাবে স্ব - দহনের 
প্রবৃত্তি ! দেহ 
তখন উপায়হীন, বেরিয়ে আসতে অস্থির ওই -
নৈতিক অনৈতিকের লক্ষণ রেখার বাহির, 
শরীর ও মনের দ্বন্দ্বের মাঝে তখন 
শীত যুদ্ধ, দিগন্তের অদৃশ্য 
মিলন বিন্দুর আশে 
পাশে, ভেসে 
উঠে আবেশিত বারিদের সঘন স্তর, পরবর্তী 
মুহুর্তে নিরন্ধ অন্ধকার, তখন না তুমি,
আর না আমি থামিয়ে রাখতে 
পারি, বিহান পূর্বের সেই 
অনন্তব্যাপী মহা 
বৃষ্টির তাণ্ডব,
এবং সেই মুহুর্তেই দ্বৈত নিমজ্জন, অকুলের - - 
ভাসন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Dark Couple

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

আসন্ন উত্তরায়ণ - -

নিজ নিয়ন্ত্রণে গর্ব ছিল, জানি না কি ভাবে 
আজ চোখের বাঁধ ভেঙ্গে গেল , আমি 
চাই নি বলতে তাকে বুকের  
জমানো ব্যথা, হাসির 
সাথে অশ্রু কেন 
আজ চলকে 
গেছে !
তার নিস্তব্ধ ভাবে চাহনির মাঝে আমি চাই 
নি ধরতে বহে যাওয়া মাস্তুল, আজ 
কি যে হলো, কেন যে চোখ 
অসময়ে খুলে গেছে,
আবার যেন 
কিনারা 
হতে ডিঙ্গা বহু দূর সরে গেছে, অনেক বার 
জীবনে, অনেক কিছু নিঃশব্দ ঘটে 
যায়, কখনো আকাশ হাতের 
খুবই কাছে, কখনো 
পৃথিবী হারায় 
শুন্যের 
মাঝে, পুরুষালি ভাবনার নিজস্ব অভিমান 
ছিল, আজ কি যে হলো, জানি না 
হৃদয়ের পিঞ্জর মোমের 
সম হটাত যেন 
জলের রূপে 
গলে -
গেছে, আমার নিজের উপরে মহৎ আস্থা  -
ছিল, সম্মোহন বা প্রেম, যা কিছুই 
বলতে পারো, আজ পুরাতন 
অঙ্গীকারের সংজ্ঞা 
গেছে  ক্ষণিকে 
বদলিয়ে,
আমি 
পুনঃ কন্টক শয়নে চেয়ে আছি সূর্যের - - 
আসন্ন উত্তরায়ণ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thomas Moran painting 1

শনিবার, ১৬ মার্চ, ২০১৩

নতুন আবিষ্কার - -

জানতে চেয়ে ছিল হৃদয় তোমার ভূমিকার 
সত্যতা, কত অভিনয় কত বাস্তবতা,
মনে পড়ে এখনো, জীবন মঞ্চের 
সেই আলোকময় সোপানে 
আকস্মিক দেখা, 
কিছু ক্ষণের 
মৌনের 
পরে, ভাবনার অজানা স্রোতে সুদূরে ভেসে 
যাওয়া, ধোঁয়াটে সন্ধ্যার ছিল এক 
অদ্ভুত সম্মোহন, বৃষ্টি ভেজা 
পথে ভিড় কাটিয়ে 
হাঁটা, সেই 
ক্ষণিক আঙুলের নির্লিপ্ততা কাঁপিয়ে যেত 
দেহ ও প্রাণের দুনিয়া, আজ বহু 
দিনের পরে জানতে ইচ্ছে 
করে, সেই পুরাতন 
দিনের অধীর 
স্পন্দন !
কি আজ ও তোমায় করে যায় উদ্বিগ্ন - - 
কিংবা সময়ের চক্রে সব আবেশিত 
মুহুর্তগুলি গেছে উড়ে, তুমি 
কি আজ ও লিখ 
লুকিয়ে দিন -
লিপির 
মাঝে প্রথম প্রেমের কবিতা অথবা করে 
চলেছ বানান সংশোধন, কিছু 
নতুন আবিষ্কার - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by DAVID ATKIN 

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

সময়ের স্রোতে - -

আলোছায়ার ওই শেষ প্রান্তে, জীবন চায় আপ্রাণ 
তোমার অনুসঙ্গ ধরে রাখতে, অগোচর 
উপত্যকার বুক হতে, ফিরে আসে 
প্রতিধ্বনিত ক্লান্ত সুর, খুঁজে 
এক রাতের পান্থশালা 
শুধুই তোমার 
হৃদয়ের 
মাঝে, এই টানের আছে নিজস্ব এক গভীরতা !
কোনো ভাবেও তুমি থেমে রবে না, ওই 
চার প্রাচীরের মাঝে, তোমার 
অন্তর্মনে আজ ও সাঁঝের 
প্রদীপ শিখা জেগে 
আছে, খুবই 
মুশকিল,
মোহ মায়ার পিঞ্জর খুলে উন্মুক্ত আকাশের - -
বিচরণ, ভাবনার আরোহণ থামে না 
কোনো দিন, যতই চাইবে সরে 
যেতে অতই কাছে ফিরে 
আসবে, জীবনের 
এই বাস্তবে 
রয়েছে 
এক অপরূপ সৌন্দর্য্য, শেষ নিঃশ্বাসেও ধরে 
রাখতে চায়, এই ক্ষণস্থায়ী দুনিয়া, জানা
সত্তেও যে, বহুদূর আছে আবছা 
তীরভূমি, জীবন চায় 
এক বার তার 
স্পর্শ !
তাই বারংবার ডুবা, পই পই ভেসে আসা !
সময়ের স্রোতে বহে যাওয়া এক 
অনির্দিষ্ট উজানের মুখে 
নিরন্তর - - 
* * 
- শান্তনু সান্যাল 
painting by Mary Ploegsma.jpg
http://sanyalsplanet.blogspot.com/

অভিপ্রায়ের বাইরে - -

পরিপূর্ণতার দাবির মাঝে ছিল ছদ্ম প্রদর্শন কি 
মুক্ত ছন্দের কবিতা, প্রায়ই একান্তের 
আকীর্ণ মুহুর্তে ভাবে হৃদয় !
তার চোখের বিম্বের 
ভিড়ে বহু বার 
খুঁজে পাই 
নি, নিজের হারানো প্রতিচ্ছায়া, অহর্নিশ সে -
বলে গেছে, আমি না কি তার অন্তরে 
দ্রবীভূত, শিরায় শিরায় এক 
লয়ে প্রবাহিত, কিন্তু !
এই কিন্তু -
শব্দের বাইরে বেরিয়ে আসা খুবই কঠিন, - - 
কোথা  ও যেন আটকিয়ে রয় তার 
তথাকথিত চিরস্থায়ী প্রেম,
এটা কত দূর যে 
সম্ভব,
প্রায়শঃই ভাবে জীবন, যখন সব কিছুই এক 
দিন বিলীয়মান, তখন এ কেমন 
ইচ্ছাপত্র, শুধুই এক অলীক 
আলোর অভিমুখে 
অনুধাবন !
তবু ও 
সেই মায়ামৃগের আবেগে জীবন যায় ছুটে - 
বাস্তব কি অবাস্তব এখানে অর্থহীন, 
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
More Art, oil paintings 

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

অদৃশ্য প্রতিক - -

এখানেই সব কিছু হিসাবনিকাশ, চিত্রগুপ্তের 
অনুজ্ঞা কেবল অদৃশ্য প্রতিক, যাদের 
হাতে আজ কষাঘাত, তাদের 
গলাবন্ধে আছে কিন্তু 
চোরা হাতের 
দৃঢ়মুষ্টি, 
নিয়তির চোখে বালি দেওয়া এত সহজ - -
কোথায়, বিশ্বাস অবিশ্বাসে বাইরে 
সে এক অলৌকিক অনুভূতি, 
আজ তার কপালে 
সাজে রত্ন -
জড়িত 
কিরীট,পরক্ষন কে জানে সব কিছুই নিমিষে 
ধুলিসাত - - 
* * 
- শান্তনু সান্যাল 
Elegance
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ১০ মার্চ, ২০১৩

জনশূন্য পথে - -

মেঘ কথা রেখেছিল, উজাড় করে নিজেকে 
ঝরিয়ে গেছে রাত্রি নামার আগে, সেই 
জনশূন্য পথে, আধ ভেজা দেহে 
প্রণয়ী মনের একাকী হাঁটা, 
আশে পাশের সব 
ভাবনার 
মীনা 
বাজার তখন উঠে গেছে, নিস্তব্ধ পৃথিবী - 
চেয়ে আছে আকাশের দিকে, এক 
অপ্রত্যাশিত আতঙ্ক নিয়ে 
বুকে, এ কেমন 
অনিবার 
ভাবে 
ঝরে যাওয়া, মনের একগুঁয়েমি, কিন্তু - -
কোনো ভাবেই থামে নি, অবিরাম
সে এক যাত্রা, রাস্তার আলো 
ক্রমশঃ ঝিমিয়ে চলেছে,
পথের দুই ধারে 
ছড়ানো 
পতঙ্গের পাখা শুধুই দৃশ্যমান, দেহ ও -
প্রাণের হদিস তখন খুঁজে পাওয়া 
কঠিন, কোন অগোচর 
গন্তব্যের অভিমুখে 
জীবন এক 
লয়ে 
অগ্রসর, অন্তিম প্রহরে সেই আলোকিত 
দোরগোড়ায়, জীবন শিহরিত 
দাঁড়ানো, হাতে কিছু সিক্ত
নিশিগন্ধার লাজুক 
বৃন্ত, হৃদয়ে 
সুপ্ত 
অব্যক্ত ভালবাসা, কড়া নাড়ার সঙ্গে - - 
দরজার অপর পারে, স্বপ্নীল কাচের 
ফুলদানির অকস্মাত ভেঙে 
যাওয়া, নিঃশব্দ পায়ে 
তখন নেমে -
চলেছে 
জীবন, তেতলা থেকে একতলার ওই 
চিরপরিচিত শেওলা ভরা পথে,
ঝিরঝির বৃষ্টি তখন 
ঝরে চলেছে 
একটানা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
alone in the rain - - 

এক অদৃশ্য প্রদীপ !

তুমি আজ ও যথারীতি চন্দ্রপ্রভা ফুল, 
নির্মেঘ অন্তঃকরণে ফুটে আছো, 
আমি আজ ও পরিযায়ী 
পাখি খুঁজে বেড়াই 
সুবাসিত 
নীড়, তোমার ওই চির স্থায়িত্ব, সমস্ত 
মুক্তির পথ করে যায় সহজে -
অবরুদ্ধ, সুদুর সীমান্ত 
হতে ফিরে আসে 
জীবন বারে 
বারে, 
তুমি আজ ও অপরাজিতা, গুরুতর -
ভাবে করে যাও একছত্র রাজত্ব,
হৃদয় তন্তুর জলতরঙ্গে, 
লিখে যাও অনন্ত 
প্রণয়ের 
স্বরলিপি, আমি আজ ও রহস্যময় - - 
শত শত শিখার, এক অদৃশ্য 
প্রদীপ ! জ্বলে রই
তোমার 
বুকের মাঝে, চির দেদীপ্যমান ভাবে,
* * 
- শান্তনু সান্যাল 

Painting by Francine Henderson 
http://sanyalsplanet.blogspot.com/