বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

নিজের তল্লাস - -

বিশাল, ওই ভিড়ের মাঝে আমি খুঁজে
চলেছি, জানি না কোন আপন
জনের চেহারা, দৌড়িয়ে
যাচ্ছি  প্রায়, এই
প্ল্যাটফর্ম
হতে অন্য প্ল্যাটফর্ম, দূরগামী ট্রেনের
কম্পন এখনো রয়েছে বাতাসে,
লাল - নীল সবুজের আলো
গায়ে জড়িয়ে হয়'ত
সে এখন
বহুদূর ভেসে যাচ্ছে সঘন অরণ্যে, -
আস্তে -আস্তে স্টেশন চত্বরটা
প্রায় ফাঁকা, ক'এক
বেওয়ারিশ
চেহারা
ঠিক আমারই মতন চেয়ে আছে দূর
ভাসন্ত ছায়ার জগৎ, চৈত্র
শেষের কিছু উড়ন্ত
পাতার সাথে
মনে হয়
সে রেখে গেছে কিছু স্মৃতির ছিঁটে - -
দাগ, কিছু পিঙ্গলবর্ণী ভালবাসা,
এখন মধ্যরাত্রি সে এখন
পৌঁছিয়ে গেছে
উপত্যকা
পার, ঝিরিঝিরি ঠাণ্ডা হাওয়ায় বুজে
আসছে খুব সম্ভব এখন তার
দুটি সুন্দর চোখ, নিঝুম
স্টেশনের বাইরে
এখন
আমার নিজের তল্লাস আর খোলা - -
অন্তহীন রাজপথ - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

red-bougainvillea-thorns-james-temple.jpg

সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

প্রতিবাদ বিহীন - -

বুকের অন্তঃপুরে, লুকিয়ে রাখাটা ছিল
না সহজ, ওই প্রাঞ্জল কাচের
জগতে সব কিছুই ছিল
পারদর্শী ! অপর
পারের
সমস্ত ভাবনা উন্মুক্ত ভাবে প্রকাশিত।
মধুঋতুর আগেই যেন জীবনে
হটাৎ করে, অসময়ের
পুষ্পিত অনুভূতি,
জাগিয়ে
গেছে সারা দেহে এক অদ্ভুত রোমাঞ্চ।
তখন নিজের অস্তিত্বের সাথে
অগ্নি - বলয়ের খেলা
খেলে গেছে
জীবন,
তার হাতে ছিল যাদুর অদৃশ্য চাবুক -
আর আমি প্রতিবাদ বিহীন খুলে
গেছি সমস্ত আবরণ। এক
বিচিত্র মুগ্ধতায়
তখন
ভেসে চলেছে পৃথিবী, নীলাকাশ এবং
অন্তহীন মহাসাগরের ঢেউ !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Tueko Sato.jpg

বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

ফিরে আসা অসম্ভব - -

সে এক তিলস্মী* রাতের মুষলধার বৃষ্টি,
পৃথিবী ও আকাশ যখন একাকার।
নিখোঁজ সমস্ত দুনিয়ার
দিগন্ত রেখার
কল্পনা,
নিঃশ্বাসের কুয়াশায় তখন ঢাকা পড়ে
রইলো পারাপার। তার বুকের
উষ্ণ ডানায় আমি
ভুলে এসেছি
সমস্ত
বৈধ - অবৈধের কারোবার। দেউলের
কপাট ছিল খোলা, কিংবা উচ্চ
মিনারের আলো ছুঁয়েছে
আধখোলা মনের
জানালা,
সত্যি, কিছুই জানি না সেই মুহূর্তের ওই
বাহিরের আবহাত্তয়া, অথবা
শতাব্দী ধরে বহে আসা
যথারীতি
একঘেয়ে আবহমান। আমরা ভেসে গেছি
ওই অন্তহীন আঁধারের সাথে
বহুদূর, যেখান হতে
ফিরে আসা
অসম্ভব।

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
* তিলস্মী - যাদুভরা (আরবী শব্দ )
 

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

ঘর সাজাতে ভুলে গেলাম - -

এত ফুলের বাহার ছিল হৃদ মাঝারে, যে
আমি ঘর সাজাতে ভুলে গেলাম,
এটা বলবো সেটা বলবো,
অনেক কিছুই ছিল
মনের ভেতরে,
যখন সে মুখোমুখি হলো আমার, আমি
শীশমহলে, প্রণয়ের প্রদীপ জ্বালাতে
ভুলে গেলাম। ওই নভোনীল
আলোর মাঝে, আমি
খুঁজেছি তার
চোখের গভীরে, কিছু অমূল্য মুহূর্তের - -
ঠিকানা, ওই ভাবনার হট্টগোলে
নিজেকে, নিজের বাসায়
ফিরাতে ভুলে
গেলাম। সারা শহর যখন ঘুমের কোলে !
আমি হেঁটে যাই জনশূন্য পথে,
কোন নিশুতি - ডাক
কিংবা, তার
প্রেমের মায়াবী হরিণ ধেয়ে যায় মধ্য - -
রাতের বুকে, আমি আঁধার দ্বারে
আলোর খিল দিতে ভুলে
গেলাম। এত ফুলের
বাহার ছিল
হৃদ মাঝারে, যে আমি ঘর সাজাতে ভুলে
গেলাম।

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/
art Samir Mondal.jpg

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

কিছু ছায়াহীন প্রান্তর - -

কিছু ছায়াহীন প্রান্তর গেছে বহুদূর সরে,
কিছু নতুন সবুজের ছোঁয়া, ভেসে
উঠতে চায় তোমার চোখের
জলাভূমির তীরে।
জানি না,
এ কেমন নিয়তির খেলা, সকালে ছিল -
যে ঝিল জলে ভরাট, গোধুলির
ওই ঝাপসা আলোয় দেখি
কত খুদে দ্বীপের
আমদানি।
তোমার  প্রেমের পরিমণ্ডলে আছে, কত
যে অপ্রকাশিত বিন্দু বিসর্গ, কত
যে জ্যামিতির পেঁচানো ভিন্ন 
আকৃতি, আমার
হৃদয়ের
জগৎ খুবই সাদাসিধা, তবুও তোমাকে
নিয়ে প্রতি মুহূর্তে ভাবা ভালই
লাগে, জেনেশুনে পথ
হারাবার ঝোঁক
অনেক
সময় জীবনে ঘনিয়ে আনে সকালের - -
টাটকা প্রাণবায়ু - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/


রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

বিলুপ্ত কিনারা - -

জীবনের জট পাকানো পথে, কে আর 
কখন, কোন রূপে হাত বাড়িয়ে 
সব কিছুই নিমিষে, যাবে 
বদলিয়ে বলা খুবই
মুশকিল !
ওই মোড়ে যেখানে খুব কাছের মানুষ 
অপ্রত্যাশিত ভাবে গেছে দূর সরে,
আবার দেখি কিছু দূর 
আঁধার পেরিয়ে 
তুমি আছো 
দাঁড়ায়ে, কখনো আলোর রূপে কখনো 
অদৃশ্য পরশে, দিয়ে যাও চন্দনের 
বিলেপন, যেন ডুবন্ত নৌকো 
শেষ মুহূর্তে খুঁজে পায়
বিলুপ্ত কিনারা !
তোমার 
ওই অপরিমেয় রূপ চিরদিনই বিস্মিত 
করে যায় - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
Contemporary Artist Filomena de Andrade Booth

শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

গোছানোর শিল্প - -

জীবনে কি সব কিছুই থাকে সংগঠিত,
কখনো সখনো, একটু বিশৃঙ্খলতার  
ভাবও আছে জরুরি। ওই 
রহস্যভরা তোমার 
চাহনি,  
বুকের মাঝে অসময়ের ঝড় বইয়ে -
আনতে চায়। আমি যে বড় 
এলোমেলো মানুষ, ওই 
গোছানোর শিল্পটা  
জানি না, 
তাই ভয় পাই স্বপ্নের জাল বুনতে !
যেন মনে হয়ে গাফিলতির 
জেরে, না খুলে যায় 
তোমার প্রেমের 
সুন্দর 
কশিদাকারী, এক অবুঝ আতঙ্কের 
ছায়া ঘনিয়ে রয় সাঁঝ - সকাল 
ভাবনার দুয়ারে, ঠিক 
কালবৈশাখীর 
আগে 
হঠাৎ নিঝুম হয়ে ওঠে সাগরের - -
বেলাগাম ঢেউ - - 

* * 
- শান্তনু সান্যাল 
Contemporary Artist Filomena de Andrade Booth 1
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

তোমার নয়ন কোণে - -

ঠিক সকালমুখী আচমকা বৃষ্টি, আর 
খুব পরিচিত হাতের কড়া 
নাড়ার শব্দ, দ্বার 
খোলার সাথে 
দেখি -
তুমি আছো নিয়ে মুখে একরাশ সিক্ত 
হাসি, মৃদুমন্দ বাতাসে যেন  
বহে যায় শিশির ভিজা 
নিশি পুষ্পের 
গন্ধ !
তোমার নয়ন কোণে আছে লুকানো -
গত রাতের কিছু সরস অনুভূতি,
কিছু সুরভিত পরশের 
মসৃণ দাগ, আর 
বিনিদ্র 
রাতের পরিশ্রান্তি, সঘন পলকের ছায়া 
তীরে আছে কার ভাবের বৃন্দাবন,
সাতসকালে এ কেমন যেন 
তোমার বৈষ্ণবী সাজ,
শান্ত অজয় 
নদীর 
বুকে হঠাৎ যেন ঘূর্ণাবর্তের আবির্ভুত !

* * 

- শান্তনু সান্যাল 
River Mist Original watercolor painting by charlesash 
http://sanyalsplanet.blogspot.in/