রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

বিন্দু বিন্দু ভালবাসা - -

প্রমাণ দিতে পারি নি হৃদয় আমার, তার বিদেহী 
ভালবাসা রয়ে গেছে অজানা, অপরিচিত !
অগীত কবিতার বুকে বিস্মৃত লিপির 
সাথে চিরস্থায়ী একাকী, নিভৃত  
মঠের যেন সন্যাসী, চেয়ে 
রয় পুবাল আকাশের 
বিলুপ্তির পথের 
ধুমকেতু !
অবাক চোখে সরে চলেছে তখন ব্রহ্মাণ্ডের সমস্ত 
গ্রহ উপগ্রহ, সেই শুন্যের মায়াভরা জগতে, 
খুঁজেছি বহুবার তার নিঃশব্দ হাসির 
অনুবাদ, কম্পিত অধরের অর্থ,
আনত চোখের পাতায় 
ভেসে ওঠা শিশির 
সম সজলতা !
বিন্দু বিন্দু আলোর নির্ঝর ঝরে চলেছে যখন -
তার নয়ন হতে, ছুঁতে পারি নি কোনো 
ভাবে জীবন নৌকা, সুদূরে সরে 
গেছে ধীরে ধীরে দিগন্তের 
কড়া নাড়ার শব্দ, 
বিহানের 
দ্বারে,
রাত দাঁড়িয়ে রইলো অনেক ক্ষণ নিয়ে শিহরিত 
হাতে নিশিপুষ্পের ফেকাসে তোড়া - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
knock

শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২

নীরব তীরভূমি - -

সে ফিরে গেছে হয় ত কিছু ক্ষণ পথ চেয়ে, 
তীরভূমির বুকে এখনো রয়েছে কাঁচা 
পায়ের ছাপ, কিছু ভাবনার রিক্ত 
খোল, কয়েকটি সপ্তরঙ্গী 
পালক এলোমেলো !
নিঃশ্বাসের 
ভাঙ্গা
চিত্রলেখ, নিয়তির ছকে ছিল জীবনটা - 
খুবই নিরুপায়, যখন শেষ ট্রেন 
ছেড়ে গেছে নির্জন হৃদয়ের 
চত্বর, বহুদূর দেখি সে 
হারিয়ে চলেছে 
ছাইরঙা
আকাশে, যেন কোনো অমূল্য প্রতিশ্রুতি 
করে সন্ধান তার ভুল ঠিকানা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 Walter Griffin s Oil Painting ...

শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

ছদ্ম খোলস - -


নিয়ে ধূমায়িত অনুভূতি রাত দাঁড়ানো 
সদর দরজায়, নীরবতা ভেঙ্গে 
জানিত গন্ধ ভরে যেতে 
চায় গভীরতম 
মনের 
শুন্যতা, সে আবার লুন্ঠিত হতে চায় -
আমার প্রণয়ে, সে পুনরায় উজাড়
করে যাবে সঞ্চিত নিশি -
পুষ্পের সুরভিত 
পৃথিবী,
তার ওই অগ্নিবলয় পার করে অগোছাল
ভাবে অনুপ্রবেশ করা, উদ্বেলিত 
করে যায় সুপ্ত বুকের স্থির 
ভালবাসা, আমিও 
যত্নহীন খুলে 
দিতে চাই 
তথাকথিত প্রবুদ্ধ মানুষের ছদ্ম খোলস - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Winslow Homer

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

স্ব বিশ্লেষণের পথে - -


বৈরাগ্যের মুখোশ রেখে এসেছে জীবন ওই 
দেয়ালের মায়াবী আঁকড়ায়, এখানে 
সত্যের প্রতিফলন, কলঙ্কিত 
নায়কের আর্বিভাব,
নিজের ভিতরে 
নিজেকে 
খুঁজে পাওয়া, চক্রব্যুহ ভেঙে অভিমন্যুর 
পুনর্জন্ম, নগ্ন দেহে গন্গনে অঙ্গার 
শয়ন, এতই কি সহজসাধ্য !
চেহারার উপরে লিপ্ত 
আরেকটি স্তর 
যখন যায় 
খসে, চোখের সামনে ভেঙে চুরমার তখন 
অন্তরতমের দর্পণ, ওই ভাঙ্গনের
মধ্যম পথে লুকিয়ে রয় 
উদ্ভাসিত রহস্যের 
জগৎ,পাপ 
পুন্যের
লেখ চিত্র, পুনঃ প্রবর্তনের প্রক্রিয়া, আঁচ 
থেকে নিস্তার, পরিপূর্ণ জীবনের 
মন্ত্র প্রাপ্তি, স্ব মুল্যাঙ্কনের
পুনরাবৃত্তি - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

art by El Perro Morao

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

সবে ত আরম্ভ - -


না এখানে শেষ নয়, সবে ত আরম্ভ, অনেক পথ 
বাকি, সুদুর পাহাড়ের গায়ে নেমে আসে নি 
এখনো আঁধার, শুধুই মেঘের ছায়া 
করে যায় অলীক সৃষ্টি, না 
এখনো ছড়ায় নি 
বুনো ফুলের 
গন্ধ, 
উঠে নি সান্ধ্য আরাধনার দিব্য অনুভূতি, জ্বলে 
নি এখনো বুকের নীরব প্রদীপ, কিছু ক্ষণ 
আরো যদি কাছে থাক, হয় ত শাপ
মুক্ত হবে প্রণয়ের অভিশপ্ত 
পাষাণী প্রতিমা, এখনো 
নিবন্ত ভাবনার 
যজ্ঞ শিখা,
হয় 
ওঠে নি জীবন্ত আবেগের ঋচা, কিছু সময় যদি 
আরো ছুঁয়ে থাক লাজুক হৃদয় স্পন্দন, 
সম্ভবতঃ জীবন হয় উঠবে 
খাঁটি সোনা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

no idea about the painter 1

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

নোঙ্গর বিহীন - -

কিছু ক্ষণের বিরতির পরে ঝরেছে শিউলির শাখা,
ওই অন্তরালের গোপন মুহূর্তে, হয় ত তুমি 
ভরে গেছ হৃদয়ের শুন্যতা, অদৃশ্য 
স্পর্শে অভিশপ্ত পাষাণী দেহ, 
হয় উঠেছে জীবন্ত এক 
সুপুরুষ, বলিষ্ঠ 
মাংস পেশী 
যুক্ত !
মাটির খেলনা, নীরন্ধ রাতের অন্ধকারে খেলেছো
ভাঙনের খেলা, যত ক্ষণ না ভেঙে গেছে 
সম্মোহনের পলকা সারণী, ছড়িয়ে 
একাকার যখন নিশিগন্ধার 
পাপড়ি, তুমি খুঁজে 
চলেছ হারানো
সুবাস !
অন্তঃশীল চোখের কোণে, এক ঝিলিক জোছনার -
বিন্দু শুধিয়ে গেছে, তোমার অন্তহীন
ভালবাসা এখনো যায় নি ঝরে,
ধরে আছে বুকের পাঁজর, 
ঠিক পুষ্পরজ সম 
ফুলের অন্তরে, 
ভোরের 
পথ চেয়ে, জীবন কিনারা যেন ছাড়তে চায় না -
জর্জরিত নৌকা, নোঙ্গর বিহীন, পঙ্ক 
নিমজ্জিত শতদলীয় ভাবনা,
চিরস্থির অনুরাগী 
মন তোমার 
ছাড়া 
কিছুই নিতে চায় না, ছড়িয়ে রয় চতুর্দিকে মায়াবী 
জগৎ, মণিমুক্ত,বহুমূল্য ধাতুর খনি - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

night flower 1




সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

চিরদহনের অঙ্গার - -


ওই নেত্র পল্লবের ডগায় অস্থির জলবিন্দু !
জনশূন্য করে গেছে, হৃদয়ের হরিৎ
প্রদেশ, মরু প্রান্তর নিয়ে বুকে 
জীবন ঘুরে মরে মৃগ 
তৃষ্ণার পিছনে, 
করে ত্রাহি 
ত্রাহি !
কিসের লাগি ধেয়ে যায় নিশীথের আঁধারে,
নাহি চন্দ্র আকাশে নাহি নীহারিকার 
কোনো হদিস, কার চোখের 
দীপ্তি টেনে নিয়ে যেতে 
চায় সুদুর অদৃশ্য 
জল স্রোতে,
বিচিত্র 
কৌতুহল, প্রণয়ের যক্ষ প্রশ্ন নিয়ে উপস্থিত, 
নীলাভ সঘন রাত্রি হঠাৎ যেন 
মহাকায় দর্পণ, প্রেমের 
অগ্নি পরীক্ষার 
জন্য করে 
যায় 
নির্বস্ত্র, ওই আবরণহীন গায়ে মেখে যায় -
চিরদহনের অঙ্গার - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Warhammer-Weib's painting venture 

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

নিস্তব্ধ যখন গোটা বহিরঙ্গ পৃথিবী, উত্কন্ঠিত 
অভ্যন্তরীণ জগৎ, খোলস খুলে সেই মুহূর্তে
লতিয়ে উঠতে চায়, ভাবনার লাজুক 
ব্রততী, দেহের সেই পুরাতন 
প্রাচীরে খুঁজে বেড়ায় 
প্রকৃত সিঁড়ির
ধাপ, 
অসামান্য এখানে কিছুই নয়, নৈসর্গিক আদান 
প্রদান, বন্দী সুবাসের মুক্তির আহ্বান,
মৌন তৃষা, উদ্বেলিত আবেগ -
নির্ঝর, উচ্ছ্বাসিত তখন 
সুপ্ত অভিলাষ, 
বুকে 
জড়িয়ে রাখতে চায় জীবন, তার প্রণয় সুধার -
বন্য প্রবাহিনী, নিবিড় নিঃশ্বাস, কাচিক - 
আঁচ, তার প্রেমের অজেয় বিশ্বাস,
দুই বাহুর মাঝে প্রতিভাসিত
যেন উন্মুক্ত আকাশ,
পরিপূর্ণ গন্ধিত 
ভাবাবেশ !
সুদুর 
দিগন্তে, প্রগাঢ় মেঘের সাথে কেঁপে উঠে বিদ্যুত 
চমক অবিরাম - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
midnight moon by karil

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

অন্য জগতে - -

মুখরিত মৌন, পুরাতন মানসিকের ভাঙন !
সে ধরে হাত, নিয়ে যেতে চায় সুদুর 
অন্তরিক্ষ পার, কোন এক 
অজ্ঞাত কল্প লোকে,
বহে যায় 
যেখানে আলোর নির্ঝর, ভেসে রয় প্রণয়ের 
সুগন্ধসার, কিশলয় পাতায় লিখে 
যায় অদৃশ্য কবি অনন্য 
ধরণের জীবন্ত 
কবিতা, 
ঘোরের কুয়াশায় জীবন ধাবনশীল, মেঘের 
গুহার সেই গূঢ়মার্গ, নীলাভ অন্ধকার,
তার আসক্তিময় ডাক, দেহ ও 
প্রাণ তখন পরাশ্রিত, ওই 
বিচিত্র চলচ্ছবির 
মত হৃদয়ের 
অবস্থা,
সরে চলেছে পায়ের জমি, দিগন্ত, তারক বৃন্দ 
অনেক পিছে বিলীনতার পথে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



the artwork of Elizabeth Weber

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

নিশানদিহি - -

দ্রুত ডাঙ্গা পরিবর্তনকারী সে একটি নদী, বিহান 
ও সাঁঝের মাঝে রেখে যায় ঊষর অনুভূতি,
ওই অবশেষের তীরে উঁকি দিয়ে রয় 
কিছু আহত ভাবনার রঙ্গীন 
খোল, জীবন ভেসে 
ওঠে মাঝ 
প্রবাহ
হতে, নিয়ে বুকে, মধ্য রাতের ভাঙা স্বপ্নের চাপা 
ক্রন্দন, সেই সরু গলির মুখে দাঁড়িয়ে রয়, 
শেষ প্রহরের পরিশ্রান্ত জোছনা, তার 
বিবশ ভালবাসা ডুবন্ত চোখে 
বলতে চায় অনেক 
কিছু, কিন্তু 
রাতের 
রহস্যময় আঁধারে ক্রমশঃ হারিয়ে যায় একমাত্র 
নিশানদিহি, সজল জীবনের উর্বর প্রান্তর,
সকালমুখী যেন ট্রেনের যাত্রী চেয়ে 
আছে পিছিয়ে যাওয়া সমস্ত 
জলাভূমি, নুঁয়ে পড়া
নারকোল গাছ, 
কলমির 
গন্ধ, পুকুর, ঘাট, একাকী মাছরাঙ্গা, উলঙ্গ শিশু,
ভেজা কচুরিপানার ভাসন্ত জগৎ - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

lotus pond 

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

জ্বলন্ত পথের যাত্রী

না পৃথিবী, না আকাশ, না সৌর মণ্ডল এক  
বিস্তীর্ণ কুহেলীর সাম্রাজ্য, না তুমি,
না আমি, শুধুই কল্প নদীর 
তীরে মিলনের ছদ্ম 
প্রতিশ্রুতি,
খুলতে যেও না রহস্যের সিন্দুক, কাচিক -
স্বপ্ন যাবে সহজে ভেঙ্গে, নিরীহ 
ভালবাসা থাকুক হয়ে 
এক গূঢ় অর্থপূর্ণ
কাহিনী,
ওই অন্তহীন পুরাকথার নেপথ্যে আছে বহু 
ভাবনার তরঙ্গ, কিছু বিলুপ্ত কিছু 
জীবন্ত, কম্পিত সেই ঝুলন্ত 
সেতু ঝুলে রয় দুই
নয়নের 
মাঝখানে, দেওয়া নেওয়ার দ্বন্দ্বে ফেসে আছে, 
এক অবোধ দীর্ঘ নিঃশ্বাস,ওই মায়ার 
মিহি জালের পিঞ্জরে তুমিও 
আবদ্ধ, আমিও খুঁজে 
পাই কোথায় 
মুক্তির 
দ্বার, মহা জ্বলন্ত পথের সবাই অগ্রসর যাত্রী - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


painting by EARL DUCK 

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

অবুঝ চিত্রলিপি - -

দূরে সরে যাওয়ার প্রয়াসে, মন ফিরে আসে অনেক 
কাছে, তার সম্মোহনের বৃত্তে জেগে রয় 
কিসের যেন আলো, সারা রাত 
আদিম আগুন জ্বলে 
সুদুর মহুয়ার 
বনে,
অদৃশ্য মৃগয়া তার নিগূঢ় ভালবাসা, লাজুক হরিণ
সম দেহ ও প্রাণ, খুঁজে বেড়ায় সঘন 
তমসের ঝোপ, গুপ্ত মায়াবী 
পান্থশালা, নিশি বুকের 
আস্তানা, ধরে 
রাখতে 
চায় জীবন তার প্রণয়ের আলেয়া, জাগিয়ে আনতে 
চায় হৃদয়, সমাধিস্থ আবেগের মন্ত্র, মহানিশার 
শেষে দেহের পিরামিডে, ভেসে রয়
আরণ্যক তীব্র ঘ্রাণ, ক্রমশঃ 
তখন জীবন্ত, প্রাচীরের 
অবুঝ চিত্রলিপি, 
ওই গোলাপী 
দুই নয়নে খেলে যায় থেমে থেমে অশনি সংকেত !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
night bloom 

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

নিমগ্ন সন্ধ্যা

শুনেছি সে নাকি, নিঝুম সাঁঝে বসে থাকে একাকী, 
নিজের মাঝে নিলীন, নিখোঁজ সান্ধ্য তারার 
সন্ধানে, ধেয়ে যায় বিহ্বল, মধ্যযুগীন 
ছাদের প্রান্তে, আঁধার ঘনিয়ে 
আসে যখন সুদুর নদীর 
বুকে, অন্তিম মাঝি
ফিরে আসে 
ক্লান্ত 
পায়ে, গায়ে জড়িয়ে সোদক গন্ধ, কোন এক চির 
পরিচিত গন্ধে, তার মনের পৃথিবী ও সাড়া
দিয়ে যায় সহসা, জানা শোনা ওই 
গন্ধের ভিতরে সে হারিয়ে 
যেতে চায় সহজে,
ভুলে যায় 
নব 
জাগরিত আকাশের দুনিয়া, তারক সম্মেলনী -
ছায়াপথের প্রতিভাস, সে এখন নিতান্ত 
নিমগ্ন প্রণয়ের প্লাবনে, মোহনার 
উচ্চ তরঙ্গের হাহাকার
শুনতে পায় না,
শুধুই 
পার্থিব দেহের ছাড়া তার অধীনে কিছুই নাই !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mosaic sky 


শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

শিশুবৎ জেদ

বহু বার বারণ করেছি, বহু বার সে ছুঁতে চেয়েছে 
জ্বলন্ত শিখা, ওই শিশুবৎ জেদ পুড়িয়ে গেছে 
গভীর প্রান্তের তৃণভূমি, কিছু স্বপ্নের 
পতঙ্গ, কিছু নীলবরণী ভাবনার 
লাজুক পাখি হয় ত উড়ে 
পেয়েছে ত্রাণ, তার 
ওই বিক্ষিপ্ত 
ভালবাসা 
কিংবা আত্মদহন আন্দোলিত করে গেছে, চির 
মন্থর হৃদয় তরঙ,অপ্রত্যাশিত তার সেই
বিধ্বংসী প্রণয়, ছিনিয়ে গেছে দিবা 
নিশির স্পর্শানুভূতি, সে যেন 
শুনতে, কোনো ভাবেই 
রাজি নয়, তর্ক 
বিতর্কের 
বাহিরে তার প্রেম ! শুধুই হতে চায় এক মুঠো -
চিতাভস্ম - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


wild flower 3 

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

মর্মের কবিতা

কোন আলোর স্রোতে ভেসে যায় দেহ ও প্রাণ,
কার প্রণয়ের ছোঁয়া জাগিয়ে রাখে সারা 
রাত অন্তরতমের গন্ধ কোষ, কার 
নিশীথ ডাকে ঝরে বিন্দু বিন্দু 
নীহার কণা, খুলে রয় 
জীবনের উন্মুক্ত 
গ্রন্থ, লিখে 
যায় অদৃশ্য হাতে কে যেন মর্মের কবিতা, কে 
সে জানি না, ফিরিয়ে আনে বারংবার 
মরিচিকার পথ হতে বাস্তবের 
ধরাতলে, স্বপ্ন গুলো 
চায় অনুমতি,
চোখের 
মাঝে গড়তে মধুর পান্থশালা, কার করুণ সুরে 
দুলে যায় কাঁশ বনের নীরবতা, ভেসে রয় 
হৃদয় স্পন্দন, কোন অজানা শান্ত 
নদীর বুকে, জড়িয়ে রুপালি 
জোছনা, কার লাজুক 
আঙ্গুলে খেলে 
ভীরু 
ভালবাসা, জীবন দাঁড়িয়ে রয় একা, চেয়ে রয় 
অবাক নিশি পুষ্পের বীথিকা - - 

- শান্তনু সান্যাল
painting by TosKos 

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

এ কেমন জ্যামিতি - -


বেশ ছিলাম নিজের বৃত্তে, স্বপ্নের পরিবেষ্টনে,
এ কেমন জ্যামিতি, তার চোখের রেখা 
অদৃশ্য ভাবে যায় ছুঁয়ে অন্তর্মনের 
কেন্দ্র বিন্দু, ঝঙ্কৃত করে 
যায় পলকা পরিধির 
সীমানা, সহসা 
ভাবনার 
বিগঠন, উড়ে যায় উন্মুক্ত আকাশে দেহ ও 
প্রাণের অণু, কিসের সন্ধানে ধেয়ে 
যায় অতৃপ্ত জীবন, গন্তব্য 
বিহীন, শুধুই এক 
অজ্ঞাত যাত্রা,
অনাহূত
রূপে তার এই ভাবে অনুপ্রবেশ, উদ্বেলিত 
করে যায় সমগ্র চেতনার লুপ্ত অগ্নি 
শিখা, যেন নিবিড় আঁধারে 
বৈরাগীর মোহ ভঙ্গ,
অথবা স্বপ্নের 
ধরাতলের 
উপরে 
বাস্তবিকতার ভেসে ওঠা, পার্থিব জগতে 
ফিরে আসা - - 

- শান্তনু সান্যাল
alone 2

বোঝাপড়া


সেই কচুরিপানার মাঝ রাস্তায়, আকাশের 
বিম্বের খুব কাছাকাছি দেখেছি বহু 
বার প্রণয়ের স্থির তরঙ, কথা 
কয় কি জানে, কি নিয়ে 
অবিরল দোয়েলের 
সাথে, ওই 
আবছা বিহানে, উঠোনের গায়ে ঝরে রয় -
শিশির ভেজা শিউলি এক রাশ, 
কে যেন উঁকি দিয়ে যায় 
বুকের অনবহিত 
খোলা 
জানালায়, সুদুর আম্রকুঞ্জে উদাস একাকী 
কোকিল, ভাঙা সুরে ডেকে যায় 
জানি না কাহাকে, হয় ত 
ফিরে যায় নি নিজের 
দেশে, মধুমাসের  
সাথে,
একান্ত লয়ে সে এখন শিখতে চায় মৌন -
ভাষা, কিংবা শরতের সঙ্গে 
বোঝাপড়া, পরাশ্রয়ী 
লতার জীবন 
আগামী 
বসন্তের পথ চাওয়া, শালিকের সাথে অস্থায়ী 
বন্ধুত্ব, নতুন ভাবে নিজে কে চেনা,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
water hyacinth-flower কচুরিপানা.jpg

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

সুপ্ত ঘূর্ণি


মধ্য রাত এখন, ছড়িয়ে আছে আকাশ জুড়ে -
এলোমেলো তারক বৃন্দ, ঝরি নি বোধ 
হয় শিউলির গুচ্ছ, বৃন্তের বুক ধরে
আছে ফুলের নিঃশ্বাস, ঝরে 
গেলেই গন্ধের ইতি,
তাই জড়িয়ে 
যদি 
আরও কিছু ক্ষণ থাকে আবেগের ঘোর, ভরে 
উঠবে শুন্য জীবনের সৈকত, তোমার 
প্রেমের তরঙ্গে এখনো উঠে নি 
সুপ্ত ঘূর্ণি, দেহের বালু চর 
এখনো অনাক্রান্ত 
উদাসীন, 
ডুবতে চাইলেও হৃদয় কি ডুবতে পারবে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

mystic night 1

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

অদৃশ্য দহন

অশমিত অভিলাষ; জেগে রয় তার হৃদয় স্পন্দনে,
নিঃশ্বাসের স্বরলিপি; নিয়ে যেতে চায় সুদুর 
স্বপ্নীল জগতে, চোখের সেই আবেগী 
হাসির মাঝে; লুকিয়ে থাকে 
মৌন প্রণয়ের শাব্দিক 
ধাঁধা, জীবন 
একটানা 
খুঁজে বেড়ায় সেই রহস্যের সুত্র, বিচ্ছিন্ন ভাবনার 
বর্ণমালা, রাত্রি যেন বিকরাল সরীসৃপ, 
লতিয়ে চলেছে গায়ে চন্দ্রপ্রভার
প্রলেপ, মেঘের লুকোচুরি 
ঘনিয়ে আনে অধিক 
রোমাঞ্চ, ছুঁতে 
চায় মন 
তার মায়াবী রূপ, বেঁধে রাখতে চায়  জীবন তার 
উন্মুক্ত ভালবাসা অন্তরতমের পিঞ্জরে,
অপ্রত্যাশিত ভাবে শেষ প্রহরে 
বৃষ্টির দাপট, বুকের মাঝে 
অদৃশ্য দহন, যায় 
সহসা বাড়িয়ে, 
মুহুর্তগুলো যেন হটাত হয় উঠে জীবন্ত আলেয়া, 
সংযুক্ত অক্ষরে তখন দেহ ও প্রাণের 
ভাষা - - 

- শান্তনু সান্যাল 



rose in rain

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

উধ্বস্ত প্রণয়ের মেলা - -

দাঁড়িয়ে আছো কি এখনো, কবে যে জাফরানী সন্ধ্যা
গেছে হারিয়ে রসাঞ্জন আঁধারে, বুড়ো অশ্বত্থ
গাছের কলরব গেছে থেমে অনেক 
আগে, সুদুর বনাঞ্চলে কি 
আজ ও ছড়িয়ে রয় 
বন্য কুসুমের 
সুরভি !
কিংবা বুনো তুলসীর ঝোপে খুঁজে মন, এক মুঠো -
জোছনা, সেই পুরাতন শিব মন্দিরের 
চত্বরে  আজ ও কি জ্বলে যাও
নিভু নিভু সান্ধ্য দীপ,
চেয়ে থাক উদাস 
চোখে উন্মুক্ত 
আকাশ, 
বসে থাকো একাকী নিয়ে বুকে বিলীন স্বপ্নের স্পর্শ,
অথবা শুন্য আনত নয়নে, লিখে যাও বিস্মৃত 
পদাবলী, অরণ্য নদীর সিক্ত বালু চরে,
তুমি কি এখনো সজল ভাবনার 
সাথে খেলো আত্মঘাতক 
খেলা, হৃদয় প্রান্তরে 
এঁকে যাও
রক্ত ঝরিত চিত্রাঙ্কন, বুকে জড়িয়ে আছো উধ্বস্ত 
প্রণয়ের মেলা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



alone 1

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১২


প্রতি মোহ

মেঘের ছায়া যেন তার ভালবাসা, ভেসে যায় ছুঁয়ে 
জীবনের উপত্যকা, ভাবনার তরু শাখায় 
খেলে অলস রোদের রশ্মি তরঙ্গ, 
দিনান্তের সাথে কে যেন 
রেখে যায় অলিন্দের 
পার্শ্ব রেখায়
রেশমী স্পর্শ, ওই মউ ঝরা সাঁঝের সাথে ভরে -
যায় নিশি পুষ্পের গন্ধ ; মনের গভীর 
অঞ্চলে, সান্ধ্য প্রদীপের আলোয় 
সেজে উঠতে চায়; মৌন 
অন্তরতমের
দেউল,
নীলাভ রাত্রির বুকে লিখে যায় জোছনা ;ক্রমশঃ 
স্বপ্নীল চোখের কবিতা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


art of Shay Niimi Wahl 

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

অনেক সময়ে - -


মাঝে মাঝে, নীরব হয় যেতে চায় মন, 
নির্বাক ভাবে বসে থাকতে চায় 
জীবন, শান্ত নদীর ধারে,
একাকী বন্ধুহীন,
ভাব শুন্য 
চোখে দেখতে চায় সূর্যের ডুবন্ত চেহারা,
পৃথিবীর ক্রমশঃ আঁধারের বুকে 
হারিয়ে যাওয়া, রাত্রির 
অবগুন্ঠিত ধীর 
পদক্ষেপ !
সংবেশিত জোছনার স্রোতে ভাসিয়ে -
দিতে চায় হৃদয়, কিছু সন্ধির 
বিগ্রহ, কিছু প্রণয়ী 
বেলে মাটির
প্রতিমা, 
তার মায়াবী প্রতিশ্রুতির চিঠি যে আজ 
পর্যন্ত খুঁজে পাই নি ভালবাসার 
ঠিকানা - - 

- শান্তনু সান্যাল 
ARTIST TONY GORTE
http://sanyalsplanet.blogspot.com/