বুধবার, ৩১ জুলাই, ২০১৩

কল্পনার পরলোকে - -

প্রতিবিম্বিত অনুরাগের ধরাতল সহসা জীবন্ত,
তার চোখের পরশে জীবন- মরু, হয় 
উঠে জলপূর্ণ অভিলাষ, দেহের 
শুষ্ক সৈকত, অকস্মাৎ
জলমগ্ন ! ওই 
অবগাঢ 
অনুভূতির মাঝে হৃদয় খুঁজে চির বন্দিশালা,
তার ভাবনার প্রবাহে ভাসিয়ে দিতে 
চায় ত্রিভুবনের মায়া, না 
আকাশ, না পৃথিবীর 
বন্ধন তখন 
বাঁধতে 
পারে আবেগের ধারা, বহে যায় প্রণয় তরঙ্গ 
কল্পনার পরলোকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 15

নিরুদ্দেশ পৃথিবী - -

মধ্য রাতের সে এক দ্রুত দূরগামী ট্রেন,
আলো নিয়ে বুকে, যায় দৌড়িয়ে 
কুয়াশা ভরা উপত্যকার 
ওপারে, রেলপথের 
ধারে একাকী 
জীবন 
বসে রয়, নিরুদ্দেশ শিশুর রূপে, দেখে -
যায় ডুবন্ত তারা, চাঁদের দ্রাবণ,
বুনো ফুল গাছের শীর্ষে 
জোনাকির মৌন 
জাগরণ !
বহু দূর ঠিক পাহাড়ের ঢালে, দুই বন্য -
নদীর সঙ্গমস্থলে, তোমার অবুঝ 
ভালবাসা, ভিজে রয় 
জোছনার 
সিক্ত আলোয়, আকাশ পথে ভেসে যায় 
পরিযায়ী পাখির ঝাঁক, রাত্রি -
শেষে  কে যেন রেখে যায় 
নিঃশব্দ পায়ে, ঠিক 
দরজার মুখে, 
ছেঁড়া 
ভাবনার খামে, কিছু অদেখা স্বপ্নের - - 
ভুল ঠিকানা হতে ফিরে আসা
বিবর্ণ, গন্ধহীন চিঠি !
নিরুদ্দেশ শিশু,
নির্জন 
প্ল্যাটফর্মের শেষপ্রান্তে দাঁড়িয়ে দেখে,ওই 
চেনা পৃথিবী এক রাতে সরে 
গেছে অনেক দূরে - - 
* * 
- শান্তনু সান্যাল 
Hawkesbury art

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

অজানা ঘাটের সন্ধান - -

ওই আকুল আকাঙ্ক্ষা দাঁড়িয়ে রয় যেন 
আধ খোলা দরজার মুখে, নিয়ে 
হাতে জোছনায় ভেজা 
কিছু রাতের 
পুষ্প, 
নীরব চোখে বলতে চায় মনের ব্যথা -
জীবন তখন দ্বিধাগ্রস্ত, বুঝে 
উঠতে পারে না, অশ্রু 
ও নীহার বিন্দুর 
মাঝের 
পার্থক্য, তার প্রেমের বৃত্তে কিছু ফিনিক 
কণা অথবা চমৎকার প্রবঞ্চনা
ঘুরে অবিরাম অনুক্রমে, 
বাস্তব কি মায়াবী 
তার হাসির 
মাঝে 
মন খুঁজে ভালবাসার বলিষ্ঠ পৃষ্ঠতল - - 
দেহ তখন মাঝিবিহীন নৌকো 
ভেসে রয় মধ্য প্রবাহে,
অজানা ঘাটের 
সন্ধানে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art of Marshall Williams

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

দৃষ্টি সীমার অপর ধারে - -

দৃষ্টি সীমার অপর ধারে দাঁড়িয়ে রয় সে 
এক অপূর্ব অনুভূতি, লৌকিক কি 
অলৌকিক, শুধুই চোখের 
ভাবনা, আলোক -
ভেদ্য ওই 
প্রেমের পরিভাষা সহজ নয় শব্দে বাঁধা,
সে এক ছায়াপথ অথবা তিমির 
ভরা ভূগর্ভস্থ গুহা পথ, 
পাড়ি না দিলে 
বোঝা -
খুবই জটিল, যেখানে দেহের অনুরঞ্জন 
শুধুই আকালিক ! আত্ম উচ্ছ্বাস 
চিরকাল অপরিসীম, মহা -
শুন্যে ভেসে রয় 
হৃদয়ের 
সেই শাশ্বত সুরভি, যাকে ছুঁয়ে তার - - 
অস্তিত্ব হয় উঠে সুধাময়  - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source art Indian

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

দাবানলের আভাস - -

সে ছিল জড়িয়ে কিছু এই ভাবে, দেহ ও প্রাণের 
পরিবেষ্টন, যত ক্ষণ সে ছিল নিঃশ্বাসে 
অন্তর্নিহিত, আমি কিন্তু ছিলাম 
না নিজের মাঝে, শুধুই 
এক ভ্রাম্যমান -
পথিক 
তার পথের অনুগামী, শরীর তখন এক প্রতীক 
মাত্র, শুধুই এক কাঠের পুতুল, নিঃশ্বাসের 
দড়ি তখন তার হাতে, মায়াবী 
রোদ্র ছায়ার মাঝে প্রাণ
করে গেছে, 
বৃষ্টিবিন্দুর সুরে অবিরাম নৃত্য ! আমার ইচ্ছা 
অনিচ্ছা সে মুহুর্তে ছিল, কেবল রঙ্গীন 
মোমবাতি, তার পরশের স্ফুলিঙ্গ, 
বুকের মাঝে জ্বালিয়ে -
গেছে গভীর 
প্রণয়ের আগুন, মহুয়ার বনে তখন পুংহরিণের 
রহস্যময়ী চিৎকার ! কস্তুরী গন্ধ অথবা 
দাবানলের আভাস তখন বাতাসে,
বলা মুশকিল - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 14

শনিবার, ২৭ জুলাই, ২০১৩

স্ব জ্বলনের সুত্রপাত - -

মরু বৃষ্টি ছিল তার অপ্রত্যাশিত ভালবাসা, 
ভিজিয়ে গেছে জীবনের পরিত্যক্ত 
বালিয়াড়ি নিমিষে ! নিঃশ্বাস 
ওঠে বুক হতে অথবা 
বাষ্প কুয়াশা !
তার 
যাওয়ার পরে দেখি চার দিকে ঘনিয়ে আছে 
নীলাভ অন্ধকার, কিছু সুরভিত পরশ 
জড়িয়ে আছে সারা দেহ জুড়ে,
মিহি রেশমী সুতোর -
বাঁধনে সে 
যেন 
বেঁধে গেছে খুবই দক্ষ হাতে, অনুরাগের - - 
অদৃশ্য মায়াজাল, দিয়ে গেছে নীরব, 
মধুর দহনের বরদান ! তার 
প্রেমের শিখায় এখন 
জ্বলবে অস্তিত্ব 
সারা 
রাত, জীবনে স্ব জ্বলনের সুত্রপাত - - - - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

art unknown source pestel painting

শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

শিরোনামহীন - -

বিস্তীর্ণ মহাশুন্যে ভেসে রয় অগণ্য -
আলোকিত অগ্নিপিণ্ড, তবু ও 
মনের অলিন্দ রয়ে 
যায় রিক্ত !
আসলে 
আয়ুর থেকে দীর্ঘ, ইচ্ছার তালিকা -
প্রতি অভিলাষে পুনর্জন্মের 
প্রতীক্ষা, প্রতি জন্মের 
সাথে জড়িয়ে 
রয় - - 
তাকে পুনরায় ভালবাসবার অশেষ  
বাসনা, ওই অবুঝ পুনরাবৃত্তির 
মাঝে নিহিত জীবনের 
নিষ্কর্ষ, নিঃশ্বাসের 
চিত্রলেখে 
তার 
প্রণয়ের কবিতা চিরকাল অসমাপ্ত -
এবং শীর্ষক বিহীন !
* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by sam sidders

অচেনা উপত্যকা - -

অচেনা পথ ধরে, অনেক দূরে, নির্জন স্থানে,
যেতে চায় মন, প্রতিধ্বনির বিনিময় 
হয় না যেখানে, ওই বিরল 
শুন্যতার মাঝে 
মনে হয় 
আছে তোমার প্রণয়ের বাস স্থান, পরিপূর্ণ -
অলৌকিক গন্ধে ভরা, এমন এক 
অনুভূতি, ঈর্ষা - দ্বেষ হতে 
মুক্ত, যেখানে জীবন 
শুধুই টলটলে 
জল -
বিস্তীর্ণ আকাশের বিম্ব ভেসে ওঠে অন্তর্মনে,
* * 
- শান্তনু সান্যাল 
art of japan

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

মৌন অনুবন্ধ - -

পিপাসিত চোখে সে চেয়ে আছে আবার, 
ভেজা সন্ধ্যার মৃদু আলোয়, বিস্মিত 
নজরে, বৃষ্টি এখনো থামি নি, 
বোধ হয়, ঝরবে 
সারা রাত !
দু জনের মধ্যিখানে ঘনিয়ে চলেছে এক 
আবেগী নীরবতা, অধরের কথা 
নয়ন ধরে রাখতে চায় 
ভীষণ ভাবে !
নয়নের 
সিন্দুক কিন্তু, খুলে খুলে যায় অদৃশ্য - 
আকুলতায়, জল বিন্দু কি 
ঘামের কণা, কম্পিত 
দীপশিখার রূপে 
উদ্ভাসিত,
হয়ে উঠছে সিক্ত মুখের মাধুরী ! ওই 
শব্দহীনতার মাঝে, কোথায় 
যেন প্রগাঢ় মুহুর্তের 
সৃষ্টি, চুপচাপ 
স্বপ্নের 
মায়া জাল বোনা, কাছে আসার এক 
ওজর খুঁজা, প্রেম তখন 
বিবর্তনের পথে 
অগ্রসর।
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art Rain Walker Seattle

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

মনের বাতায়ন - -

মনের বাতায়ন চিরকাল চঞ্চল, ভাবনার পরশে 
খুলে যায় অহর্নিশ, নামহীন কোন এক -
ফুলের গন্ধে খুঁজে পেয়েছি, হঠাৎ
ওই বিস্ময়কর ভালবাসা !
জোছনার প্রবাহে 
ভাসন্ত 
সে এক চিলেকোঠা, ফেলে যায় রঙ্গীন স্বপ্নের -
বলয় প্রতি মুহুর্তে, তার ওই ঐন্দ্রজালিক 
বৃত্তে, জীবন হয়ে উঠে দিশাহারা,
পৃথিবী ও চাঁদের ধরাতল
তখন প্রায় সমান,
উন্মাদনের 
ওই অবস্থায়, দেহ ও প্রাণের মাঝে জেগে ওঠে 
অদৃশ্য সুরভিত আবেগের তরঙ্গ, ঘর -
দ্বার, আপন পর, চেনা অচেনা,
আকাশ পাতাল, ফুল -
কাঁটা, দুঃখ -
সুখ, অনল জল, নিদ্রা জাগরণ,সব কিছুই - -
যেন পরস্পর মিলে মিশে একাকার !
তার প্রেমের মায়া টেনে নিয়ে 
যেতে চায়, বহু দূর এক
অজ্ঞাত গন্তব্যের 
কাছে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by -box-joanne-coyle

সোমবার, ২২ জুলাই, ২০১৩

মাঝ প্রবাহের ঠিকানা - -

শুধিও না বারংবার ভালবাসার সঘনতা,
ওই চরমপন্থী হাবভাবে, কোথায় 
যেন এক আতঙ্ক লুকিয়ে 
রয় সর্বদা, সুদূরে 
ক্রমশঃ সরে 
যাওয়া সমুদ্রতীর ও পরিত্যক্ত নৌকার 
মধ্যবর্তী, ওই বেলাভূমির বুকে 
আছে কত কাহিনী 
অপ্রকাশিত !
সময়ের ধুলো ঢেকে গেছে, নিঃশব্দ বহু -
পদচিহ্ন, কিছু খাগড়ার ঝোপ 
আর ছড়ানো রঙীন 
আঁশের স্তূপের 
ছাড়া - 
ওই প্রত্যাখাত ভূভাগে, কিছুই অবশিষ্ট 
আর চোখে পড়ে না, এক অশেষ 
নীরবতা নিয়ে জীবন, থেকে
যায় নিজের ভিতরে 
চির একাকী,
নিভৃত !
স্ব - বৃত্তে, স্বয়ং অজানা খুঁজে রয় বিলুপ্ত 
মাঝ প্রবাহের ঠিকানা - - 
* * 
- শান্তনু সান্যাল 
boat on the beach by unknown artist

রবিবার, ২১ জুলাই, ২০১৩

মৌলিক প্রমাণ - -

সিক্ত চোখের অভিপ্রায় সে কতটা বুঝলো আর 
কতটা এড়িয়ে গেল, এই মুহুর্তে মনে করা 
একটু মুশকিল, হয় ত তার জন্য 
প্রেমের সংজ্ঞা ছিল শুধুই 
তাসের ঘর, নিমিষে 
গুছিয়ে নিয়েছে 
সে নিজের 
ভাবনা, 
হাসি মুখে জানিয়ে দিয়েছে আর খেলবে না - - 
অনিশ্চিত খেলা, আমার মৌন নিহারন, 
তার অগোছাল ভাব, সন্ধ্যার 
সেই বিশৃঙ্খল আলোয়,
হৃদয় ! মৌলিক 
প্রমাণ 
খুঁজে পাই নি, তাই একতরফা বিচার নিয়ে - - - 
বুকে সে ফিরে গেছে একাকী, ক্রমশঃ 
সুদুর কুয়াশা পথ হতে জন 
অরণ্যের মাঝে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Window boxes

শনিবার, ২০ জুলাই, ২০১৩

সৈকতের অন্তহীন নীরবতা - -

সারা রাত সে ছিল জড়িয়ে প্রগাঢ় ভাবে - 
বাহ্য অঙ্গ প্রত্যঙ্গ, পরিপূর্ণ দৈহিক 
আধিপত্য, তত্সত্তেও 
অন্তরতমের -
তটভূমি 
রইলো অপ্রভাবিত, অখণ্ড যথারীতি - - 
নিজের জায়গা অটুট, যদিও 
মাঝ প্রবাহ হতে বহু
বার উঠেছে 
ঘূর্ণিঝড়,
ওই ক্ষণিক আবেশের ভাঙন ছাড়া কিছুই 
এমন ঘটে নি, স্বাভাবিকভাবে -
হৃদয় স্পন্দন, লিখে গেছে
গোপনীয় মুহুর্তের 
কবিতা !
বিহানের আবছা আলোয় দেখি ফিরে - -
গেছে সমস্ত জলোচ্ছ্বাস, বেলোর্মির 
ওই ফিরে যাওয়ার পথে 
দেহ যেন রঙ্গীন 
ভাঙা 
ঝিনুকের খোল, খুঁজে চলেছে সৈকতের - - 
গায়ে হারানো মূক্তা মণি, তীব্র 
অভিলাষ নিয়ে বুকে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
silence

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

উন্মুক্ত বক্ষ:স্থলে - -

উন্মুক্ত বক্ষ:স্থলে তোমার অধর মুদ্রণ,
আকাশগঙ্গা গুটিয়ে চলেছে উজ্জ্বল 
শামিয়ানা অন্তর গভীরে !
তোমার নিঃশ্বাসে 
জড়িয়ে 
আছে হাসনুহানার আবেগ, নিশীথের 
মায়াজালে জীবন খুঁজে উচ্ছ্বাসের 
তীর ভূমি ! ওই আসক্ত 
আলিঙ্গনের মাঝে 
রয়েছে 
সৃষ্টির সমস্ত সম্ভাবনা, কল্প লোকের - 
বাহির সে অনুভূতি, তোমার 
সজল নয়নের ছায়া ও 
আমার পাষাণী 
অস্তিত্ব -
কোথায় যেন মরুভূমির গায়ে ঝরে - - 
যেতে চায়, উত্কন্ঠিত ঘনীভূত 
মেঘের অস্থির প্রাণ, এক 
অবিরাম বৃষ্টি !
তোমার 
প্রেমের উন্মাদিত রূপে ঘনিয়ে চলেছে 
সমীপবর্তী ঝড়ের ছায়া, হৃদয় 
এখন শুধুই এক নীরব 
শান্ত কিনারা, 
স্থির -
চেয়ে আছে নিয়ে দেহে আগ্নেয় পৌরুষ 
গ্রন্থী, অদৃশ্য কিন্তু বিধ্বংসী !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source art 11

কুঞ্জগলি - -

তোমার ভালবাসা অনেক সময় মনে হয়,
হিল স্টেশনের কুহেলি ভরা ফুলের 
নার্সারি, চেয়ে রয় নির্বাক 
উপত্যকার বুকে 
অবস্থিত 
ঝিলের ধীর তরঙ্গিত ঢেউর দিকে, এক 
মৌন আমন্ত্রণ ভেসে রয় সুরভিত 
হাওয়ার সাথে, তোমার 
চাহনি মনে হয় 
কখনো -
লুক্কায়িত জলপ্রপাত ! অদৃশ্য কিন্তু করে 
মন্থর শব্দ, করে যায় প্রতি মুহুর্তে 
ক্লান্ত জীবন, ভীষণ ভাবে 
মন্ত্রমুগ্ধ ! তোমার 
অপ্রত্যাশিত 
পরশে 
আছে, নীলগিরির বিরল বনস্পতির - 
রহস্যময়ী প্রতিকারের গুণ, যেন 
মুহুর্তে পুরাতন ক্ষত হয় 
ওঠে পূর্ণ নিরাময়,
জীবন খুঁজে 
পায় -
বিলুপ্ত বর্ষা বনের অর্কিড ভরা প্রণয়ের -
কুঞ্জগলি - - 
* * 
- শান্তনু সান্যাল 

unknown source 13

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

একছত্র সাম্রাজ্য - -

তার পরিযায়ী ভাবনারা আবার বেঁধে গেছে 
রেশমী প্রণয়ের জট, পুনরায় খুলবে -
হৃদয়, একাকী বসে সারা রাত, 
তার ছুঁয়া লেগে আবার 
দেহের শুকনো 
গুলমোহর 
দেখে চলেছে সবুজ স্বপ্ন ! শাখা প্রশাখায় কিছু 
বউলের উদ্ভব, আবার বসন্তের অপেক্ষা,
এ কেমন দহন শিখা বিহীন, জ্বলে 
অদৃশ্য বুকের মাঝে, দেখে 
যায় জীবন, অবুঝ 
প্রতিবিম্ব !
আরশির গায়ে কে যেন আছে লুকিয়ে, মাঝে 
মাঝে হেসে যায় নীরব চোখে, হৃদয় -
স্পন্দনে খেলে রয় বন্য পুষ্পের 
উন্মত্ত সুবাস, অদ্ভুত 
অনুরতির 
সত্তা ক্রমশঃ দেহ হতে প্রাণে করে যেতে চায় 
একছত্র সাম্রাজ্য - -
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
David Dane's  art

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

অশমিত তৃষ্ণা - -

সম্ভবতঃ তার বুকে ছিল অশমিত তৃষ্ণা, 
কিংবা সীমাহীন বাসনা, আমায় 
পরিপূর্ণ পাওয়ার পরেও 
সে যেন যথারীতি 
রইলো -
অসার, আরও অধিক তৃষিত, পল্লব - - 
বিহীন অরণ্যের যেন অভিলাষ,
প্রলয়ংকারী বৃষ্টির এক 
ঘাতক আশঁসা, 
মহা -
প্লাবনের প্রত্যাশা ! কিন্তু হাড় মাংসের 
দুনিয়ার আছে নৈসর্গিক সীমানা,
এক নির্দিষ্ট বিন্দু তার 
বাইরে পা দিলেই
বিধ্বংসের 
সূত্রপাত,
তার ওই অতিরিক্ত চাহিদা সরিয়ে - -
নিয়েছে ক্রমে ক্রমে, আমার 
অস্তিত্ব আমার কাছে 
থেকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by lynn-acourt

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

নিগূঢ় মুহূর্ত - -

অনেক ক্ষণ সে ছিল, ব্যক্তিত্বের নিকটতম 
অন্তরালে, এমনকি তার প্রতিবিম্বে 
আমার ছবি গেছে হারিয়ে !
তার দেহের গন্ধে -
ছিল অবুঝ 
এক -
আসঞ্জন, যতই চেয়েছি বুঝতে ততই রহস্য 
গেছে ক্রমশঃ ঘনিয়ে, বক্ষে ছিল তুহিন 
জল কণা কিংবা অভিলাষের 
বৃষ্টিবিন্দু, বা গলিত 
মোমের কিছু 
টুকরো,
সব কিছু যেন ভাসা ভাসা, অনিবন্ত অঙ্গার,
শুধুই এক কুহেলিকা ভরা পথের 
অন্তহীন যাত্রা ! অজ্ঞাত 
স্রোতে দিশাহীন 
ভেসে -
যাওয়া, অরিত্র বিহীন নৌকা আর সুদূরে - - 
তীরভূমির অট্টহাস - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by margaret-saheed

রবিবার, ১৪ জুলাই, ২০১৩

আবছায়া আবরণ - -

সরিয়ে যেও যদি সম্ভব, নিজের হাতে ওই
আবছায়া আবরণ ! কোন এক
রাতের শেষ প্রহরে, গেছো 
ঢেকে নিঃশব্দ পায়ে,
সারা দেহ ও 
প্রাণে, 
আকাশপ্রান্তে লিখে পুনর্মিলনের প্রতিশ্রুতি,
সেই থেকে জীবন দাঁড়িয়ে আছে 
কয়েক দশক ধরে, নিয়ে 
হৃদয়ে অতৃপ্ত তৃষা,
অসমাপ্ত -
এক প্রতীক্ষা, জীবন্ত অগ্নিশিখা, তোমার -
সেই অঙ্গীকার অনুযায়ী জীবন 
ভুলে গেছে বসন্তকালীন 
বীথিকা, খুঁজে 
বেড়ায় 
ঊষর ভূমির বুকে, বিলুপ্ত মিঠা জলের - - 
প্রস্রবণ, পরিত্রাণের স্রোত !
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 10