বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
পূর্ণায়ত আয়না - -
মধ্য রাতে কি শেষ প্রহরে, যখন
ফুরালো নিশিপুস্পের অন্তিম
সুবাস কণা, দেহের
ফুলদানী ছিল
খুবই
একাকী, আসলে সবাই নিজের -
ভিতরে কোন একস্থানে
স্থায়ী বাস করে
একাকী !
ওই বৃত্তের মাঝে সাজানো আছে -
পূর্ণায়ত আয়না, সুন্দর
ভাবনার ফ্রেমে
সঠিকভাবে
বসানো,যখন সারা জগৎ ঘুমের
দেশে, তখন অন্তরে জাগে
সত্য প্রতিফলন, সে
সুন্দর কি
কুৎসিত চোখের উপরে নির্ভর -
সে মুহুর্তে প্রতিটি মানুষ
পুরোপুরি আবরণ
বিহীন,
অন্ধকারেও দেখতে পায় সহজে -
নিজের আত্মজীবনী, যেখানে
পুনরায় সংশোধন এক
বারেই নিষিদ্ধ !
শুধুই
হাতে থাকে, অনিশ্চিত সময়ের
কিছু প্রায়শ্চিত্তের তালিকা -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Hanne Lore Koehler painting
ফুরালো নিশিপুস্পের অন্তিম
সুবাস কণা, দেহের
ফুলদানী ছিল
খুবই
একাকী, আসলে সবাই নিজের -
ভিতরে কোন একস্থানে
স্থায়ী বাস করে
একাকী !
ওই বৃত্তের মাঝে সাজানো আছে -
পূর্ণায়ত আয়না, সুন্দর
ভাবনার ফ্রেমে
সঠিকভাবে
বসানো,যখন সারা জগৎ ঘুমের
দেশে, তখন অন্তরে জাগে
সত্য প্রতিফলন, সে
সুন্দর কি
কুৎসিত চোখের উপরে নির্ভর -
সে মুহুর্তে প্রতিটি মানুষ
পুরোপুরি আবরণ
বিহীন,
অন্ধকারেও দেখতে পায় সহজে -
নিজের আত্মজীবনী, যেখানে
পুনরায় সংশোধন এক
বারেই নিষিদ্ধ !
শুধুই
হাতে থাকে, অনিশ্চিত সময়ের
কিছু প্রায়শ্চিত্তের তালিকা -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Hanne Lore Koehler painting
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
বিশৃঙ্খল পায়ে - -
খুলে দাও কুন্ঠিত মনের কারাগার,
বিশৃঙ্খল পায়ে হাঁটতে চায় এ
জীবন, দুর্গের বাহিরে
ওই বিস্তৃত চত্বরে,
জানি আবার
বসবে
চাঁদনী রাতে ঝিলমিল মীনাবাজার,
কিনতে চাই আমি একজোড়া
তারকভরা রিনিঝিনি
পাজেব শুধু
তোমার
জন্য, নিঃশর্ত যদি তুমি হাঁটো ওই -
জ্বলন্ত অগ্নিপথে আমার সাথে,
শিকল মুক্ত, অবগুন্ঠন
বিহীন, দুই চোখ
উঠিয়ে গর্বিত
বুকে !
বিশ্বাস রেখো, আমি ঠিক এক দিন
ফিরে আসব, হাজার বলি বেদি
পার করে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by subrata sen India
বিশৃঙ্খল পায়ে হাঁটতে চায় এ
জীবন, দুর্গের বাহিরে
ওই বিস্তৃত চত্বরে,
জানি আবার
বসবে
চাঁদনী রাতে ঝিলমিল মীনাবাজার,
কিনতে চাই আমি একজোড়া
তারকভরা রিনিঝিনি
পাজেব শুধু
তোমার
জন্য, নিঃশর্ত যদি তুমি হাঁটো ওই -
জ্বলন্ত অগ্নিপথে আমার সাথে,
শিকল মুক্ত, অবগুন্ঠন
বিহীন, দুই চোখ
উঠিয়ে গর্বিত
বুকে !
বিশ্বাস রেখো, আমি ঠিক এক দিন
ফিরে আসব, হাজার বলি বেদি
পার করে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by subrata sen India
অধরা রহস্য - -
অসমাপ্ত রইলো যথাবত অনুসন্ধানের -
যাত্রা, অবশ্যই ঘুরে এলাম আমি
গঙ্গার ঘাট হতে উদ্ভাসিত
সুদুর মরুঅঞ্চলের
শহরে, সে
নাকি
ছিল, অনেক ক্ষণ পথ চেয়ে ঠিক ঘরের
দোরগোড়ায়, হয়'ত শুনতে পাই
নি, তার কড়া নাড়ার শব্দ,
হয়'ত ছিলাম আমি
নিজের মাঝে
নিমগ্ন !
যখন ভাঙলো আত্ম বিস্মৃতির ঘোর - -
দ্বার খুলে দেখি সে ফিরে গেছে,
বহুদূর তথাকথিত কুখ্যাত
ঘিঞ্জিবস্তির আঁধারে,
খুঁজেছি তাকে
উঠন্ত
কালো ধোঁয়ার মাঝে, সে তখন নিখোঁজ
অর্ধ উলঙ্গ শিশুর হাতে, ঠিক ঘুরন্ত
সাইকেল রিঙের রূপে, সন সন
করে ধেয়ে যায় অন্ধকার
মাঠে, যেন সে ধরা
দিতে চায় না
কোনো
ভাবে, চেয়েছিলাম জানতে তার তৃপ্তির
কারণ, যদি সে দিত নিশ্ছল হাসির
এক টুকরো অনুদান, যখন
সে প্রায় হাতের নাগালে,
দেখি হটাৎ সে
তখন
গঙ্গা-ফড়িং ! উড়ে চলেছে পুকুর পারে,
রঙীন ডানা খুলে নিজের অদৃশ্য
জগতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox.jpg 3.jpg
যাত্রা, অবশ্যই ঘুরে এলাম আমি
গঙ্গার ঘাট হতে উদ্ভাসিত
সুদুর মরুঅঞ্চলের
শহরে, সে
নাকি
ছিল, অনেক ক্ষণ পথ চেয়ে ঠিক ঘরের
দোরগোড়ায়, হয়'ত শুনতে পাই
নি, তার কড়া নাড়ার শব্দ,
হয়'ত ছিলাম আমি
নিজের মাঝে
নিমগ্ন !
যখন ভাঙলো আত্ম বিস্মৃতির ঘোর - -
দ্বার খুলে দেখি সে ফিরে গেছে,
বহুদূর তথাকথিত কুখ্যাত
ঘিঞ্জিবস্তির আঁধারে,
খুঁজেছি তাকে
উঠন্ত
কালো ধোঁয়ার মাঝে, সে তখন নিখোঁজ
অর্ধ উলঙ্গ শিশুর হাতে, ঠিক ঘুরন্ত
সাইকেল রিঙের রূপে, সন সন
করে ধেয়ে যায় অন্ধকার
মাঠে, যেন সে ধরা
দিতে চায় না
কোনো
ভাবে, চেয়েছিলাম জানতে তার তৃপ্তির
কারণ, যদি সে দিত নিশ্ছল হাসির
এক টুকরো অনুদান, যখন
সে প্রায় হাতের নাগালে,
দেখি হটাৎ সে
তখন
গঙ্গা-ফড়িং ! উড়ে চলেছে পুকুর পারে,
রঙীন ডানা খুলে নিজের অদৃশ্য
জগতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox.jpg 3.jpg
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
সিক্ত অনুভূতি - -
মেঘলা আকাশ আর রাতের অন্ধকার,
তবুও কোথায় যেন এক বিন্দু
আলো, এখনো আছে
আমার নয়নের
তলে !
থাক না, এই ভাবে তোমার প্রণয়ের - -
সজলতা সারা রাত, নীহার
ভেজা শিউলির বৃন্তে,
জানি সবাই যায়
হারায়ে, এই
জগতের
হাট বাজারে, তবুও সাজে নিত্য নতুন
নাগরদোলার রঙীন চক্রাবর্ত !
কখনো তুমি ছুঁয়ে চলেছ
উড়ন্ত গুড়ো মেঘ,
আর কখনো
আমি
চাই ধরতে পৃথিবীর বুকের ঝরা পাতা,
দেখতে চাই বিলুপ্ত বসন্তের কিছু
ছাপ, হয়'ত এখনো আছে
বাকি কিছু সুগন্ধ !
আর তোমার
কম্পিত
হাতের প্রথম পরশের আবেগভরা - - -
অনুভূতি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Chris Aiton ~ Mixed media painting
তবুও কোথায় যেন এক বিন্দু
আলো, এখনো আছে
আমার নয়নের
তলে !
থাক না, এই ভাবে তোমার প্রণয়ের - -
সজলতা সারা রাত, নীহার
ভেজা শিউলির বৃন্তে,
জানি সবাই যায়
হারায়ে, এই
জগতের
হাট বাজারে, তবুও সাজে নিত্য নতুন
নাগরদোলার রঙীন চক্রাবর্ত !
কখনো তুমি ছুঁয়ে চলেছ
উড়ন্ত গুড়ো মেঘ,
আর কখনো
আমি
চাই ধরতে পৃথিবীর বুকের ঝরা পাতা,
দেখতে চাই বিলুপ্ত বসন্তের কিছু
ছাপ, হয়'ত এখনো আছে
বাকি কিছু সুগন্ধ !
আর তোমার
কম্পিত
হাতের প্রথম পরশের আবেগভরা - - -
অনুভূতি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Chris Aiton ~ Mixed media painting
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
অন্তহীন সুড়ঙ্গপথ - -
অনেক দিন আগে, কে যেন অন্তিম বার
ডেকে ছিল আমায়, ছোটবেলার
ডাক নামে, কোন এক
অলসভরা দুপুরে,
চেয়েছিল
খেলতে চোখের ভাষায় আবেগের খেলা,
ছাদের ওই কোণে আজও বেশ
বিস্তৃত ভাবে আম গাছের
ছায়া পড়ে, আর
ভেসে ওঠে
তার উন্মুক্ত হাসি ভরা চেহারা, ছাদ - -
থেকে নিচে ঝুঁকে, তার ওই
নির্ভয় সুরে ডাক
দেওয়া - -
বহু যুগের পরেও যেন, সারা শরীরে এক
অদ্ভুত সাড়া জাগায় ! তার ওই
গভীর ডাকের সুড়ঙ্গে আজও
আমি খুঁজে বেড়াই
এক ফোঁটা
আলো !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
flower in light and shade
ডেকে ছিল আমায়, ছোটবেলার
ডাক নামে, কোন এক
অলসভরা দুপুরে,
চেয়েছিল
খেলতে চোখের ভাষায় আবেগের খেলা,
ছাদের ওই কোণে আজও বেশ
বিস্তৃত ভাবে আম গাছের
ছায়া পড়ে, আর
ভেসে ওঠে
তার উন্মুক্ত হাসি ভরা চেহারা, ছাদ - -
থেকে নিচে ঝুঁকে, তার ওই
নির্ভয় সুরে ডাক
দেওয়া - -
বহু যুগের পরেও যেন, সারা শরীরে এক
অদ্ভুত সাড়া জাগায় ! তার ওই
গভীর ডাকের সুড়ঙ্গে আজও
আমি খুঁজে বেড়াই
এক ফোঁটা
আলো !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
flower in light and shade
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
নীল আঁধারে - -
তুমি হটাৎ যখন করে যেতে চাও
একছত্র দখল, জীবনের সমস্ত
এলোমেলো প্রান্তর, আমি
ভুলে যেতে চাই
সেই মুহুর্তে,
অতীতের বন্ধ্য ভাবনার ঊসর -
ভূমি, তুমি অকস্মাৎ যখন
ছুঁয়ে যাও হৃদয়ের
কোমল তার,
স্পন্দনের স্বরলিপি সহসা বেঁধে
রাখতে চায়, তোমার দীর্ঘ
নিঃশ্বাস, বুকের খুব
কাছে প্রায়
আটকিয়ে, জীবনে কী সব কিছু
আটকানো যায়, আকাশ
সারা দিন ছিল
গুরুগম্ভীর,
সন্ধ্যার মুখে মন চেয়ে ছিল এক
পশলা বৃষ্টি, কোথায় - -
যথারীতি, ছদ্ম
প্রতিশ্রুতি !
এক ফোঁটা মেঘ ঝরে নি, নীল -
আঁধারে তুমি ঠিকই কাছে
এলে, যেন অসময়ে
লেবু ফুলের
গন্ধে, জীবন হতে চায় পুনরায়
উজাড় তোমার জন্যে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
hydrous emotion
একছত্র দখল, জীবনের সমস্ত
এলোমেলো প্রান্তর, আমি
ভুলে যেতে চাই
সেই মুহুর্তে,
অতীতের বন্ধ্য ভাবনার ঊসর -
ভূমি, তুমি অকস্মাৎ যখন
ছুঁয়ে যাও হৃদয়ের
কোমল তার,
স্পন্দনের স্বরলিপি সহসা বেঁধে
রাখতে চায়, তোমার দীর্ঘ
নিঃশ্বাস, বুকের খুব
কাছে প্রায়
আটকিয়ে, জীবনে কী সব কিছু
আটকানো যায়, আকাশ
সারা দিন ছিল
গুরুগম্ভীর,
সন্ধ্যার মুখে মন চেয়ে ছিল এক
পশলা বৃষ্টি, কোথায় - -
যথারীতি, ছদ্ম
প্রতিশ্রুতি !
এক ফোঁটা মেঘ ঝরে নি, নীল -
আঁধারে তুমি ঠিকই কাছে
এলে, যেন অসময়ে
লেবু ফুলের
গন্ধে, জীবন হতে চায় পুনরায়
উজাড় তোমার জন্যে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
hydrous emotion
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪
অন্তর্লীন অন্তরতমের মাঝে - -
সে যখন অন্তর্লীন অন্তরতমের মাঝে,
ঐহিক সুখের পরিভাষা যায়
নিজেই বদলিয়ে, সমস্ত
অভিলাষের তৃষ্ণা
নিজেই খুঁজে
পায়
অমত্র্য ঠিকানা, অন্তহীন গভীরতার
সরসী তখন তরঙ্গায়িত ঠিক
চোখের আগে ! সেই
বিশাল, ঢেউ -
খেলানো
মানস সরোবর করে যায় আবাহন -
নিয়ে যেতে চায় হাত ধরে
পরম মনুষ্যতার পথে,
যেখানে সমস্ত
ভেদাভেদ
যায়
বিলীনতার মুখে, বিগলিত অহংকার
তখন মোক্ষদায়িনী অদৃশ্য নদীর
তীরে, মঠ মহন্ত বিহীন সে
এক আত্মবেদির
আঙ্গিনা,
ফুটে রয় যেখানে মানবিকতার চির
পুষ্পিত ফুলের গুচ্ছ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by rajeev kumar - India
ঐহিক সুখের পরিভাষা যায়
নিজেই বদলিয়ে, সমস্ত
অভিলাষের তৃষ্ণা
নিজেই খুঁজে
পায়
অমত্র্য ঠিকানা, অন্তহীন গভীরতার
সরসী তখন তরঙ্গায়িত ঠিক
চোখের আগে ! সেই
বিশাল, ঢেউ -
খেলানো
মানস সরোবর করে যায় আবাহন -
নিয়ে যেতে চায় হাত ধরে
পরম মনুষ্যতার পথে,
যেখানে সমস্ত
ভেদাভেদ
যায়
বিলীনতার মুখে, বিগলিত অহংকার
তখন মোক্ষদায়িনী অদৃশ্য নদীর
তীরে, মঠ মহন্ত বিহীন সে
এক আত্মবেদির
আঙ্গিনা,
ফুটে রয় যেখানে মানবিকতার চির
পুষ্পিত ফুলের গুচ্ছ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by rajeev kumar - India
মৌন হাহাকার - -
সময়ের আলো - ছায়ার
প্রভাব যেখানে
নিষ্ক্রিয়,
মৌসুমের অনুযায়ী নিখিল -
প্রকৃতির রূপান্তরণ !
অমর লতার
কল্পনা
থাক যথারীতি বুকের মাঝে,
ফুলের নিয়তি তিন
অধ্যায়ে লিখিত,
প্রস্ফুটন,
গন্ধ বিস্তারণ, এবং পরিশেষে
জমির সাথে আলিঙ্গন !
তোমার প্রেম
জানি
অমূল্য অঙ্গুরী তাই সাবধানে
ছুঁই অভিলাষের ফেনা,
অন্যথা রত্ন বিহীন
অনুভূতির
মূল্য
কিছুই নাই, শুধুই অন্তরে এক
অসমাপ্ত মরুভূমির উষ্ণতা
আর মৌন হাহাকার !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox
নিশিগন্ধার সুরভি - -
সারা রাত সে খুঁজেছে ভাঙা তারকা,
সারা রাত ঝরেছে নিশিগন্ধার
সুরভি শিশির বিন্দুর
সাথে, তার দীর্ঘ
নিঃশ্বাসে
ছিল লুকিয়ে কোথায় যেন আমার -
ব্যথা ভরা স্বরলিপি, সারা
রাত বেজেছে বেহালা
নীল পাহাড়ের
পারে - -
বারংবার ফিরে এসেছে তার গানের
অনুরণন, বহু টুকরো হয়ে !
বারেবারে সে তুলেছে
সিক্ত ভাবনার
ফোঁটা - -
মোজাইক মেঝ হতে, সারা রাত - -
ভেসেছে কুয়াশাময় মিহি
কণার মেঘ, বুকের
মরুভূমি ছুঁয়ে,
সারা রাত
সে বুনেছে স্বপ্নজাল একাকী, উন্মুক্ত
আকাশের নিচে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
artist Catherine Klein
সারা রাত ঝরেছে নিশিগন্ধার
সুরভি শিশির বিন্দুর
সাথে, তার দীর্ঘ
নিঃশ্বাসে
ছিল লুকিয়ে কোথায় যেন আমার -
ব্যথা ভরা স্বরলিপি, সারা
রাত বেজেছে বেহালা
নীল পাহাড়ের
পারে - -
বারংবার ফিরে এসেছে তার গানের
অনুরণন, বহু টুকরো হয়ে !
বারেবারে সে তুলেছে
সিক্ত ভাবনার
ফোঁটা - -
মোজাইক মেঝ হতে, সারা রাত - -
ভেসেছে কুয়াশাময় মিহি
কণার মেঘ, বুকের
মরুভূমি ছুঁয়ে,
সারা রাত
সে বুনেছে স্বপ্নজাল একাকী, উন্মুক্ত
আকাশের নিচে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
artist Catherine Klein
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
জীবন্ত অভিলাষ - -
জানি না তার চাহনির রহস্য, কোন
কুয়াশা ভরা পথে, চিনারের
বনে, নীরব নিশীথে,
চাঁদ ঢলার
ঠিক
কিছু ক্ষণ পরে, সে ছুঁয়ে গেছে পরশ -
মণির চমৎকারী পরশে, হঠাৎ
দেখি জং ধরা সারা
শরীরে সুবর্ণ
প্রতিচ্ছবি,
ভেসে উঠতে চায় প্রণয়ের বিস্ময়কর
আলো অঙ্গ প্রত্যঙ্গে ! যেন শাপিত
পাথর খুঁজে পেয়েছে পূর্ব
জন্মের জীবন্ত
অভিলাষ,
অথবা, তার চোখের অগম গভীরতা
টেনে রাখতে চায় আমার ত্রিভুবন
নিজের গুপ্ত অতলে চিরতর
ভাবে একাত্ম লয়ে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
White Azaleas by Sherry Roper
কুয়াশা ভরা পথে, চিনারের
বনে, নীরব নিশীথে,
চাঁদ ঢলার
ঠিক
কিছু ক্ষণ পরে, সে ছুঁয়ে গেছে পরশ -
মণির চমৎকারী পরশে, হঠাৎ
দেখি জং ধরা সারা
শরীরে সুবর্ণ
প্রতিচ্ছবি,
ভেসে উঠতে চায় প্রণয়ের বিস্ময়কর
আলো অঙ্গ প্রত্যঙ্গে ! যেন শাপিত
পাথর খুঁজে পেয়েছে পূর্ব
জন্মের জীবন্ত
অভিলাষ,
অথবা, তার চোখের অগম গভীরতা
টেনে রাখতে চায় আমার ত্রিভুবন
নিজের গুপ্ত অতলে চিরতর
ভাবে একাত্ম লয়ে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
White Azaleas by Sherry Roper
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
মনের অনুরূপ - -
সব কিছুই ছিল যথাবত, নিজের
জায়গায় অধিষ্ঠিত, নীল
আকাশ,পথের দুই
ধারে কৃষ্ণ -
চূড়ার
কুঞ্জ ! পরিযায়ী প্রজাপতির ঝাঁক,
সন্ধিক্ষণের ওই বিন্দুতে
কিন্তু সে ছিল না,
তাই কিছু
ক্ষণের
অপেক্ষার পরে অজানা গন্তব্যের -
দিকে পাড়ি, প্রতিশ্রুতির
বৃন্ত ছিল খুবই
পলকা,
মৃদু বাতাসে গেছে ভেঙে, আসলে
সহজ কোথায় জীবনে, সব
কিছুই মনের অনুরূপে
ঘটা, অন্যথা
নিরাকার
সত্তার
কি কোনো ঔচিত্য রইত জগতে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
inner beauty
জায়গায় অধিষ্ঠিত, নীল
আকাশ,পথের দুই
ধারে কৃষ্ণ -
চূড়ার
কুঞ্জ ! পরিযায়ী প্রজাপতির ঝাঁক,
সন্ধিক্ষণের ওই বিন্দুতে
কিন্তু সে ছিল না,
তাই কিছু
ক্ষণের
অপেক্ষার পরে অজানা গন্তব্যের -
দিকে পাড়ি, প্রতিশ্রুতির
বৃন্ত ছিল খুবই
পলকা,
মৃদু বাতাসে গেছে ভেঙে, আসলে
সহজ কোথায় জীবনে, সব
কিছুই মনের অনুরূপে
ঘটা, অন্যথা
নিরাকার
সত্তার
কি কোনো ঔচিত্য রইত জগতে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
inner beauty
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
অনুলম্ব আকাশ পথে - -
ওই ছায়াবৃতের শীতলতা, করে না কোনো
রূপের বিষমতা, তার নির্মল পৃষ্ঠতলে
ভেসে ওঠে প্রায়, বিশুদ্ধ মনের
বাস্তবিকতা ! সে এক
স্ফটিকের স্পষ্ট
ভাবনা,
মন্দির বিহীন অন্তর্তমের উপাসনা, ভেসে
রয় অনুক্ষণ, উন্মুক্ত হৃদয়ের গর্ভগৃহে
দিবানিশি, অদৃশ্য সুগন্ধের
সাথে সে জ্বলে রয়ে
অনিবার লয়ে,
নিরন্তর
বুকে লুকিয়ে সহস্ত্র আগুনের গুচ্ছ, অনন্ত -
কালীন সে এক দহনের কাহিনী,
যেখানে সমস্ত তর্ক বিতর্ক
স্ব -পরাজয়ের পথে
অগ্রসর !
রিক্ত দেহের পিঞ্জর পড়ে রয় কাঞ্চন মহলে,
ধোঁয়া ওঠে শুন্যে ঝুলন্ত বাতিদান
হতে, অনুলম্ব আকাশ পথে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
cris hobel art
রূপের বিষমতা, তার নির্মল পৃষ্ঠতলে
ভেসে ওঠে প্রায়, বিশুদ্ধ মনের
বাস্তবিকতা ! সে এক
স্ফটিকের স্পষ্ট
ভাবনা,
মন্দির বিহীন অন্তর্তমের উপাসনা, ভেসে
রয় অনুক্ষণ, উন্মুক্ত হৃদয়ের গর্ভগৃহে
দিবানিশি, অদৃশ্য সুগন্ধের
সাথে সে জ্বলে রয়ে
অনিবার লয়ে,
নিরন্তর
বুকে লুকিয়ে সহস্ত্র আগুনের গুচ্ছ, অনন্ত -
কালীন সে এক দহনের কাহিনী,
যেখানে সমস্ত তর্ক বিতর্ক
স্ব -পরাজয়ের পথে
অগ্রসর !
রিক্ত দেহের পিঞ্জর পড়ে রয় কাঞ্চন মহলে,
ধোঁয়া ওঠে শুন্যে ঝুলন্ত বাতিদান
হতে, অনুলম্ব আকাশ পথে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
cris hobel art
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
পৃথিবীর শেষ প্রান্তে - -
পৃথিবীর শেষ প্রান্তে - -
কোন দিগন্তে হারিয়ে গেল, উন্মত্ত - -
যিশুর দলের যাত্রী, দূর
অরণ্যে সারি সারি
আগুনের
রেখা,
মহুয়া ফুল ঝরে গেছে অসময়ে, কারা
যেন বলেছিল মানুষ মানুষের
জন্য, জানি না কোন
দুনিয়ার ছিল
তাহারা,
ফুটিয়ে ছিল যে সব অজানা স্বপ্নের -
মায়াবী গল্প, জীবন পুষ্পের
বীথিকায় ঘনিয়ে ছিল
সঘন মেঘের
আকাশ !
ভাবতে ভালই লাগে, কিন্তু ছিল বর্ষা
বহুদূর, বুকের পাঁজর ধু ধু
মরুভূমি, অসমাপ্ত
দহন চিরস্থায়ী,
হাজার
ফণার রাত্রি, দংশিত, ঘর্ষিত, শোষিত
সুপ্ত জীবন, এখানে বিহানের
আগমন নিষিদ্ধ, সারা
রাত দেয়া নেয়া,
ক্রয় বিক্রয়,
বাহ্য অন্তরে মহা অন্ধকার, শুধু নিরুদ্ধ
হাহাকার, মূক অট্টহাস করে শেষ
প্রহরের যাত্রী, কত যে ঝিনুক,
সামুক, শঙ্খ, উলঙ্গ শরীর,
মুখোশ, ভঙ্গ মেরুদণ্ড
কে বা কার
খবর রাখে, সাগর সরে যায় আস্তে আস্তে
অনেক দূরে, চেনা অচেনা কাহিনীর
পাতায় পাতায়, হারিয়ে যায়
সমস্ত মুখ পরিত্যক্ত
পৃথিবীর শেষ
প্রান্তে।
* *
- শান্তনু সান্যাল
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art - by Barbara Groenteman Watercolor
কোন দিগন্তে হারিয়ে গেল, উন্মত্ত - -
যিশুর দলের যাত্রী, দূর
অরণ্যে সারি সারি
আগুনের
রেখা,
মহুয়া ফুল ঝরে গেছে অসময়ে, কারা
যেন বলেছিল মানুষ মানুষের
জন্য, জানি না কোন
দুনিয়ার ছিল
তাহারা,
ফুটিয়ে ছিল যে সব অজানা স্বপ্নের -
মায়াবী গল্প, জীবন পুষ্পের
বীথিকায় ঘনিয়ে ছিল
সঘন মেঘের
আকাশ !
ভাবতে ভালই লাগে, কিন্তু ছিল বর্ষা
বহুদূর, বুকের পাঁজর ধু ধু
মরুভূমি, অসমাপ্ত
দহন চিরস্থায়ী,
হাজার
ফণার রাত্রি, দংশিত, ঘর্ষিত, শোষিত
সুপ্ত জীবন, এখানে বিহানের
আগমন নিষিদ্ধ, সারা
রাত দেয়া নেয়া,
ক্রয় বিক্রয়,
বাহ্য অন্তরে মহা অন্ধকার, শুধু নিরুদ্ধ
হাহাকার, মূক অট্টহাস করে শেষ
প্রহরের যাত্রী, কত যে ঝিনুক,
সামুক, শঙ্খ, উলঙ্গ শরীর,
মুখোশ, ভঙ্গ মেরুদণ্ড
কে বা কার
খবর রাখে, সাগর সরে যায় আস্তে আস্তে
অনেক দূরে, চেনা অচেনা কাহিনীর
পাতায় পাতায়, হারিয়ে যায়
সমস্ত মুখ পরিত্যক্ত
পৃথিবীর শেষ
প্রান্তে।
* *
- শান্তনু সান্যাল
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art - by Barbara Groenteman Watercolor
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
দোরগড়ার বাহিরে - -
কতই অবাস্তব হোক না তবুও
ভালোবাসি, তার ওই
গভীর স্বপ্নিল
চোখের
সম্মোহন, সব কিছুই যেখানে
কৃত্রিম, সেখানে আসল
আর নকলের
সংজ্ঞা
অর্থহীন, তাই দেহে চিমটি - -
কেটে জানতে চেও না
ঘোরের গভীরতা,
জরুরি নয়
গেরুয়া
বসন, গলায় রুদ্রাক্ষের মালা -
খুবই কঠিন পুনরায় ফিরে
আসা, দোরগড়ার
বাহিরে পা
রাখলেই
নিমিষে, সমস্ত জগৎ অচেনা -
পৃথিবী আকাশ, সমুদ্র
দাবাগ্নি, বীথিকা
কি মরুভূমি,
আপন পর
সে মুহুর্তে বাধা দিতে পারে না।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Judi Bell WATERCOLOR
ভালোবাসি, তার ওই
গভীর স্বপ্নিল
চোখের
সম্মোহন, সব কিছুই যেখানে
কৃত্রিম, সেখানে আসল
আর নকলের
সংজ্ঞা
অর্থহীন, তাই দেহে চিমটি - -
কেটে জানতে চেও না
ঘোরের গভীরতা,
জরুরি নয়
গেরুয়া
বসন, গলায় রুদ্রাক্ষের মালা -
খুবই কঠিন পুনরায় ফিরে
আসা, দোরগড়ার
বাহিরে পা
রাখলেই
নিমিষে, সমস্ত জগৎ অচেনা -
পৃথিবী আকাশ, সমুদ্র
দাবাগ্নি, বীথিকা
কি মরুভূমি,
আপন পর
সে মুহুর্তে বাধা দিতে পারে না।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Judi Bell WATERCOLOR
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
বিস্মিত চোখের অনুবাদ - -
জগতের বিধান, অনবরত বহমান,
যেন কুয়াশাচ্ছন্ন উপত্যকার
এক বিন্দু হতে অন্য
প্রান্তে সমস্ত কিছু
অবিরাম
লয়ে ধাবমান, জমির নিচে কি বা
আছে, অনিশ্চিত ভবিষ্যৎ
অথবা অপ্রত্যাশিত
ভূগর্ভস্থ ফুলের
বাগান !
বলা মুশকিল, শুধুই আন্দাজে বহু
দুরের যাত্রা, না সূর্যের হদিস,
নাহি ভাসন্ত তারকের
মিছিল, চার
দিক এক
অন্তহীন নিরবতা, মৌন ভাষায় - -
ভাবনার আদান প্রদান ! দেখি
তুমি চেয়ে আছো আমায়
বিস্ফারিত চোখে,
বুঝতে চাই
এমন সময় বিস্মিত চোখের অনুবাদ,
কিন্তু বর্ণমালা সহসা হয়ে ওঠে
আবছা, ভাসা ভাসা !
সব কিছুই নিমিষে
মনে হয়
খুবই অচেনা, সরে চলেছে ক্রমশঃ - -
নদীর ঘাট, সান্ধ্য আরতির
অস্পষ্ট সুর, অনায়াস
ডুবন্ত নোঙ্গর
স্তম্ভ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
red rose
যেন কুয়াশাচ্ছন্ন উপত্যকার
এক বিন্দু হতে অন্য
প্রান্তে সমস্ত কিছু
অবিরাম
লয়ে ধাবমান, জমির নিচে কি বা
আছে, অনিশ্চিত ভবিষ্যৎ
অথবা অপ্রত্যাশিত
ভূগর্ভস্থ ফুলের
বাগান !
বলা মুশকিল, শুধুই আন্দাজে বহু
দুরের যাত্রা, না সূর্যের হদিস,
নাহি ভাসন্ত তারকের
মিছিল, চার
দিক এক
অন্তহীন নিরবতা, মৌন ভাষায় - -
ভাবনার আদান প্রদান ! দেখি
তুমি চেয়ে আছো আমায়
বিস্ফারিত চোখে,
বুঝতে চাই
এমন সময় বিস্মিত চোখের অনুবাদ,
কিন্তু বর্ণমালা সহসা হয়ে ওঠে
আবছা, ভাসা ভাসা !
সব কিছুই নিমিষে
মনে হয়
খুবই অচেনা, সরে চলেছে ক্রমশঃ - -
নদীর ঘাট, সান্ধ্য আরতির
অস্পষ্ট সুর, অনায়াস
ডুবন্ত নোঙ্গর
স্তম্ভ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
red rose
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
নিসর্গের বিধান - -
ওই মিলন স্থলে সমস্ত মালিন্য যায় হারিয়ে
মধুর আর নোনা অহং মিলে মিশে
হয়ে ওঠে যেখানে, প্রগাঢ়
নীলাভ জলরাশি,
মানুষ যখন
খুঁজে
পায় স্ব -পরিচিতি, সেই অমূল্য মুহুর্তে - -
মানবিকতার ঘটে পুনর্জাগরণ !
ক্ষুদ্র নদীর পরিভাষা
যায় বদলিয়ে,
সে তখন
অর্ণবের বুকে অর্ধাঙ্গিনীর রূপে নিমজ্জিত !
নিসর্গের বিধান চিরস্থায়ী, এমনকি
দিগ্বিজয়ী সম্রাটও আনত
ঘাড়ে করে স্বীকার,
তার অন্তিম
বিচার,
অদৃশ্য হাতের খপ্পর হতে তখন মুক্তি - -
সহজ নয়, প্রতি মুহুর্তের হিসেব -
নিকেশ সুস্পষ্ট ভাবে
থাকে নিবন্ধিত,
ওই দরবারে
কোনো
সুপারিশ কাজে লাগে না, সংশোধন খুবই
কঠিন সে মুহুর্তে - -
* *
- শান্তনু সান্যাল
মধুর আর নোনা অহং মিলে মিশে
হয়ে ওঠে যেখানে, প্রগাঢ়
নীলাভ জলরাশি,
মানুষ যখন
খুঁজে
পায় স্ব -পরিচিতি, সেই অমূল্য মুহুর্তে - -
মানবিকতার ঘটে পুনর্জাগরণ !
ক্ষুদ্র নদীর পরিভাষা
যায় বদলিয়ে,
সে তখন
অর্ণবের বুকে অর্ধাঙ্গিনীর রূপে নিমজ্জিত !
নিসর্গের বিধান চিরস্থায়ী, এমনকি
দিগ্বিজয়ী সম্রাটও আনত
ঘাড়ে করে স্বীকার,
তার অন্তিম
বিচার,
অদৃশ্য হাতের খপ্পর হতে তখন মুক্তি - -
সহজ নয়, প্রতি মুহুর্তের হিসেব -
নিকেশ সুস্পষ্ট ভাবে
থাকে নিবন্ধিত,
ওই দরবারে
কোনো
সুপারিশ কাজে লাগে না, সংশোধন খুবই
কঠিন সে মুহুর্তে - -
* *
- শান্তনু সান্যাল
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
অন্ধ পথের যাত্রী - -
এ কেমন ধর্মীয় উন্মাদ, সারা পৃথিবীর
বুকে অসমাপ্ত রক্তপাত, ক 'এক
স্তবকের আবৃত্তি আর
হাতে স্বর্গে
যাওয়ার প্রবেশ কার্ড, এ কেমন বিজয়
যাত্রা সিঁজর পাহাড়ে নিরীহ
মানুষের ধর্মের নামে
গণহত্যা, শিশু
ও নারীর
খোলা বাজারে দরকষাকষি, এ কেমন
স্বর্গের যাত্রী ডিঙিয়ে যেতে চায়
সারি সারি মানুষের
লাশ, জানি না
সে কোন
দেবতা যে চায় নির্দোষ মানুষের বলি !
এ কেমন বর্বর সমাজ সব কিছু
দেখে যায় স্পষ্ট ভাবে আর
নিজেকে বলে ধৃতরাষ্ট্র,
পিছনে সমস্ত
অনুযায়ী
হেঁটে যায় অন্ধ পথে, চোখে বেঁধে রেশমী
কাপড়ের টুকরা, যেন সৎ পথের
লক্ষাধিক গান্ধারী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by tougaspi
বুকে অসমাপ্ত রক্তপাত, ক 'এক
স্তবকের আবৃত্তি আর
হাতে স্বর্গে
যাওয়ার প্রবেশ কার্ড, এ কেমন বিজয়
যাত্রা সিঁজর পাহাড়ে নিরীহ
মানুষের ধর্মের নামে
গণহত্যা, শিশু
ও নারীর
খোলা বাজারে দরকষাকষি, এ কেমন
স্বর্গের যাত্রী ডিঙিয়ে যেতে চায়
সারি সারি মানুষের
লাশ, জানি না
সে কোন
দেবতা যে চায় নির্দোষ মানুষের বলি !
এ কেমন বর্বর সমাজ সব কিছু
দেখে যায় স্পষ্ট ভাবে আর
নিজেকে বলে ধৃতরাষ্ট্র,
পিছনে সমস্ত
অনুযায়ী
হেঁটে যায় অন্ধ পথে, চোখে বেঁধে রেশমী
কাপড়ের টুকরা, যেন সৎ পথের
লক্ষাধিক গান্ধারী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by tougaspi
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪
নগ্ন সত্যের ধরাতলে - -
যখনই গেছে নিঃশেষ হয়ে সুগন্ধের ওই
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by NORA KASTEN
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by NORA KASTEN
কাচিক ডানার প্রতিফলন - -
চিরদিনের প্রীতি, আমি জানি কোনো -
ভাবেই ব্যবহারিক হতে পারে
না, হাড় মাংসের এই
খাঁচার আছে
নিজস্ব
বাধ্যবাধকতা, তাই বারংবার পেঁচিয়ে
গুছিয়ে তার প্রেমের দাবি, অনেক
সময়ে কেমন যেন অপ্রাকৃত
মনে হয়, তবুও ওই
অনুনয়ের
ফাঁদে না চাওয়ার সত্তেও, হৃদয় যায় - -
আটকিয়ে, হটাৎ তখন জীবন
যেন শিশিরে ভেজা
পদ্ম পাপড়ি,
আর - -
হলদে সকাল অকস্মাৎ যেন মায়াভরা
দিবা স্বপ্ন ! হৃদয় চায় খুলে দিতে
সমস্ত বন্ধ বাতায়ন, দেখতে
চায় উড়ন্ত প্রজাপতির
কাচিক ডানার
প্রতিফলন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Pastel by Lyn Diefenbach
ভাবেই ব্যবহারিক হতে পারে
না, হাড় মাংসের এই
খাঁচার আছে
নিজস্ব
বাধ্যবাধকতা, তাই বারংবার পেঁচিয়ে
গুছিয়ে তার প্রেমের দাবি, অনেক
সময়ে কেমন যেন অপ্রাকৃত
মনে হয়, তবুও ওই
অনুনয়ের
ফাঁদে না চাওয়ার সত্তেও, হৃদয় যায় - -
আটকিয়ে, হটাৎ তখন জীবন
যেন শিশিরে ভেজা
পদ্ম পাপড়ি,
আর - -
হলদে সকাল অকস্মাৎ যেন মায়াভরা
দিবা স্বপ্ন ! হৃদয় চায় খুলে দিতে
সমস্ত বন্ধ বাতায়ন, দেখতে
চায় উড়ন্ত প্রজাপতির
কাচিক ডানার
প্রতিফলন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Pastel by Lyn Diefenbach
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)