শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

প্রচ্ছায়ার দেশ


সেই নিথর রাতের অলস সন্ধিক্ষণে, নিঃশ্বাসের 
বিনিময়ে, জীবন খুঁজে পেয়েছিল অমূল্য, 
রঙ্গীন শুক্তির খোল, গাঢ় আঁধারে 
তার প্রণয় বিন্দু, হতে চেয়ে 
ছিল শাশ্বত মুক্তোর
শ্বেতাভ রশ্মি,
তাই 
ভাবনার ঢেউ নিয়ে হৃদয় এগিয়ে ছিল বহুদূর !
মৃন্ময় দেহের বাহিরে ছিল বোধ হয় সেই 
অভিলাষ, কোথায় যেন আবেগের 
আকুল তরঙ, ছুঁতে পারি নি 
ক্ষয়িত কিনারা, ফিরে 
এসেছিল উদাস, 
মাঝ 
প্রবাহে বারংবার, মাটির প্রদীপ সেই রাতে - 
নিভে গিয়েছিল বিহানের অনেক আগে,
ভীরু স্পন্দন চেয়ে ছিল বলতে 
ব্যথিত মনের মর্ম, কিছু 
অপ্রকাশিত জীবনের 
আবছা পৃষ্ঠ !
তার 
পরাস্ত মনোভাব দেখে জোছনা ফিরে গিয়েছিল  
অজানা কোন প্রচ্ছায়ার দেশে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Anne Marie Spears

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

প্রায়শ্চিতের পথ

সম্মুখীন আছে গুপ্ত, পরিত্রাণের সিংহ দ্বার !
অকিঞ্চন মন খুঁজে বেড়ায় চার দিকে 
ক্ষিপ্ত হৃদয়ে অপর পার, এখানেই 
বসতি করে স্বর্গ নরকের 
নাগরিক, সব কিছু 
পূর্ব সিদ্ধান্তের 
অধীনস্থ,
গ্রহ নক্ষত্র, গণনার ছক পার করা কি এতই 
সহজ, ওই রাঙা হাতের ছাপ আছে 
অঙ্কিত, কালের গায়ে চির -
স্থায়ী, দেহের চমক 
সাময়িক মাত্র,
কখন যে
যাবে ধুয়ে কে জানে, আরশির মৌন ভাষা -
বিষ ডুবো তীর, ব্যথিত করে যাবে 
অন্তর্মনের পলকা ধরাতল, 
তখন জীবন খুঁজবে 
অদৃশ্য শাপের
উদ্গম,
প্রায়শ্চিতের পথ, দীনহীন মানুষের নেত্র বিন্দু,
রাঙা হাতের মূল স্থান - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
sunset-wave art by O'Leary

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

শেষ আলো

শেষ মরীচির স্পর্শ, যখন ভাঙা প্রাচীরের  
গায়ে লিখে গেছে সাঁঝের ইতিকথা,
আঁধারের প্রতি মায়া গেছে 
বেড়ে, তার প্রণয়ী
চোখের জলে 
দেখেছি 
কিছু ডুবন্ত নৌকার প্রতিচ্ছায়া, অনেক -
কাছে এসে ও ছুঁতে পারি নি, সে 
তখন অধুনালুপ্ত নদীর এক 
হারানো কিনারা, সে 
ফিরিয়ে দিয়েছে 
রিক্ত হাতে 
বৃষ্টির 
আমন্ত্রণ, গুটিয়ে নিয়েছে নিজে কে নিজের 
ভিতরে যেন ভূগর্ভস্থ মৃত জল ধারা, 
হয় তো খুঁজে পেয়ে থাকবে 
পাষাণী ঢালের রাস্তা,
বুকে নিয়ে উষ্ণ 
তটভূমি,
আমি শুধুই এখনো তপ্ত বালুকা বেলা, উদাস 
চেয়ে রই উড়ন্ত শ্বেত মেঘের ভেসে 
যাওয়া - - - 

- শান্তনু সান্যাল
painting by Harry Brioche

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২

অবুঝ প্রহেলিকা

ফিরে যেতে হয় এক দিন মৌন, ইচ্ছা অনিচ্ছার 
প্রশ্ন রয় যায় বুকের ভিতরে, অদৃশ্য মায়ার 
ডোর ! খুবই কাঁচা হালকা টানে, যায় 
সহজে ছিঁড়ে, তাকে নিয়ে কত
কিছু ভাঙ্গা গড়া, শীশ -
মহলের ছড়ানো 
রূপকথা,
চালাঘর হতে বিস্তৃত শ্বেত পাথরের প্রাসাদ, যখন -
ডাক পড়ে, সব কিছু,যা যেখানে, যেমন আছে, 
নিমেষে ফেলে চলে যেতে হয়, একাকী -
সুদুর আবছা পথে, সেই অন্তহীন 
যাত্রার ছায়াময় সহযাত্রী 
বলতে কিছুই নাই, 
শুধু স্মৃতির 
পৃষ্ঠে অঙ্কিত কিছু অপ্রকাশিত নিঃস্বার্থ ভাবনা, 
কিছু ধুলিমলিন পবিত্র ভালবাসা, জীবনের 
কিছু পরোপকারী মুহূর্ত, জোনাকির 
রূপে ভেসে রয় মহাশুন্যে !
ক্রমশঃ পৃথিবী তখন 
ইতিহাসের 
অবুঝ 
প্রহেলিকা, বহুদূর যায় হারিয়ে - - - - - - - - - - 

- শান্তনু সান্যাল 
paintings by Osnat 

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

উপকুলের ঠিকানা - -

নিভৃত শেষ প্রহরে, জেগে উঠে মনের প্রতিচ্ছায়া !
আসুরিক আয়নার মাঝে তখন জীবন করে
ছটপট, আসক্তির কস্তুরী ঝরে বিন্দু 
বিন্দু, অতিরিক্ত পিপাসা ঘনিয়ে 
আনে তার প্রণয়ের ঝঞ্ঝা, 
প্লাবিত দেহ ও প্রাণে 
অগোচর শক্তির 
সঞ্চার,  
অর্ধেক নিমগ্ন তরণী যেন খুঁজে উপকুলের ঠিকানা, 
সাধু অসাধুর ভেদাভেদ নিমেষে যায় হারায়ে,
ওই প্রকৃত সত্যের মাঝে লুকিয়ে রয় 
সৃষ্টির সৃজন, মাটির নিচে বীজ -
কণার উত্সর্জন, প্রথম 
কিরণের অপেক্ষা !
নব পল্লবের 
বাসনা,
জড়িয়ে বিশাল বৃক্ষ, আকাশমুখী উঠে যাওয়া, -
জলা ভূমি পেরিয়ে সুদুর বনানীর পথে 
পাড়ি দেওয়া, উন্মুক্ত পৃথিবীর  
আবরণ বিহীন শরীরে, 
যেন অন্তরীক্ষের 
শুন্যে !
নিরন্তর ভেসে যাওয়া, অবাক নীহারিকার আলো,
ঝিমন্ত আকাশগঙ্গা, পিঙ্গলবরণী চাঁদের 
ক্রমশঃ বিলুপ্তিকরণ, অধর তীরে 
সঘন মেঘের নেমে আসা, 
বৃষ্টির অনিবার
রূপে বর্ষণ, 
স্বপ্নময় 
কিন্তু বাস্তবিক উপত্যকায়, বহু ক্ষুদ্র  জল স্রোতের 
অকস্মাত অধিজনন, কলকল ধ্বনির সাথে 
নিম্নাঞ্চলে একরাশ বহে যাওয়া - - - 

- শান্তনু সান্যাল
Painting by Ivan Konstantinovich.jpg








বুধবার, ২২ আগস্ট, ২০১২

অক্ষধুরা


যেথা চন্দ্র সূর্য্য, না আকাশগঙ্গা, নিঃসীম আঁধার !
অনুধাবিত অসংকৃৎ আহ্বান, না ছায়া না 
কোনো মায়া, অন্তবিহীন ওই পথের 
উন্মন্থন করে আপন মনের 
খেলা, না বন্ধু, নাহি 
আত্মীয় স্বজন,
একাকী 
অদৃশ্য দেহভৃৎ, অনবরত বিস্মৃত আলোর সন্ধান !
না দেবালয়, নাহি ঋত্বিকের মন্ত্রোচ্চার, ওই 
পন্থে সমস্ত মোহের অবসান, যেন কর -
তলের জোনাকি পেয়েছে মহা -
অভয়দান, মুক্ত সর্ব 
বন্ধন, নাহি
যেথা 
প্রণয় ও ক্রন্দন, আবরণ বিহীন পাখি তবু উড়ে 
যায় অচিন দিগন্তে, ফিরে আসে সমস্ত জ্ঞাত 
অজ্ঞাত অনুরণন, চারদিকে অসমাপ্ত 
নীরবতা, জন্ম মৃত্যুর মহাচক্রে 
দোলায়মান বর্তমান,অতীত,
ভবিষ্যত, নিয়তির
হাতের দড়ি 
খুবই জটিল, সন্ধি বিগ্রহের অজানা দৈবক্রমের 
ভাষা বোঝে না, যেন সর্বদা সে ঘুর্ণিত 
নিজের অক্ষধুরায় একটানা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

mystic moon - courtesy Jackie rose 

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

মাস্তুল স্পর্শে - - -


আকুলতার মর্মে ছিল জানি না কি যে চুম্বকীয় 
আকর্ষণ, খালি পায়ে যেন হেঁটে গেছে 
নির্বস্ত্র জীবন গায়ে আঁধার ঢেকে, 
একাকী বহু দূর রক্ত ঝরিত
পদক্ষেপে, অনেক বার 
বুঝিয়ে ছিল 
দর্পণ,
ওই সঙ্কীর্ণ, প্রতিফলনের আলোয় আছে শুধুই 
মায়াবী জগত, এমন একটা সুড়ঙ্গ যার 
প্রবেশদ্বারে অঙ্কিত, আগমের তীর -
সংকেত আছে বিদ্যমান, কিন্তু 
প্রস্থানের গুপ্ত পথ উধাত্ত !
দুই মেরু বিন্দুর 
মাঝখানে 
অনন্তকালের কুয়াশাচ্ছন্ন, আবছা প্রাচীন -
সেতু বুকে নিয়ে স্বপ্নের দুনিয়া, যেন 
আছে সৃষ্টির উদ্গমের মুখে 
যথারীতি, ঝুলন্ত 
ভাবে !
তার প্রনয় প্রবাহে ভেসে গেছে হৃদয়, কোনো 
কিছু চিন্তা না করে, বহু ত্রিশুলমুখী 
স্ফটিক শিলার উপরে 
সংজ্ঞাহীন দেহে, 
সুদুর পৃথিবী
আকাশ
শুন্যের অপর পারে, যেন ভূগর্ভস্থ জল ধারা 
বহে যায় এক রাশ অজানা উজানের 
পথে, যখন নির্গলিত দেহ ও প্রাণ  
পৌঁছল মহাসাগরের তীরে !
দেখি নোঙ্গর বিহীন 
নৌকা দুলে বলে 
ওই যে -
কিসের দ্বিধা, ছুঁয়ে যাও একবার অন্তর্মনের 
মাস্তুল, হয় ত ত্রাণ পাবে আমার 
সিক্ত বুকে - - - 

- শান্তনু সান্যাল 
alone boat - no idea about painter 
http://sanyalsplanet.blogspot.in/





সোমবার, ২০ আগস্ট, ২০১২

ধর্ম বিহীন বিচার - -


যাদের কাছে জীবনের মূল্য ধর্ম ভিত্তিক, ওই 
সব মুখোশ পরা মানুষের মাঝে করুণা,
ভাতৃত্ব বলে কিছু নাই, নিজের 
অস্তিত্বের জন্য তারা যা 
কিছু ও করে যেতে 
পারে, ওই 
মহোত্সবের আড়ালে ক্রন্দনময় মানুষের -
ভিড়ের কথা কি মনে পড়ে, উধ্বস্ত
গ্রামের গোঙানির শব্দে তারা 
গড়তে চায়, নিজ নির্মিত
সংবিধান, অদৃশ্য 
সত্তার নামে 
নিজের সাম্রাজ্য, সেই ধর্ষিত সমাজ এক দিন 
করে প্রতিহিংসা, বেয়ে আনে প্রলয়ের 
তাণ্ডব, তখন কোনো দিব্যবাণীর 
কল্পনা কাজে লাগে না, ফিরে 
যায় মানুষের দল বন্য 
পথে, সংস্কৃতি -
সভ্যতা 
তখন শুধুই অশ্রুময় সেজে রয় উপান্তের পথে !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by Betty Moses

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

থামানো যদি যেত

ভাবনার নাগরদোলায় দুলে যায় জীবনের আলো 
ছায়া, ঝুলন্ত আত্মীয়তার মাঝে খুঁজে মন 
কার অনুরাগের মায়া, কখনো 
পৃথিবীর অনেক কাছে 
কভু আকাশ 
ছুঁয়ে 
যায় অন্তর্তমের কুয়াশা, ওই শুন্য থেকে শহর 
লাগে স্বপ্নের বাসভূমি, ঝিলমিল তারক 
যেন প্রতিবিম্বিত, ছড়িয়ে রয়েছে
এলোমেলো চারদিকে, না 
তোমার হদিস না 
আমার ঠিক 
ঠিকানা, 
কিসের টানে উড়ে যেতে চায় হৃদয় বহুদূর -
মেঘলা দেশের পারে, ফিরে যাওয়া 
শ্রাবণের পথে, থামানো যদি 
যেত কিছু দিন আরো,
তার খামখেয়ালী 
ঝরে যাওয়া 
আবদার,
মনের মরু প্রান্তরে হয় ত ফুটে উঠত কিছু 
অর্ধ মুকুলিত বন্য কুসুম - - 

- শান্তনু সান্যাল 
 Paintings by Rob Evans
 anyalsplanet.blogspot.in

সোমবার, ১৩ আগস্ট, ২০১২

অপূর্ণ স্বাধীনতা

পূর্ণাঙ্গ স্বাধীনতার পরিভাষা খুঁজতে গিয়ে
হারিয়ে গেছে জীবনের মূল্য, কোথায়
আছে অগ্নি পথের পথিকের রক্ত
ঝরিত স্বপ্ন, সর্ব কল্যাণের
ওই পবিত্র ভাবনার
মাঝে ছিল
ভবিষ্যতের ভারতবর্ষ, এমন এক ভূভাগ
যার প্রতিকণে সমাহিত প্রেম ও
ত্যাগের অনুভূতি, দেশের
জন্য মহাউত্সর্গের
সংবেদনা,
হৃদয় চায় আবার এই পুণ্য ভূমির -
পুনুরুত্থান, সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে শন্তু নিরাময়াঃর
সত্য প্রতিপাদন,
সম্পূর্ণ
স্বাধীনতার জন্য আমূল ক্রান্তির শঙ্খ নাদ -

শান্তনু সান্যাল
 by kimblair artist.
   http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২


বন্ধনমুক্ত 

আনত বৃন্তের নীহার বিন্দু সম তার ভালবাসা,
জড়িয়ে রইলো সারা রাত হৃদয় অঞ্চলে,
নিশিপুষ্পের আকুল ভাবনা, খুলতে
পারি নি, সুগন্ধের লাজুক 
আবর্ত, অবশেষে 
শিথিল 
জোছনা হারিয়ে গেছে অরণ্য পথে, বলতে চেয়ে
ছিল মন অনেক কিছু, কথা গুলো যেন 
বর্ষা ঋতুর শেষ পর্যায়ের, কৃশতনু 
মেঘ, উড়ে গেছে উন্মুক্ত 
নভের শুন্য প্রান্তে, 
তার নয়নের 
কবিতা 
ছিল ছন্দবিহীন,অলৌকিক ভাসমান, রহস্যময় !
যাকে শুধু অনুভব করা যায়, লিপি মুক্ত,
জন্মগত স্বচ্ছন্দ, বাঁধনহীন - - - 

- শান্তনু সান্যাল   
painting by Alfred Ng 
http://sanyalsplanet.blogspot.in/

জং ধরা বাঁধন 

সম্ভবতঃ তার মোহভঙ্গের পূর্বে ছিল আমার 
মূল্য অনেক বেশি, হাড় মাংসের বাহির,
এক শাণ পাথর, যার স্পর্শে জেগে 
উঠে হারানো চমক, তাই খুব
সুন্দর ভাবে সে করেছে 
ব্যবহার, পরে 
ডিঙিয়ে গেছে নিঃশব্দ, দুয়ার হতে পেরিয়ে 
জোছনা ভরা মাঠে, পুকুর পারে, ওই - -
নিরিবিলি কুঞ্জগলির ধারে, হয় 
ত স্বপ্নের কল্প তরু ছিল 
হাত বাড়ায়ে, জানি 
বিস্ময় বলে 
কিছু নয়, সম্পূর্ণ জীবনের অনুবন্ধ শুধুই -
শব্দগত, মৌখিক প্রতিশ্রুতি, মৌন
স্বীকারোক্তি, অগ্নি নিভার 
পরে আঁধার ছাড়া 
কেউ ছিল না 
সাক্ষী, 
তাই আর কৈফিয়ত চাইতে পারি নি, সহজ 
ভাবে মেনে নিয়েছি নিয়তির বিচার,
একাকী আগমন, নিঃসঙ্গ ফিরে 
যাওয়া, এই অন্তরালে 
কোথায় যেন 
একান্তে 
পড়ে রইলো জং ধরা তোমার ভালবাসা, অন্য 
কোনো দিন, হয় ত ভাববে জীবন - - 

- শান্তনু সান্যাল 

painting by sharon marston
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২


প্রাণপ্রতিষ্ঠা 

ওই জলোচ্ছ্বাসে ছিল ঝঞ্ঝার সংকেত অথবা 
নীরব সমর্পণের আবেগ, সাগরের 
উন্মুক্ত বক্ষে ছিল জোছনার 
ক্ষিপ্ত আবাহন, বাধা 
দিতে পারি নি 
নীলাকাশ,
তাই 
পার্থিব দেহ পড়ে রইলো দেউল চত্বরে, উড়ে 
গেছে অনশ্বর প্রণয় চিরন্তন পথে,
সুদুর জ্যোতি পুঞ্জে মিলে 
মিশে সে যেন 
একাকার,
এক 
অদ্ভুত গন্ধে অন্তর্মনের আঙ্গিনা তখন গন্ধময়,
খুলে গেছে নিজে নিজেই বন্ধ কপাট,
চার দিকে চিরন্তন শান্তির 
আভাস, শুন্য অন্তর -
গৃহে তখন 
শাশ্বত উপাসনার উদ্বোধন, নিরাকার সত্তার -
প্রাণপ্রতিষ্ঠা, নিখিল ভুবনে, নির্মল -
নিঃস্বার্থ ভাবনার উদয়,
সঘন তমস পথে 
আলোর 
আগমন, অভিশপ্ত ভাবনার পুনরূত্থান - - - - - 

- শান্তনু সান্যাল 
Thai Lotus Painting using Rising Gold Paint
http://sanyalsplanet.blogspot.in/

সোমবার, ৬ আগস্ট, ২০১২

  যুগ পেরিয়ে

 বিস্তীর্ণ বুড়ো অশ্বত্থ গাছের নীচে, দেখেছি তাকে,
একাকী ঝুলন্ত শিকড় ধরে, চেয়ে আছে অবাক, 
গঙ্গার বুকে ভেসে যাওয়া, নৌকার দূর 
বহুদূর সাগর কুলে বিলীনতা, 
ক্রমে ক্রমে খালের জল,
তখন ফিরে গেছে 
নদী গর্ভে,
সান্ধ্য আরতির সুরে, জ্বলে উঠতে চায় পরিত্যক্ত -
মাটির প্রদীপ, সন্ধি বেলায়, শঙ্খ ধ্বনির 
আড়ালে আঁধার যেন দ্রবীভূত, 
প্লাবিত করে নিতে চায় 
যুগের অন্তর্দহন 
নিমেষে,
তিমিরাচ্ছন্ন প্রাচীন দেউলের প্রাঙ্গনে, নীরবতা
ঘনিয়ে আনতে চায় তার নিগূঢ় প্রণয়ের 
কুহেলিকা, ভগ্ন প্রাচীর প্রান্তে দীর্ঘ 
নিঃশ্বাসে লিখে যায় অরণ্য 
কুসুম, কিছু পুরাতন 
ইতিহাস, 
কিছু গোঙানির অর্থ, কিছু চাপা চিত্কার, বহু 
সামন্তিক অত্যাচার, চাবুকের গর্জন,
পুরোহিতের ঘৃণা, অশ্বারোহী 
দলের মাঠ, ঘাট, খামার   
পেরিয়ে হৃদয়ের 
ফসলে 
কেটে নিয়ে যাওয়া, উধ্বস্ত জীবন চেয়ে রয় 
শুধুই তার শুন্য চোখের 
সজলতা - - - 

- শান্তনু সান্যাল  

রবিবার, ৫ আগস্ট, ২০১২


মহাপ্লাবনের রাত্রি 

নির্জিত মেহেদী পাতার ছিল না কোনই দোষ,
হাতের রেখা ধরে রাখতে পারিনি বোধ 
হয় রঙের স্থায়িত্ব, প্রথম বৃষ্টি তে 
ধুয়ে মুছে গেছে প্রেমাকৃতি, 
মৌন নকশার ভাষা 
বুঝে উঠি নি 
হৃদয়,
অনেক দূর যখন ভেসে গেছে বৃষ্টি বহুল মেঘ,
বসুধার ফাটল ভরা বুকে তখন, ত্রাহি 
ত্রাহি ! অঙ্কুরিত আবেগ গেছে 
শুকিয়ে ক্রমশঃ, অনেক 
সময় অনেক কিছু 
ঘটে যায়,
জীবন কিন্তু থামে কোথায়, হিসেব নিকাশের 
খাতায় মহাশূন্যের ছাড়া কিছুই ছিল না,
যদিও দিবা নিশি, প্রতিপলের 
গণনা করে গেছে মনের 
চিত্রগুপ্ত, সেই 
মহাপ্লাবনের রাত্রি, সবাই যখন সরেখ দাঁড়ায়ে,
খুলে ছিল অদৃশ্য হাতে নিয়তির পুঁথি,
সমস্ত পৃষ্ট তখন রিক্ত, অনুজ্বল 
করতলে খুঁজে পাই নি 
ভূত, বর্তমান 
ভবিষ্যত !
প্রণয়ী মেহেদির দাগ তখন আবছা - -  বিলুপ্ত,
সব কিছু  - - - 

- শান্তনু সান্যাল  


Moonlit Night - Iván Aivazovski
http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ৪ আগস্ট, ২০১২


ভাঙা ডানার জগত - - 

ঠিক ছায়ার মত এত কাছে এসে দিয়ে গেছো 
নিঃশব্দ আঘাত, কড়া নাড়ার শব্দে ছিল
চাপা ক্রন্দন, দ্বার খোলার আগেই 
রেখে গেছ বুঝি অশ্রু ভিজা 
গোলাপ, শিশির ঝরার 
পূর্বে যেন ঝরে 
গেছে 
স্বপ্নের বীথিকা, রাত উদাস দাঁড়িয়ে রইলো,
দিগন্ত পারে নিয়ে হাতে আরশির ভাঙন,
জীবনের অপূর্ণ পরিচ্ছেদ, ওই অর্ধ 
নিবন্ত অনল পথে হেঁটে গেছে,
ভালবাসা নগ্ন পায়ে, 
একাকী বহুদূর,
বুকে 
বিঁধিয়ে, বিষ বাণের ভাঙা ডগা, কিছু মৌন
গোঙানি, কিছু আঁধারের সাথী, ক এক 
কণা জোনাকির আলো, নয়ন 
কোণের তৃষিত শ্রাবণ, 
কিছু রঙিন 
স্পর্শ,
আর প্রজাপতির গরূৎ চিরকুট - - - 

- শান্তনু সান্যাল 
painting by Martin Johnson Heade 
http://sanyalsplanet.blogspot.in/




  

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২


গভীর অঞ্চলে 

বহির্গামী আলোর আড়ালে রইলো আঁধার সঘন, 
ছদ্ম কিরণ ঘুরে বেড়ায় দেউল চূড়ার গায়ে,
জন্ম মৃত্যুর দুই স্তম্ভের মধ্যে বাঁধানো,
প্রীতির মোচড়ানো দড়ি, উপরে
নগ্ন পায়ে হেঁটে চলেছে 
নিয়তির মল্ল 
খেলুড়ে,
লাঠির দুই অন্তে ঝুলে আছে রোদ মেঘের খেলা,
ওই শুন্যের নিচে চেনা অচেনা মানুষের 
ভীড়, বিস্ময়ে চকিত চোখের 
তলে আতঙ্কের ছায়া, 
বুকের ভিতরে 
রহস্য 
রোমাঞ্চের মেলা, হাসি কান্নার পার্শ্বে দাঁড়িয়ে 
রয় জীবন একাকী, নীরব পৃথিবী 
মৌন আকাশ, স্থির সমুদ্র,
তা সত্তেও ভেসে 
যায় 
উদ্বর্তনের ধারা, অন্তর্তমের গভীর অঞ্চলে - - - 

- শান্তনু সান্যাল  

akone walker
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২


হারানো ঢাখনা

সাত সকালে সে দাঁড়িয়ে রয় বুঝি দোরগোড়ায়, 
গায়ে মেখে শীতকালের রোদ্দুর, সহসা 
পা এগিয়ে যায় খুলতে, সদর 
দরজা, একি সূর্য্য !
এখনো মেঘের 
কোলে,
ভুল ভাঙ্গার মুহুর্তে ফিরে দেখি সে লুকিয়ে আছে,
সিঁড়ি লাগোয়া দেয়ালে, জাফরির ফাঁক 
হতে তার এই ভাবে ছড়িয়ে পড়া,
জাগিয়ে তুলে সুপ্ত অভিলাষ,
কাগজ হাতে নিয়ে মন 
খুঁজে মেঝের 
উপরে 
স্বপ্নের চিরকুট, এত ক্ষণ চুপি চুপি সে করে গেছে 
অনুপ্রবেশ অলিন্দ পারে, ছুঁয়ে চলেছে নিঃশব্দ 
মানিপ্লান্টের কচি সবুজ পাতা, চেয়ে 
আছে যেন অবাক শুকনো 
নিশিগন্ধার গুচ্ছ,
বুঝি বলতে 
চায় কিছু মরমের কথা, ফিরিয়ে আনতে চায় হয় 
ত হারানো গন্ধ, জীবন তখন বন্ধ করে 
দিতে উত্সুক, খোলা আতরের 
ফুরন্ত মুখী কাচের সুন্দর 
শিশি, বিহ্বল মন 
খুঁজে ঢাকনা,
পালঙ্কের নিচে, চেয়ারের আশেপাশে, আয়নার খুব 
নিকটে, শ্বেত শ্যাম পুরাতন স্মৃতির 
যাদুঘরে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/


  
With Traditional Flowers Near The Greek House

বুধবার, ১ আগস্ট, ২০১২


পুনারাবৃতির ধ্বনি - -

নিয়তির সেই বিজড়িত রেখায় খুঁজে গেছি 
তার নিগূঢ় প্রতিবিম্ব, ডহর নিঃশ্বাস 
ফিরে আসে যেন বাংবার, ওই 
অতলে আছে মায়াবী এক 
নগর, গ্রাস করে যায় 
অস্তিত্ব হতে পূর্ণ 
প্রতিচ্ছায়া,
কিসের লাগি আসক্ত জীবন, সন্ধান করে 
বিস্মৃত ঠিকানা, কিসের মোহে খুঁজে 
অন্ধ ভালবাসা, সব কিছুই 
যখন সাময়িক কেন 
মন চায় স্থায়ী 
আবাস,
না তুমি আছো নিকটম, না আমি আছি 
আশেপাশে, কিসের আকুলতা, ভরে 
যায় অভিলাষী কুম্ভ; চলকে 
যায় আত্মীয়তা তবুও 
বারে বারে নেত্র 
কোণ হতে, 
না অশ্রু, না শিশির বিন্দু শুধুই পুরাকথার 
পুনারাবৃতি  - - - 

- শান্তনু সান্যাল 

artist - Ellen Joseph  
  http://sanyalsplanet.blogspot.in/