বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

ছায়ার খেলা - -

ছায়ার খেলা চলে সারা রাত, কখনো আমি 
অধোদেশে, কখনো সে আবৃত করে 
আবেশে, গ্রাস করে যায় সব 
কিছু, হৃৎপিণ্ড তখন 
তীব্র আবেগী,
হাড় -
মাংস পেশী বিগলনের পথে, ভাবনার ধুম্র -
ওঠে বুকের পাঁজর হতে, তার এই 
গ্রহণের খেলা ঘনিয়ে যায় 
রাতের অন্ধকার 
আরও বেশি,
বাধা 
দিতে গিয়ে দেখি তার আধিপত্যের পূর্ণতা 
যায় বেড়ে, আবেগের সমস্ত সীমানা 
করে যেতে চায় ছিন্নভিন্ন !
সে মুহুর্তে দেহ যেন 
পরক হাতের 
যন্ত্র -
তার এই বিক্ষিপ্ত প্রেম কি স্পৃহা বোঝার - - 
সময় খুঁজে পায় না জীবন, তখন 
সে এক রিংমাস্টার হাতে 
নিয়ে বিস্ফুরিত 
চাবুক 
দাঁড়িয়ে রয় নৈসর্গিক বৃত্তের মাঝে সটান !
আর আমি ভয়ার্ত সিংহ, করে যাই 
তার আদেশের পালন নীরব 
ভাবে,ওই অভিলাষী 
চোখের নির্দেশ 
অনুযায়ী,
ওই অনল খেলার অন্তিম দৃশ্যে ভেসে ওঠে - 
নতুন সকাল, গায়ে জড়িয়ে সহস্ত্র 
মকরন্দের কণা, প্রণয় 
শিশিরে ভেজা !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
flower shadow

বুধবার, ২৯ মে, ২০১৩

রহস্যময় চুক্তি - -

জেনেশুনে কন্টকপূর্ণ দেহে সর্বস্ব উপস্থাপন,
এখানে সকল যুক্তিবিজ্ঞান যায় শুন্যের 
পথে, এক এমন শীত দহন যে 
জ্বলে শিখা বিহীন 
আগুনে !
ওই চরম বিন্দুর সোপানে ফুটে রয় বিরল -
অরণ্য কুসুমের বীথিকা, ঝরে গন্ধ 
রঙের ধারা আকাশ হতে 
বসুধার কোলে, 
জীবনের 
ঊষর অঞ্চলে, তখন নতুন স্বপ্নের উন্মেষ, -
তার প্রণয় অভিপ্রায় সেই মুহুর্তে 
পরিপূর্ণতার পথে অগ্রসর, 
নতুন পরিভাষার 
সৃজন,
মৃত্তিকা ও অঙ্কুরের মাঝে এক অপূর্ব যুক্তি,
নব পল্লবের সম্ভাবনা !
* * 
- শান্তনু সান্যাল 
beauty and thorn

সোমবার, ২৭ মে, ২০১৩

খুব একা - -

কত বার সে চায় পূর্ণ বিলয়ন, কত বার 
যে দেহ হবে চন্দন, ওই চাহিদার 
নাই কোনো অন্ত, হৃদয় ও 
মনের দ্বন্দ্ব এক 
চিরন্তন
প্রহেলিকা, কুয়াশাচ্ছন্ন অরণ্য পথে ধেয়ে 
যায় অভিলাষের সুবর্ণ হরিণ, 
পৌঁছতে না পৌঁছতে 
পরিত্রাণের 
হ্রদ
যায় শুকিয়ে, অতৃপ্ত ভাবনা ভেসে রয় - 
শুন্য উপত্যকার বুকে, পাওয়া 
না পাওয়ার ওই চক্রবালে 
জীবন ঝুলে রয় 
অনিয়ত 
রূপে, 
দেহের স্তর দ্রুত সঞ্চারী ঝরে যায় - - - 
মধুমাসের প্রস্থানের সাথে ক্রমশঃ, 
রয় যায় পল্লব বিহীন 
জীবন তরু !
নগ্ন -
সত্যের রূপে, পরিত্যক্ত, আকর্ষণশূন্য - - 
খুব একা - - 
* * 
- শান্তনু সান্যাল 
Watercolor Painting-By-Vassia-Alaykova-1
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ২৬ মে, ২০১৩

মধ্য স্রোতে - -

নয়নের আলোয় শুধুই দেখি তার বহির্গামী 
সৌন্দর্য, আশেপাশের জগৎ সঘন 
তিমিরে নিলীন ! তার ওই 
সম্মোহনে আছে 
এক 
অদ্ভুত মন্ত্রমুগ্ধতার আহ্বান, জীবন যায় - - 
প্রতিপদে হারায়ে, তার প্রতিফলনে 
লুকিয়ে রয় অন্তরতমের 
অনাবিলতা !
হৃদয় 
যায় উদ্ভাসিত ক্ষণে ক্ষণে, ওই অবিনশ্বর - -
অনুরাগে ভেসে রয় অলৌকিক 
মধুরতা, ভুলে যাই 
ক্রমশঃ সব 
কিছু,
সরে যায় ধীরে ধীরে মায়ার তটভূমি, ওই 
মধ্য স্রোতে ডুবতে চায় হৃদয় 
বারে বারে - - 
* * 
- শান্তনু সান্যাল 

অদৃশ্য পিপাসা - -

কেন এমন হয়, প্রায়ই ভাবে মন, যত ক্ষণ 
সে কাছে এক শব্দহীনতা রয় মাঝে, 
কিছুই বলতে পারে না হৃদয়,
অথচ অনেক কিছু 
বলতে চায় 
জীবন, 
যখন সে যায় সন্ধ্যার পথে আঁধারের দেশে,
খুঁজে মন তাকে নিদারুণ ভাবে, ওই 
দুরুত্বের ভিতরে জেগে রয় 
অসংখ্য অভিলাষ,
পুনরায় 
স্বপ্নের মৃগতৃষ্ণা, পুনশ্চ অদৃশ্য পিপাসার - -
জন্ম, আবার এক দীর্ঘ অপেক্ষার 
রাত্রি, চাঁদ, আকাশ, মেঘ,
বর্ষা, রজনীগন্ধার 
সাথে মৌন 
সংলাপ,
দেহ তখন নিবন্ত আগ্নেয়গিরি, পড়ে রয় - - 
ভাবনার সাগর কুলে, হরিত দ্বীপের 
কামনা নিয়ে বুকে, করে 
যায় অভিয়াচন 
শ্রাবণের 
দ্বারে, একটানা বৃষ্টির জন্য জীবন তখন 
অস্থির, কিন্তু যাযাবর মেঘের দল 
থামে না, উড়ে যায় দিগন্ত -
রেখা ছুঁয়ে বহু দূর, 
এক শুন্যতা 
ঘিরে 
থাকে শেষ প্রহরে সারা শরীর জুড়ে, এক - - 
বিচিত্র কুয়াশার পরিবেশ তখন 
চার দিকে, অনাবৃত প্রতি -
বিম্বের মুখোমুখি 
তখন 
সকাল, হারানো সন্ধ্যা তখন শুধুই স্মৃতি !
* * 
- শান্তনু সান্যাল 
artist Philip Gray, - 2

শনিবার, ২৫ মে, ২০১৩

মুকুলিত শাখার প্রান্তে - -

এই ভাবে প্রান্তবর্তী সংযুক্তি, বিপজ্জনক না 
হয় ওঠে, তাই বলি বারে বারে এত 
ভালবাসা দিও না আমারে, 
ওই চোখের রহস্যে 
আছে কত 
না 
যেন ঘূর্ণাবর্তের বলয়, প্রতি বৃত্তে লুকিয়ে -
রয় সুপ্ত অগ্নিগিরি, তারা সাগর,
হিম নদ, পার্বত্য শৃঙ্খলা !
কোনো বাধাবিঘ্ন 
মানে না,
হঠাৎ বিস্ফোরণে করে যায় মহা প্রলয়ের 
শঙ্খ নাদ ! সমাজ ধর্ম, নিম্ন উচ্চ,
রাজন কি নিঃস্ব, এখানে 
সমস্ত দর্শন যেন 
অর্থহীন !
আবেগী ভাবনা নিয়ে জীবন, দাঁড়িয়ে রয় -
এক অন্ধ - - উপত্যকার প্রান্তে !
* * 
- শান্তনু সান্যাল 

শুক্রবার, ২৪ মে, ২০১৩

অন্তর্মের সৌন্দর্য্য - -

অন্তর্মের সৌন্দর্য্য চায় মনের উজ্জ্বলতা,
নির্মল প্রতিফলন, যেখানে নিজস্ব 
বলে কিছুই নাই, সব কিছু 
আলোকভেদ্য  
চির 
সুন্দরতা, বাহ্য আকর্ষণ এক ক্ষণস্থায়ী
অনুবন্ধ, মৌসুমের সাথে যায় 
রং বদলিয়ে, হৃদয়ের 
গভীরে অসীম 
ভাবনার 
পুষ্প 
ফুটে রয় দিবা নিশি নিয়ে বুকে অনন্ত 
ব্যাপী গন্ধের স্রোত, ওই আনন্দ 
ধারায় জীবন খুঁজে তার 
ভালবাসা যে 
অদৃশ্য 
হয়ে সদৈব জাগরিত অস্তিত্বের গহিন 
জগতে - - 
* * 
- শান্তনু সান্যাল 

Pink-iris by ULRIKE RICKY MARTIN.jpg
http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

অভ্যন্তরীণ অনুপ্রবেশ - -

প্রতিশ্রুতির অনুযায়ী নিজেকে গেছি বদলিয়ে, -
ছিলাম অতীতে পরিযায়ী পাখি, চির 
উড়ন্ত ভাবনার সাথে ঘুরেছি 
উন্মুক্ত গগনে, তার 
প্রণয়ী চোখের 
মুগ্ধতা 
করেছে অজান্তে বন্দী, এখন ভুলে চলেছি ক্রমশঃ 
শুন্যধাবন জাদু ! মাঝে মাঝে বিলুপ্ত ডানা 
গজিয়ে উঠতে চায় কিন্তু, তার 
আসক্তির বশীকরণে 
আছে অদৃশ্য 
এক টান,
ফিরে আসে জীবন বারংবার অলিন্দ সীমানা - - 
ছুঁয়ে, আস্তে আস্তে যেন আরণ্যক ভাব 
হ্রাসের দিকে, পিঞ্জরে নীড়ের 
ছায়া তীব্র ঘনিয়ে
উঠতে চায়, 
এখন 
অস্তিত্ব তার অধীনে, অন্তিম বিচার শুধুই তার 
বুকে, আমার হৃদয়ে কেবল যাবজ্জীবন
কারাবাসের স্বীকারোক্তি - - 
* * 
- শান্তনু সান্যাল 
Sparrow-Watercolor-Painting

বুধবার, ২২ মে, ২০১৩

যুগ্ম সৃষ্টি !

উন্মত্ত বৃষ্টির রূপে সে গেছে ভিজিয়ে অনেক -
গভীরে, তার পরশে ছিল চুম্বকীয় 
আবেগ, স্নায়ু হতে হৃদয়ে 
গেছে ভূমিকম্পন 
বেগে, দেহের 
মাংস -
পেশী তখন অশ্বত্থ গাছের পাতা, প্রগাঢ় সবুজ
রঙ্গে একাকার, ওই মৃদু প্রহারে দুলে 
রইলো বৃন্ত জড়িয়ে, হাওয়ায় 
বহে চলেছে বিন্দু বিন্দু 
মল্হার রাগের 
স্বরলিপি,
সেই সজল অনুভূতির মাঝে রাত, ঘনিয়ে - - 
গেছে মায়াবী আঁধার, নিঃশ্বাসের 
বিনিময়ে তখন, দুই প্রাণী 
হয় উঠেছে এক 
যুগ্ম সৃষ্টি !
* * 
- শান্তনু সান্যাল 
wet feeling

মঙ্গলবার, ২১ মে, ২০১৩

অজানা স্রোতে - -

শীর্ষক বিহীন ছিল, সেই বর্ষণমুখর রাতের 
কাহিনী, অফুরন্ত ভাবনার প্লাবনে
ভেসে গেছে সব কিছু,
আঁধার ছাড়া 
কে বা 
ছিল সাক্ষী, ওই মৌন মুহুর্তে জেগে ছিল - - 
নিঃশ্বাসের সুরভিত দেবালয় ! দেহ 
তখন শুধুই অর্পণের ধূপ 
প্রণয় গন্ধের সাথে 
গেছে পুড়ে,
তার 
আসক্ত ভাবনা তখন বনের এক আরোহী 
লতা, লতিয়ে গেছে সমস্ত অস্তিত্ব, 
পৃথিবী অনেক দুরে গেছে 
হারিয়ে সে মুহুর্তে !
আর আকাশ 
যেন 
করতলে আকুঁচিত জোনাকির নীল সবুজ 
আলো, ভরে গেছে শিরায় শিরায় 
অনন্ত আবেশ কণিকা, এক 
মধুর প্রলয়ের স্রোতে 
ত্রিভুবন গেছে 
ডুবে !
তার চোখের আশ্রয়ে ছিল জীবনের শেষ 
প্রহর - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by TONI GROTE 



সোমবার, ২০ মে, ২০১৩

নীরব উপহাস - -

হঠাৎ দেখি, সব কিছু শৃঙ্খলাহীন, অবাক 
চোখে চেয়ে আছি তার বিস্ফারিত 
চোখ, লজ্জা কি ভয়, ঘৃণা 
কি প্রেম, সুন্দর বা 
বিভৎস !
কোন আবেগে লিপ্ত ছিল ওই চাহনি, বলা 
মুশকিল, কিন্তু সে আনত চোখে 
দেখে গেছে অর্ধ উলঙ্গ 
দেহ, তার মনের 
গভীরে 
ফুটে ছিল নীল পদ্মের আবেশিত কুঁড়ি - - 
অথবা ফণী মনসার ঝোপ, ওই 
বিরোধাভাসে মাঝে দেখি 
ক্রমশঃ শুকিয়ে 
চলেছে 
বিস্তীর্ণ ভাবনার তরঙ্গিত জলাশয়, এক 
ফাটল ভরা ধরাতল ভেসে উঠছে 
জলাভূমির উপরে, আশে - 
পাশের  সবুজ ভূমির 
নিঃশব্দ লোপ, 
যেন 
মনে হয়, একই দিনে আকাশের পিপাসা 
চুষে নিয়েছে সব কিছু, শিকড় 
হতে শীর্ষের কিশলয় 
পাতা ! শিরা 
হতে 
হৃদয়ের পথে শুধুই এক শুন্যতা আর 
ফিরে যাওয়া পদধ্বনির নীরব 
উপহাস - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
road-rain-night-street-gregory-crewdson-other

রবিবার, ১৯ মে, ২০১৩

ভুলবশত - -

ছাপা ফুলের চাদরে সে খুঁজে দেহের গন্ধ !
অস্থায়ী ছিল সব কিছু, সকাল ও 
সন্ধ্যার মাঝে বহে গেছে 
পূর্ব থেকে পশ্চিমে 
শুষ্ক জীবন 
ধারা, 
সূর্য্য যখন ডুব দিল, মাঝির চোখে সুদূরে 
ছিল আবছা কিনারা, সে শুধিয়ে 
যায় বারে বারে, কতই না 
যেন তার বুকে আছে 
প্রণয় তরঙ্গ !
ওই 
হুলুস্থূল ভাবনার স্রোতে বারংবার জীবন 
চায় নিমজ্জন, জানার সত্তেও যে 
ওই বিসর্জনের নেই পুনঃ 
ভাসনের সুযোগ,
শুধুই 
গভীর হতে গভিরতমে ডুবে যাওয়া - - - 
নিঃশ্বাস বেঁধে সকালমুখী প্রবেশ -
দ্বারের দিকে ভেসে যাওয়া,
হয় তো অজানা 
প্রস্থান 
মোড়ে, ভুলবশত, দাঁড়িয়ে রবে নিয়ে হাতে 
সে আমার হারানো অস্তিত্বের 
একমাত্র ঠিকানা !
* * 
- শান্তনু সান্যাল 
lilagul lotus



বুধবার, ১৫ মে, ২০১৩

বিস্মৃত বীথিকা - -

বহু দূর, উজানমুখী স্রোতের প্রান্তে আছে 
বোধ হয়, অনাবিষ্কৃত এক মায়াভরা 
উন্মগ্ন দ্বীপ, মনের তরী 
ভেসে যেতে 
চায় 
একাকী, বুকে জড়িয়ে কৌতুহলের তরঙ্গ, 
যোগ বিয়োগের মাঝে কোথায় 
যেন হারিয়ে যেতে চায় 
আত্মীয়তার গন্ধ 
শুধুই 
শুষ্ক প্রত্যাশা, ঝরে যায় সব কিছু হেমন্তের
পূর্বে, জীবন দাঁড়িয়ে রয় চোখে নিয়ে 
কাচ ভাঙ্গনের বিম্ব, সবার 
নিজের আছে কিছু 
অগ্রাধিকার,
তাই 
সময় কোথায় ভাবনার জন্য, কেবল - - - 
মানুষ ব্যস্ত নিজস্ব পরিমণ্ডলে !
আকুঞ্চন রেখা ভরা 
মুখের কাহিনী 
শুনতে 
দর্পণ চায় না কোনো ভাবে, শুধিয়ে দিতে 
চায় মুছে যাও তার দেহের ধুলো,
হয় ত কিছু আলোর 
প্রতিফলনে 
খুঁজে 
পাবে হারানো স্বপ্নের ঠিকানা, বিস্মৃত - - 
মধুমাসের ফুলে ভরা বীথিকা !
* * 
- শান্তনু সান্যাল 

art - Kathy Hebert
http://sanyalsplanet.blogspot.com/
Martin Johnson Heade Oil-Painting

বিলুপ্ত ঝিলের ঠিকানা - -

অনেক দূর অব্দি হেঁটে আসার পরে, সে এখন 
চায় ফিরে যেতে, নিঃশব্দ ভাবে ছাঁড়িয়ে 
আঙ্গুলের বন্ধন, বোধ হয় সে 
টের পেয়েছে আসন্ন 
বাস্তবিকতা,
সর্পিল 
পথের রহস্য, অদৃশ্য সেতুর নীচের গভীর - - 
খাদের কাহিনী, আসলে কুয়াশা ভরা 
যাত্রার সঙ্গি কেউ হতে চায় 
না, শুধুই এক বাধ্য 
সমঝোতা 
নিয়ে 
বুকে হেঁটে যায় অনিচ্ছায় কিছু দূর, সুতরাং -
ভাঙা প্রতিশ্রুতির মাঝে জীবন খুঁজে 
তার প্রতিচ্ছায়া, ভালবাসা 
তখন আবছা আলোর 
কৃষ্ণ সারঙ্গের 
তৃষ্ণা -
ধেয়ে যায় দাবানলের প্রান্তে, একাকী বিহ্বল !
বুকে জড়িয়ে বিলুপ্ত ঝিলের ঠিকানা,
আখেটকের সম্মুখীন, জীবন 
তখন ভুলে যেতে চায় 
ভবিষ্যতের 
ফলাফল,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thai Lotus Painting 

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

সাক্ষাৎকার - -

এ কেমন বিষণ্ণতা ঘিরে রয় জীবনের -
সাথে, ভিড়ের মধ্যে যখন মানুষ 
একাকী, আশেপাশে যেন 
ছায়ার স্রোত যায় 
ভেসে, চেনা 
গলির 
মোড়ে দাঁড়ানো জীবন, জিজ্ঞেস করে -
নিজের ঘরের ঠিকানা, পরিচিত 
চেহেরা তখন অনভিজ্ঞ !
নীরব মাথা নাড়ায়,
সেই বিস্মিত 
মুহুর্তে 
মানুষ খুঁজে হারানো পরিচয় পত্র, সব 
ভালবাসার পুরাতন দলিল তখন 
বাতিল, নিমিষের ব্যপার,
দরজায় জড়ানো 
নামফলকের 
ভাঙ্গন !
কৌতুহল চোখে জানাশোনা মুখ আধ -
খুলে দরজা হতে চেয়ে রয় - 
বিস্ফারিত চোখে, 
ফিরে যায় 
জীবন 
শুন্য বুকে, বহুদূর কুয়াশা ভরা পথে - 
একাকী ঝরা বসন্তের দেশে 
অভিযোগ বিহীন, এই
অনুভূতির মাঝে
লুকিয়ে রয় 
অব্যক্ত সারাংশ ! মায়া জালের  ছিঁড়ে 
যাওয়া, বাস্তবিকতার সাথে 
সাক্ষাৎকার - - 
* * 
- শান্তনু সান্যাল  
unknown door 

সোমবার, ১৩ মে, ২০১৩

নেপথ্যের মানুষ - -

অপূর্ণ অভিলাষের মাঝেই ছিল তাকে -
খুঁজে পাওয়ার রহস্যময়ী কুহক, 
এই অসমাপ্ত যাত্রার আছে 
নিজের বিশেষ 
সৌন্দর্য্য,
যদি হাতের কাছে দিগন্ত রেখা নিজেই -
আসে সরে, তাহলে কিসের মজা 
জীবনে ! থেমে রয় অস্থির  
সে যদি আকাশের 
গায়ে প্রাক 
বর্ষার 
রূপে, সন্ধের বুকে  অজ্ঞাত বেদন - - 
লিখে যায় এলোমেলো কবিতা, 
সে ঝরুক নাই বা ঝরুক
ওই বৃষ্টিছায়ার পথে 
প্রত্যাশিত এক 
অদৃশ্য 
তরলতা, ভিজিয়ে রাখে অন্তরতমের 
শুষ্কতা, তার নয়নের গভীরে -
প্রণয়ী বিম্ব, প্রায়ই ডুবে,
ভেসে উঠে অসংকৃৎ
ভাবে, ওই 
ঝঙ্কৃত  
ভাবনার লহরে জীবন খুঁজে সূর্যের -
গোপন পথ, সকালের প্রবেশ 
মার্গ, আঁধারের হাসি -
মুখে সব স্বপ্নের 
পরিধান 
খুলে, সযত্নে হৃদয়ের আলনায় রেখে, 
অজানা পথে হারিয়ে যাওয়া, 
সেই স্বপ্নের গন্ধে আছে 
হয় ত কোথায় 
যেন তার 
ঠিকানা, পুনরায় আয়না দেখতে - - 
ভালো লাগে, আড়ালে বোধ 
হয় সে থাকে আলোর 
রূপে, নিঃশব্দ 
দাঁড়ায়ে !
* * 
- শান্তনু সান্যাল 
monsoon clouds - kolkata 

শনিবার, ১১ মে, ২০১৩

সিক্ত আঁধারে - -

সাঁঝের ঝড়ো বৃষ্টির সাথে দিয়ে গেছে -
কে যেন এক অপ্রত্যাশিত কড়া 
নাড়ার শব্দ, জানালার 
প্রান্তে গা গুটিয়ে 
বসে আছে 
চড়ুই যুগল, ভেজা কাগজফুলের গাছে 
জোনাকিদের গভীর রাতের নৃত্য 
প্রস্তুতি, আলোর মরীচিকায় 
পতঙ্গের পুনরায় 
আত্মদহন,
অলিন্দের সিক্ত হাসনুহানার গন্ধে - - 
ভেসে আসে ধীরে ধীরে, তার 
প্রণয়ী হৃদয়ের স্পন্দন, 
ভরে যায় লমহা 
লমহা প্রাণে 
এক -
অদ্ভুত তরঙ্গ, গাঢ় আঁধারে সে ছুঁয়ে 
যেতে চায় জোর করে সমস্ত 
লুকানো মনের ঊষর 
ভূমি, তার এই 
কৌতুহলে 
লুকিয়ে 
আছে জীবনের কিছু অদেখা স্বপ্ন !
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
night rain 1