বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০১৪

এখনো বহুদূর - -

এখনো বহুদূর শিশির ভেজা ফুলের 
সকাল, আঁধার ও বিহানের 
মাঝে রয়েছে একটি 
দশকের দুরুত্ব,
উঁচু নীচু 
ঊষর 
ভূমির অপর পারে আছে এখনো বহু 
ফণীমনসা ভরা প্রদেশ, আধ 
পথে এসে পিছনে ফিরে 
চাওয়া অর্থহীন, 
তোমার 
অঙ্গ - 
প্রত্যঙ্গে, এখন আমার দেহের ছায়া -  
ঘনিয়ে উঠে চলেছে ক্রমশঃ - -
তোমার হৃদয় দর্পণে
ভেসে উঠতে 
চায় -
আমার প্রাণের প্রতিফলন আশ্চর্য্য -
ভাবে, ধীরে ধীরে তুমি অদৃশ্য 
রূপে বিলীন, আমার 
বুকের পাঁজরে,
এখন কিন্তু 
তোমার প্রাক আকারে পুনরায় ফিরে 
যাওয়া খুবই মুশকিল।

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
creeping feeling

বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

মধুর আবেগের নব সৃষ্টি - -

 তোমার সিক্ত নয়নের তীরে, আছে -
কিছু অধীরতার আভাস, কিছু 
হারাবার দুঃখ, কিছু নব 
উপলব্ধির খুশি !
ওই তপ্ত 
পৃথিবী ও ভব্য আকাশের মাঝে ভেসে 
ওঠা, মিহি দিগন্ত রেখায় দেখি 
আবার স্বপ্নের পায়চারি,
আবার নিশিপুষ্পের 
উঠোনের 
গায়ে অদ্ভুত টলমলানি,পুনরায় তুমি 
সাজিয়ে চলেছ হৃদয়ের শুন্যতা, 
সেটাই জীবনের আসল 
অন্ত:সার, ভাঙা 
গড়ার এই 
শিল্পের মাঝে অনবরত পূর্বগামী এক 
জলস্রোত, নিঃশ্বাসের ওই ওঠা -
নামা চিত্রলেখে, পুনরায় 
মধুর আবেগের 
নব সৃষ্টি !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
collection of Sally Hunt Fine Art

মেঘ্মাস অনেক দূর - -

আবার জেগে উঠতে চায় অজানা ঝড়,
পশ্চিমা আকাশে, অথচ মেঘ্মাস 
অনেক দূর, আবার দেখি 
তোমার চোখের 
তীরে  
ঢেউখেলানো হাসির মাঝে রহস্যের -  
ঝিলিক, কোন দিগন্তে জানি 
না, বিস্ফারিত মেঘের 
দল, গেছে ভিজিয়ে
মরু প্রান্তর 
তীব্র 
বরিষণে, পুনরায় জীবন ধরে রাখতে - 
চায় অরণ্য সুরভি, প্রগাঢ় আবেগে 
ভেসে যেতে চায় অনাবিষ্কৃত
অন্তর্মনের বিশ্বজগৎ,
কার প্রণয়ের
পরশে 
জীবনের ধুসর মহুয়াবন হয়ে উঠতে - 
চায়, অকল্পনীয় স্বপ্নের পৃথিবী !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
white beauty

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

অন্তর্মনের জাগরণ - -

খুলে গেছি স্তর প্রতি স্তর ভাবনার পাপড়ি,
ছড়িয়ে গেছি অন্তরতমের সুরভি !
ভিজিয়ে গেছি তপ্ত উষ্ণ -
কালে, তার বুকের 
অদৃশ্য দাহন,
তবুও 
কোথাও যেন সে এখনো অপূর্ণ, চেয়ে রয় 
নিস্তব্ধ আকাশের দিকে, অতৃপ্ত 
চোখে, তার ওই চাহনি
তে আছে এক 
অদ্ভুত 
মৃগতৃষ্ণার ঝলক, অকল্পনীয় সুখের বাসনা 
অথবা পুড়ে যাওয়ার আগে আলো -
পতঙ্গের উচ্চাভিলাষ, বোঝা 
মুশকিল, আমি চাই 
সে যেন ফিরে 
আসে 
বাস্তবিক ধরাতলে, মাটির গন্ধের পরশে -
খুঁজে পাক জীবনের সারাংশ, প্রথম 
বৃষ্টির আলিঙ্গনে অভিতপ্ত 
পৃথিবীর বুকের 
অনুভূতি,
সব 
কিছুই ত ফেলানো আছে আশেপাশে কেবল 
চাই সুখী হবার ত্রিনেত্র, অন্তর্মনের 
জাগরণ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
ken powers watercolor painting

রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

মুক্ত ছন্দের কবিতা - -

অনেক দূর পর্যন্ত দেখেছি মধুমাসের -
ফিরে যাওয়া, ঝরা পাতার পথে 
অনুরাগের বিন্দু বিন্দু 
হারিয়ে যাওয়া, 
তবুও 
জীবনে সন্ধানের নেই কোনো ইতি, - 
প্রতি পদক্ষেপে নতুন অভিজ্ঞতা, 
প্রতি মুহুর্তে এক নবীন 
উপলব্ধি, বৃষ্টি 
ও খরার 
ওই 
অবুঝ সমীকরণে জীবন লিখে যায় - 
চিরকাল মুক্ত ছন্দের কবিতা, 
অমিল ভাবনার মাঝে 
মিলানের প্রচেষ্টা,
প্রতি দিন 
এক 
চুক্তি সময়ের সাথে, প্রতি রাত্রি এক - 
বোঝাপড়া অন্ধকারে সঙ্গে, 
ঘুম আর স্বপ্নের মাঝে 
অজানা সন্ধি -
ক্ষণে 
কোথাও যেন তুমি দাঁড়িয়ে থাকো ! -
নিয়ে হাতে কিছু ঝরা 
নিশি পুষ্প !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
zeng art

শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

শৃঙ্খলের ভাঙন - -

তার ওই প্রণয়ী উন্মাদন নিয়ে যেতে 
চায় কল্পনার অপরধারে, জানা 
সত্তেও যে ওই শেষ বিন্দুর 
পরে আর কোনো 
পৃথিবী নেই,
তবুও 
সে তীব্র আগ্রহী, ভেঙে দিতে চায় -  
সমস্ত লৌকিক বন্ধন একই 
বারে, কিন্তু পরন্তুর 
কোনো শব্দ 
নেই -
তার মনের অভিধানে, পিঞ্জর খুলে - 
উড়ে যেতে চায়, তার যাযাবর 
ভাবনা উন্মুক্ত আকাশে,
ভরে নিতে চায় 
বুকের 
ভিতরে জোছনার শীতলতা, ভুলে -
যেতে চায় দেহের সমস্ত দগ্ধ 
অঞ্চলের ব্যথা, সময়ের 
অবিচার, আপন 
পরকীয় 
অবহেলনা, শৃঙ্খলের পাশবিকতা - -
উদার মনে সে ভুলে যেতে 
চায় নিয়তির সমস্ত 
প্রতারণ, তখন 
সে পূর্ণ 
সমর্পণে প্রস্তুত, তার চোখের আগে 
ত্রিভুবনের মায়া শুধুই এক 
বুদ্বুদ, শুন্যের জগতের 
সে এখন বাসিন্দা,
না কোনো 
দেয়াল, না ছাউনি, না পরিচয় - - -
পত্রের প্রয়োজন, সে দেশ 
বিহীন এক পুরবাসী,
ভেসে রয় 
ফুলের গন্ধে অবাধ রূপে দিবানিশি।

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Susie's Paintings
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilHByHZRGq9y6_DsGohtjqAWfiwNCCvO9eo1STadIuuBxLjHYabRIzMx7aj_TKjfmyLqOjIrZR7ZodRRUaDJIB_6ncNE4xf-igPytFuCTggiRKIjsPGWcfL4_AHAryJACU2snTkVKZCk/s1600/Round+Vase+with+Flower.+11x14+oil+on+board.JPG


প্রবুদ্ধ চেতনার উদঘাটন - -

আত্ম কেন্দ্রিক ভাবনার বাহিরে যখন 
বেরিয়ে এলাম, দেখি আমার 
দুঃখের প্রবলতা অন্য -
দের তুলনায় 
খুবই 
কম, সজল চোখের আবছা আলোর -
বাইরে যখন আমার দৃষ্টি খুঁজেছে 
অতিরিক্ত প্রকাশ, দেখি 
আমার হৃদয়ের 
অন্ধকার 
অন্যদের তুলনায় শুধু এক ফালি, - - 
আসলে নিজের ভিতরের 
অহং যখন যায় 
বেরিয়ে, 
তখনই জীবন খুঁজে পায় উদ্বর্তনের -  
বাস্তবিক অর্থ, ভুলে যায় 
নিজের ব্যথা বেদনা,
অন্যান্য মুখে 
খুঁজে 
এক টুকরো হাসির ঝিলিক, জীবনের 
পূর্ণতা তখন পৌঁছোয় তৃপ্তির 
অভিমুখে,এখান থেকে 
অভিজ্ঞানের 
সূত্রপাত,
তখন ছায়াবৃত্ত হৃদয়ে প্রবুদ্ধ চেতনার 
উদঘাটন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
just different

শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪

দৈবাৎ পুনর্ভাসন - -

নির্মেঘ আকাশের প্রতিফলন যখন
ঝিলের বুকে ভেসে উঠলো,
জুঁই ফুলের গন্ধে ভরা
হৃদয়, খুলে দিতে
চায় তখন
সুপ্ত -
ভাবনার দ্বার, এখনো তুমি ভীরু -
স্পন্দনের সাথে, আছো দেহের
অত্যাসন্ন, দীর্ঘ নিঃশ্বাসের
পরশে আছে, এক
বিরল উষ্ণতা,
তবু ও
জানি না, কেন যে তোমার মনে -
এখন ও দুলে যায় সংশয়ের
নাগরদোলা, অদৃশ্য
পরকীয় প্রবাহে
বহে চলেছো,
সুদুর -
সাগর তীরে,এখনো তোমার প্রেমে
আছে কাঁচা মাটির গন্ধ, আর
ও কিছু সময় দরকার,এই
জ্বলন্ত অগ্নিকুণ্ডে
পা রাখার
পূর্বে -
অগ্নিস্নানের অর্থ মহা জটিল,এই -
অনুষ্ঠানের কোনো ইতি নাই,
কেবল এক অন্তহীন
যাত্রা, যদি
সম্ভব
একবার পুনর্মূল্যায়ন করা অনুচিত,
এখানে ডুব দিলে একবার, আর
পুনর্ভাসনের সম্ভাবনা
কেবল অণুমাত্র,
দৈবাৎ !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
orchids-in-vase-on-furniture

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

তিন অধ্যায়ের কাহিনী - -

ওই তিন অধ্যায়ের কাহিনী এই জীবন !
অঙ্কুরণ, প্রস্ফুটন আর অবশেষে -
মাটির কোলে ঝরে যাওয়া !
কোন অলস ভরা 
উষ্ণকালের 
দুপুরে,
ছক কেটে কড়ি দিয়ে খেলা, সব কিছু  -
সময়ের দাবায় যায় হারিয়ে, 
উঠোনের গায়ে পড়ে 
রয় শালিকের 
ভেজা 
কিছু পায়ের ছাপ, আলো আঁধারের ওই 
লুকোচুরির মাঝে, জীবন খুঁজে 
প্রথম প্রণয়ের অনুভূতি,
অথবা অনাহূত 
সাঁঝের 
এক পশলা বৃষ্টি, আকাশের মৌসুমী রং 
যায় বদলিয়ে সাগরের ভাসন্ত 
আবরণ, ওই অস্থির 
ঢেউ ও পাষাণী 
তীরভূমির 
মাঝে 
পড়ে রয় কিছু ঝিনুকের রঙীন খোল !
চেয়ে থাকে নির্বাক চোখে, 
সন্ধ্যার শেষ আলো,
সূর্যের ক্রমশঃ 
ডুবে -
যাওয়ার বিবর্ণ দৃশ্য, আবছা পরিবেশে, 
তবুও রজনীগন্ধার ফুল ভুলে 
না, কোনো ভাবে গন্ধ 
ছড়াতে, জাগিয়ে 
রাখে 
অর্ধসুপ্ত ভাবনা সারা রাত, শিশিরের  -
মিহি কনা ঝরে নিজের লয়ে,
মসৃণ সুরে সারা রাত,
বিন্দু বিন্দু - -

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
flower mood

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

অতৃপ্ত সাধ - -

বহুবর্ণী তোমার প্রণয়ের আকাশ,
দিগন্ত রেখা খুঁজে পায় না 
নিজের অস্তিত্ব, 
শুধুই 
শুন্যে ভেসে যাওয়ার আভাস, এই 
রোমাঞ্চিত সন্ধ্যার, বিগলিত 
মুহুর্তে, তোমার দেহের 
গন্ধে, চন্দনবনের 
ছায়া ঘনিয়ে 
উঠতে 
চায় অথবা জীবনের মরু অঞ্চলে, 
সহসা, যেন সজল মেঘের
আনাগোনা, ঝঙ্কৃত 
করে হৃদয়ের 
স্পন্দন !
তোমার সান্নিধ্যের ফলে বুকের -
মাঝে জেগে ওঠে সুপ্ত তৃষা,
জীবন খুঁজে অবিরাম 
বৃষ্টির দেশ, মহা -
প্লাবনের 
রাত্রি, 
অন্তহীন প্রবাহে, একটানা ভেসে 
যাওয়ার অতৃপ্ত সাধ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by simon kenny

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪

লুপ্ত জল স্রোত - -

বহু দূর একাকী বহে যাওয়ার পরে, দুই 
অপরিচিত নদীর ওই সম্মিলন 
বিন্দুর দ্বীপে, দেখেছি 
সন্ধ্যার শেষ - 
আলোয়, 
তুমি দাঁড়িয়ে আছো যথারীতি সাজিয়ে, 
চোখের তীরে, জোনাকির নীল 
দপদপানি, উড়ন্ত কেশের 
সাথে ভেসে চলেছে 
অরণ্য ফুলের 
বন্য -
সুবাস, অনেক সময়, মনে হয় তুমি - - 
কাশবনের জোছনা, করে যেতে 
চাও আমার বুকের আধ 
ভেজা নদীগর্ভে 
একছত্র
শাসন, ওই সংবেশিত মুহুর্তে, আমার - 
অভিশপ্ত পাষাণী হৃদয়, খুঁজে পায় 
শাপমোচনের লুপ্ত জল -
স্রোত ! মৃত 
আবেগ 
যেন ফিরে পায় জীবন্ত আবেশের পরশ,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art Leonard Thompson

সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

চিরস্থায়ী চাহিদা - -

স্বপ্নগুলো শাশ্বত, চিরজীবী, তারা কোনো 
দিনই মরে না, সব কিছু লুন্ঠন করে 
গেছে সময়ের লুঠেরা, যৌবন,
রং রূপ, ঠাকুরালী, 
মুগ্ধতার 
কেন্দ্র বিন্দু, আয়না দেখার কৌতূহল - - 
তবুও স্বপ্নগুলো এখনো নিজের 
জায়গায় স্থির, চোখের 
ক্ষমতা কমে 
গেলেও 
স্বপ্ন দেখার সাধ যায় না কোনো দিন, ওই 
ঝুলন্ত শুন্যের ইন্দ্রধনুর সাতটি রং, 
আজ ও সাড়া জাগায় মনে !
দিগন্তের ওই আগ্নেয় 
রঙ্গী সকাল 
আজ ও 
বলে যায়, জীবনে অনেক কিছুই আছে - -
বাকি, এখনো আমি পরিপূর্ণ ভাবে 
ভালবাসতে পারি নি 
তোমায়, আজ 
ও তুমি 
যেন চেয়ে আছো আমার দিকে অতিরিক্ত 
চাহিদা নিয়ে বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Painting by artist John
http://media-cache-ec0.pinimg.com/736x/bc/de/8a/bcde8a589707f97227407a5536477a3b.jpg

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

অরণ্য পথ থেকে ফিরে আসা - -

বুকের পান্থনিবাস থেকে অনেক দূরে -
অধর তীরের উষ্ণতা ছাড়িয়ে,
নিবিড় আলিঙ্গনের 
বাঁধন ভেঙে,
বাষ্পিত 
নিঃশ্বাসের মুগ্ধতা কাটিয়ে হৃদয় যেতে 
চায় বহুদূরে, এক এমন দেশে 
যেখানে  জোনাকির 
আলোয় ভিজে, 
ভাবনার 
অনাবিল শতদল ফুটে, যেখানে মনের 
সমস্ত রিক্ততা যায় ভরে, ওই 
জোছনার নিজস্ব আছে 
বিরল ইন্দ্রজাল,
আপন 
পরের ভেদাভেদ মিটিয়ে জড়িয়ে রাখে 
যে উন্মুক্ত হৃদয়ে ! ঠিক মায়ের
কপালের উপরে, চুম্বনের 
অনুভূতির  সাথে, 
জীবন 
যেখানে পায় পূর্ণতা, ফিরে আসে - - - 
মনুষ্যতা অরণ্য পথ থেকে,

* *
- শান্তনু সান্যাল 
 Three White Hellebores
http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪

জীবন পুনরায় নতুন ভূমিকায় প্রস্তুত - -

জীবন ধারা থামে কোথায়, এই অনবরত 
প্রবাহে, কেউ  কারোর জন্য অপেক্ষা 
করে কোথায়, শুধুই মিছে 
মিছে বিষন্নতা !
স্বপ্নগুলো 
ছিল 
কাচের ব্যাপার, আকাশগঙ্গার বিলুপ্তির -
সাথ গেছে ছড়িয়ে দিগন্ত পার, 
ক্রমশঃ রেশমী রোদের 
সাথে এখন সকাল,
ফুটিয়ে 
চলেছে অর্ধ বিকশিত গোলাপ, তোমার -
ওই সাবেকি আমলের অলিন্দের 
সীমানায়, আবার চড়ুই 
পাখির আনাগোনা,
পুরাতন 
আয়নায় নিজের বিম্ব দেখে পুনরায় - - 
ঠোকরানো, যথারীতি ওই 
লিকলিকে কাগজ -
ফুলের গায়ে 
কিছু 
নতুন পাতার উঁকি ! অবশ্যই তোমার 
চোখে, আবার কিছু প্রজাপতির 
ঝাঁক শীত নিদ্রা কাটিয়ে,
খুঁজতে চায় কিছু 
নব মালঞ্চের 
ঠিকানা, 
জীবন পুনরায় নতুন ভূমিকায় প্রস্তুত,
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by mox

যাযাবর মনোবৃত্তি - -

ওই চোখের বর্ণমালায় আছে, কত যে 
লুকানো উচ্চারণ, কত যে  দ্বৈত 
অর্থের ভাবনা, সব কিছুর 
অনুবাদ কি সম্ভব,
তাই কেবল 
অনুমান, 
তার হাসির মাঝে প্রায়ই ভেসে ওঠে - 
এক সরু রেখা, ঠিক পৃথিবী 
ও আকাশের কোনো 
এক মিলন 
বিন্দুর
উপরে, ভেসে ওঠা যেন রহস্যময় - - 
দিগন্ত রেখা, ওই আবছা 
আলোয় আমি প্রায়ই 
খুঁজি তার 
মনের 
গুপ্ত আবেগ ! সে তখন ধীরে ধীরে -
কাঁচা হলুদরঙ্গী সকাল, জড়িয়ে 
নিজের দেহে, প্রজাপতির 
কাচিক ডানা, উড়ে 
যেতে চায় 
সুদুর 
কোন এক অজানা বৃষ্টিবনে, জীবন
চেয়ে রয় বিস্ময় চোখে, তার 
ওই যাযাবর মনোবৃত্তি !
আর মেঘলা 
আকাশ।

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
Elusive Face

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

শল্কের দাগ - -

আজ ও মনে কৌতুহল জাগে, জানতে 
খুব ইচ্ছে করে, ওই ডায়েরির 
পৃষ্ঠায়, কি এখনো আছে 
আমার দেওয়া 
গোলাপ !
আজ ও বুকে মৃদু ভাবনার ঢেউ ওঠে,
জানতে চায় হৃদয়, আজ ও কি 
লেখা আছে আমাদের 
যুগল নাম ওই 
অনামা
গাছের কাণ্ডের উপরে, আজ ও মনে -
পড়ে তোমার অজ্ঞাতসারে, 
কিংবা জেনেশুনে
আমার হাত 
ধরা !
ক্ষণিকে,একটু দুরে সরে যাওয়া, পুনঃ 
কাছে আসা, আজ ও শিরায় 
শিরায় অদ্ভুত রোমাঞ্চ 
জাগায়, তোমার 
ওই প্রথম 
পরশের ছোঁয়া যেন জড়িয়ে আছে - -
দেহ ও প্রাণে, যদিও অমূল্য 
মুহুর্তগুলো, রেশমী 
প্রজাপতির 
রূপে 
উড়ে গেছে বহু কাল আগে ! কেবল 
আছে আঙ্গুলের ডগায় কিছু 
শল্কের দাগ, পলকা 
অনুভূতির 
সাথে।
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by KEM

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪

ক্রমশঃ নিরূদ্দেশ - -

শীতের কাকভোরে, খবর কাগজের 
দুম করে পড়ার আওয়াজ, ওই 
সাইকেল ওয়ালা অল্প 
বয়সী ছেলের 
নিমিষে, 
কুয়াশা ভরা পথে হারিয়ে যাওয়া !
জীবনে এক নতুন উত্সাহের 
সঞ্চার করে যায় ভীষণ 
ভাবে, আয়না 
তখন 
পুরাতন এক জ্ঞাতি, বিম্বের মৌন - 
ইঙ্গিতে ডাকে নিজের কাছে,
ওই ইশারায় আছে 
বহু কৌতুহল,
কিছু 
উপহাস, কিছু গোপন মুহুর্তের ফাঁস,
আবার চোখে উড়াল সেতুর 
জাল, অর্থহীন আলাপ -
সালাপের মাঝে 
কম্প্যুটারে 
কিছু 
বাঁধা-ধরা কাজ, জীবন যেন ঘুরে -
রয় নির্দিষ্ট বৃত্তে, নবীনতার 
সন্ধানে হারিয়ে যায় 
যথারীতি 
সঘন 
অন্ধকারে, বারংবার বোনে স্বপ্নের
জাল, কিছু পরকীয় গন্ধের 
সাথে বুকে জড়িয়ে 
রয় কার 
যেন 
জানিত উষ্ণ নিঃশ্বাস, ঘুমের দেশে 
ক্রমশঃ নিরূদ্দেশ !

* * 
- শান্তনু সান্যাল 
  
http://sanyalsplanet.blogspot.com/
datura flower

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

তারা মানুষ ছিল কি - -

তারা মানুষ ছিল, কি বর্বর আদিম প্রাণী,
হঠাৎ করে গেছে ধ্বস্ত সব কিছু,
উঠন্ত ধোঁয়ার মাঝে শিশুর 
কান্না, বিচ্ছিন্ন আস্থা 
নিয়ে দেউলের
দ্বারে 
সে খুঁজে চলেছে নিজের পোড়া ঘরের - - 
ঠিকানা, কোন পন্থের ছিল ওই 
আততায়ী, কোন বন্য 
সমাজের তারা 
মুরুবি,
নিরীহ হারানো হরিণশিশু সম মন খুঁজে 
তখন, সিংহীর বুকে স্তনের গ্রন্থী, 
তারা নাকি ধর্মীয় পুরোধা,
এ কেমন বিশ্বাস, এ 
কেমন  পিপাসা 
মানুষের 
রক্তে যাদের তৃপ্তি, এ কেমন অনাসৃষ্টি !
মানবিকতা যেখানে অধ:পতন
মুখী - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Parag Pendharkar India

কুহকভরা মলাটের বই - -

জীবনের বাস্তবিকতা যদি চায় মন খুঁজতে,
কুহকভরা মলাটের বই সরিয়ে এক  
দিকে, কোনো এক দিন এসো 
ওই অন্ধকার ঘিঞ্জি 
গলির মোড়ে, 
যেখানে
শৈশব, রাতারাতি পৌঁছিয়ে যায় পূর্ণবয়স্ক
ঢাল পথে, সূর্যের প্রথম কিরণে, পাপড়ি 
খোলার সাধ, অসময়ে মরে 
যায় যখন বুকে, ধোঁয়া 
আর স্বাসরুদ্ধের 
মাঝে 
তখন এক মৌন চুক্তি, পরস্পর নালিশের -
যেখানে কোনো সুযোগ নেই, শুধুই 
বর্তমানের সাথে বোঝাপড়া,
অতীত ও ভবিষ্যত 
যেখানে অর্থহীন, 
চেনা বইর 
অবুঝ 
পাতায় হারানো, হাঁফিয়ে ওঠা কিছু আবছা 
বর্ণমালা এবং অন্ধকার রাত্রি - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by joe cartwright

রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪

কিছু ক্ষণ আরও, থামতে যদি - -

বারান্দায়, পড়ন্ত বেলার রোদের সাথে
কিছু জীবনের অস্পৃষ্ট রং থেকে 
যায়, চুন খসা দেয়ালের 
গায়ে, আরাম -
কেদারায় 
বসে
অদৃশ্য ভালবাসা, বুনে যায় স্বপনের - -
মায়াজাল, সন্ধি বেলার শঙ্খ 
ধ্বনির সাথে, অতীতের 
ধূপ মিছে মিছে 
পুড়ে 
রয় অলিন্দের কোনায়, উনুনের রন্ধন 
কবে উঠে গেছে, তবুও জানি না 
কোথায় হতে ধোঁয়া ওঠে 
সাঁঝের আবছা 
আলোয়,
চোখ জ্বলে এমনি এমনি অথবা সদর - -
দরজায় ভুলবশত, কে যেন গেছে 
কড়া নড়িয়ে, অবশ্যই 
কারোর আসার 
কোনো 
সম্ভাবনা নেই দূরদূর, আপনজনের অর্থ 
খুঁজে পুনরায় জীবন, ওই ছেঁড়া 
শব্দকোষে, তখন খুবই 
মূল্যহীন লাগে ওই 
শ্বেত শ্যাম 
অ্যালবামের দুর্বল পাতা, চশমার নম্বর 
গেছে বেড়ে কিংবা সান্ধ্য কুয়াশায়
ডুবে আছে সাঠ দশকের 
কলকাতা, জীবন 
দাঁড়িয়ে রয় 
একাকী,
চারদিকে ক্ষণিক স্থায়িত্ব, ট্রাম বাস, সব 
কিছু যেন তখন, সাবেকি আমলের 
বিরল ধুসররঙ্গী পেন্টিং !
কোন এক গলির 
মোড়ে 
জীবন খুঁজে উধাত্ত শৈশব, আর প্রেমের 
সদ্য অঙ্কুরিত কচি পাতা - - 

* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
art by lauraispoli

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

নিখোঁজ প্রতিবিম্ব - -

খোলা শিকল চোখের আগে, তবুও 
মন চায় না উড়তে, এক 
অদ্ভুত অবস্থায় 
আটকিয়ে 
রয় 
জীবন অনেক সময়, অবহেলিত, -
প্রতাড়িত, নিঃশ্বাসের সাথে 
সে বাস করে জং ধরা 
পিঞ্জরের মাঝে,
আসলে 
মায়ার সংসারে চির বন্দী দেহ ও 
প্রাণ, ভুলে যায় নৈসর্গিক 
উন্মুক্ত আকাশীয় 
উড়ান !
সময়ের সাথে খাপ খাওয়াতে - -
গিয়ে, সে ভুলে যায় 
নিজস্ব দক্ষতা,
ভুলে যায় 
আরশিতে নিজে কে দেখা, যখন 
অকস্মাত মনে পড়ে নিজের 
ফেলানো অস্তিত্ব তখন
মুখের আকুঞ্চিত 
ত্বক -
শুধায়, যে জীবন গেছে হারিয়ে -
বহুকাল আগে - -
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
painting by Deb Kirkeeide

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

প্রত্যাবর্তন - -

সে আবার খেলতে চায়  আগুনের খেলা,
জানা সত্তেও যে সব কিছু যায় 
পুড়ে এই অদ্ভুত খেলায়,
আবার সে টেনে 
নিয়ে যেতে 
চায় 
জানি না কোন রঙ্গীন কুহাশায়, বোঝা 
সত্তেও যে ওই ধুম্র বলয়ে হারালে 
আর ফিরে না মানুষ, সে 
পুনরায় লিখতে 
চায় কিছু 
অপূর্ণ 
ইতিহাস, বিদিত থাকা সত্তেও যে ওই -
অতীতের পৃষ্ঠায় আছে কত 
প্রসুপ্ত আগ্নেয় গিরির 
কেন্দ্র বিন্দু !
ওই -
গহ্বরে যাওয়াটা খুবই সহজ, নিগমনের 
পথ কিন্তু, চিরদিনই থাকে অদৃশ্য 
নিয়তির হাতে, সব কিছু 
জানার পরেও সে 
চায় সম্যক্
দহন !
খুবই মুশকিল তাকে এই মুহুর্তে ফিরিয়ে 
আনা - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by kim solga

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

উজানের দেশে - -

আঁধারের বুকে ও দেখেছি ভেসে উঠতে 
জীবনের নব কল্পনা, সমস্ত ব্যথা -
বেদনা ভুলিয়ে পুনরায় 
বিহানের দিকে 
এগিয়ে 
যাওয়া, বহুবার নিয়তি গেছে মিটিয়ে -
সুখের রেখাঙ্কন, বহুবার এঁকেছি 
স্বপনের পরিকল্পনা, যেখানে 
ছিল পথের শেষ, ওই 
উপত্যকার 
প্রান্তে 
খুঁজে পেয়েছি লুকানো এঁদো গলি, সেটা 
ছিল তোমার চোখের মায়াভরা 
আশ্রয়স্থল অথবা কোনো 
অদৃশ্য পান্থশালার 
ঠিকানা !
জানি না সঠিক, তবুও কোথায় থেকে 
হারানো নৌকা দেখি রয়েছে 
জীবন নদীর তীরে !
যথারীতি 
অস্থির নিয়ে যেতে চায় পুনরায় কোন -
উজানের দেশে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
floating feeling

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

উধাও যখন আলো - -

যা কিছু ছিল বলার, সে গেছে বলে -
অবিরল, আমি নির্বাক হয়ে 
শুনেছি তার প্রলাপ !
অনেক সময় 
জীবনে
বলার কিছুই থাকে না, সহসা যেন 
বুকের শব্দকোষ ফাঁকা, উড়ে 
চলেছে, চোখের আগে 
অলিখিত খাতার
একের পরে 
এক পৃষ্ঠা, তখন চোখের ভাষা ছিল 
উদ্ঘাটিত, কিন্তু কত লোক 
তা বোঝে, তখন ছিল 
চেহরার আরশি 
পরিষ্কার,
কিন্তু কার এত সময় আছে যে - -
দেখবে হৃদয়ের প্রতিফলন,
তাড়ার যুগ, তাই 
কেউ কারোর 
জন্য 
বেশি ক্ষণ অপেক্ষা করে না, তাই -
জবাবদিহির আগেই সে 
গুটিয়ে নিয়েছে 
ভালবাসা,
ওই 
গুটানোর মুহুর্তে কিছু অমূল্য - - -
জলবিন্দু ঝরে ছিল আমার
চোখ হতে অদৃশ্য 
ভাবে, সে 
দেখি 
নি, তাই চিরকালের জন্য রইলো -
ঘনীভূত রূপে, তার ফিরে 
যাওয়ার পরে আকাশ 
ছিল আলোক -
শুন্য !
অনেক ক্ষণ, অকস্মাত যেন ঝড়ে -
নির্বাপিত সমস্ত তারকের 
আসর, আকাশগঙ্গা 
বিলুপ্তির পথে 
একরাশ !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Giacomo Balla

অসমাপ্ত সন্ধান - -

গভীর থেকে ক্রমশঃ গভীরতম, ওই 
গন্ধ - কোষের তলদেশের হদিস 
খুঁজে কেউই পাই নি,
কেবল আন্দাজ, 
আর এক 
অমীমাংসিত ভবিষ্যদ্বাণী, নিজের -
সুবিধা অনুযায়ী নানান 
সংজ্ঞায় বর্ণিত !
সে প্রেম 
অধরা কি বাস্তবিক রইলো চিরদিন
বুকের মাঝে অত্যন্ত গোপনে,
সব কিছু পাওয়ার পরে 
ও, সে এখন অতৃপ্ত 
প্রাণী, খুঁজে 
স্বপ্নের 
মাঝে আসল ভালবাসা, সে রইলো
অবিজ্ঞাত সারাটা জীবন,
জ্বলন্ত প্রদীপের নিচের 
তিমিরের সাথে,
একাকার,
উত্স 
বিন্দু ছিল তার নিজের অন্তর্তমে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by roger whitlock. 3

রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

অনেক দুরের পরে - -

কিছুটা পথ একসঙ্গে হাঁটার পরে,
বিরক্তির ভাব নীরবতার 
সঙ্গে ভেসে ওঠে, 
এক অদৃশ্য 
চিড়
করে যায় ঘর, মনের সেতু যায় 
নিঃশব্দ ভেঙে, দুই কুলে 
পড়ে রয় দ্বিখণ্ডিত 
দেহের বালুকা 
বেলা !
এক ছাদের নিচে বসবাস করার 
সত্তেও অনেক সময়, দুই 
প্রাণীর মাঝে রয়ে 
যায় যুগের 
তফাৎ,
ক্রমশঃ ঘনিয়ে ওঠে অভিমানের 
মেঘ, প্রেম তখন খুঁজে চোরা  
গলি, ভেসে উঠে ঘরের 
ভিতরে বহিরাগত 
পরকীয় গন্ধ 
আর 
জীবন ধেয়ে যায় মরীচিকার - -
পিছনে অনবরত !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
night walk

জীবন ফিরি নি কোনো দিন - -

কেবল প্রবঞ্চনা ছিল সে, অথবা সম্মোহনের 
অনন্য এক শিল্প, বুঝতেই পারি নি,
এক অদ্ভুত মুগ্ধতার আঁধারে 
গেছি বহু দূর এগিয়ে,
যেখানে দেহ 
ছিল 
অদৃশ্য হাতে চালিত এক যন্ত্র খানি, খেলেছে 
সে খুবই সহজে, নিঃশ্বাসের পুতুল 
খেলা, আবেগের খেয়া সে 
ভাসিয়ে গেছে, জানি 
না কোন নদীর 
মোহনার 
পথে,
দু দিকের কিনারা তখন খুবই অজানা, ওই 
পরকীয় গন্ধে, সে বেঁধে রেখেছে 
নিজের বুকে, নিবিড় 
ভাবে, আমার 
সমস্ত 
কিছু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তখন - - -
যেন বন্ধক তার হাতে, সে প্রেম কি 
ছলনা, জীবন চাই নি কোনো
কৈফিয়ৎ, উজাড় করে 
নিজে কে, শুধুই 
চেয়েছে 
ভালবাসতে তাকে, এটা ভিন্ন ব্যাপার যে - - 
ওই মায়াবী আঁধার হতে জীবন 
ফিরি নি কোনো দিন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
reflection of emotion

শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

প্রাকৃতিক ঘটমান - -

বিস্মিত করে যায় বারংবার তোমার
চোখের ওই গভীর নীল আলো, 
অন্ধকারে ও হৃদয় খুঁজে 
পায় নিমগ্ন ঘাটের 
সিঁড়ি ! ওই 
পথের 
এক পাশে উঠে রয় ধুম্র বলয় আকাশ -
মুখী, অন্য পাশে দেখি, অনুরণিত 
জীবনের মোহোৎসব ! ওই 
মধ্যমার্গীয় ভাবনায়
বহে আসি 
আমি, 
বারংবার তোমার বক্ষস্থলে, অসংকৃৎ
ভাবে ভালোবেসে যাই তোমায়,
এক অবিরাম নৈসর্গিক
অনুভূতি, পাপড়ি
গুটানো ফুল 
এবং 
প্রথম সূর্য্য কিরণের মধ্যে যেন এক -
অব্যক্ত সন্ধি, যাকে শব্দের 
আবরণে সাজানো 
মুশকিল, সে 
এক 
স্বয়ং উৎপন্ন, প্রাকৃতিক ঘটমান - - -
সনাতন পথে অগ্রসর - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
delphinium

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪

সদ্য অঙ্কুরিত ভালবাসা - -

নিখুঁত মানুষের সংজ্ঞা অর্থহীন, এই 
পৃথিবীতে নিষ্কলঙ্ক কেউ নয়,
মানুষ কোনো দিনই 
দেবতা হতে 
পারে 
না, কেবল এক কাল্পনিক ধারণার -
সাথে, মন খেলে যায় আগুনের 
খেলা, আয়নার সম্মুখে 
তুমি ও আবরণ 
মুক্ত, আর 
আমি 
ও সম্পূর্ণ অনাবৃত ! সদ্য জন্মিত -
শিশু নাভিনাল হতে যেন মুক্ত,
না লজ্জার অনুভূতি, না 
প্রেম ঘৃণার কোনো 
সংবেদন, 
গর্ভগৃহের বাইরে আচমকা আলোর 
সাথে সাক্ষাৎকার, সৃষ্টির 
অসমাপ্ত প্রবাহ বহে 
যায়, তোমার 
চোখ 
হতে আমার শিরায় শিরায় যেন - - 
এক জীবন্ত ধারা ! ওই ঘন 
ঘন, পারস্পরিক 
নিঃশ্বাসের 
মিলন 
বিন্দুর মাঝে, কোথায় যেন আছে -
সদ্য অঙ্কুরিত ভালবাসা, খুলে 
দিতে চায় ভাবনার দুই 
গুটানো কচি 
পাতা !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
evening mood