বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২


সূর্যের জলসমাধি 
না হয়, এই ভাবেই থাকতে হৃদয়ের অনেক কাছে,
তটভূমির বৃক্ষ ছায়া হয়ে, জীবন হয় ত ফিরে
পেতো ; হারানো দিনের কিছু সজলতা, 
অভিতপ্ত  বালুকা বেলার বুকে ; 
লুপ্ত, ভূগর্ভস্থ আবেগের 
রূপে, প্রেম হয় ত 
ভেসে উঠত 
নির্ঝর
ধারার মত, বহে যেত প্রস্তর শৈল পথে; চিরন্তন 
অনুভূতির সাথে, কোথায় যেন সে এখনো 
খুঁজে বেড়ায় শ্রাবণের প্রতিধ্বনি,
মেঘের ফিরে যাওয়া মৌন 
পদধ্বনি, বসন্তের 
অপূর্ণ মধুরিম 
প্রতিশ্রুতি,
ঠিক করতল হতে রঙ্গীন প্রজাপতির ডানা -
খুলে উড়ে যাওয়া, একাকী মন বসে 
রয় শান্ত ঝিলের তীরে, একান্ত 
পাখি যেন চেয়ে আছে 
সূর্যের মহা জল
সমাধি,

- শান্তনু সান্যাল 
LEONID AFREMOV – PAINTING

বুধবার, ৩০ মে, ২০১২


জীবনের পথে - - 
ওই বালির স্তূপে আছে তপ্ত সমিরণের ছোঁয়া 
কিছু সর্পিল প্রেমলিপি, কিছু অন্তর্দহন,
সাঁঝ নেমে আসে নগ্ন পায়ে, 
নিঃশব্দ, আঁধার বুকে 
জড়িয়ে, তার 
প্রণয়ের 
জোছনা চির উজ্জ্বল, ভেসে উঠে হৃদয় হতে,
এই জীবনের ছক ঘরে রৌদ্র ছায়া 
খেলা করে নিয়তির  অদৃশ্য 
হাতে, কখনো  মেঘের 
বিজয় ভিজিয়ে 
যায় মন 
আবার কখনো খরার অধিকরণ, দুই বিন্দুর 
মাঝে খুঁজে পায় জীবন তার ভালবাসা,
অতৃপ্ত আবেগ পায় ঠাঁই, ক্ষণিক
শান্তি হয় ওঠে তরঙ্গিত 
তার সজল অধর 
তীরে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Red Desert Sky oil painting by Tom Murray

মঙ্গলবার, ২৯ মে, ২০১২


নিশীথের ক্রন্দন 
অনুরোধ রাখতে পারি নি মেঘের সঙ্ঘ, সন্ধ্যার 
পূর্বে বিদ্রোহ ঘনিয়ে উঠেছে আকাশ পারে,
ওই জবজবে দিনান্তে, চেয়েছি তার 
পথ বিহ্বল নয়নে, ফিরে আর 
সে আসি নি, আঁধার 
গিলে গেছে 
আবেগ 
ক্ষণে ক্ষণে, ব্যথিত সাঁঝ দিয়ে গেছে আবার সেই 
শুন্যতা জীবনে, ছড়িয়ে রইলো কিছু শব্দ,
কিছু অশ্রু বিন্দু, কিছু নীল আলো,
হৃদয়ের ভাঙা স্পন্দনে, সে 
গান হয় উঠি নি মুখর, 
স্বরলিপি ভেসে 
গেছে 
দূর বহুদূর অজানা সাগরের বুকে, হয় ত ভেসে 
যায় এখনো ভাসন্ত দ্বীপের সাথে, দিশা -
হারা লাবণিক লহরে, ফিরে আসে 
বারে বারে প্রতিধ্বনি ওই 
বোবা তীর হতে,
নোনা জলে 
ক্ষয়িত 
ভালবাসা, মৌন ক্রন্দন করে মধ্য রাতে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Kenneth John 

প্রত্যাশিত ভগ্নাবশেষ 
নিঃশেষিত দেহ ও প্রাণ, নিঃশ্বাসে সে এখনো উদ্ভাসিত,
ওই সঘন আঁধারে কোথায় যেন আছে আলোকিত 
শহর, পৃথিবীর পরবর্তী আকাশে, যদিও 
ঝরে গেছে সমস্ত পল্লব একাকী 
গাছে, অস্তিত্ব নিয়ে সে
দাড়ানো ওই 
বন্ধ্যা 
ভূমির  মাঝে, মেঘেরা মুখচোরা বলতে চাই নি মনের 
কথা, পাস কেটে গেছে বর্ষা বনের পথে, তাই 
অবহেলিত শাখা প্রশাখায়, ভাবনার 
কিশলয় মনমরা, প্রত্যাশার 
অদৃশ্য বাদল হয় ত 
ফিরে আসবে 
এক দিন, 
ঠিক তার প্রেমের আর্দ্রতার সম, ভিজিয়ে যাবে হয় ত 
হৃদয়ের ঊষর প্রান্তর, শিশির ভিজা জীবনের 
প্রাঙ্গনে ফুটে উঠবে অলৌকিক পুষ্পের 
বীথিকা, সেই অপরূপ বিহানের 
স্বপ্ন ভাঙ্গতে চায় না, ঘুম 
ভাঙা সত্তেও, 
সারা রাত জেগে রয় অন্তর্তমের বাতিঘর, প্রবোধিত
নাবিকের পথ চেয়ে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Philip Gray Limited Art Prints 

রবিবার, ২৭ মে, ২০১২


বিষাক্ত বাণ 
 সাঁঝের পুর্ণবযসের আগেই রাত্রি ঘনিয়ে আনতে চায় 
অন্ধকার, তার পিপাসার পরিধি বুকের গহ্বরে 
টিকে থাকতে চায় না, গোটা দেহের 
কোষে ছড়িয়ে যেতে ব্যাকুল,
ওই তিমিরে আছে গুপ্ত 
নিগূঢ় ভালবাসা,
আরশির 
ভিতরে বহু দর্পণের স্তর, কাচের অন্দর মহলে যেন 
উলঙ্গ দেহের বিস্তর প্রতিফলন, তার ছায়ার 
স্পর্শে আছে বিদ্রোহের আগুন, যেন এক 
শীত যুদ্ধ ; দেহ ও হৃদয়ের মাঝে,
হার জিতের স্থিতিমাপ 
খুবই পলকা,
সে চায়
পরিপূর্ণ ভাবে আত্মভূত, রক্ত মাংসের পরে জীবনের 
আরক চুষে নেওয়া, অস্তিত্ব তখন একাকী,
নিরুপায়, সমর্পণ ছাড়া পথ খুঁজে 
পায় না, কিন্তু আঁধারের
নিবিড়তা ধীরে 
ধীরে যায় 
হারিয়ে, অস্তিত্ব খুলে চলেছে মায়াবী আবরণ জোছনা 
ভরা বন্য পথে, সে এখন বাধ্য বন্য প্রাণী,
ধেয়ে যাচ্ছে রাত্রির পিছনে, ক্লান্ত 
রাত্রি দৌড়িয়ে লুকিয়ে 
যেতে চায় প্রাচ্য 
দিগন্তে, সে 
ভালবাসার পরিভাষা হয় ত বুঝতে পারি নি কিংবা 
বোঝাতে পারি নি, তাই আসক্তি ছড়িয়ে 
এখন মুক্তির পথের অনুগামিনী,
দিশাহারা হরিণী, বাঁচতে 
চায় সকাল পর্যন্ত,
বুকে নিয়ে 
বিষ চুবান বাণ - - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
moonlight - by Ivan Aivazovsky

শনিবার, ২৬ মে, ২০১২


দেহের সীমানা 
নিষ্প্রভ আলোর মাঝে, তার অস্পষ্ট উপস্থিতি, 
ঘিরে ছিল তাকে স্বপ্নীল পৃথিবী, তার  অঙ্গ 
প্রত্যঙ্গে ঝরে চলেছে তখন  আসক্তির
নির্ঝরণী, সে যেন নবোদিত 
নীহারিকা ; খুলে চলেছে 
জ্যোতির্ময় বস্ত্র,
অগোছাল 
ভাবে, হৃদয় তুলে রাখতে চায় উড়ন্ত ফুলের -
পাপড়ি ; শুন্য জীবনের হাতে, তাই 
দেহ হয়ে যেতে চেয়েছে ; পাষাণী
বাঁধের সীমানা, তার উদ্দাম
ভালবাসার স্রোতে, 
অনিয়ত তার 
প্রবাহ ;
ভাসিয়ে গেছে  বেবাক পুরুষালি বাঁধন নিমেষে,
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


Paintings By Daniel F. Gerhartz

শুক্রবার, ২৫ মে, ২০১২

সমর্পণ

সঘন কুয়াশার মাঝে ভাঙা আবেগ নিয়ে বুকে
দাঁড়িয়ে রয় জীবন; তার ডহর হৃদয়ের 
তীরে, সে এক মহা প্রবাহিনী বহে 
যায় সদম্ভে, ভাঙে গড়ে 
ভাবনার তটভূমি,
কখনো 
প্রলয়ের সঙ্গে কখনো জোছনার সাথে সে চির 
তরঙ্গিত খেলা করে আপন মনে, তার 
প্রণয় সুধা উলম্ফিত ভাবে সিক্ত 
করে যায় অন্তর্মনের বিস্তীর্ণ 
মরুভূমি, ভরে যায় 
শুষ্ক হৃদির 
গহ্বর !
বাড়িয়ে যায় যেন মহাসাগরের তৃষা, লবনাক্ত 
সম্বেদন নিয়ে উদলা দেহে ; জীবন চায় 
শুধু তার মৃদু স্পর্শ, ভালবাসার 
সজলতা, দিব্য অনুভূতি,
নিয়তির পুনর্লিখন, 
জীবনের 
অভিনব রূপান্তরণ, আঁধার হতে মহাকায় দীপ্তির 
ভিতরে অনুপ্রবেশ - - - 

- শান্তনু সান্যাল
 

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২


অবিরাম ঝরে যাওয়া 

যুগ যুগান্ত ধরে ঝরে গেছে, পর্ণ বিহীন জীবন !
সাঁঝের ঝাপসা আলোয়  চায় হৃদয় শুধু -
মাত্র ; ক একটা ফোঁটা বৃষ্টি, এবং 
তার সজল নয়নের স্পর্শ, 
সময়ের অবাধ 
চাহিদা 
গেছে রিক্ত করে সিক্ত মনের গভীরতা, তবুও 
ভরে রাখতে চায় অন্তর্মন; পুনরায় প্রকৃত 
উদারতা, কিছু তার অফুরন্ত 
ভালবাসা, আর কিছু 
অনন্তকালের এক 
দায়বদ্ধতা,
ঝরে যাওয়া হয় ত নিজেই এক নিয়তি -
নির্ঝর সম বহে যায় চিরন্তন 
জড়িয়ে দেহে শৈল 
আঘাত,
করে যায় শীতল;  তপ্ত অন্তর ভৌমের বাহ্য 
জগত, করে যায় হরিত প্রান্তর দুই 
ধারে, ফুটে রয় দিবানিশি 
পবিত্র ভাবনার পুষ্প 
জীবন নদীর 
কিনারে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

art - Hope by Bogantropuz

বুধবার, ২৩ মে, ২০১২


বিক্ষিপ্ত অনুভূতি 

সম্ভ্রান্ত থেকে বাউণ্ডুলে, কুলীন হতে কলঙ্কিত 
প্রেম সে পরিচয়হীন, শুধুই বুকের মাঝে 
জেগে রয় সারা রাত, অনবহিত 
নিজের জগতে উন্মুক্ত 
সে এক মধুর 
ভাবনা,
নির্জন আঁধারে ধেয়ে যায় ধরতে যেন নীল 
জোনাকির আলো, ভাসে নিশিপুস্পের
সুবাসে, সে যেন ভিন্ন উপগ্রহের 
প্রাণী, গভীর তমসে খুঁজে 
প্রেয়সীর ঠিকানা,
বসে থাকে 
উদ্ভাসিত ভব্য আকাশের তলে, তার বক্ষের 
উপরে ঝরে অজানা স্বপ্নীল নিহার 
কণা, হৃদয়ে জড়িয়ে রাখে 
প্রতিশ্রুতির স্পন্দন,
না নিদ্রিত নাহি 
সে জাগৃত,
শুধুই শুন্যে ভেসে রয় তার অনুভূতি, এক 
শাশ্বত প্রদীপ্ত অগ্নিশিখা জ্বলে 
আত্মার দ্বারে, দিবস 
রজনী অখণ্ডিত 
ভাবে - - 

- শান্তনু সান্যাল
EvAntArt's Blog

মঙ্গলবার, ২২ মে, ২০১২


হৃদয় সে জিততে পারি নি - - - 
খুবই সহজে দেহের পরিক্রমা করে গেছে সে, যেমন 
ইচ্ছে নিংড়িয়ে, কচলিয়ে যা কিছু নেওয়ার 
ছিল নিয়ে গেছে সে, তার হাতের 
ভিজা মাটির উচ্ছিষ্ট ; বুকে 
পড়ে রইলো অবহেলিত,
তবুও সে গড়তে
পারি নি 
অন্তরতমের ভিত্তি, তার আবেগ চক্র থেমে গেছে শেষ 
প্রহরে, ভালবাসার পলকা কাচিক পাত্র ; পূর্ণতা 
পাওয়ার আগেই ভেঙে গেছে, রাতের 
দীর্ঘ নিঃশ্বাস ও ভোরের সীমা -
লঙ্ঘন, দুই অনুভূতির
মাঝে সে ছিল 
খুবই 
নিরীহ, পরাজিত, গন্ধবিহীন ঝরা  কুসুমের  আবর্ত, 
নত জানু, নিয়ে হাতে রিক্ত পাত্র খানি, চোখে 
ভরে অনুতাপের মেঘ, যেন এক সমৃদ্ধ 
সওদাগর উধ্বস্ত দাঁড়িয়ে আছে,
সব কিছু পাওয়ার পরে ও 
শুন্য হাতে, মনের 
বহিত্র হয় ত 
ডুবে গেছে তার চোখের সম্মুখে মাঝ সাগরের বুকে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Softly Sinking into the Sand by Ellie St George

রবিবার, ২০ মে, ২০১২

প্রাণী মাত্র

সে মায়াবিনী অভিসারিকা, ঘুরে বেড়ায় নিশীথ রাতে
একাকী, আম্রকুঞ্জের পথ হতে ওই দক্ষিনা ঢিবির 
আড়ালে, ঠিক জামরুল গাছের মাথায় 
যখন জোনাকিরা আসর বসায়,
সে গান ধরে কোন মোহক 
সুরে, কৃষ্ণ পক্ষের 
আকাশে 
অগুণিত তারকের দরদালানে, তখন মহা হুলুস্থুল ওঠে,
নীহারিকার সেই আলোর স্রোতে ভেসে যায় যেন 
তিন ভুবন, তার জাদুর ছলে রাত করে 
অভিনব শৃঙ্গার, মন ধেয়ে যায় 
এক অজানা, অপরিচিত 
পথে, সিক্ত পবনে 
যেন গুপ্ত 
অগ্নিশিখা বহে, দেহ ও প্রাণের মাঝে মধুর আগুনে জ্বলে, 
জীবন তখন আত্মঘাতী, আঁধার আলোর বাহিরে, 
মাংসপেশীর সত্তার আগে বিবেক যায় হেরে,
দেহ তখন চায় শল্কের স্খলন, এক 
নতুন রূপান্তরণ, আবরণ
বিহীন জীবন, এক 
পরিপূর্ণ দর্পণ,
মানুষ ও পশুর পার্থক্য তখন নিমেষে যায় কমে, শুধু
মাত্র সে তখন এক প্রাণী, পুরুষ অথবা নারী
শব্দের বিশ্লেষণ পড়ে থাকে অভিধানে,
অর্থহীন, মূল্যহীন ভাবে - - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


Painting by Deborah Nell 

শনিবার, ১৯ মে, ২০১২


সম্ভবতঃ 

ওই রেখাঙ্কিত ঘরে বসে মুখোমুখি অলস দুপুরে ; 
কড়ি দিয়ে, ভাবের খেলা আজ ও যায় নি 
থেমে, শালিকের দালান ঘরে ; কি 
আজ ও তদন্ত রয়েছে বাকি,
জানতে চায় আজ ও 
যে হৃদয়, 
ওই চিলেকোঠায় লুকিয়ে আছে তোমার মনের 
দুর্বলতা, আমি জানি ভালই ভাবে, ওই 
ছাউনির বুকে ঠিক কোঁচকানো
কচি লাউর ডগার মতন, 
মনমরা হয় ত আছে 
ভাবনার লতা, 
অথবা 
খুলে হৃদি তোরণ, নির্বাক চেয়ে রয়েছো সেই -
আষাড়ের ধুসর আকাশ, এক পশলা 
পড়ন্ত দুপুরের বৃষ্টি, ওই ভিজা 
মাটির গন্ধে হয় ত টের
পাবে, কোথায় যেন 
হারানো 
চিঠির ঠিকানা, অপ্রত্যাশিত আলিঙ্গনের মর্ম,
অনিচ্ছায় দূরে সরে যাওয়ার বেদনা, 
হঠাৎ যেন ভেসে যায় পুকুর 
পাড়ের কচুরি পানা, 
বুকের মাঝে 
আকস্মিক উত্তেজনা, সাঁঝের শেষে থাকবে কি 
বর্ষার সম্ভাবনা, এই মরু প্রান্তর হতে 
তা বলা মুশকিল - - - 

- শান্তনু সান্যাল
Painting by Ivan Shishkin 

শুক্রবার, ১৮ মে, ২০১২


ভোরের সমীরণে 

যথরীতি  রাত গেছে বুকে ভরে দহন চিরকালীন 
যথাক্রমে শুষ্ক মেঘ ভেসে গেছে মরু গগনে,
বৃষ্টির সাধে স্বপ্ন বেচারা চেয়ে রইলো 
সারা রাত ; মৃগ জলে ভিজা 
তার প্রতিশ্রুতি ; ক্ষণে 
ক্ষণে গেছে 
বিলীনতার পথে, বাবলার শামিয়ানা ছিল -
প্রদীপ্ত জোনাকির আলোয়, তবু ও 
আঠালো আঁধার বুকে যেন 
রইলো অত্যন্ত ভাবে ; 
সঘন জড়িয়ে 
একাকার, 
জানি না কিসের ব্যথা ছিল প্রাচ্য তারকের -
হৃদয়ে, ঠিক ভোরের আগে গেছে 
ভেঙে, গড়িয়ে পড়েছে 
দিগন্ত হতে 
সাগরে, 
হয় ত খুঁজে চলেছে সকালের ঠিকানা, এখন 
মনে হয়  সূর্য্য উঠেছে প্রেমের দেশে,
কিছু জল সমীর বহে আনছে 
শীতল প্রলেপ, বোধ 
হয় শ্রাবণী
মেঘ ছুঁয়ে তুমি পাঠিয়েছো সহানুভূতির চিঠি ;
নতুন প্রতিশ্রুতি - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

dark clouds 1

বুধবার, ১৬ মে, ২০১২

শুভ রাত্রি 
কার প্রণয় সুধা ঢেলে যায় জীবন, নির্জীব স্বাস 
তন্তু খুঁজে পায় স্পন্দন, স্বপ্নগুলো নিজেই 
ফেলে যায় সম্মোহনের জাল, রাত 
যেন ভুলে গেছে আঁধারের 
ঠিকানা, মনের পবিত্র 
ভূমি; নিশীথে
জেগে
রয় নিয়ে হৃদয়ে সকাল মুখী উজানের গান - - -

- শান্তনু সান্যাল
painting by Donna
জীবনদায়িনী গরল 

ঠিকানাই যখন গেছে হারায়ে, কিসের উদ্দেশ্যে 
জানি না, পাগল বৃষ্টি ভিজিয়ে যায় মরু -
ধরা নিজে কে উজাড় করে, মনে 
হয় সে বুঝে না অনিবারিত 
যুগের তৃষ্ণা, অথবা 
তুলেছে যজ্ঞের 
অঙ্গীকার, 
তার সেই বিস্তীর্ণ ঝরে যাওয়া, আকাশের বুকে 
রেখাঙ্কিত করে যায় উত্সর্গের কাহিনী, 
এ কেমন প্রণয়ের গরল যতই 
পান করে জীবন; ততই 
যেন বৃদ্ধি পায় 
নিঃশ্বাস,
জেগে উঠে অভিশপ্ত ভাবনা, সাজিয়ে যায় 
অপ্রত্যাশিত বাসনা, বুকে জমিয়ে 
রাখতে চায় মেঘের সঘন 
স্তর, শুধুই ঝরে 
যাওয়ার 
প্রবল প্রতিশ্রুতি, সে যেন অন্তরে রাখে অনন্ত 
দহন, বহুমুখী অগ্নিশিখার অনুভূতি,
তাই সজলতার  করে নির্মিতি,
যেমন প্রখর গ্রীষ্মের 
পরে শ্রাবণের
প্রস্তুতি !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Artwork by Steve Hanks

মঙ্গলবার, ১৫ মে, ২০১২


অব্যক্ত ভাবনা 

কি কথা ছিল; তার সজল চোখে বুঝতে পারি নি 
হৃদয়, ওই বর্ষায় ভিজে সে এসে; ফিরে 
গেছে বিস্মৃত শৈশবের রূপে, 
সিঁড়ির ধাপে রেখে 
কিছু স্মৃতির 
আর্দ্র 
বিন্দু, প্রতিধ্বনিত অতীতের নিঃশ্বাস, শুন্যতা ;
ওই ভাঙা সুরের জগতে ঘুরে ফিরে গেছে 
কত মৌসুমী হাওয়া, তার কন্ঠের 
গভীরে ; কি এখনো ভাসে 
প্রণয়ের কম্পন, 
জানতে 
পারি নি যে মন, সেই সাঁঝের চিত্রলিপির মাঝে 
ছিল কি যে রহস্য ; খুঁজতে পারি নি 
জীবন, হয় ত  সে লুকিয়ে 
গেছে অশ্রু ; বৃষ্টির 
অবিরল জলে, 
শুধুই 
রেখে গেছে দোরগোড়ায় কিছু ব্যথিত হাসির 
শব্দ, নিরব ভাঙনের কাহিনী, অস্পষ্ট 
পদচিহ্ন, জাগরণের সত্যতা,
ঘুমন্ত কিছু ভাবনা, 
আরও অনেক
কিছু - - 
  
- শান্তনু সান্যাল 
Paintings by Shirley Reade

সোমবার, ১৪ মে, ২০১২


সেই নয়নের গভীরতা 

মনের অভিলাষ, সীমাবিহীন অনুভূতি !
সে নিকট আসতে ও  দ্বিধাগ্রস্ত;
দূরত্ব রাখতে ও না রাজি,
কেমন করে বোঝাই 
চেতনের এই 
নিমজ্জন, 
ভাবনার পলকা পল্লবের অবস্থা খুবই 
করুণ, না ধরে রাখতে চায় 
হৃদয়ের তন্তু ; না উড়ে 
যেতে চায় সুদুর 
ঝড়ের 
সাথে, এক ভাগ্যগত রহস্য নিয়ে বুকে;  
সে করে আলাপ তড়িতের
সাথে, এ কেমন তার 
চোখের ভাষা 
বুঝতে 
গিয়ে যেন তারক খচিত আকাশ যায় 
ফুরায়ে, নৌকা ডুবির  সমস্ত 
যাত্রী পেয়েছে পরিত্রাণ,
যে নিজেই ডুবতে 
চায় যদি, 
খুবই মুশকিল যেন জীবনের মোক্ষ প্রাপ্তি !

- শান্তনু সান্যাল
storm - no idea about the painter 

রবিবার, ১৩ মে, ২০১২


না আসার কারণ - - - 

না; সে আসি নি প্রতিশ্রুতির জীর্ণ পাতা 
ঝরে গেছে হালকা হাওয়া লেগে,
জেগে ছিলেম সারা রাত 
মনের দ্বার খুলে 
চাঁদ ওঠে 
নি; শুক্লা তিথি থাকার সত্তে ও, না; সে 
কথা রাখি নি, ঝরে গেছে ভাবনার 
কুঁড়ি নিশুতি রাতে ফুটে,
কীসের শব্দ বুকের 
মাঝে বেদনার 
সঙ্গে 
মিলে লিখে গেছে ; আত্ম কাহিনী, না; 
চোখের ঘনীভূত বাদল ঝরে নি;
তবুও দেখি ভিজে আছে 
ভালবাসার পলকা 
অনুভূতি,
জানি হয় ত সে ভালোবাসি নি; শুধুই 
মন রাখার আবদার;  মিথ্যে 
করুণার স্পর্শ, রেখে 
গেছে স্বপ্নীল
নয়নের 
আলো হতে - - - 

- শান্তনু সান্যাল
Marianne North Gallery- Painting 

শনিবার, ১২ মে, ২০১২


স্বাহার জন্য প্রস্তুত 

আবার সে সাজিয়ে চলেছে উপাসনা মঞ্চ 
বুকে জ্বালিয়ে রেখে সান্ধ্য প্রদীপ,
চোখে ঘনিয়ে এনেছে 
প্রেমাঞ্জন, 
ফিরে এসেছে হয় ত ভাবনার; মোহানা
হতে অশ্রু জলের তরী, আবার 
সে বিছিয়ে রাখতে চায় 
কার পথে হৃদয়ের 
কোমল
গালিচা, বেঁধে চলেছে রেশমী সুতায় -
স্বপ্নের লাজুক ভাবপ্রবণতা;
আবার সে হতে চায় 
রিক্ত হাতের 
অর্ঘ্য,
জীবনের যজ্ঞ; পুনরায় যেন প্রজ্জ্বলিত!
সাঁঝের সুর্মারঙ্গী আঁধারে  জেগে 
উঠতে চায় সুপ্ত অভিলাষ, 
সে যেন আবার 
স্বাহার  জন্য 
প্রস্তুত,

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/



by unknown painter 

শুক্রবার, ১১ মে, ২০১২


অনন্তকালব্যাপী 

এড়িয়ে সমস্ত পূর্বাভাস সে ভিজিয়ে নিয়েছিল 
অন্তরতমের  তৃষ্ণা, তাই অপ্রত্যাশিত 
সন্ধ্যার ঝড়ে সে ছিল নির্বিকার,
ঠিক শিলাময় সামুদ্রিক 
সৈকত, নীরব !
ভাঙ্গনের জন্য যেন প্রস্তুত, দৃঢ় সংকল্প, জেদী,
তার এই অদ্ভুত অনুসঙ্গ, জাগিয়ে গেছে 
ভীরু ভালবাসায় এক অনন্য 
উদ্ভাবন, উড়ে গেছে 
সারস যুগল সম; 
তারা 
দিগন্তের পথ ধরে বহুদূর অজানা প্রান্তরে -
সেই স্বপ্নীল উপগ্রহের দেশান্তরী 
যাত্রা গেছে বদলিয়ে সব 
কিছু, যেন ফুটে 
চলেছে 
পাষাণী ধরাতলে; নামবিহীন স্বর্গীয় কুসুম, 
পরিত্যক্ত উত্স  ভূমি রইলো যুদ্ধ
মুখী, তারা  নিখোঁজ তাদের 
নিজের  জগতে; বাইরে 
ঝড় বৃষ্টি একাকার,
বহে চলেছে 
ক্ষিপ্ত হাওয়া তীব্র বেগে; তারা এখন সুদুর ভেসে 
চলেছে; আকাশপথে অভ্র মেখে গায়ে,
আবেশীয় অশনি নিয়ে বুকে,
বিলীনতার দিকে;
অনন্ত কাল ব্যাপী পথের বোধ হয় তারা যাত্রী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
no idea about creator