বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪
বহু কৌণিক ভাঙন - -
অনেক কিছুই বলার ছিল, কিন্তু -
তার কাছে সময় ছিল খুবই
অল্প, সুতরাং ভাবনার
গিঁট, যথারীতি
রইলো
আখোলা, অবশ্যই সে বলে গেছে
চোখের ভাষায় অনেক কিছু,
তার ফিরে যাওয়ার
পরে চার দিকে
ছিল এক
অদ্ভুত নীরবতা, ওই নিস্তব্ধ ক্ষণে
দেখেছি নিজের প্রতিবিম্বের
বহু কৌণিক ভাঙন,
খুব একাকী
তখন
জীবন দাঁড়িয়ে রইলো এক অন্ধ -
উপত্যকার কাছে, বিষন্ন মনে
চেয়ে আছে জোনাকি -
দের ঝিকিমিকি,
যাযাবর
বুনো গন্ধের সাথে তাদের অবুঝ
খেলা, ওই আবছা আলোয়
হয় 'ত ফিরে দেখেছে
সে আমায়,
অথবা
সেটা ছিল আমার স্বপ্নীল ফুলে - -
সাজানো ফুলদানি, নিঃশব্দে
গেছে ভেঙ্গে মেঝের
উপরে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by George Cochran Lambdin
তার কাছে সময় ছিল খুবই
অল্প, সুতরাং ভাবনার
গিঁট, যথারীতি
রইলো
আখোলা, অবশ্যই সে বলে গেছে
চোখের ভাষায় অনেক কিছু,
তার ফিরে যাওয়ার
পরে চার দিকে
ছিল এক
অদ্ভুত নীরবতা, ওই নিস্তব্ধ ক্ষণে
দেখেছি নিজের প্রতিবিম্বের
বহু কৌণিক ভাঙন,
খুব একাকী
তখন
জীবন দাঁড়িয়ে রইলো এক অন্ধ -
উপত্যকার কাছে, বিষন্ন মনে
চেয়ে আছে জোনাকি -
দের ঝিকিমিকি,
যাযাবর
বুনো গন্ধের সাথে তাদের অবুঝ
খেলা, ওই আবছা আলোয়
হয় 'ত ফিরে দেখেছে
সে আমায়,
অথবা
সেটা ছিল আমার স্বপ্নীল ফুলে - -
সাজানো ফুলদানি, নিঃশব্দে
গেছে ভেঙ্গে মেঝের
উপরে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by George Cochran Lambdin
বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
অ-সংজ্ঞায়িত মুহূর্ত গুলো - -
সে আবার খুলে বসে আছে আমার
সামনে, অতীতের জানালা,
অন্ধকারে চিরহরিৎ
আইভি লতার
গায়ে
এখনো লেগে আছে কিছু শিশির -
কণা, বিন্দু বিন্দু ঝরে
যেতে চায় তার
চোখের
রহস্যময়ী আলোর স্ফুলিঙ্গ, সমস্ত
শরীরে এক বিচিত্র নীলাভ
আবেগের সৃষ্টি, তার
অপরূপ মায়া
ভরিয়ে
যেতে চায় উতলা হৃদয়ের ধুসর ভূমি !
জীবনের অ-সংজ্ঞায়িত
মুহূর্ত গুলো সহসা
মুখর, গড়ে
যেতে
উৎসুক, প্রণয়ের কিছু সাত রঙের
পরিভাষা, সমীপবর্তী, যেন
থেমে রয়েছে আসন্ন
ঝড়ের হাওয়া,
জানি না,
লৌহ পিঞ্জর ভেঙ্গে সে কি ফিরে - -
পাবে আমার মনের উন্মুক্ত
আকাশ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Clay-pot-w-Flowers
সামনে, অতীতের জানালা,
অন্ধকারে চিরহরিৎ
আইভি লতার
গায়ে
এখনো লেগে আছে কিছু শিশির -
কণা, বিন্দু বিন্দু ঝরে
যেতে চায় তার
চোখের
রহস্যময়ী আলোর স্ফুলিঙ্গ, সমস্ত
শরীরে এক বিচিত্র নীলাভ
আবেগের সৃষ্টি, তার
অপরূপ মায়া
ভরিয়ে
যেতে চায় উতলা হৃদয়ের ধুসর ভূমি !
জীবনের অ-সংজ্ঞায়িত
মুহূর্ত গুলো সহসা
মুখর, গড়ে
যেতে
উৎসুক, প্রণয়ের কিছু সাত রঙের
পরিভাষা, সমীপবর্তী, যেন
থেমে রয়েছে আসন্ন
ঝড়ের হাওয়া,
জানি না,
লৌহ পিঞ্জর ভেঙ্গে সে কি ফিরে - -
পাবে আমার মনের উন্মুক্ত
আকাশ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Clay-pot-w-Flowers
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪
শেষ প্রহরে - -
রাতের শেষ প্রহরে দেখেছি সৃষ্টির
বিশৃঙ্খলতা, পৃথিবীর দুরে
সরে যাওয়া আর
আকাশের
ভেঙে
যাওয়া, আসলে দিগন্ত অনুভূতি
ও তোমার তথাকথিত
অশেষ ভালবাসা
কোথায়
যেন মিলেও মিলে না, কাল্পনিক -
ওই রেখার ঠিক উপরে
দেখেছি তুমি ও
আমি
ভেসে চলেছি সারসের রূপে বহু -
দূর, অজানা অন্তরীক্ষে !
বাস্তবিকতা এবং
স্বপ্নের
ওই চিরদিনের দ্বন্দ্ব বাদ দিয়ে - -
মন চায় নীল শুন্যে, দেহ
ও প্রাণ সম্পূর্ণ ভাবে
ভাসাতে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mystic moon 2
বিশৃঙ্খলতা, পৃথিবীর দুরে
সরে যাওয়া আর
আকাশের
ভেঙে
যাওয়া, আসলে দিগন্ত অনুভূতি
ও তোমার তথাকথিত
অশেষ ভালবাসা
কোথায়
যেন মিলেও মিলে না, কাল্পনিক -
ওই রেখার ঠিক উপরে
দেখেছি তুমি ও
আমি
ভেসে চলেছি সারসের রূপে বহু -
দূর, অজানা অন্তরীক্ষে !
বাস্তবিকতা এবং
স্বপ্নের
ওই চিরদিনের দ্বন্দ্ব বাদ দিয়ে - -
মন চায় নীল শুন্যে, দেহ
ও প্রাণ সম্পূর্ণ ভাবে
ভাসাতে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mystic moon 2
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪
সন্ধ্যার শেষে - -
আজ এই সন্ধ্যার শেষে, কিছু বিশেষ
নেই বুকে বলার জন্য, শুধু এই
নিস্তব্ধ ক্ষণে, মন চায়
অনিবার ভাবে,
খোলা
আকাশের দিকে, অকারণে চেয়ে - -
থাকতে, আকাশগঙ্গা কি
কোনো দিন খুঁজে
পায়ে ওই
আঁধারের সমুদ্র, কিংবা নিজের তটে
নিজেই যায় হারিয়ে, জানতে
ইচ্ছে করে, কোন পথে
আছে জোছনার
গোপন
বাড়ি, কিছু আলোর উপহার যদি -
পেতাম, হয় ' ত জীবনে ভরে
উঠত উজ্জ্বল অরণ্য -
ফুলের আবেগ,
যাযাবর
পাহাড়ি নদীর মনোভাব যদি ছুঁয়ে -
যেত মনের স্থির ভাবনা, হয়
তো জীবন খুঁজে পেত
বিমুখ শ্রাবণের
ঠিকানা,
হয় 'ত তার সজল বক্ষঃস্থলে জেগে
উঠত, একটানা বরিষণের
উৎকন্ঠা, ভিজে উঠত
যুগের অভিশপ্ত
বসুন্ধরা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
midnight beauty 1
নেই বুকে বলার জন্য, শুধু এই
নিস্তব্ধ ক্ষণে, মন চায়
অনিবার ভাবে,
খোলা
আকাশের দিকে, অকারণে চেয়ে - -
থাকতে, আকাশগঙ্গা কি
কোনো দিন খুঁজে
পায়ে ওই
আঁধারের সমুদ্র, কিংবা নিজের তটে
নিজেই যায় হারিয়ে, জানতে
ইচ্ছে করে, কোন পথে
আছে জোছনার
গোপন
বাড়ি, কিছু আলোর উপহার যদি -
পেতাম, হয় ' ত জীবনে ভরে
উঠত উজ্জ্বল অরণ্য -
ফুলের আবেগ,
যাযাবর
পাহাড়ি নদীর মনোভাব যদি ছুঁয়ে -
যেত মনের স্থির ভাবনা, হয়
তো জীবন খুঁজে পেত
বিমুখ শ্রাবণের
ঠিকানা,
হয় 'ত তার সজল বক্ষঃস্থলে জেগে
উঠত, একটানা বরিষণের
উৎকন্ঠা, ভিজে উঠত
যুগের অভিশপ্ত
বসুন্ধরা,
* *
- শান্তনু সান্যাল
midnight beauty 1
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪
বিস্তীর্ণ নীরবতা - -
বিষন্ন রাত্রি চেয়ে রইলো চন্দ্রহীন
আকাশ, সম্ভব কোথায় সব
সময় দীর্ঘকালীন
জোছনার
ভেসে
থাকা, সৃষ্টির নিজস্ব নিয়ম আছে,
সব কিছু, কি ঘটে মনের
অনুযায়ী, বেঁধে
রাখার
চেষ্টায় উড়ে যায় বারে বারে ওই
বাউণ্ডুলে, সুখ নামের পাখি !
বুকের খাঁচা চিরদিনই
শুন্য, তবুও বয়ে
যায় ব্যথা
ভার -
অদৃশ্য ভাবে, সেটা দৃষ্টি ভ্রম ছিল
অথবা অতিরিক্ত পাওয়ার
অভিলাষ, সারা রাত
হেঁটে, ক্লান্ত দেহে
যখন -
পৌঁছোলাম, ওই সুদুরস্থ ঝিলের -
তীরে দেখি, সে গেছে
শুকিয়ে বহু দিন
আগে,
কেবল লবণাক্ত পৃষ্ঠতলে আছে -
কিছু স্মৃতির সজল পদচিহ্ন,
প্রতিধ্বনিত অতীতের
কিছু তরঙ্গের
শব্দ - -
আর চারদিকে বিস্তীর্ণ নীরবতা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
poetic bloom
আকাশ, সম্ভব কোথায় সব
সময় দীর্ঘকালীন
জোছনার
ভেসে
থাকা, সৃষ্টির নিজস্ব নিয়ম আছে,
সব কিছু, কি ঘটে মনের
অনুযায়ী, বেঁধে
রাখার
চেষ্টায় উড়ে যায় বারে বারে ওই
বাউণ্ডুলে, সুখ নামের পাখি !
বুকের খাঁচা চিরদিনই
শুন্য, তবুও বয়ে
যায় ব্যথা
ভার -
অদৃশ্য ভাবে, সেটা দৃষ্টি ভ্রম ছিল
অথবা অতিরিক্ত পাওয়ার
অভিলাষ, সারা রাত
হেঁটে, ক্লান্ত দেহে
যখন -
পৌঁছোলাম, ওই সুদুরস্থ ঝিলের -
তীরে দেখি, সে গেছে
শুকিয়ে বহু দিন
আগে,
কেবল লবণাক্ত পৃষ্ঠতলে আছে -
কিছু স্মৃতির সজল পদচিহ্ন,
প্রতিধ্বনিত অতীতের
কিছু তরঙ্গের
শব্দ - -
আর চারদিকে বিস্তীর্ণ নীরবতা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
poetic bloom
মাঝখানের অন্তরাল - -
সুখ ও দুঃখের পরিভাষা নিজের
দৃষ্টিকোণে কিছুই হতে পারে,
চোখে ভরা অশ্রু, আর
মুখ ভরা হাসির
মাঝখানে
ছিল
অন্তরাল বিস্তীর্ণ, জীবনের ওই -
মানিয়ে নেওয়ার প্রক্রিয়া
থামে কোথায়, সতত
এক চুক্তি হতে
অন্যে
দিকে এগোনো, না তোমার প্রেমে
আছে ওই অনন্তকালীন
গন্ধ, না আমার
বুকে আছে
বাকি
সততার পরশ, যেন এক অদৃশ্য
নাটকের ভূমিকায় আমরা
সবাই, করে চলেছি
অভিনয়,
নিয়তির ওই পরিচালনায় কেউ
হস্তক্ষেপ করতে পারে না,
লিপিবদ্ধ চরিত্রের
বাহিরে
আসা সম্ভব কোথায়, অনুপায় -
তুমিও, নিরুপায় আমিও
কম নই, কেবল
মৌন ভাবে
এক
স্বীকারোক্তি, বিশ্বাসঘাতকতার
প্রশ্ন কোথায় ওঠে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy medona
দৃষ্টিকোণে কিছুই হতে পারে,
চোখে ভরা অশ্রু, আর
মুখ ভরা হাসির
মাঝখানে
ছিল
অন্তরাল বিস্তীর্ণ, জীবনের ওই -
মানিয়ে নেওয়ার প্রক্রিয়া
থামে কোথায়, সতত
এক চুক্তি হতে
অন্যে
দিকে এগোনো, না তোমার প্রেমে
আছে ওই অনন্তকালীন
গন্ধ, না আমার
বুকে আছে
বাকি
সততার পরশ, যেন এক অদৃশ্য
নাটকের ভূমিকায় আমরা
সবাই, করে চলেছি
অভিনয়,
নিয়তির ওই পরিচালনায় কেউ
হস্তক্ষেপ করতে পারে না,
লিপিবদ্ধ চরিত্রের
বাহিরে
আসা সম্ভব কোথায়, অনুপায় -
তুমিও, নিরুপায় আমিও
কম নই, কেবল
মৌন ভাবে
এক
স্বীকারোক্তি, বিশ্বাসঘাতকতার
প্রশ্ন কোথায় ওঠে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy medona
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪
অনুদ্ঘাটিত অপেক্ষা - -
চির পরিচিত মুখের ওই জলসায়
সব কিছুই ছিল যথাবৎ
নিজের জায়গায়,
সঠিক
গোছানো, কায়দা করে সাজানো,
বিদেশাগত ফুলদানি, চটক
রঙের আলোর মাঝে
অবশ্যই ফুলেরা
ছিল দেশী,
তার ওই
স্বপ্নীল আসরে, সমস্ত কিছু ছিল -
দামী, অমূল্য সৌন্দর্য্যে ভরা
কিন্তু সব কিছু থাকার
সত্তেও, ওই বিশেষ
চেহারায়
ছিল না সতেজতা, কোথায় যেন
সে হারিয়ে এসেছে হাসির
কৌটো, কোথায়
যেন ভুলে
এসেছে
ভালবাসার খোলা আতরদানি !
তার চোখের কোণে মেঘের
ছায়া ছিল সুস্পষ্ট, এক
অস্থায়ী থামানো
ঝড়ের
সাথে, তার চোখের সন্ধানে ছিল
পরকীয় গন্ধ, অপ্রত্যাশিত
ভাবে সন্ধ্যার বৃষ্টি !
যদি ধুয়ে যায়
সব কিছু
নিমেষে, বুকের মাঝে ছিল তার
ঘনীভূত প্রেমের ধাতুনি:স্রব,
অনুদ্ঘাটিত অন্তহীন
অপেক্ষা জানি
না কার
জন্য সে হতে চায় আগ্নেয়গিরি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Chris Saper
সব কিছুই ছিল যথাবৎ
নিজের জায়গায়,
সঠিক
গোছানো, কায়দা করে সাজানো,
বিদেশাগত ফুলদানি, চটক
রঙের আলোর মাঝে
অবশ্যই ফুলেরা
ছিল দেশী,
তার ওই
স্বপ্নীল আসরে, সমস্ত কিছু ছিল -
দামী, অমূল্য সৌন্দর্য্যে ভরা
কিন্তু সব কিছু থাকার
সত্তেও, ওই বিশেষ
চেহারায়
ছিল না সতেজতা, কোথায় যেন
সে হারিয়ে এসেছে হাসির
কৌটো, কোথায়
যেন ভুলে
এসেছে
ভালবাসার খোলা আতরদানি !
তার চোখের কোণে মেঘের
ছায়া ছিল সুস্পষ্ট, এক
অস্থায়ী থামানো
ঝড়ের
সাথে, তার চোখের সন্ধানে ছিল
পরকীয় গন্ধ, অপ্রত্যাশিত
ভাবে সন্ধ্যার বৃষ্টি !
যদি ধুয়ে যায়
সব কিছু
নিমেষে, বুকের মাঝে ছিল তার
ঘনীভূত প্রেমের ধাতুনি:স্রব,
অনুদ্ঘাটিত অন্তহীন
অপেক্ষা জানি
না কার
জন্য সে হতে চায় আগ্নেয়গিরি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Chris Saper
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
আশ্চর্য্য বৈকি !
তুমি আজ ও ধরে আছো, দেহের
কঙ্কাল শাখা প্রশাখা, আশ্চর্য্য
বৈকি ! যদিও ঝরিয়ে
গেছে সময়ের
বাতাস,
স্তর প্রতি স্তর মুখের লাবণ্য হতে
সজলতা, তোমার এই প্রেম
কি আত্ম্দাহ, ঝঙ্কৃত
করে হৃদয়ের
স্পন্দন,
তুমি আজও জড়িয়ে আছো কচি
গন্ধে মাখা আমার ভালবাসা,
যদিও ছুঁয়ে গেছে নব
বসন্তের সুরভি,
পৃথিবীর
বুকে,সত্যিই তোমার অমলিন -
প্রণয় করে যায় বাধ্য
আমায়, তাই
আমি
ফিরে আসি, বারংবার ডিঙিয়ে -
সঘন রাতের অন্ধকার !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Hood Art Watercolors
কঙ্কাল শাখা প্রশাখা, আশ্চর্য্য
বৈকি ! যদিও ঝরিয়ে
গেছে সময়ের
বাতাস,
স্তর প্রতি স্তর মুখের লাবণ্য হতে
সজলতা, তোমার এই প্রেম
কি আত্ম্দাহ, ঝঙ্কৃত
করে হৃদয়ের
স্পন্দন,
তুমি আজও জড়িয়ে আছো কচি
গন্ধে মাখা আমার ভালবাসা,
যদিও ছুঁয়ে গেছে নব
বসন্তের সুরভি,
পৃথিবীর
বুকে,সত্যিই তোমার অমলিন -
প্রণয় করে যায় বাধ্য
আমায়, তাই
আমি
ফিরে আসি, বারংবার ডিঙিয়ে -
সঘন রাতের অন্ধকার !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Hood Art Watercolors
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
পৃথিবী ও আকাশের মাঝে - -
খুলে নি সে হৃদয়ের বন্ধ কপাট, চোখের
মৌন লিপিতে লিখে গেছে, কিছু
রহস্যময় প্রতিশ্রুতি, যেন
মিশরের অবর্ণিত
সঙ্কেত !
পাথরের বুকে চিরকালের জন্য প্রোথিত,
কিছুই বলি নি সে, অনিমেষ ও
নির্বাক চাহনির মাঝে
কি যা ছিল
গোপন,
জানার ইচ্ছে খুব ছিল, কিন্তু জিজ্ঞেস -
করতেই পারি নি, তার আনত
চোখের ছায়ায় গেছি
হারিয়ে, যেন
ক্লান্ত
পথিক খুঁজে তপ্ত দুপুরে একফালি বৃক্ষের
ছায়া, জীবন তখন পুনর্জন্মের
পথে অগ্রসর, ভুলে যেতে
চায় অতীতের
সমস্ত
নিষ্ঠুরতা, চোখে তখন স্বপ্নের অঙ্কুরণ !
প্রাণে জীবন্ত কবিতার রচনা,
দেহের রন্ধ্রে রন্ধ্রে ভেসে
যেতে চায় তখন
আবেগী
ঝরনা, ঠিক পরবর্তী মুহুর্তে নৈসর্গিক -
ভাবে ছোঁয়ার লুকানো অভিলাষ,
হাত বাড়াতেই দেখি সে
বিলুপ্তির পথে হলো
অদৃশ্য !
পৃথিবী ও আকাশের মাঝে তখন কেবল
ভাসন্ত নিবিড় কুয়াশা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by - Nasturtiums - Peggy Flora Zalucha
মৌন লিপিতে লিখে গেছে, কিছু
রহস্যময় প্রতিশ্রুতি, যেন
মিশরের অবর্ণিত
সঙ্কেত !
পাথরের বুকে চিরকালের জন্য প্রোথিত,
কিছুই বলি নি সে, অনিমেষ ও
নির্বাক চাহনির মাঝে
কি যা ছিল
গোপন,
জানার ইচ্ছে খুব ছিল, কিন্তু জিজ্ঞেস -
করতেই পারি নি, তার আনত
চোখের ছায়ায় গেছি
হারিয়ে, যেন
ক্লান্ত
পথিক খুঁজে তপ্ত দুপুরে একফালি বৃক্ষের
ছায়া, জীবন তখন পুনর্জন্মের
পথে অগ্রসর, ভুলে যেতে
চায় অতীতের
সমস্ত
নিষ্ঠুরতা, চোখে তখন স্বপ্নের অঙ্কুরণ !
প্রাণে জীবন্ত কবিতার রচনা,
দেহের রন্ধ্রে রন্ধ্রে ভেসে
যেতে চায় তখন
আবেগী
ঝরনা, ঠিক পরবর্তী মুহুর্তে নৈসর্গিক -
ভাবে ছোঁয়ার লুকানো অভিলাষ,
হাত বাড়াতেই দেখি সে
বিলুপ্তির পথে হলো
অদৃশ্য !
পৃথিবী ও আকাশের মাঝে তখন কেবল
ভাসন্ত নিবিড় কুয়াশা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by - Nasturtiums - Peggy Flora Zalucha
অন্তরতমের মধুমাস - -
অন্তরতমের মধুমাস রইলো অপ্রকাশিত,
বাহ্য জগৎ ! বাসন্তী রঙে একাকার,
তার অনুরাগের গভীরতা
ছিল কল্পনার বাহিরে,
আমি শুধুই
এক অনুমানিত ভালবাসা জড়িয়ে বুকে
বসে রইলাম সারা জীবন, সেই
আমিত্বের পরিধি বেঁধে
রাখলো চিরদিন
অন্ধ গহ্বরে,
তাই বুঝতেই পারি নি, কবে যে পাতা -
ঝরার মৌসুম গেছে ঝরিয়ে, ওই
জীবনের শুকনো মুহূর্ত -
গুলি, আমি
খুলে দেখেই নি কোনো দিন অন্তঃস্থলের
জানালা, শুধুই বাহির হতে সত্যের
পরিদর্শন, তাই ছুঁয়ে উঠতে
পারি নি তার হৃদয়ের
স্পন্দন, এক
অপূর্ণ অভিলাষ নিয়ে বুকে, তাই ঘুরে - -
মরেছি নিরন্তর মরু মরীচিকার
পিছনে অহর্নিশ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Mark Higden Watercolor Oil Paintings
বাহ্য জগৎ ! বাসন্তী রঙে একাকার,
তার অনুরাগের গভীরতা
ছিল কল্পনার বাহিরে,
আমি শুধুই
এক অনুমানিত ভালবাসা জড়িয়ে বুকে
বসে রইলাম সারা জীবন, সেই
আমিত্বের পরিধি বেঁধে
রাখলো চিরদিন
অন্ধ গহ্বরে,
তাই বুঝতেই পারি নি, কবে যে পাতা -
ঝরার মৌসুম গেছে ঝরিয়ে, ওই
জীবনের শুকনো মুহূর্ত -
গুলি, আমি
খুলে দেখেই নি কোনো দিন অন্তঃস্থলের
জানালা, শুধুই বাহির হতে সত্যের
পরিদর্শন, তাই ছুঁয়ে উঠতে
পারি নি তার হৃদয়ের
স্পন্দন, এক
অপূর্ণ অভিলাষ নিয়ে বুকে, তাই ঘুরে - -
মরেছি নিরন্তর মরু মরীচিকার
পিছনে অহর্নিশ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Mark Higden Watercolor Oil Paintings
বন্য পথে - -
না ডুবন্ত, না ভাসন্ত, মধ্যিখানে এই
নিঃশ্বাস, ভেসে রয় নিসর্গে
যেন অসংখ্য উপগ্রহ,
তার প্রেমের
সংজ্ঞা
খুবই জটিল, এক প্রান্তে বিহানের -
সূচনা, অন্য দিকে সূর্যের
অবসান, সকাল ও
সাঁঝের সন্ধি
ক্ষণে,
ঠিক অন্ধকার ঘনিয়ে ওঠার আগে,
দেখেছি তার দেহ হতে উঠছে
অপ্রত্যাশিত অরণ্য
দহন, ক্রমশঃ
তীব্রতর,
যখন পাহাড়ের গায়ে ঝরে চলেছে -
মহুয়ার মাদক রস, সে ধরে
রাখতে চায় আমার
অস্তিত্ব নিজের
বুকের
মাঝে বিক্ষিপ্ত ভাবে, তখন জীবন - -
পুংহরিণ, ধেয়ে যেতে চায়
বন্য পথে উন্মাদিত,
অগোছাল
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin.jpg 2
নিঃশ্বাস, ভেসে রয় নিসর্গে
যেন অসংখ্য উপগ্রহ,
তার প্রেমের
সংজ্ঞা
খুবই জটিল, এক প্রান্তে বিহানের -
সূচনা, অন্য দিকে সূর্যের
অবসান, সকাল ও
সাঁঝের সন্ধি
ক্ষণে,
ঠিক অন্ধকার ঘনিয়ে ওঠার আগে,
দেখেছি তার দেহ হতে উঠছে
অপ্রত্যাশিত অরণ্য
দহন, ক্রমশঃ
তীব্রতর,
যখন পাহাড়ের গায়ে ঝরে চলেছে -
মহুয়ার মাদক রস, সে ধরে
রাখতে চায় আমার
অস্তিত্ব নিজের
বুকের
মাঝে বিক্ষিপ্ত ভাবে, তখন জীবন - -
পুংহরিণ, ধেয়ে যেতে চায়
বন্য পথে উন্মাদিত,
অগোছাল
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
art by terence mckelin.jpg 2
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
সত্যের পারদর্শিতা - -
তার আকুল আকাঙ্ক্ষায় স্পষ্ট ভেসে ওঠে, -
কায়িক অভিলাষ হতে গগনচারী
ভালবাসা, আমি প্রায়ই
কেঁপে উঠি দেখে
তার এই
অপরূপ মায়া, সে ধরে বেঁধে নিয়ে যেতে -
চায়, অন্য কোনো আলোকভেদ্য
জগতে, যেখানে সমস্ত
কিছু প্রকাশ্য -
সত্য - -
আবরণমুক্ত, ওই মুহুর্তে দেহের সব মিথ্যে
স্তর যায়, একে-একে খসে, বাসনারা
তখন, শিশুবত হামাগুড়ি
দিয়ে হাঁটে, নিরীহ
চোখে দেখে
পিছনে
ফেলানো মায়াবী পৃথিবী, মহাসাগরের নীল
গভীরতা হয় ওঠে জলরং ছবি, নীরব
যেন ঝুলানো রয়েছে শুন্যে, সব
কিছু কুয়াশা মুক্ত, সব
কিছু মনে হয়
শুধুই
ক্ষণিক ভালবাসার আলোড়ন, যখন জীবন
বেরিয়ে আসে ওই আগ্নেয়গিরির
গহ্বর হতে বাহির, সারা
দেহ ও প্রাণে তখন
ঝিলিমিলির
আভাস,
প্রকৃত অগ্নিস্নানের পরে হৃদয় ভুলে যায় - -
সমস্ত মান অভিমান, রাগ অনুরাগ,
ফিরে পায় নিজের আসল
মানবিক অস্তিত্ব,
রক্ত মাংস
বিহীন
জীবন তখন হয় ওঠে স্ফটিক শিলা, প্রস্তর
প্রতি প্রস্তর সত্যের পারদর্শিতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by marina petro 2
কায়িক অভিলাষ হতে গগনচারী
ভালবাসা, আমি প্রায়ই
কেঁপে উঠি দেখে
তার এই
অপরূপ মায়া, সে ধরে বেঁধে নিয়ে যেতে -
চায়, অন্য কোনো আলোকভেদ্য
জগতে, যেখানে সমস্ত
কিছু প্রকাশ্য -
সত্য - -
আবরণমুক্ত, ওই মুহুর্তে দেহের সব মিথ্যে
স্তর যায়, একে-একে খসে, বাসনারা
তখন, শিশুবত হামাগুড়ি
দিয়ে হাঁটে, নিরীহ
চোখে দেখে
পিছনে
ফেলানো মায়াবী পৃথিবী, মহাসাগরের নীল
গভীরতা হয় ওঠে জলরং ছবি, নীরব
যেন ঝুলানো রয়েছে শুন্যে, সব
কিছু কুয়াশা মুক্ত, সব
কিছু মনে হয়
শুধুই
ক্ষণিক ভালবাসার আলোড়ন, যখন জীবন
বেরিয়ে আসে ওই আগ্নেয়গিরির
গহ্বর হতে বাহির, সারা
দেহ ও প্রাণে তখন
ঝিলিমিলির
আভাস,
প্রকৃত অগ্নিস্নানের পরে হৃদয় ভুলে যায় - -
সমস্ত মান অভিমান, রাগ অনুরাগ,
ফিরে পায় নিজের আসল
মানবিক অস্তিত্ব,
রক্ত মাংস
বিহীন
জীবন তখন হয় ওঠে স্ফটিক শিলা, প্রস্তর
প্রতি প্রস্তর সত্যের পারদর্শিতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by marina petro 2
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
অন্তর্মনের অনুরণন - -
ফিরে আসে অন্তর্মনের অনুরণন -
বারে বারে, সহজ নয় দুরে
সরে যাওয়া, নিভৃত
ভাবনার যোগী
আবার
খুঁজে জন অরণ্যে হারানো মায়ার
ঠিকানা, কিছু ভাঙা প্রেমের
শৃঙ্খল, কিছু শুকনো
ফুলের গন্ধ,
দেয়ালে
ঝুলানো স্মৃতি চিহ্ন, ছিন্ন ভিন্ন - -
অ্যালবামের পৃষ্ঠা, জীবন
করে পুন:স্মরণ, ওই
শৈশবকালের
কাগজের
নৌকো পুনরায় ভাসাতে চায় মন,
কিন্তু মেঘ্মাস বহুদূর, উন্মুক্ত
নীলাকাশ তখন করে
অট্টহাস, দীর্ঘ
অপেক্ষা
নিয়ে বুকে জীবন বসে রয় একা
অতীতের দোরগোড়ায়,
কুলুপ আঁটা দরজার
সামনে, সময়ের
হাতে
চাবি গেছে কবে যে হারিয়ে, হয়
'ত সে জানে, কিন্তু তবুও
আশার লতা যায়
না শুকায়ে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
silk painting
বারে বারে, সহজ নয় দুরে
সরে যাওয়া, নিভৃত
ভাবনার যোগী
আবার
খুঁজে জন অরণ্যে হারানো মায়ার
ঠিকানা, কিছু ভাঙা প্রেমের
শৃঙ্খল, কিছু শুকনো
ফুলের গন্ধ,
দেয়ালে
ঝুলানো স্মৃতি চিহ্ন, ছিন্ন ভিন্ন - -
অ্যালবামের পৃষ্ঠা, জীবন
করে পুন:স্মরণ, ওই
শৈশবকালের
কাগজের
নৌকো পুনরায় ভাসাতে চায় মন,
কিন্তু মেঘ্মাস বহুদূর, উন্মুক্ত
নীলাকাশ তখন করে
অট্টহাস, দীর্ঘ
অপেক্ষা
নিয়ে বুকে জীবন বসে রয় একা
অতীতের দোরগোড়ায়,
কুলুপ আঁটা দরজার
সামনে, সময়ের
হাতে
চাবি গেছে কবে যে হারিয়ে, হয়
'ত সে জানে, কিন্তু তবুও
আশার লতা যায়
না শুকায়ে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
silk painting
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
উন্মুক্ত জলধারা - -
ওই সজল পারদর্শী ভাবনার পারে
দেখেছি, তার নিঃশর্ত প্রেম
হয়ে উঠতে চায়, সদ্য
মঞ্জরিত অনাম
ফুলের গন্ধ,
জীবনের ধুসর মরু প্রান্তরে যেন -
ভেসে উঠতে চায় জলপূর্ণ
মেঘ, তার অনুরাগী
মন ক্রমশঃ পার
করে যেতে
চায়
অনন্ত প্রণয়ের কিলিমাঞ্জারো, সেই
সুদুর সাহারার বুকে ঝরে
যেতে যেন আকুল !
তার বুকের
জমাট
ভালবাসা, প্রাণ ও দেহে সঞ্চারিত -
করে চলেছে মৃত নদীর
পুনর্জন্ম, জীবন
ধরে রাখতে
চায় -
তার দূরপ্রসারিত উন্মুক্ত জলধারা
বুকের গভীরতম অঞ্চলে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
the-glory-of-roses-lacy
দেখেছি, তার নিঃশর্ত প্রেম
হয়ে উঠতে চায়, সদ্য
মঞ্জরিত অনাম
ফুলের গন্ধ,
জীবনের ধুসর মরু প্রান্তরে যেন -
ভেসে উঠতে চায় জলপূর্ণ
মেঘ, তার অনুরাগী
মন ক্রমশঃ পার
করে যেতে
চায়
অনন্ত প্রণয়ের কিলিমাঞ্জারো, সেই
সুদুর সাহারার বুকে ঝরে
যেতে যেন আকুল !
তার বুকের
জমাট
ভালবাসা, প্রাণ ও দেহে সঞ্চারিত -
করে চলেছে মৃত নদীর
পুনর্জন্ম, জীবন
ধরে রাখতে
চায় -
তার দূরপ্রসারিত উন্মুক্ত জলধারা
বুকের গভীরতম অঞ্চলে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
the-glory-of-roses-lacy
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪
অদৃশ্য প্রলেপ - -
আবার তোমার চোখে আছে এক
নতুন অন্বেষণের সূত্রপাত,
পুনরায় আমিও
চলেছি
নিজেকে একটু গুছিয়ে, আসলে -
সময় থাকতে নিজেকে
বদলানো খুবই
অপরিহার্য,
অন্যথা
মানুষ রয়ে যায় অনেক পিছনে,
বিস্মৃত যাত্রীর জন্য কেউ
আর অপেক্ষা করে
না, তাই বহু
দিনের
পরে আরশির মুখোমুখি জীবন
আছে দাঁড়ায়ে, অতীতের
হিসেব নিকেশ এই
মুহুর্তে কোনো
মানে
রাখে না, অন্তিম দস্তখৎ ছিল -
নিয়তির হাতে, এখন
কাটকুটের সুযোগ
খুবই অল্প,
তাই
পুনরায় সময়ের সাথে মিটমাট,
অবশিষ্ট দিনের সঙ্গে হাসি
মুখ চুক্তি, না কোনো
অনুতাপ, না
দুঃখ,
ধীরে ধীরে বুকের উপরে এক
অদৃশ্য প্রলেপের অনুভূতি,
বিকল্পের সন্ধান
শুধুই মৃগ -
তৃষ্ণা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Martha Kisling 1
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhis2YPgGTPM6IDPUN5s-XS7W1pQKE-fpunz3XdWl7OHL93Gc55KeATYFd8ac99AaOR2yJVAZcnuA-76OTDmiJusI1ion3hbyh-kBQJ0FiSc34KCaOiYqLhNGnM93S9iT5I9ZgHoNcX5F1o/s1600/Kisling+1134+-+Shades+of+Peach.JPG
নতুন অন্বেষণের সূত্রপাত,
পুনরায় আমিও
চলেছি
নিজেকে একটু গুছিয়ে, আসলে -
সময় থাকতে নিজেকে
বদলানো খুবই
অপরিহার্য,
অন্যথা
মানুষ রয়ে যায় অনেক পিছনে,
বিস্মৃত যাত্রীর জন্য কেউ
আর অপেক্ষা করে
না, তাই বহু
দিনের
পরে আরশির মুখোমুখি জীবন
আছে দাঁড়ায়ে, অতীতের
হিসেব নিকেশ এই
মুহুর্তে কোনো
মানে
রাখে না, অন্তিম দস্তখৎ ছিল -
নিয়তির হাতে, এখন
কাটকুটের সুযোগ
খুবই অল্প,
তাই
পুনরায় সময়ের সাথে মিটমাট,
অবশিষ্ট দিনের সঙ্গে হাসি
মুখ চুক্তি, না কোনো
অনুতাপ, না
দুঃখ,
ধীরে ধীরে বুকের উপরে এক
অদৃশ্য প্রলেপের অনুভূতি,
বিকল্পের সন্ধান
শুধুই মৃগ -
তৃষ্ণা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Martha Kisling 1
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhis2YPgGTPM6IDPUN5s-XS7W1pQKE-fpunz3XdWl7OHL93Gc55KeATYFd8ac99AaOR2yJVAZcnuA-76OTDmiJusI1ion3hbyh-kBQJ0FiSc34KCaOiYqLhNGnM93S9iT5I9ZgHoNcX5F1o/s1600/Kisling+1134+-+Shades+of+Peach.JPG
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
নৈসর্গিক ত্তড়ান - -
সঘন অন্ধকারে যখন অভ্যন্তরীণ জগৎ
চায় তোমার চোখের আলো, সেই
মুহুর্তে আমি হয় উঠি, একটু
ধন্য, সামান্য দামী,
ওই কম্পিত -
পরশে,
জীবন খুঁজে পায়ে মাঝধারে নিমগ্ন তরী,
মধ্যরাতের নীরবতা ভেঙে, যখন
ছুঁয়ে যায়, তোমার নিঃশ্বাসের
কিছু উষ্ণ বাষ্প কণা,
তখন বুকের
ধরাতলে
ফুটে ওঠে অসংখ্য আবেগের লতা, শাখা
প্রশাখায় দেখতে না দেখতেই, যেন
ফুলের বাহার, এক অদ্ভুত
সুবাসে ভরে ওঠে
সম্পূর্ণ দেহের
খাঁচা - -
ওই ঐন্দ্রজালিক প্রণয়ের বশিভুতে আমি
প্রায়ই ভুলে যাই, নৈসর্গিক ত্তড়ান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pink Orchid Stem
চায় তোমার চোখের আলো, সেই
মুহুর্তে আমি হয় উঠি, একটু
ধন্য, সামান্য দামী,
ওই কম্পিত -
পরশে,
জীবন খুঁজে পায়ে মাঝধারে নিমগ্ন তরী,
মধ্যরাতের নীরবতা ভেঙে, যখন
ছুঁয়ে যায়, তোমার নিঃশ্বাসের
কিছু উষ্ণ বাষ্প কণা,
তখন বুকের
ধরাতলে
ফুটে ওঠে অসংখ্য আবেগের লতা, শাখা
প্রশাখায় দেখতে না দেখতেই, যেন
ফুলের বাহার, এক অদ্ভুত
সুবাসে ভরে ওঠে
সম্পূর্ণ দেহের
খাঁচা - -
ওই ঐন্দ্রজালিক প্রণয়ের বশিভুতে আমি
প্রায়ই ভুলে যাই, নৈসর্গিক ত্তড়ান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pink Orchid Stem
সময়ের স্রোতে - -
অনুরাগ কি বিরাগ, মনের মানুষ -
কি বাধ্য বাধকতা, দুরস্থ
কি বুকে জড়ানো
ভালবাসা,
সব কিছুই বহে যায় সময়ের স্রোতে,
স্মরণ কি বিস্মরণ, ক্ষণিকের
ব্যাপার, যত ক্ষণ আছে
নিঃশ্বাস তত ক্ষণ
চোখের
আগে খোলা আকাশ, আলোর মহা -
মিছিল, জোছনার জলসা !
ভাসন্ত স্বপ্নের উপগ্রহ,
তার শিহরিত
বক্ষ:স্থলে
আনত জীবনের সিক্ত চেহারা ভুলে
রয় মৃত্যুর বাস্তবিকতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Kathy Los-Rathburn
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRECFIGoQXFXleLM9BLD8SAXChH09zoJhvAGhyzy_N6yq9G5nEcJxwLhw_w5fkL2CJSEsUQcEX4KNg5tws4PLJhnPcjEMtJDtgW_kQVoKGZEvKBmDPEUvTflzJpOXANjoxmKpGB1wCe9w/s1600/It's+Hydrangea+Time+007.JPG
কি বাধ্য বাধকতা, দুরস্থ
কি বুকে জড়ানো
ভালবাসা,
সব কিছুই বহে যায় সময়ের স্রোতে,
স্মরণ কি বিস্মরণ, ক্ষণিকের
ব্যাপার, যত ক্ষণ আছে
নিঃশ্বাস তত ক্ষণ
চোখের
আগে খোলা আকাশ, আলোর মহা -
মিছিল, জোছনার জলসা !
ভাসন্ত স্বপ্নের উপগ্রহ,
তার শিহরিত
বক্ষ:স্থলে
আনত জীবনের সিক্ত চেহারা ভুলে
রয় মৃত্যুর বাস্তবিকতা - -
* *
- শান্তনু সান্যাল
art by Kathy Los-Rathburn
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRECFIGoQXFXleLM9BLD8SAXChH09zoJhvAGhyzy_N6yq9G5nEcJxwLhw_w5fkL2CJSEsUQcEX4KNg5tws4PLJhnPcjEMtJDtgW_kQVoKGZEvKBmDPEUvTflzJpOXANjoxmKpGB1wCe9w/s1600/It's+Hydrangea+Time+007.JPG
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
দিব্য ফুলের বীথিকা - -
এ কেমন বহ্নিমান তৃষা, প্রবল বৃষ্টিপাতে
ও নিবে না, হৃদয়ের অদৃশ্য আগুন,
সেই নয়নের শিশিরসিক্ত
ভূ ভাগে, জীবন
খুঁজে লুপ্ত
পান্থশালা, ওই কুয়াশা ভরা পথে কোথাও
যেন আছে, বিরল গন্ধে ভরা দিব্য
ফুলের বীথিকা, এক এমন
অনুভূতি যেখানে
পৌঁছিয়ে,
সমস্ত ব্যথা বেদনার ঘটে অবসান, দেহ
ও প্রাণে জাগে চন্দনের শীতলতা,
অস্থির ভাবনায় ফিরে
আসে স্থায়িত্ব -
একরাশ,
দুর্লভ উচ্ছ্বাস নিয়ে বুকে জীবন হয় ওঠে
পরিপূর্ণ, সমস্ত বিষমতা, অহমিকা
ঝরে যায় ক্রমশঃ শুকনো
পাতার সাথে বসুধার
বুকে, কালান্তরে
মাটির
সন্মিলনে, তারা পুনরায় যোগায় অনন্য
অঙ্কুরণের ত্তজস্বিতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Rhonda's House
ও নিবে না, হৃদয়ের অদৃশ্য আগুন,
সেই নয়নের শিশিরসিক্ত
ভূ ভাগে, জীবন
খুঁজে লুপ্ত
পান্থশালা, ওই কুয়াশা ভরা পথে কোথাও
যেন আছে, বিরল গন্ধে ভরা দিব্য
ফুলের বীথিকা, এক এমন
অনুভূতি যেখানে
পৌঁছিয়ে,
সমস্ত ব্যথা বেদনার ঘটে অবসান, দেহ
ও প্রাণে জাগে চন্দনের শীতলতা,
অস্থির ভাবনায় ফিরে
আসে স্থায়িত্ব -
একরাশ,
দুর্লভ উচ্ছ্বাস নিয়ে বুকে জীবন হয় ওঠে
পরিপূর্ণ, সমস্ত বিষমতা, অহমিকা
ঝরে যায় ক্রমশঃ শুকনো
পাতার সাথে বসুধার
বুকে, কালান্তরে
মাটির
সন্মিলনে, তারা পুনরায় যোগায় অনন্য
অঙ্কুরণের ত্তজস্বিতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Rhonda's House
আকস্মিক পরিবর্তন - -
এখন অব্দি ছুঁয়ে আছে শিরায় শিরায়
তার নিঃশ্বাসের উষ্মা, যদিও
নিশীথের কুয়াশা
যথাক্রমে
জানালার পৃষ্ঠে হতে উধাত্ত, আবছা -
আলোয় কিছু রঙ্গীন প্রজাপতি
উড়ে যেতে চায়, সুদুর
অজানা সুরভিত
উড়াল পথে,
এখন অব্দি ফিরি নি ফেরারী চেতনা,
হয় 'ত ঝিমিয়ে পড়েছে তার
চোখের ছায়াতে কোথাও,
অবশ্যই সোনালী
নরম রোদ,
বারান্দায় আছে অনেক ক্ষণ দাঁড়ায়ে,
আয়নার দৃষ্টিভঙ্গী গেছে বদলিয়ে
কিংবা আমার চেহারায়
ঘটেছে এক আমূল
পরিবর্তন !
অথবা আমি গেছি হারিয়ে নিজের - -
পরিচয় এক রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection Galleries
তার নিঃশ্বাসের উষ্মা, যদিও
নিশীথের কুয়াশা
যথাক্রমে
জানালার পৃষ্ঠে হতে উধাত্ত, আবছা -
আলোয় কিছু রঙ্গীন প্রজাপতি
উড়ে যেতে চায়, সুদুর
অজানা সুরভিত
উড়াল পথে,
এখন অব্দি ফিরি নি ফেরারী চেতনা,
হয় 'ত ঝিমিয়ে পড়েছে তার
চোখের ছায়াতে কোথাও,
অবশ্যই সোনালী
নরম রোদ,
বারান্দায় আছে অনেক ক্ষণ দাঁড়ায়ে,
আয়নার দৃষ্টিভঙ্গী গেছে বদলিয়ে
কিংবা আমার চেহারায়
ঘটেছে এক আমূল
পরিবর্তন !
অথবা আমি গেছি হারিয়ে নিজের - -
পরিচয় এক রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection Galleries
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
গন্ধের প্রতিদানে - -
নিঃসঙ্গতা বেশ ভালই ছিল, না -
প্রতিশ্রুতির অস্থিরতা, না
অপেক্ষার অধীরতা,
না কোনো
দুঃখ,
না বেদনার অনুভূতি, অন্তহীন -
এক যাযাবরবৃত্তি, প্রায়ই
মন ভাবে, জীবনের
পথে তোমার
সঙ্গে
পরিচয়, কি অকস্মাৎ ঘটেছে - -
কিংবা সব কিছুই ছিল
পূর্ব সিদ্ধান্তের
অনুযায়ী,
ঠিক
অনাহূত সাঁঝের বৃষ্টির অনুরূপ,
হঠাৎ করে ভিজিয়ে গেছো
তুমি, অতল হৃদয়ের
উপত্যকা, সেই
দিন হতে
বুকের
গভীরে এক অদ্ভুত গন্ধের স্পর্শ,
ভেসে রয় অবিরল ভাবে,
যেন শীতের শুক্লা
রাতে, ফুটে
আছে
মনের উন্মুক্ত প্রাঙ্গনে, একরাশ -
চন্দ্রমল্লিকার সারি, আর
সম্মোহিত জোছনা
ঢেলে চলেছে
গন্ধের
প্রতিদানে, অনন্ত উজ্জ্বল উদ্ভাস, -
অশেষ প্রণয়ের উচ্ছ্বাস !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Winter Chriysanthemums
প্রতিশ্রুতির অস্থিরতা, না
অপেক্ষার অধীরতা,
না কোনো
দুঃখ,
না বেদনার অনুভূতি, অন্তহীন -
এক যাযাবরবৃত্তি, প্রায়ই
মন ভাবে, জীবনের
পথে তোমার
সঙ্গে
পরিচয়, কি অকস্মাৎ ঘটেছে - -
কিংবা সব কিছুই ছিল
পূর্ব সিদ্ধান্তের
অনুযায়ী,
ঠিক
অনাহূত সাঁঝের বৃষ্টির অনুরূপ,
হঠাৎ করে ভিজিয়ে গেছো
তুমি, অতল হৃদয়ের
উপত্যকা, সেই
দিন হতে
বুকের
গভীরে এক অদ্ভুত গন্ধের স্পর্শ,
ভেসে রয় অবিরল ভাবে,
যেন শীতের শুক্লা
রাতে, ফুটে
আছে
মনের উন্মুক্ত প্রাঙ্গনে, একরাশ -
চন্দ্রমল্লিকার সারি, আর
সম্মোহিত জোছনা
ঢেলে চলেছে
গন্ধের
প্রতিদানে, অনন্ত উজ্জ্বল উদ্ভাস, -
অশেষ প্রণয়ের উচ্ছ্বাস !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Winter Chriysanthemums
সুবাসিত নিঃশ্বাস - -
কলরবের শেষে শুন্যতা গেছে ঘনিয়ে,
হাসির চরমে যেমন অনেক
সময় অশ্রু যায়
চলকিয়ে,
জীবনের বেলোর্মি যখন অবরোহণের
পথে, জোছনার মায়া ক্রমে ক্রমে
অবসানের দিকে, সমস্ত
কিছু নিসর্গের
অধীনে,
আসলে ডুবন্ত সূর্য্য ও আঁধারের মাঝে
চিরদিনই আছে স্থায়ী চুক্তি,
সারা দিন নিজেকে
পুড়িয়ে এক
রাতের
নিমজ্জন, অবশ্যই চোখের অন্য দিকে
তার যাত্রা অন্তহীন, তোমার
প্রেমে জীবন হতে চায়
চিরসবুজ সেই
পরগাছা,
অথবা আকাশলতা, জড়িয়ে থাকতে
চায় নিঃশ্বাস, তোমার দেহ হতে
গভীর অন্তরতমে
অবিনশ্বর
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin
হাসির চরমে যেমন অনেক
সময় অশ্রু যায়
চলকিয়ে,
জীবনের বেলোর্মি যখন অবরোহণের
পথে, জোছনার মায়া ক্রমে ক্রমে
অবসানের দিকে, সমস্ত
কিছু নিসর্গের
অধীনে,
আসলে ডুবন্ত সূর্য্য ও আঁধারের মাঝে
চিরদিনই আছে স্থায়ী চুক্তি,
সারা দিন নিজেকে
পুড়িয়ে এক
রাতের
নিমজ্জন, অবশ্যই চোখের অন্য দিকে
তার যাত্রা অন্তহীন, তোমার
প্রেমে জীবন হতে চায়
চিরসবুজ সেই
পরগাছা,
অথবা আকাশলতা, জড়িয়ে থাকতে
চায় নিঃশ্বাস, তোমার দেহ হতে
গভীর অন্তরতমে
অবিনশ্বর
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪
ঝকঝকে মলাট - -
গেছে রাতের আকাশ আলোকময়
শামিয়ানা গুটিয়ে, বিহানের
দ্বারে আবার দাঁড়ানো
ভিড়ের ছুটাছুটি,
কোলাহলের
মাঝে
উদ্বর্তনের অভিযান, অদৃশ্য চক্র -
ব্যুহ, কিছু ছদ্মবেশী চেহারা,
কিছু পরিচিত রহস্য -
ভরা হাসি, পুনঃ
ক্লান্ত দেহের
সাথে
নিজের সন্ধান, সাড়ে সাতটার - -
মফস্বল লোকালের সাথে,
আবছা আলোয়,
পিছনে
সরে চলেছে, উড়াল পুল, কালো
দিঘির ওপারের হরিত ভূমি,
ফ্লেটফর্মে ছড়ানো
চীনাবাদামের
খোল,
পরিশ্রান্ত পায়ে আবার আঁধারের
সঙ্গে এক সংক্ষিপ্ত রাতের
নিঃশর্ত সন্ধি, এক
ফালি নিঃশ্বাস,
পুরোনো
বইর উপরে আবার নতুন ভাবে
বেঁচে থাকার ঝকঝকে
মলাট !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
vases-and-flowers art by joni-mcpherson
শামিয়ানা গুটিয়ে, বিহানের
দ্বারে আবার দাঁড়ানো
ভিড়ের ছুটাছুটি,
কোলাহলের
মাঝে
উদ্বর্তনের অভিযান, অদৃশ্য চক্র -
ব্যুহ, কিছু ছদ্মবেশী চেহারা,
কিছু পরিচিত রহস্য -
ভরা হাসি, পুনঃ
ক্লান্ত দেহের
সাথে
নিজের সন্ধান, সাড়ে সাতটার - -
মফস্বল লোকালের সাথে,
আবছা আলোয়,
পিছনে
সরে চলেছে, উড়াল পুল, কালো
দিঘির ওপারের হরিত ভূমি,
ফ্লেটফর্মে ছড়ানো
চীনাবাদামের
খোল,
পরিশ্রান্ত পায়ে আবার আঁধারের
সঙ্গে এক সংক্ষিপ্ত রাতের
নিঃশর্ত সন্ধি, এক
ফালি নিঃশ্বাস,
পুরোনো
বইর উপরে আবার নতুন ভাবে
বেঁচে থাকার ঝকঝকে
মলাট !
* *
- শান্তনু সান্যাল
vases-and-flowers art by joni-mcpherson
যথারীতি একান্তবাস - -
সব কিছুই ছিল আশেপাশে ফুল, গন্ধ,
জোছনার ক্ষরা, আবগের বন্যা,
তবুও জানি না কিসের
জন্য সারা রাত
ধুঁইয়ে -
ধুঁইয়ে জ্বলেছে ভাবনার ধূপ, কোন -
অতৃপ্ত আত্মার ছায়া, করেছে
বিন্দু বিন্দু গ্রাস দেহের
এই কাঞ্চন ভূমি,
সব কিছুই
ছিল -
প্রেমের অবুঝ যবনিকার অপর ধারে,
জীবন রইলো যথারীতি খুবই
একাকী শেষ প্রান্তে, না
হাসি, না কান্না,
তটস্থ
নিজের বৃত্তে, পরিধির সমস্ত বিন্দু - -
অবশেষে হলো উধাও, হয় ত
তারা উড়ে গেছে অদৃশ্য
প্রজাপতির রূপে,
নিজস্ব
উপবনে, পরিচিত গন্ধের পথে সুদুর
আপন লোকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Nancy Medina
জোছনার ক্ষরা, আবগের বন্যা,
তবুও জানি না কিসের
জন্য সারা রাত
ধুঁইয়ে -
ধুঁইয়ে জ্বলেছে ভাবনার ধূপ, কোন -
অতৃপ্ত আত্মার ছায়া, করেছে
বিন্দু বিন্দু গ্রাস দেহের
এই কাঞ্চন ভূমি,
সব কিছুই
ছিল -
প্রেমের অবুঝ যবনিকার অপর ধারে,
জীবন রইলো যথারীতি খুবই
একাকী শেষ প্রান্তে, না
হাসি, না কান্না,
তটস্থ
নিজের বৃত্তে, পরিধির সমস্ত বিন্দু - -
অবশেষে হলো উধাও, হয় ত
তারা উড়ে গেছে অদৃশ্য
প্রজাপতির রূপে,
নিজস্ব
উপবনে, পরিচিত গন্ধের পথে সুদুর
আপন লোকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Nancy Medina
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪
কাচের যবনিকা - -
আবছায়া আয়না কিন্তু উজ্জ্বল প্রতিবিম্ব,
বিচিত্র বিরোধাভাস, অনেক সময়ে
ব্যতিক্রম ঘটে জীবনে, আর
করে যায় নির্বাক
অন্তর্মন,
বহুবার দেখেছি তোমার চোখে আছে - -
যেন এক থামানো কালবৈশাখী,
ঠিক পরবর্তী মুহুর্তে, তুমি
বিগলিত জলধারা,
বহে যেতে
চাও সুদুর সাগর সঙ্গমের পথে অনিরুদ্ধ
ভাবে, অনেক বার দেখেছি তুমি
বুকের পাঁজরে থাকতে চাও
সন্নিবিষ্ট রূপে, আবদ্ধ
হৃদয়ের খুব
কাছে,
আবার অনেক সময়ে দেখি তুমি উড়ে -
যেতে চাও প্রণয় পিঞ্জর খুলে,
জল স্থল আকাশ পার
অন্য কোনো
উপগ্রহে,
আর আমি শুধুই চেয়ে থাকি বিস্ফারিত
চোখে, তোমার ওই উচ্ছৃঙ্খলতার
উন্মুক্ত অণিমা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Charles Storer
বিচিত্র বিরোধাভাস, অনেক সময়ে
ব্যতিক্রম ঘটে জীবনে, আর
করে যায় নির্বাক
অন্তর্মন,
বহুবার দেখেছি তোমার চোখে আছে - -
যেন এক থামানো কালবৈশাখী,
ঠিক পরবর্তী মুহুর্তে, তুমি
বিগলিত জলধারা,
বহে যেতে
চাও সুদুর সাগর সঙ্গমের পথে অনিরুদ্ধ
ভাবে, অনেক বার দেখেছি তুমি
বুকের পাঁজরে থাকতে চাও
সন্নিবিষ্ট রূপে, আবদ্ধ
হৃদয়ের খুব
কাছে,
আবার অনেক সময়ে দেখি তুমি উড়ে -
যেতে চাও প্রণয় পিঞ্জর খুলে,
জল স্থল আকাশ পার
অন্য কোনো
উপগ্রহে,
আর আমি শুধুই চেয়ে থাকি বিস্ফারিত
চোখে, তোমার ওই উচ্ছৃঙ্খলতার
উন্মুক্ত অণিমা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Charles Storer
ফেকাশে দিগন্ত রেখা - -
না তুমি হতে পারলে পৃথিবীর অন্তরতম,
না আমি আকাশের উদারতা, তাই
প্রণয়ের দিগন্ত রেখা রইলো
চিরদিনই ফেকাশে,
যখনও
চেয়েছি ঝরতে আমি, শ্রাবণের অধীর
বর্ষণে, তখন তুমি দেহের উপরে
সাজিয়ে গেছ সজল ফুলের
উপত্যকা, ফিরে
গেছি সুদুর
অন্য
বৃষ্টি ছায়ার দেশে, কখনো উজ্জ্বল রাতে
আমি খুঁজেছি তোমায় সঘন
অরণ্য পথে, চেয়েছি
ভিজিয়ে দিতে
আবেগের
জোছনায় পরিপূর্ণ ভাবে, তখন দেখি -
তুমি আছো নিমগ্ন স্বপ্নের দেশে,
তাই নিঃশব্দ পায়ে ফিরে
গেছি বন্য সুরভির
সাথে অনেক
দূর -
অজানা ধুসর প্রান্তরে, একাকী পুড়েছি -
সারা রাত অদৃশ্য দহনে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection
না আমি আকাশের উদারতা, তাই
প্রণয়ের দিগন্ত রেখা রইলো
চিরদিনই ফেকাশে,
যখনও
চেয়েছি ঝরতে আমি, শ্রাবণের অধীর
বর্ষণে, তখন তুমি দেহের উপরে
সাজিয়ে গেছ সজল ফুলের
উপত্যকা, ফিরে
গেছি সুদুর
অন্য
বৃষ্টি ছায়ার দেশে, কখনো উজ্জ্বল রাতে
আমি খুঁজেছি তোমায় সঘন
অরণ্য পথে, চেয়েছি
ভিজিয়ে দিতে
আবেগের
জোছনায় পরিপূর্ণ ভাবে, তখন দেখি -
তুমি আছো নিমগ্ন স্বপ্নের দেশে,
তাই নিঃশব্দ পায়ে ফিরে
গেছি বন্য সুরভির
সাথে অনেক
দূর -
অজানা ধুসর প্রান্তরে, একাকী পুড়েছি -
সারা রাত অদৃশ্য দহনে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
হে ! পৃথিবী - -
একধারে বিস্তৃত আলোকিত জগৎ
অন্য দিকে বিরাগের অবগাঢ,
হৃদয়ের ধুসর প্রান্তর,
জীবনের নৌকা
ভেসে রয়
মাঝ -
ধারে একাকী, বহুদূর দেখি ভাসন্ত
সকালের দ্বীপ, পাখিদের উন্মুক্ত
ঝাঁক উড়ে চলেছে খোলা
আকাশের অভিমুখ,
চেয়ে আছে
কচি
রোদে, শিশুদের চোখ উড়ন্ত স্বপ্নের
দিকে, সহসা পাখিরা রঙ্গীন
ঘুড়ির রপে রুপান্তরিত,
আস্তে আস্তে তারা
নীল শুন্যে
গেছে
হারিয়ে, ওই ক্ষণিক শিশুদের হাসি,
প্লাবিত করে যায় জীবনের
মরু প্রদেশ, আবার
হৃদয়ে আশার
কিরণ,
জাগিয়ে যেতে চায় সুপ্ত গোলাপের
পাপড়ি, পুনরায় মন চায়
তোমায় ভালবাসতে
হে ! পৃথিবী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
roses-painting
অন্য দিকে বিরাগের অবগাঢ,
হৃদয়ের ধুসর প্রান্তর,
জীবনের নৌকা
ভেসে রয়
মাঝ -
ধারে একাকী, বহুদূর দেখি ভাসন্ত
সকালের দ্বীপ, পাখিদের উন্মুক্ত
ঝাঁক উড়ে চলেছে খোলা
আকাশের অভিমুখ,
চেয়ে আছে
কচি
রোদে, শিশুদের চোখ উড়ন্ত স্বপ্নের
দিকে, সহসা পাখিরা রঙ্গীন
ঘুড়ির রপে রুপান্তরিত,
আস্তে আস্তে তারা
নীল শুন্যে
গেছে
হারিয়ে, ওই ক্ষণিক শিশুদের হাসি,
প্লাবিত করে যায় জীবনের
মরু প্রদেশ, আবার
হৃদয়ে আশার
কিরণ,
জাগিয়ে যেতে চায় সুপ্ত গোলাপের
পাপড়ি, পুনরায় মন চায়
তোমায় ভালবাসতে
হে ! পৃথিবী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
roses-painting
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)