বুধবার, ৩১ মে, ২০২৩

জীবন যায় নি শুকায়ে - -

ঝরে বিন্দু বিন্দু, প্রণয় জাফরির আলো, জীবন 
যায় নি শুকায়ে, যদিও বহু বার এসে 
ফিরে গেছে পাতা ঝরার ঋতু,
নিরীহ ভাবনার শাখা 
পুনরায় কুড়িয়ে 
পেয়েছে 
স্বপ্নের কচি পল্লব, তার চোখের স্নিগ্ধ দীপ্তির -
মাঝে আছে ত্রিভুবনের মায়া, প্রতি 
বার মহা অন্ধকার যায় 
অস্তিত্ব হারিয়ে,
জীবন 
ভেসে ওঠে বারে বারে কুয়াশাচ্ছন্ন ধরাতলে !

- শান্তনু সান্যাল 

japanese art 1
http://sanyalsplanet.blogspot.com/

মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

বারংবার মৃত্যু - -

কথা ছিল দেখা হবে, বিধ্বস্ত দেউলের 
বয়োবৃদ্ধ অশ্বত্থ গাছের ঠিক কাছের
পরিত্যক্ত চত্বরে, অথচ সে 
আসি নি, ভেসে গেছে 
প্রতিশ্রুতির শব্দ -
গুলি, ভাটার 
শিথিল লহরে, সুদুর নদীর ওই পারে চাঁদ 
খুঁজে চলেছে হয় ত আরেকটি আস্তানা, 
অজানা পান্থনিবাসে, জানি সে 
বদলিয়ে যাবে সব কিছু
শেষ প্রহরে, উচ্ছিষ্ট
অধরে রয়ে 
যাবে কিছু ভাঙা কম্পন, লুন্ঠিত কবিতা,
ছড়ানো বিসর্গ, দূর ছিটানো চন্দ্র -
বিন্দু, তখন আমার ভুল 
বানান ভরা জীবন
খুঁজবে এক 
ব্যাকরণ, 
আবার কাটকুট করে পুনরায় মুক্ত ছন্দ 
রচনা, জানি সে কোনো দিনই 
বুঝতে পারবে না মনের 
বারংবার মৃত্যুর 
ঘটনা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pink roses - unknown painter 

 

সোমবার, ২৯ মে, ২০২৩

অন্তহীন ভাসান - -

অবশেষে সে ছুঁয়েছে গভীরতম বিন্দু -
যেন শীতের শেষে ঋতুরাজের
উড়ো চিঠি, অরণ্য গন্ধে
মাখা গোপন হৃদয়ের
লিপি । অন্তত সে
ভুলে নি সেই
উত্তর
দিকের জানালা, হারানো কোন শিহরণ
জড়িয়ে বুকে, সে  রেখে গেছে
অনুরাগের ছোঁয়া উড়ন্ত -
পর্দার গায়ে । তার
পরশে ছিল
অদ্ভুত
কুহকের ছায়া, যেন দেহ ও প্রাণে ঘিরে
আছে অদৃশ্য জগতের মায়া । জানি
না তার মুক্ত স্রোতের উৎস,
শুধুই ভেসে চলেছি
সুদূর অজানা
ভাসন্ত
দ্বীপের সমান্তরালে । চার দিকে শুধুই অথৈ
জলরাশি - -  !

* *
- শান্তনু সান্যাল

রবিবার, ২৮ মে, ২০২৩

নিষ্ফলা বনস্পতি - -

জীবন যখন অন্যদের জন্য উৎসৃষ্ট
মানুষ তখন ফাঁপা মূল বৃক্ষ,
দেহে আশ্রিত অন্যান্য
গাছের জন্য
কেবল এক উপস্থাপিত বস্তু, যাকে 
বলে বেদীর অবদান, মৌন
লোবানের  রূপে পুড়ে
যাওয়া তখন
তার নিয়তি, হাসি – ক্রন্দন অথবা
হর্ষ – বেদন, সমস্ত অনুভূতি
ধীরে ধীরে লোপের
দিকে, বিশাল -
গাছের দেহে, আর কিশলয় পাতা ধরে
না, সে তখন অসময়োচিত
নিষ্ফলা বনস্পতি
নীরব চেয়ে
রয়, পরকীয় গাছের আকাশমুখী - -
উঠে যাওয়া ! কোথায় যেন
তখন মানুষ ভুলে যায়
নিজের অস্তিত্ব,
তখন সে
ভুলে যায় নিজের অতীত, বর্তমান ও
আসন্ন মধুমাস, সে আর খুঁজে
না স্বপ্নের জলাভূমি - -

* *
- শান্তনু সান্যাল  



শনিবার, ২৭ মে, ২০২৩

অতৃপ্ত অভিলাষ - -

ওই রেশমী আঁধারে, ঠাহর করা ছিল না 

এত সহজ, ডুবন্ত ঘাটের সিঁড়ি 
ও অজানা নদীর গহ্বর, 
জীবন, শুধুই 
আন্দাজে 
গেছে এগিয়ে, তার প্রেমের গভীরতা - -
রইলো চিরদিনই অবুঝ, ভাবনার 
ওই ভাসন্ত জলীয় লতার 
ভিড়ে, তার বুকের 
মর্ম খুঁজে 
পাই নি কোনো দিন, শুধুই অনুমানিত - -
রইলো ভালবাসা, কখনো সে 
দাঁড়িয়ে হেসে চলেছে 
পুকুর পারের 
ঝোপ -
জঙ্গলে, কখনো দেখি তার খিলখিল ওই - -
উন্মুক্ত পাগল হাসির মাঝে, আমি 
শিশুর মত খুঁজেছি, ঝিনুকে 
জড়ানো জোছনার 
কিছু কণা, 
অথবা 
দৌড়িয়ে গেছি দেখতে মধ্য রাতের - - -
দ্রুতগামী ট্রেন, নিষ্পলক চোখে 
দেখেছি তার সুদূরে ক্রমশঃ 
হারিয়ে যাওয়া, ফিরে 
এসেছি বহুবার 
কুঁড়িয়ে, 
কিছু ঝরা ফুলের সিক্ত অনুভূতি, বসে - -
রয়েছি একাকী, বহুবার পথ 
চেয়েছি, শেষ প্রহরে,
কিন্তু দেখি 
নি - -
শিশির কণার অদৃশ্য বৃষ্টি, চিরদিন এক -
অতৃপ্ত অভিলাষ রইলো বুকে,
চিরদিন সে লুপ্ত রইলো 
কমল কুঞ্জে চাঁদের 
আলোর সঙ্গে 
নিমগ্ন !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সুবর্ণ ফ্রেমের মাঝখানে - -

কিছুই বদলায় নি, কিছুও বদলায় না,
আয়না যথারীতি আছে নিজের
জায়গায়, নীরবতা জড়িয়ে
সারা গায়ে। ফিরে গেছে ভোলা চড়ই বহু -
বার নিজের
প্রতিবিম্ব ঠোকরিয়ে। সব কিছুই 'ত -
দেখি সাজানো আছে আগের মত,
সুবর্ণ ফ্রেমের মাঝখানে,
আসলে জীবনের
রিক্ত - স্থান
বলতে
কিছুই হয় না, হওয়া উচিতও নয়।
সময়ের সাথে ভরে যায় সব
কিছু, সে অগ্নিমুখ হক
অথবা কোমল
হৃদয়ের
আহত প্রদেশ। ক্রমশঃ ঊষর প্রান্তর
এক দিন স্বাভাবিক রূপে হয়ে
ওঠে বিরাট এক চারণ -
ভূমি। আসলে
সময়ের
চক্র ঘুরে যায় আপন লয়ে, আলো -
ও আঁধারের ওই দুই কাঁটার
মাঝে কিছুই বদলায়
না, শুধুই নিজের
ছায়া এক
দিন যায় বুড়িয়ে, আয়না সহসা তখন
মনে হয় পরকীয় মানুষ, অবাক
চেয়ে রয় মৌন উপহাসে।
আর জীবন খুঁজে
এমন সময়ে
ভাঙা, মেঝের উপরে ছড়ানো মুক্তার
হার, আর উড়ে যায় একের পরে
এক অতীতের সমস্ত ফেকাশে
মুহূর্তের অক্ষরমালা।

* *
- শান্তনু সান্যাল  








বুধবার, ২৪ মে, ২০২৩

সরলরেখার বাইরে - -

 
কিছু নবীনতা চাই জীবনে, শুধুই দিবস -
রজনী, এক বিন্দু হতে অন্য বিন্দুর 
মাঝে সরলরেখা টেনে যাওয়া, 
অহর্নিশ এক 
ঘেয়ে 
বাঁধা - ধরা, ক্লান্ত যাত্রার বাইরে ও - - 
আছে অনেক কিছু, তার 
চোখের গভীরে 
লুকিয়ে 
রয় প্রায়ই অদৃশ্য স্বপ্নের বহু পরিকল্পনা,
নানান রঙের অভিলাষ, ভেসে 
উঠতে চায় অন্তর্নিহিত 
ভাবনার সৌন্দর্য্য,
অভিনব 
ভবিষ্যতের প্রতীক্ষা, দিগন্ত ছোঁয়ার -
অধীরতা - - 
- শান্তনু সান্যাল 

মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

অন্তহীন প্রণয়ী গান - -

নিঃশ্বাসের বিনিময়, ভাবনার আদান
প্রদান, কিছু খোলা আকাশ আর
কিছু বর্ষার ভাসন্ত পূর্বাভাস,
জানি, সব কিছুর আছে
এক না এক দিন
অবসান,
তবুও হৃদয়ে ফুটে রয় অহোরাত্র এক
সুরভিত বিতান, জীবনের আছে
নিজস্ব সৈকত রেখা, কখনো
ভাঙনের পুনরাবৃত্তি
আবার অনেক
সময়ে সুদূর
হতে শুধুই ক্রমিক পরাবর্তন, ভেসে
আসে মাঝ স্রোতের চাপা ক্রন্দন,
কখনো জোনাকির দ্বীপে
আলোর সম্মেলন,
স্বপ্নের তরী
ভেসে রয় উজানের ধারায় সারাটা -
রাত, অধিকাংশ পৃথিবী যখন
ঘুমের দেশে নিরুদ্দেশ,
তখন সজাগ,
একজোড়া
 স্পন্দন, গাহে জীবনের অন্তহীন প্রণয়ী
গান - -

* *
-  শান্তনু সান্যাল
   

 http://sanyalsplanet.blogspot.in/
emerging life Art by Derek McCrea

সোমবার, ২২ মে, ২০২৩

সব কিছু যেন জীবন্ত - -

সন্ধ্যার শেষ আলো যখন লোপের পথে, 
জানালার প্রান্তে একফালি রোদ 
শুধিয়ে যায় তোমার 
আসার সঙ্কেত,
হঠাৎ
সব কিছু যেন জীবন্ত, দমকা হাওয়ার  
সাথে এক অদ্ভুত পরিবেশের 
সৃষ্টি, ভুলিয়ে দিতে 
চায় সারা 
দিনের 
পরিশ্রান্তি, শুষ্ক জীবনে সতেজতার - -
আভাস তখন উল্লেখনীয়, পা 
যেন নিজে নিজেই বেড়ে 
যায় আরশির 
দিকে !
প্রতিমুহূর্তে, অপ্রত্যাশিত কড়া নাড়ার 
শব্দ অনুরণিত, ফিরে ফিরে 
আসে যেন আবেগের 
স্বরলিপি কুসুমিত 
উপত্যকার 
গা ছুঁয়ে,
ঝরে বিন্দু বিন্দু নৈশ ফুলের গন্ধ - - - 
সারা দেহ ও প্রাণে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by lindas

রবিবার, ২১ মে, ২০২৩

সজল কবিতা - -

আলো - আঁধারের মাঝখানে ঝুলে রয়
নিয়তির এক সরু সীমারেখা,
অনেকটাই অদৃশ্য।ঠিক
মধ্যরাতের কিছু
ক্ষণ আগে
যখন
শিশির ঝরার শব্দ, হয়ে ওঠে মুখরিত,
আর নিশি পুষ্পের গন্ধে ভরে যায়
অন্তর্তমের গভীরতা, তখন
তোমার প্রেম করে
যেতে চায়
সমস্ত
ব্যতিক্রম পার।ওই সন্ধিক্ষণে জীবন -
হয় ওঠে যেন এক অলৌকিক
অনুভূতির আকাশগঙ্গা,
বহে যায় অন্তহীন
আলোর পথে,
আকাশ
অকস্মাৎ গুটিয়ে চলেছে নিজেকে নিজের
মাঝে।ওই বিরল মুহূর্তে, নারী ও
পুরুষের সংজ্ঞা মনে হয়
খুবই অর্থহীন, সে
এক গভীর
অন্তর -
মিলনের প্রহর, লিখে যায় ফুলের গায়ে - -
বিন্দু বিন্দু সজল কবিতা।

* *
- শান্তনু সান্যাল


শনিবার, ২০ মে, ২০২৩

বিলুপ্ত তারকের পথ

হয় ত আকাশের ছিল কিছু নিজস্ব বাধ্য
বাধকতা, তারক গুলো ভেঙে
ছড়িয়ে রইল, বসুধার
ছিল আপন অগ্নি -
রেখা, ইচ্ছা
থাকা
সত্ত্বেও বুকে জড়াতে পারি নি সে
অপসৃত আলোর স্রোত, প্রতি
নিঃশ্বাসে ছিল অদৃশ্য
প্রেম, প্রতি ধাপে 
বেঁচে থাকার
অদম্য
প্রত্যাশা, জানি না কেন নিষ্ফল
রইল আত্মীয়তার কলা,
প্রত্যেক কথায় সে
বলে ভগবানের
ইচ্ছে, কিন্তু
সেই
অদৃশ্য শক্তি বলেছে কি তোমার
সঙ্গে দেখা করি যেন
মসজিদের ছায়ায়
দেউলের ওই
সোপানে,
প্রখর রোদে, হিমানী রাতে, আলো
আঁধারে, দেখা হল তোমার
সাথে বহুবার, তুমি চিনে
ও চিনতে চাও নি,
জিজ্ঞেস করেছ
রক্তের বর্ণ,
শুদ্ধ কি
অশুদ্ধ,
তোমার উজবুক প্রশ্নে আমি শুধুই 
হেসে যাই চিরদিন, উত্তর না
দিয়ে হেঁটে যাই পূর্ব মুখী 
রহস্যময়ী সেই প্রান্তরে,
সমাধিভূমি হইতে
ব্রহ্মলীন জগত,
এখানে কিছুই 
প্রমাণ ও
দলিলের কোনো দরকার নাই,বসে
থাকতে ইচ্ছে করে, এই বিজন
অচল সীমান্তে, একাকী
পরিপূর্ণ শান্তি,
জীবন
যেন খুঁজে এখানে তারকের বিলুপ্তির
কারণ ! হারানো আত্মাদের
আশ্রয়স্থল, ভালবাসার
চিরস্থায়ী গর্ভগৃহ,
নিরাকার
অনন্ত
অখণ্ড জ্যোতির মহা উদ্ভাসিত উর্মিমালা.

-- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

পুনর্প্রাপ্তির পথে - -

থেমে আছে যেন শূন্যে, কুহেলীর রহস্যময় 
নদী, দুই ভাসন্ত পাহাড়ের  মাঝখানে,
ওই রোমাঞ্চিত জগতে, প্রায়ই
মন খুঁজে, তোমার 
প্রেমের 
গভীরতা, বহুবার দেখেছি তোমায় ওই - -
মিহি মেঘের গুড়োর সাথে, উড়ে 
চলেছো জানি না কোথায়,
সারা দেহে জড়িয়ে 
প্রথম বর্ষার 
অনুভূতি,
এক বিচিত্র নীরবতার মাঝে, অনেক বার -
তুমি যেন জমাট ভাবনার পরত,
অদ্ভুত চাহনির সঙ্গে, চেয়ে 
আছো আমার বক্ষের 
অভিতপ্ত ভূমি, 
হদয়ের 
ঊষর অঞ্চল সহসা আশান্বিত, উর্বরতার - 
স্বপ্ন নিয়ে বুকে, জেগে রয় সারা রাত,
ওই বিনিদ্র মুহূর্তে, আমি ভুলে 
যেতে চাই জীবনের 
সমস্ত বিফলতা, 
অতীতের
জানা অজানা সমস্ত দংশন, বিষাক্ত স্মৃতি -
হতে পুরোপুরি মুক্তি - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
misty valley

বুধবার, ১৭ মে, ২০২৩

দিগন্তের পথে - -

সমস্ত জমাখরচ যথারীতি রইলো
ফেলানো উপকুলের গায়ে,
ওই জীবন নদীটি
অবশেষে
ডুব
দিলো সাগরের বক্ষঃস্থলে। সবাই
বহে যায় সময়ের প্রবাহে,
সবাই হারায় একদিন
অতীতের পৃষ্ঠে
ক্রমশঃ
হয়ে ওঠে পলিমাটির স্তর। করে
যায় তটভূমির মৌন বন্দনা,
আসলে সৃষ্টির আছে
নিজস্ব বিধান,
যেখানে
কৃত্রিম যুক্তি চলে না, চাইলেও
ফের বদল করা মুশকিল।
জীবনের কাফেলা
এগিয়ে যায়
দিগন্তের
পথে অনবরত, তারা খচিত ওই
আকাশের ভবিষ্যদ্বাণী তখন
কোনো কাজে লাগে না।
সকালের গায়ে লেখা
থাকে নিশান্তের
কাহিনী।

* *
- শান্তনু সান্যাল 

সোমবার, ১৫ মে, ২০২৩

অনন্তকালীন সন্ধান - -

জীবনের যে মুহূর্তে, নিঃশ্বাস যাবে হারিয়ে 
দেহের জগৎ পড়ে রইবে শূন্যতার
মাঝে, সে দিন কী রবে সেই 
আসক্তির সান্দ্রতা 
তোমার হৃদয়ে, 
চিরকালের
জন্যে,
প্রেম কী ক্ষণিক সম্মোহন শুধুই চোখের 
ছলনা, যখন কিছুই চিরস্থায়ী নেই 
তখন কিসের অহংকার ও 
কিসের জয়লাভ !
সব কিছু 
বহে 
যাবে সময়ের তীব্র প্রবাহে, না তুমি রবে 
তুমি, না আমার অস্তিত্ব অন্তহীন,
শুধুই কুয়াশাচ্ছন্ন ভরা 
পথে হেঁটে যাওয়া,
অজ্ঞাত 
গন্তব্যে হারিয়ে যাওয়া, ক্রমশঃ অদৃশ্য -
ঠিকানার পথে অনন্তকালীন সন্ধানের যাত্রা !
* * 
- শান্তনু সান্যাল 

অতীতের রঙীন স্মৃতি - -

আর কত দূর, যে নিয়ে যেতে চাও-
তুমি, এই নীরব রাতের শেষ -
প্রহরে, একের পর এক
গেছে ঝরে, নিশি
পুষ্পের
লাজুক গন্ধ ভরা পাপড়ি, সুদুর - -
মহুয়া বনে থেমে গেছে
মধ্য রাতের ওই
নিরীহ
হরিণের স্নায়বিক ডাক, চিরকালের
জাল - জালিকের খেলা, এক
জনের মৃত্যু অপরের
জন্য জীবন !
নিসর্গের
নিয়ম খুবই জটিল, ওই নিগূঢ় অরণ্য
পথের আছে সবাই যাত্রী, জানা
সত্ত্বেও যে প্রত্যেক জিনিসের
আছে এক দিন, অন্ত
অবশ্যম্ভাবী,
তবুও জীবন ধরে রাখতে চায়, কিছু -
অতীতের রঙীন স্মৃতি, কিছু
মিথ্যে আত্মীয়তার এক
সাময়িক প্রলেপ,
অথবা তার
তথাকথিত শাশ্বত অঙ্গীকার অবশ্যই
কিছুই নেই এই জগতে অটুট,
শুধুই এক  সুন্দর আত্ম
প্রবঞ্চনা, তবুও
সাজিয়ে
রাখতে ক্ষতি কি, হৃদয়ের ফুলদানী - -

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/

painting by artist Qiang Huang 1

রবিবার, ১৪ মে, ২০২৩

সকালের আলো - -

যার সন্ধানে সারাটা জীবন গেল বৃথা,

সেই হারানো পরশ পাথর ছিল 
উঠোনের বুকে ফেলানো, 
যার উত্স খুঁজতে 
গিয়ে ফুরালো 
মধুরাত,
ওই জোছনা ছিল হৃদয়ের মাঝে অদৃষ্ট,
কাছে থাকলে মনের মানুষের মূল্য 
শুধুই মাটি, যখন যায় ভেঙে 
বাস্তব প্রেমের পুতুল, 
তখন হৃদয় 
বোঝে 
আসল আর নকলের পার্থক্য, কিন্তু - -
আর ফিরে আসে না, জীবন -
যাত্রায়, পথে হারানো 
পান্থশালা, ঠিক 
সকালের 
মুখে আকাশ গুটিয়ে ফেলে আলোকিত 
শামিয়ানা, রজনীগন্ধার বুকে 
জমে থাকে অবিকশিত 
গন্ধ কোষ, এক 
অন্তহীন 
অভিলাষের সাথে জীবন দাঁড়িয়ে রয় 
একাকী আধ খোলা জানালার
ধারে, চেয়ে রয় যথারীতি 
দিগন্ত রেখার উপরে 
ঝাপসা সকালের 
আলো - - 

* * 
- শান্তনু সান্যাল 



শনিবার, ১৩ মে, ২০২৩

ভেতরের প্রতিধ্বনি - -

এখনো আছে অনেক অন্ধকার, কিছু -
শূন্য চোখের নিঃশব্দ আবিষ্কার,
এখনো রয়েছে কত যে
মায়াবী রাতের
না - বলা
গল্প - কাহিনী কিছু নগ্ন সত্যের আঁধার।
এখনো অন্তস্থলের তুমি হদিস খুঁজে
পাওনি, অনেক দূরে এখনো
আলোকের সম্ভার।
এখন শুধুই
অন্ধ -
পরশের অনুভূতি, এখনো খুলে নি - -
ভেতরের জড়তা, বুকের মাঝে
রয়েছে চাপা আগুনের
হাহাকার। এখনো
তুমি আপন
হয় ওঠো
নি -
তাই নিভে গেছো অন্তিম প্রহরে হটাৎ,
আর রেখে গেছো অকারণে
কিছু ভাসন্ত ধোঁয়ার
মেঘ আর কিছু
আবছা
আলোর ভার।এখনো আছে অনেক
অন্ধকার - -

* *
- শান্তনু সান্যাল






শুক্রবার, ১২ মে, ২০২৩

অন্য কোনো সময় - -

এখনো অনেক কিছু অনাবিষ্কৃত, অনেক
কিছু অস্পৃষ্ট, শুধুই চোখের পরশে
দেখেছি জীবনের আলো ছায়া,
এখনো অনেক কিছু আছে
দাবি দেনা। তাই ভীরু
মন চায় কিছু
মন্থর হোক
জীবনের দ্রুতবেগ। এখনো অনেক পথে
আছে অপেক্ষারত সহযাত্রী, এখনো
জীবন খুঁজে পাই নি আকাঙ্ক্ষিত
বাসভূমি। সেই একটানা
যাযাবরবৃত্তি, তাই
মন চায় কিছু
ধীরে
চলুক জীবনের দ্রুতগামী ট্রেন। এখনো
আমার নিঃশ্বাস মিলে নি তার
নিঃশ্বাসে, সম্ভবতঃ, আমি
এখনো পরকীয় তার
কাছে। এখনো
অনেক
তটবন্ধ আছে ভাঙ্গনের পথে, এখনো - -
বন্য নদীর ধারা বাঁধতে পারি নি
আমি। এখনো তুমি আছো
একটু অচেনা, কাজেই
কিছু আরও
সময় যদি পেতাম পুনরায় ভালবাসতাম
তোমায় - -

* *
- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

অন্তহীন সন্ধান - -

এ কেমন মায়া জাল, নিজের প্রতিচ্ছায়া
ঠাওরান করা মুশকিল, বহিরাগত 
অস্তিত্ব নিয়ে, জীবন চেয়ে 
রয় বিস্ফারিত 
চোখে 
আয়নার মুখোমুখি, ওই নিস্তব্ধ মুহূর্তে -
হৃদয় চায়, শুধু এক মুঠো আলোর 
দান, খাঁচায় বন্দী পাখির 
ডানায় যেন মুক্তির 
পরশ, শাপিত 
পাথরের 
বুকে বিলুপ্ত কম্পনের অনুভূতি, অদ্ভুত 
তখন মনঃস্থিতি, এক দিকে দৈহিক 
প্রণয়ের আগুন, অন্য দিকে
দিব্য চিতা ভস্মের 
অদৃশ্য দহন,
এমন 
সময়ে ভেবাচেকা জীবন খুঁজে পায় না 
কোনটা বাস্তবিক, আর কোনটা 
যে নকল জগৎ, আবছা 
আলোর মাঝে প্রাণ 
ধেয়ে যায় 
বহুদূর 
রঙ্গীন মরীচিকার পিছনে, বুঝতেই - -
পারে না, কোনটা দিগন্ত রেখা 
আর কোনটা সহজ 
ভালবাসার 
সকাল |

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
japanese art

বুধবার, ১০ মে, ২০২৩

শাশ্বত চুক্তি - -

এখানে শূন্যতা যায় হারিয়ে ভরে উঠে
জীবন, তার চোখের আলোর 
নির্ঝরে একরাশ, 
এখানে পথ 
যায় 
উদ্ভাসিত ভাবনার দিকে, ফুটিয়ে - - 
অজস্র রঙের স্বপ্নের বীথিকা,
এখানে শুধুই প্রেম 
চায় অনাবিল 
অনুরাগ,
নিঃস্বার্থ বিনিময়, অবিরাম বিশুদ্ধতা !
এখানে দেহের উপরে আত্মার 
দস্তখত প্রতীয়মান,
শাশ্বত চুক্তি, 
অপার 
উজ্জ্বলতা, সর্ব অভিলাষের উপসংহার.
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

Artist Graham Gercken.

মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সাপ সিঁড়ির খেলা - -

 
ভোরের পূর্বে কিছু পুষ্প গেছে ঝরে 
ঝিলের স্থির পৃষ্ঠতলে, ভাসন্ত 
স্বপ্ন জেগে আছে বোধ হয় 
এখনো নীল সুপ্ত লহরে, 
ভবঘুরে, জংলী 
নিশুতি 
রাত, ঘুরে বলগা বিহীন রহস্যময় বন -
পথে, দেখি তুমি দাঁড়িয়ে আছ 
অবিশ্রান্ত, ওই কাঠের 
পুলের উপরে, হয় 
ত তার নীচে 
প্রণয়ের 
নদী বহে যায় অপ্রত্যাশিত স্বপ্ন সাগরে !
কল্পনার পরিপার্শ্ব বলে যে তোমার 
দুটি নয়নে লুক্কায়িত রয়েছে 
অনন্য সম্মোহন, নিঃশব্দ
জোরপূর্বক ডেকে রয় !
যদিও তুমি কোনো 
দিন ওই ভাবে 
ডেকো নি 
যে এক ইশারায় আমি দুনিয়া পরিত্যক্ত 
করে যাই, অথচ আত্মা তোমার 
দখলে, নিরবতার গভীরতায় 
রয়েছে মহা প্রহেলিকা, 
আমি দাঁড়ানো 
সিঁড়ির খুব 
কাছে,
জানি শীর্ষে রয়েছে সর্পের রঙ্গীন ফণা !
সময়ের হাতে রয়েছে এই জীবনের 
খেলা, সাপ সিঁড়ি কিংবা
কোনো ভিন্ন নাম,
কি বা তফাত,
সেই প্রেমে 
আছে বিষ কি সুধা, শুধুই নিয়তির বুকে 
আছে সত্য যেন ঢাকা, এক কুয়াশা 
হতে আগমন অন্য কুহেলিতে 
যেন ফিরে যাওয়া, এই 
জীবন উপত্যকা 
চিরকাল যেন
মেঘাচ্ছন্ন,
ভাসা ভাসা, তোমার প্রণয়ের সূর্যে রয়েছে 
অল্পকালীন জীবনের আনন্দোত্সব,
নতুন দিনের পরিকল্পনা, কিছু 
জলরঙে আঁকা ভালবাসার 
অস্পষ্ট কিন্তু সুন্দর 
অধর ছোঁয়া 
অনুকৃতি,
আলিঙ্গনবদ্ধ দুই দেহের একাত্মতা, পূর্ণতা !

- - শান্তনু সান্যাল

শনিবার, ৬ মে, ২০২৩

নিয়তির আঁচল - -

সাদা ও কালোর ওই চিরন্তন সত্য, -
চিরদিনই রইলো অজানা, বহু
বার আমি, ছকের শেষ -
প্রান্তে দাঁড়িয়ে, খুঁজেছি
জীবনের বিলুপ্ত
প্রতিশব্দ !
আর শূন্য হাতে ফিরে এসেছি নিজের
বৃত্তে। দেখি সমস্ত আন্তঃসম্পর্ক
কেমন যেন গুটিয়ে নিতে
চায় নিজেদেরকে
এক নির্দিষ্ট
সীমানায়, তখন আমি কিছু আশাহীন
বৈকি, তবুও হাল ছাড়তে চাই নি।
পুনরায় শিখতে চাই হৃদয়
জেতার শিল্প, জীবন
সেই মুহূর্তে খুবই
অনুগ্রহী,
মৌন ভাবে যেন আমায় উস্কিয়ে যায়,
আর আমি, আবার সমস্ত মনের
ফাটল লুকিয়ে নিতে চাই,
এখানে হয়ত আমি
একটু স্বার্থপর,
আমিই
কেন, সবাই এই দুনিয়ায় প্রত্যক্ষ বা -
পরোক্ষভাবে আত্মকেন্দ্রিত, সবাই
চায় নিজের ভাগের খুশির
উপভোগ, কেউ পায়
অল্প আর কেউ
একরাশ,
যার যত বড় নিয়তির আঁচল - - - !

* *
- শান্তনু সান্যাল   

শুক্রবার, ৫ মে, ২০২৩

অন্তর্মনের অনুনাদ - -

 জীবন শুধুই নয় সীমাবদ্ধ সোনালী ফ্রেমের
চতুষ্কোণে, কিছু আগাছার গায়ও ফুটে
রয় অদ্ভুত সুন্দর ফুল ! অনেক
সময়ে আপন মানুষ ভুলে
যায় আপন জনের
ঠিকানা - -
আবার অনেক সময়ে, পরকীয় মানুষ হয়ে -
ওঠে অনাহূত মসীহের প্রতিরূপ ! তুলে
ধরে পড়ন্ত মানুষের রক্তঝরিত
দেহ খানি । ওই  অদৃশ্য
আত্মীয়তা বেঁধে
রাখে নিজের
বুকে মানবিকতার চির ভাবনা, তাই এখনো
পৃথিবীর সৌন্দর্য ক্ষয়ে যায় নি, এখনো
বহু মানুষের বুকে সংবেদনার লহর
আছে বাকি, এখনো বহু
মানুষের চোখে
ধর্মের ওই
রঙ্গীন চশমা অর্থহীন, তারা বিচার করে শুধুই
অন্তর্মনের অনুনাদে।

* *
- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সুজন মানুষ গেল যে কোথায়

বুকে জড়িয়ে সেই বোবা বিগ্রহ, কে তুমি হে !
বিষন্ন বৈষ্ণবী, ঘাটের চাতালে বসে 
কার লাগি পথ চেয়ে আছো, 
ডুমুর ফুল ফুটে ছিল না 
কি, কেউ ত দেখি 
নি, জানি না 
কেন 
নিঝুম রঙ্গীন সাঁঝে ফেলে চলেছ আঁখি জল,
তার প্রেমে ছিল দৈহিক গন্ধ, তাই 
সহজে ফুরিয়ে গেল, নদীর 
এক ডুব জলে, হৃদির 
সেই শূন্যে  ভরতে 
পারি নি,
অনন্ত উপাসনার মর্ম , শুধুই মধুকর হয়ে 
ঘুরে গেছে ফুলে ফুলে, গন্ধে গন্ধে 
ভরা শ্রাবণে যেন রইলো সে 
তৃষিত, অতৃপ্ত, তথাপি 
অন্তরে ছিল  সুধা 
প্লাবিত ভুবন, 
বাহিরে 
খুঁজে গেল সে আজন্ম, সুজনের প্রেমে অন্ধ 
লুটিয়ে গেছে দেহ ও প্রাণ, মনের 
গুপ্ত গর্ভ গৃহে সে পাই নি তার 
দেখা, বহুধা সোহাগ 
ঢেকে অন্ধকারে 
সে ফিরে 
এসেছে উদাস মনে, রাধা ও মীরার মাঝে 
খুঁজেছে সে তার হারানো পরিচয়,
অলৌকিক ও লৌকিক জালে 
জলবিহীন মাছের যেন 
নিয়তি, প্রাণ প্রতিষ্ঠা 
সদাই রইলো 
অপূর্ণ, 
বৃথা গেল দেহের উষ্মা, নিবন্ত অষ্ট প্রহর 
জ্বলে নি মনের প্রদীপ, ভাসন্ত সুখ 
গেছে উড়ে যেন এক শাপিত
স্বর্গ,  হাতছাড়া জীবন 
এখন খুঁজে বেরোয়
 খাঁটি প্রণয়ের 
হদিস, বিক্ষিপ্ত ভাবনা নিয়ে উড়ে যায়  শুষ্ক 
মেঘ, আকাশ পথে জানি না 
কোথায়  - - - 

-- শান্তনু সান্যাল 

বুধবার, ৩ মে, ২০২৩

নেপথ্যের প্রাণী - -

কাল ও আজের মাঝে কিছুই বদলায় নি,-
ওই সকাল ও সন্ধ্যার সমীকরণ, 
যথাবত নিজের জায়গায় 
আছে দাঁড়ানো, হয় 
ত কিছু স্বপ্ন 
তুমিও 
বুনেছ একান্ত মনে, হয় ত কিছু অব্যক্ত - - 
ভাবনা, আমিও চাই তোমায় বলতে, 
মৌন বিনিময়ের এই ক্রমে, 
ভালবাসা যেন এক 
পলাতক শিশু
খুঁজে -
চলেছে এক স্থায়ী আশ্রয়, অন্ধকার এবং - 
আলোর ওই চিরন্তন গ্রাসের খেলায়,
কখনো তুমি পূর্ণিমার চাঁদ,
আর আমি পৃথিবীর 
ছায়া, এক 
নীরব 
দ্বন্দের মাঝে জীবন চক্র ঘুরে চলেছে - - 
অবিরাম বেগে, দিন ও রাতের 
মাঝে কিছুই পরিবর্তন 
ঘটে নি, কেবল 
যবনিকার 
রংগুলি
অস্থায়ীভাবে গেছে বদলিয়ে, নেপথ্যে - -
এখনো দাঁড়িয়ে রয়েছে আস্থা - 
নামক প্রাণী, বুকে নিয়ে 
কাচিক ভাবনার 
খেলনা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Winter-Morning-oil-painting

মঙ্গলবার, ২ মে, ২০২৩

পুনর্জীবিত অভিলাষ - -


সেই কুয়াশায় ডুবো ডুবো, রাত্রি শেষের -
দূরগামী ট্রেনের, বহুদূরে সরে
যাওয়া শব্দগুলো হঠাৎ
যেন বুকের খুব
কাছে এসে,
জীবনের নিঝুম চত্বরে, হাত ধরে তোমায়
নিয়ে আসে হৃদয়ের শূন্য ঘরে। তখন
হাসনুহানা কুঞ্জে ওঠে অলৌকিক
সুরভি তরঙ্গ, আর উন্মুক্ত
আকশের বুক হতে
ঝরে বিন্দু
বিন্দু হিমের কণা, আমার নিঃশ্বাসে এমন
সময়ে তুমি ঢেলে যাও প্রেম সুধা, আমি
হয় ওঠি সেই মুহূর্তে  দ্বিজ মানব
করি তোমার অন্তহীন
উপাসনা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

সোমবার, ১ মে, ২০২৩

বিস্মৃত ইতিকথা

 ঝাউ বনের সেই অর্ধ উত্খনিত ঢিবি জ্যোত্স্না রাতে খুলে উন্মুক্ত বুক খানি 

চাতক কি কোন অপরিচিত নিশাচর পাখি 

হটাত তির্যক ঝাপটা মেরে, ধরে নিয়ে যায় 

সুক্ষ্ম কীট, পতঙ্গ, তৃণ ও শিখর 

ডানার শব্দে কেঁপে উঠে প্রাচ্য ইতিবৃত 

পোড়া মাটির ভাঙা অশ্ব,পুতুল, কলশি

মাটির ফুল, পাতা, শ্যাওলা মাখা স্বপ্নগুলো 

বাষ্পময় আলোয় খেলে দুই আকৃতি 

ফিসফিস কথায় জোনাকিরা হাসে, ফাঁস করে 

গোপন মর্ম, উড়ন্ত ছায়াকৃতি কিছু ক্ষণ 

স্থির থেমে রয় শ্বেত চাঁপার বৃন্তে 

ধুম্র বলয়ের রূপে দোল খেলে, হারায় 

আবার প্রগট সর্পাকার উর্দ্ধমুখী -

তারা লৌহ যুগের প্রান্তরে যায় উড়ে 

পরিতৃপ্ত করে দেহ ও প্রাণ, সারি সারি আধজ্বলা

কাঠের অঙ্গারে খুঁজে প্রেমের আলেয়া 

পর্ণ বস্ত্র চ্যুত করে মৃগচর্ম করে ধারণ 

মনের অরণ্যে হিংস ভাবের উত্পত্তি উতুঙ্গে

মৃগয়ার বেশে উলঙ্গ ভাবনার পুনর্জন্ম 

সে করে যায় চিত্কার, সভ্যতার সঙ্গে চাঁপানো

আদিমতার উদয়, তারা নিরন্তর হেসে যায় 

তামসিক রাত্রি ঢেলে রয় রহস্য রোমাঞ্চ 

ক্রন্দন ও হাসির মাঝখানে আকৃতি ফিরে পায় 

লাজুক সকাল, তুলে থাকে অমূল্য ইতিহাস 

ডিবির বক্ষে নখের দাগ কিংবা পাখির পদচিহ্ন

এঁকে যায় জীবনের বাস্তবিকতা, শিশির ভেজা তুলিকায় !

--- শান্তনু সান্যাল      

শব্দহীনতা - -

বিহান ও সাঁঝের মাঝে বহে গেছে এক
জীবন ধারা, এখন শব্দহীনতার
সাথে কথা বলে অন্ধকার,
প্রস্রব মর্মঘাতে
রেখে
চলেছে রাত্রি আলতো হাতের সজল
তুলো, মৌন উড়াল সেতুর
নিচে, শীত কাতর
স্বপ্নগুলি
খুঁজে অজ্ঞাত বুকের পান্থশালা, এক
জামিনদার কি সকালের
প্রতিনিধি চায়
কিছু
মূল্যবান বিনিময়, বন্ধকের সামগ্রী !
দিগন্তের অদৃশ্য আলোর জন্যে
জীবন করে যেতে চায়
ফাঁকা কাগজে
কম্পিত
হাতের এলোমেলো স্বাক্ষর, দেহের
মৃত্যুর পরে প্রাণের পলায়ন,
যতই জড়িয়ে যেতে
চায় হৃদয়
তার
প্রণয়ের পুষ্পাঙ্কিত শাল, ততই সরে
যায় সুদূরে পলাতক অনুরাগী
কুটুম্বিতা, জামিন
দিতে কেউ
দেখি
আর এগিয়ে আসে না, জীবন শুধুই
এক মূল্যহীন ছায়া হারিয়ে
যায় শুন্যের গভীরে,
* *
- শান্তনু সান্যাল