সোমবার, ৩০ এপ্রিল, ২০১২


দেহ পোষ মানে না 

মধ্য রাতের নিস্তব্ধতা ভেঙে সহসা, নগ্ন সত্যের 
উদঘাটন, প্রলয়ের আবরণ সরে চলেছে 
অনুক্রমে, একের পরে এক যেন 
গোপন রহস্যের উন্মোচন, 
দেহ ও প্রণয়ের ওই 
দ্বন্দ্বের সাক্ষী 
ছিল জোছনার নিদ্রালু আবেগ, ঘুমন্ত চাঁদের ঢুলে
ঢুলে ভেসে যাওয়া, আকাশ তখন অনন্য 
নীল রঙ্গী বক্ষঃস্থল, স্ফুটন ভরা 
পুরুষত্ব নিয়ে করে চলেছে 
ভব্য প্রদর্শন, দেহ 
হঠাৎ বন্য 
প্রাণী, প্রেমের অদৃশ্য চাবুক নিয়ে হাতে, রাত 
চাইছে পোষ মানাতে, অনাবৃত অঙ্গ -
প্রত্যঙ্গ তখন সবলে হিংস্র,
কোনো কথা যেন 
শুনতে চায় 
না, 
উন্মুক্ত ভাবে আচরণ করে চলেছে, নিঃশেষিত 
ভালবাসা শেষ প্রহরে করে গেছে 
যুদ্ধ  বিরাম সন্ধি বিহীন,
বিজয়ী  ক্লান্ত  
শরীর,
পরিশেষে দিগন্তের গায়ে পড়ে রইলো অবসন্ন 
ভাবে, নিশ্চল নিয়ে বুকে জীবন্ত 
স্বপ্নের মূর্ছনা, সকালের 
সিক্ত হাওয়ায় 
উড়ছে 
ভাবনার পলকা পরিধান - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Midnight Splendor by Rick Lawrence

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২


বেশি দূরে নয় 

অনেক দূরে এসেছো নিঃশব্দ পায়ে, আর এগিয়ে দেওয়ার 
ঝোঁক পুষ না বুকে, দুঃখ পাবে মনে, ওই দিগন্তের 
অপর  পারে  আছে আঁধারের পল্লী, রঙ্গীন 
আকাশের ছলনা, মিছে মিছে স্বপ্ন
ঘনিয়ে আনবে হৃদয়ে, সাগ্রহে 
ওই ভাবে জীবনের 
বাজি খেলতে 
চেও না, 
আর এগিয়ে দেওয়ার ঝোঁক পুষ না বুকে, এখনো রাত 
নামী নি, মাইল পাথরে লেগে আছে কিছু গোধুলির 
আলো, অরণ্য বীথির গায়ে লুকিয়ে রয়েছে 
নিষ্প্রভ, জোনাকির নীলাভ চমক, 
কিছু কৌতুহলীয়  বুনো ফুলের 
গন্ধ, অস্থির পাপড়ির 
আবর্ত, তাই 
বনানীর  
সৌন্দর্য্য  বাদ দিয়ে ওই রুক্ষ মরুভূমির দিকে এগিয়ে 
এস না, অনেক দূরে এসেছো নিঃশব্দ পায়ে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


desert flower - PAINTING BY OSNAT TZNDOK

অসময়ের বৃষ্টির জন্য - -

নিজে কে এই ভাবে ছারখার করে, ভালবাসতে কে 

বলেছে তাকে, জানতে খুবই ইচ্ছে করে, কিন্তু 
জানা যাই নি, যেন সে একটানা বর্ষা,
এক সকাল থেকে অন্য সকাল 
শুধুই উজাড় করে ঝরে 
গেছে, কখনো তার 
প্রেমের মেঘ 
কমী নি,
কেন ? প্রায়ঃ হৃদয় প্রশ্ন করে, এমন বিসর্জনের কী
যে প্রয়োজন, তিলে তিলে স্বঅস্তিত্বের 
মৃত্যু, চেয়েছি বহুবার ঘটাতে 
তার  মোহভঙ্গ, মিথ্যা 
কলঙ্ক মেখেছি 
গায়ে,
ভেবেছি হয় ত সে সরে যাবে এক দিন সুদূর অজানা 
প্রান্তরে, কই, লেশ মাত্র ঘৃণা খুঁজে পাই নি 
তার চোখে, বরং আরও কাছে 
পেয়েছি তাকে, তার 
এই পাগলামি 
জীবনের 
শান্ত সরোবরে জাগিয়ে গেছে অধি ঘূর্ণিঝড়, তখন 
নিরুপায় ভাবনার উধাও শিশু, দাঁড়িয়ে 
যেন রয়েছে তার আধ খোলা 
দরজার মুখে, করুন 
চোখে, চায় এক 
আনুকুল্য,
তার বুকের মাঝে গড়তে বসতি, ঠিক তটরেখা 
যেমন মৌন বলে যায়, হে! নদী আমায় 
গ্রাস কর, আমি ভাঙন চাই,
স্থিরতার অভিশাপ 
আর বইতে 
পারি না,
নদী তখন অবাক, শ্রাবণের মনে মনে করে হয় ত  
আহ্বান - - - 

- - শান্তনু সান্যাল 


শনিবার, ২৮ এপ্রিল, ২০১২


ঘোলাটে আলো 

পরিশ্রান্ত আকাশ লুটিয়ে আলোর ঝরনা সারা রাত,
খুলে চলেছে শামিয়ানা ভোরের  হাওয়া ধীরে 
ধীরে, উড়ে যাচ্ছে যেন অন্যান্য  শুন্যে 
নীহারিকার জ্যোতি পুঞ্জ  শিমুল 
তুলোর রূপে, পৃথিবী যেন 
এক রাতের পান্থশালা 
তুমি আর  আমি 
কিচ্ছু ক্ষণের 
অতিথি,
ভাবনার মরু যাত্রীদল ধেয়ে চলেছে স্বপ্নের পিছনে,
অকস্মাত জীবন চেয়ে আছে পরস্পর যেন 
অপরিচিত  ভাবে, ক্ষণিক বৈরাগ্য 
অথবা গোপন বিরক্তি, ঠিক 
যখন মধুমাসের অন্তে
আবহ মণ্ডলে
ঘিরে 
আসে  অবসাদের শুষ্ক মেঘ, বাতাসে শীতলতা 
থাকা সত্তেও বৃষ্টি হয় না, ভালবাসার 
ছায়া ক্রমাগতভাবে গুটিয়ে চলে
নিজের আয়তন, শয্যাশায়ী 
দুই দেহের মাঝের 
উপসাগরে
ঢেউ 
আর উঠতে চায় না, আন্তরিক সংবেদনের লহর 
যায়  থেমে, জোছনা তখন আসক্তির বীজ 
বপন করতে পারে না, নিশি পুষ্পের 
গন্ধ  যায় ফুরায়ে, তখন জীবন 
ভিড়ে ও একাকী, আয়না 
ও চিনতে দ্বিধা বোধ 
করে, ওই  মুহুর্তে 
ব্যক্তিত্ব 
খুঁজে  ভালবাসার অর্থ, সম্পর্কের গুরুত্ব, ধরে 
রাখতে  চায়, অনুপ্রস্থ ধরা মুখী প্রেমের 
দুর্বল স্তম্ভ, কিন্তু আকাশ তখন 
ফেকাশে, দিগন্তে হয় ত 
লেগে থাকে কিছু 
ঘোলাটে 
আলোর পরশ সেটা স্মৃতি কিংবা সকালের 
পদক্ষেপ বলা মুশকিল - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

night street

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

ঢেউর  চিত্রলিখন

জীবনের চিত্রণ খুবই দুরুহ, যতই রং তুলি দিয়ে আঁকো
কিছু না কিছু খুঁত থেকেই যায়, স্থায়িত্ব এখানে
অর্থহীন, সুখের রঞ্জক অতি মিশুকে
সহজে মিলে যায় অশ্রু জলে,
দুঃখের কণা খুবই
নিরেট,
অনায়াসে বিলীন হতে চায় না, ঠিক তার প্রেমের মত
ধরে রাখতে চায় নিঃশ্বাসের পলকা তন্তু, ওই
দুয়ারে লেখা আছে জানি না কোন
ভাষায়, সেই অলৌকিক
লিপির আকর্ষণে
হারিয়ে
যায় প্রত্যেক বার কড়া নাড়ার শব্দ, হয় ত সে দরজা
খুলে সময় তদনুসারে, প্রতিধ্বনি ফিরে যায়
আপন ঘরে, এক শুন্যতা নেমে চলেছে
ঠিক সিঁড়ির ধাপ গুণে, অদৃশ্য
পদক্ষেপ ফিরে আর আসে
না, সেই হারানো
স্বরলিপির
মৌলিক গানের মাধুর্য্য, নতুন রাগ রাগিনীর ছাঁচে আর
আসল স্পন্দন ফিরে পায় না, সব কিছু থাকার
সত্তেও জীবন রয়ে যায় ভাঙা ঢেউ , সৈকত
তার খবর রাখে না, অবশেষে বালির
তৃষ্ণা শুষে নেয় তার বিছিন্ন
সজলতা, ভালবাসার
বুকে রয়ে যায়
শুধুই
শঙ্খচিলের পদ চিহ্ন, ফিরে যাওয়া জলের সৃষ্টি, সর্পিল
কিছু নৈসর্গিক বালি শিল্প - - -

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 desert by Lin Onus  

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২


বেশি দূর নয় 

ফিরে আসবে সকালের সঙ্গে নিয়ে তন্দ্রিত চোখের 
স্বপ্ন, জানি তুমি যেতে পারবে না বেশি দূর, 
ওই স্পন্দনের চিত্রলেখে আটকিয়ে
আছে প্রণয়ের  অধীরতা,
খুলতে গিয়ে গ্রন্থী 
বারে বারে 
অনিচ্ছায়ে হয় ত জড়িয়ে যাবে, জানি ঠিক তুমি 
ফিরে আসবে, বালুময় দুর্গ যদিও যায় 
ভেসে উচ্চ লহরে, তবু ও স্মৃতির 
ঝিনুক ছড়িয়ে রবে তীরে, 
অশ্রু যখন মুক্তার 
রূপে হবে 
পরিবর্তিত, জানি এক দিন তুমি আমায় খুঁজে পাবে,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Russian Marine Art painter Ivan Aivazovsky (1817-1900), 

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২


ঝুলন্ত  সেতু 

বেমক্কা বর্ষার পরে যেমন  বাতাসে বহে যায় 
মিশ্রিত অনুভূতি, শীতোষ্ণ আভাস, 
ঠিক তাই, হঠাৎ করে ভালো 
লাগা, এক নজরে যেন 
দ্রবীভূত ভাবনা, 
সেই 
অকস্মাত ভালবাসা, হুট করে অনাহুত কে -
আপন করা, মনের ধরাতল - উপরে 
ভঙ্গুর পরতে পাতলা ঢাকা, 
নিম্নাঞ্চল গভীর জলে 
ভরা, একটু 
পা 
এই দিকে ওই দিকে, নিমেষে জীবন তলদেশে,
তবু ও, ওই অগ্নি প্রবাহে পার করে যেতে 
চায়  কত  মহিপতি, নিঃস্ব,  সেই 
নৈসর্গিক টানে বিশৃঙ্খল সমস্ত 
হৃদয়ের সুগ্রাহী, ঠুনক 
তন্তুর জাল, 
মায়ার 
পৃথিবী, আকাশের  ভবিষ্যদ্বাণী পরিহার করে 
যায় সহজে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
George Rhoads paintings Autumn Grove

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২


সামান্য আগে সন্ধি বিগ্রহ 

পরিশেষে তুমি ও ভেঙে দিলে পরিকল্পনার মিহি 
রেশমী জাল, কিছু ক্ষণ ঢুল টা এমনি 
বয়ে যেতে পারলে না, এখন ত 
সবে উঠেছে আবেশের 
জোয়ার, চাঁদ 
এখনো বন্দী মেঘের গারদে, মুক্তির আলোড়ন 
আন্তভৌম, পৃষ্ঠতলে জোছনার তরঙ 
ভাসতে সংকুচিত, কুনো কুনো 
ভাব, ভেবাচেকাটা 
রইত  যদি 
আরও
কিছু ক্ষণ, হয় ত গড়ে উঠত রোমাঞ্চ গভীর -
রোমান্সে মোচড় ঘনিয়ে আনত দীর্ঘ 
টেকসইতা, জীবনের  ধুসর 
রঙ্গে লাগত সুবর্ণ লেপ,
বুকের ঐকতানে 
ভেসে যেত 
মায়াবী স্বরলহরী, জীবন হয় উঠত পরিপূর্ণ 
সজীব স্বপ্নের পৃথিবী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
source - Hanging Pink Orchids (Donald Miller)

সোমবার, ২৩ এপ্রিল, ২০১২


পৃথিবী যখন বহু দূর 

সজল নয়নের হাসির  আড়ালে ওই লুকানো কাচিক 
ভাঙন, স্পষ্ট জানিয়ে গেছে রিক্ত মরু ভূমির 
অভিশপ্ত জীবন, কাজেই মৌন অদৃশ্য 
সম্পর্ক গড়ে যাওয়া, অলিখিত 
অকথিত দুইজনের মাঝে 
বোঝাপড়া, মন্দ 
বলতে
কিছুই নাই, এক চুক্তি অপরিচিত নিঃশ্বাসের -
বিনিময়, বৈধ অবৈধ এই আদান প্রদানে 
অর্থহীন, কলঙ্ক জড়িয়ে গায়ে এক 
অপরূপ পথে এগিয়ে যাওয়া, 
সুখেও বৃষ্টি দুঃখেও বৃষ্টি 
শ্রাবণ শুধুই জানে 
অবিরল ঝরে 
যাওয়া, এই পথের অন্ত নাই, না কোনো বিশেষ 
গন্তব্য, কেবল দিবস রজনী বিরামহীন
দীর্ঘ যাত্রা, সে এক মহা প্রবহমান 
তাই জীবনের জলবায়ু যায় 
বদলিয়ে, যদিও পথিক 
টের পায় না, সেই 
আবেশের 
প্রবাহে সে বহে যায় বহু দূর যেখানে আপন ও 
পরকের ভেদ হয় উঠে বেমানান, পৃথিবী 
রয়ে যায় পিছনে, আকাশের অদ্ভূত 
জগত করে চলে আলিঙ্গনবদ্ধ,
জীবন তখন ফিরে চায় 
না অতীতের পৃষ্ঠা,
সে এখন এক 
অশরীরী 
জীব, ভেসে যেতে চায় উন্মুক্ত ভাবে শুন্যের পথে.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Blue Ride Parkway sky painting

রবিবার, ২২ এপ্রিল, ২০১২


অভয় এগিয়ে যাও - -

কেন এত গুছিয়ে লতিয়ে, পেঁচিয়ে বলতে চাও 
যে তুমি আর আমায় ভালোবাসো না,
সব কিছুই ত ফুরন্ত, প্রেমের  
আবার  ব্যতিক্রম
কোথায়, 
তাই সরাসরি বলে দাও, ওই মাপ জোক না 
সেরে, সহজে মূল বিন্দু এ আসতে 
দ্বিধা কেন, না, আমি চাইব 
না অতীতের মধুমাসের 
সেই নিংড়ানো 
অনুজ্জ্বল 
রং, যত দূর মনে হয় আমার পাওনা বলতে 
তোমার কাছে অনেক কিছুই আছে, 
তুমি চাইলেও সেটা ফিরিয়ে 
দিতে পারবে না, তাই 
থাকুক অজান্তে 
দেহ ও 
প্রাণে থার বিহীন বিরল সেই আমার গায়ের 
উদ্ভট গন্ধ, কিছু গহিন নিঃশ্বাসের
ঘনীভূত কণা বয়ে যাও চির 
দিন বুকের প্রান্তরে, ভয় 
নাই, তুমি ছিঁড়ে 
দিতে পারো
চিঠিগুলো, কত লেখা যে অপ্রকাশিত রয়ে 
যায় হৃদয়ের মাঝে, তা কেউ জানে 
না, তোমার সমস্ত উত্তর 
কখন যে জোনাকি 
হয় উড়ে গেছে 
স্বপ্নের দেশে 
আমি নিজেই জানি না, কিছু  বোধ হয় পথ 
হারিয়েছে মরিচিকার সীমান্তে, অথবা 
ঘুরে বেড়ায় মায়াবী রাতে নিয়ে 
নতুন আলোর ত্রিপার্শ্ব কাচ,
ঠিক অন্ধকার হতে 
আবার উঠে 
আসব 
এক দিন, জীবনের গর্ভ বেশি দিন দুঃখের
ভ্রুণ বইতে পারে না, সময় হলে 
ঠেলে বাহির করে দেয়, সে 
এক নির্মম প্রসব তা 
এখন হয় ত 
বুঝতে 
পারবে না - - - 

- শান্তনু সান্যাল  

bouganvillea wall 

শনিবার, ২১ এপ্রিল, ২০১২


কিছু ক্ষণের রাত জাগা 

সে আমার প্রাণবন্ত বন্ধু, সাঁঝের নিবন্ত অরুণমুখী 
আলোর সঙ্গে ফিরে আসে, রেখে যায় কিছু 
ক্লান্ত দিনের ঘামের গন্ধ, দীর্ঘ নিঃশ্বাসে
জানিয়ে যায় তা হলে আজ উঠি,
কাল আবার দেখা হবে,
এখন আয়নার 
মুখোমুখি,
অবশ্যই তাকে এড়িয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু 
অসহায় মন, তাই এক ছোট্ট উঁকি, সে 
যেন  সব সময় প্রশ্নের ঝুলি নিয়ে 
প্রস্তুত, প্রতি বার গুণে যায় 
মুখের পড়ন্ত ভাঁজ, 
চশমা সাফ 
করাটা সামান্য কথা, কিন্তু ভালো লাগে নিজের 
ছেঁড়া গেঞ্জির কোনা দিয়ে সাফ করতে,
হয় ত বিম্বটা কিছু উজ্জ্বল হয় 
ওঠে, বাতায়নে চড়ইদের 
আলাপসালাপ
ক্রমশঃ 
মিমাংসার দিকে, উড়ে চলেছে কদম গাছে, রাত্রি 
নিবাস, এখন আমি ভাসতে চাই নিশি -
গন্ধের সুবাসে, দেখতে চাই এক 
নতুন পৃথিবী তোমার বুকে,
কিছু ফেকাসে হাসিতে 
ছদ্ম প্রেম, মিথ্যা 
অভিলাষ, 
হটাত যদি শ্যাম শ্বেত অ্যালবাম হয় উঠত রঙ্গীন,
স্বপ্ন দেখতে পয়সা লাগে না, তাই আজ 
তুমি সাজ আবার প্রথম আলাপের 
অনুরাধা, জানি না আমার 
পরিবর্তন  কত সঠিক,
শুধুই এক মিনতি 
ওই আয়না 
হতে চেয় না, সকাল আসতে সময় আছে সুতরাং 
কিছু ক্ষণ ত জেগে থাক - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


Paintings by Mark Boyle 

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২


নিশাচরের ফিরে যাওয়া 

জীবান্তক আঁধার গিলে নিতে চায় গোটা অস্তিত্ব,
এমন সময় জীবন খুঁজে বক্ষঃস্থলের আশ্রয়, 
উদ্বর্তনের পুরাতন, আদিমযুগীন সেই 
অনুশীলন, উলঙ্গ দেহ ও জ্বলন্ত 
কাঠের সমন্বয়, গিরিপাদ 
হতে বুনো কুকুর 
গোষ্ঠির 
নেমে আসা, অন্ধকারে লকলক জিভের পড়ন্ত 
লালার চমক, প্রতিরোধের নৈসর্গিক বৃত্তি,
পুরুষত্বের জাগরণ, অন্যান্য থেকে 
রক্ষা নিজের মধ্যে বিলয়ন, 
সে দিন ও তাই ঘটে 
ছিল আজকে ও 
তাই ঘটবে, 
ব্যতিক্রম বলতে কিছুই নয়, জৈবিক প্রক্রিয়া
চিরন্তন বহাল, অনুঘটক কিছু ও হতে 
পারে, পুরুষ কিংবা নারী, মানুষ 
অথবা পশু, এমন কি লিঙ্গ 
ভেদ ও ওই মুহুর্তে 
অর্থহীন, 
শিকারী ও শিকারের  মাঝে মানসিক মৃগয়া,
সনাতন প্রবাহ বহে যায় অরণ্য থেকে 
ফুটপাথ, ঘিঞ্জি বস্তি হতে কুলীন 
বনেদী বাড়ী, ভালবাসা 
বলতে নিবন্ত কাঠ 
যত ক্ষণ 
জ্বলে 
কবিতার রূপ ধরে নিভলেই কুত্সিত ছাই, 
হালকা হাওয়ায় উড়ে যায় বহু দূরে,
তখন প্রেম বুনো কুকুর, শুঁকতে 
চায়  ক্ষরিত  রক্তের গন্ধ, 
নিশুতি রাতে করে 
অনুধাবন,
সকালের ঝাপসা আলোয় ফিরে যায় পাহাড়ে.

- শান্তনু সান্যাল
painting by Ivan Konstantinovich Aivazovsky 
  


শাশ্বত তৃষ্ণা 

ফুল, পল্লব, গন্ধ, নদী ঝরনা সব কিছুই ত আছে, 
পৃথিবী নিজেই এক জীবন্ত কবিতা, শুধুমাত্র 
আবেগপ্রবণতা তার চোখের বিম্বে 
আছে লুকানো, সেই অমূল্য 
নিধির প্রাপ্তির পথে 
ধেয়ে যায় 
জীবন,
অনবরত, অবিরাম, কখনো হরিণ লম্ফন আর 
কখনো নিঃশব্দ পদক্ষেপ, সেই নয়নের 
অক্ষিপটের জগতে আছে সে এক 
বৈরাগী নিয়ে বুকে বিশাল 
বর্ণালী পুঞ্জ, অতৃপ্ত 
হৃদয় তাই 
চেয়ে 
রয় দিবা নিশি তার মুখ পানে, সুধা সদৃশ সে -
আলো নিয়তির লিখন যায় বদলিয়ে, 
কিন্তু ক জন যে শ্রীমন্ত পেয়েছে 
সে পবিত্র, বিশুদ্ধ স্পর্শ,
বলা বড়ই মুশকিল,
তত্সত্ত্বেত্ত
মনের পিপাসা খুঁজে আজন্ম তার প্রণয়ের বর্ষণ!

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Maria Zeldis 


বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২


অভিসন্ধি 

বোধ হয় সে জানে না, মৌসুমী হাওয়ার ভঙ্গিমা,
তাই মনের পটভূমি ঝুলিয়ে এসেছে, ছাদের 
জীর্ণ দড়ির উপরে, লেবু ফুলের গন্ধ 
মাতিয়ে গেছে প্রখর গ্রীষ্মের 
সন্ধ্যা, ঝড়ের সংকেত 
বুঝতে না বুঝতে 
উড়ে গেছে 
লাজুক ভাবের  কাপড়, চিত্রাঙ্কনের রং গুলো 
ভিজে ধুয়ে ধরেছে অনন্য অনুভূতি, 
কম্পিত  হৃদয় নিয়ে সে দাঁড়িয়ে 
আছে দোরগোড়ায়, সিক্ত 
মাটির গন্ধে এখন 
লিপ্ত স্পন্দন,
বিকল্প চাওয়ার পথ গেছে মনে হয় হারিয়ে, তাই 
অনুতাপ  ভুলিয়ে হৃদয় চায় পুনরায় ছবি 
আঁকতে, আনকা মানুষ কে এমনি 
ভালবাসতে, যেন আবার 
জীবন খুঁজে চলেছে 
অভিসন্ধি,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
photo - lemon flower


অবিদিত তরঙ্গ 

পরিণতির  কল্পনা ভেবে কি বা হত, এপার কিংবা 
ওপার, মাঝধারে পৌঁছিয়ে দুই কুলের চিন্তা 
কীসের জন্য, ডুবতেই যদি হয়, তাহলে
এই ভাবে ডুবি, যে লহর ও যেন 
না জানতে পারে, নিমজ্জনের 
রহস্য, সেই আবেগ
নিয়ে বুকে 
প্রণয়ের তরণী দিয়ে ছিল ভাসান, সুদুর পারাবার 
যখন ডাক দিয়ে চলেছে প্রতিধ্বনিত সুরে,
কোথায় কুঞ্জ গলি আর কোথায় 
যমুনা, আবেশের ধারায় 
বহে গেছে বহু দূর 
মথুরা হতে 
বৃন্দাবন,
ওই ছিঁটে ফোঁটা আষাড়ের বৃষ্টিতে ভিজে যেন -
দু জনের দেহ ও প্রাণ জবজবে, একাকার,
ধুয়ে ছড়িয়ে গেছে ধরণীর বুকে সাত 
রঙ্গী রামধনু, মহানগরের  পথে 
ভেসে চলেছে নিয়ন 
আলোর ছটা,
পতঙ্গের 
ঝাঁক এবং উত্সর্গের সমারোহ তখন খমধ্যের পার,
কাত নৌকো নিজের অক্ষে উপাবৃত্ত, নদী তে 
বান ছিল অথবা গোপন ঘূর্ণি চক্র,
ঠিকঠিকানা খুঁজা মুশকিল, 
শুধুই নিঝুম আর্দ্র 
রাত্রি আর 
নিশ্বাসের ওঠা নামা, তার অতিরিক্ত ওই মুহুর্তে 
পৃথিবী যেন নিভৃত মঠ যোগী, চেয়ে 
আছে আকাশের পথে ভাসন্ত
মেঘের লুকোচুরি, 
তারকের  
মহামিছিলের অবসান, চাঁদের গা ঢেকে যাওয়া - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

অবিদিত তরঙ্গ 

পরিণতির  কল্পনা ভেবে কি বা হত, এপার কিংবা 
ওপার, মাঝধারে পৌঁছিয়ে দুই কুলের চিন্তা 
কীসের জন্য, ডুবতেই যদি হয়, তাহলে
এই ভাবে ডুবি, যে লহর ও যেন 
না জানতে পারে, নিমজ্জনের 
রহস্য, সেই আবেগ
নিয়ে বুকে 
প্রণয়ের তরণী দিয়ে ছিল ভাসান, সুদুর পারাবার 
যখন ডাক দিয়ে চলেছে প্রতিধ্বনিত সুরে,
কোথায় কুঞ্জ গলি আর কোথায় 
যমুনা, আবেশের ধারায় 
বহে গেছে বহু দূর 
মথুরা হতে 
বৃন্দাবন,
ওই ছিঁটে ফোঁটা আষাড়ের বৃষ্টিতে ভিজে যেন -
দু জনের দেহ ও প্রাণ জবজবে, একাকার,
ধুয়ে ছড়িয়ে গেছে ধরণীর বুকে সাত 
রঙ্গী রামধনু, মহানগরের  পথে 
ভেসে চলেছে নিয়ন 
আলোর ছটা,
পতঙ্গের 
ঝাঁক এবং উত্সর্গের সমারোহ তখন খমধ্যের পার,
কাত নৌকো নিজের অক্ষে উপাবৃত্ত, নদী তে 
বান ছিল অথবা গোপন ঘূর্ণি চক্র,
ঠিকঠিকানা খুঁজা মুশকিল, 
শুধুই নিঝুম আর্দ্র 
রাত্রি আর 
নিশ্বাসের ওঠা নামা, তার অতিরিক্ত ওই মুহুর্তে 
পৃথিবী যেন নিভৃত মঠ যোগী, চেয়ে 
আছে আকাশের পথে ভাসন্ত
মেঘের লুকোচুরি, 
তারকের  
মহামিছিলের অবসান, চাঁদের গা ঢেকে যাওয়া - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২


বিচিত্র অনুভূতির জগত 

জীবনের বাস্তবিকতা ভিন্ন ছিল, চেহারা 
অনুবাদ করে গেছে অন্য ভাবে, 
হাসির সঙ্গে  ছিল একটি 
নিম্ন অদৃশ্য রেখা, 
সে কিন্তু 
ধরতে পারি নি, শুধুই দেখে গেল অধর 
তীরের সজলতা, চোখের অঞ্চলের 
ছায়া বাড়িয়ে গেছে আলোর 
রাশি কতটুক জানি 
না, কত দূর 
সে খুঁজে পেয়েছে মনের গভীরতা কিংবা 
দেহের স্ফীতির বাইরে সে কিছুই 
চাই নি, তার প্রেমের সংজ্ঞা 
বুঝতে মায়াবী রাত 
গেছে ফুরায়ে,
রাত্রি শেষে জোছনা গায়ে জড়িয়ে সে দেখি 
চেয়ে আছে অতৃপ্ত চোখে চাঁদের 
বিলীনতা, ঝরে চলেছে 
নিশি পুষ্পের মদির 
গন্ধ বাতাসে,
যখন ও  ছুঁতে চেয়েছি তার প্রতিবিম্বিতরূপ,
যেন প্রসুপ্ত আগ্নেয় গিরি তার ভাবনা,
থেমে থেমে করেছে অগ্ন্যুত্পাত, 
সেই ঝলমলানি আলোর 
মাঝে করেছি সর্বস্ব 
বলিদান, সে 
যেন অগ্নিহোত্র ঋত্বিক, অজ্ঞাত  মন্ত্রে করে 
যায় বশীভূত - ভুলে  যাই সর্বদা 
জীবনের অস্থিরতা, অরণ্য 
পথ হতে উঠে আসে 
হৃদয়, অজানা 
এক অদ্ভুত মধুময় বীথিকায় যায় হারিয়ে - - 

- শান্তনু সান্যাল 
vista - no idea about painter 

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২


এক ঝিলিক হাসির জন্য 

দীর্ঘশ্বাসে তার শুন্য দৃষ্টি তে তাকানো, হৃদয় 
উন্মন্থন  করে যায়, সেই তোলপাড়ের
মুহুর্তে জীবন খুঁজে অন্তর্মনের 
অস্থির খেয়ার ভাসান,
থামিয়ে রাখতে 
চায় কিছু 
ক্ষণ 
ভাঙনের গায়ে নুয়ে পড়া সংবেদনের দ্রুম,
পশ্চিম দিগন্তে ভিড় করে চলেছে
আবার কালবৈশাখীর মেঘ, 
ভাবনার ছায়া ঢেকে 
রাখে তার নীরব 
দহন, সেই 
হুলুস্থুল সন্ধ্যার ঝাপসা আলোয়, হৃদয় চায় 
দিতে কিছু খুশির লমহা তার ঘনীভূত 
অশ্রুর বিনিময়ে, জীবন দেখি 
যথাক্রমে হয় উঠেছে এক 
কৌতুক চরিত্র, শুধু 
একটি হাসির 
জন্য ! 
অস্তিত্ব ছড়িয়ে দিতে পারে আজ আভিজাত্য, 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - by JONATHAN OWENS 



শনিবার, ১৪ এপ্রিল, ২০১২


কদাচিৎ, শেষ প্রহরে - - 

অজানা উন্মাদন অবশেষে হ্রাসের পথে, ভাটার
লহরে  দুরে সরে চলেছে চাঁদের আলো,
মধ্য রাতে কপিন্জলের চিক্কুর, 
দেহ হতে দেহের বিযোগ 
ধরে আছে কে যেন 
নিঃশ্বাসের 
 ডোর,
নিশাচর পাখির ঝাঁক ফিরে চলেছে দিগন্তে, পুনঃ 
তিমিরাচ্ছন্ন দেশের সন্ধান, শিথিল অঙ্গে 
জোছনার উচ্ছিষ্ট, কিছু অধর চিহ্ন,
পরকীয় গন্ধ, আদুরে সজল 
প্রতীক, বুকের মাঝে 
মিষ্টি উদ্বেগ, 
বিচিত্র 
অনুভূতির ভিতরে, স্তর প্রতি স্তরে যেন অদ্ভুত 
এক উদ্ভাবনীর সমাবেশ, যেন আয়নার 
মাঝে সহস্ত্র আয়না, লুকিয়ে আছে 
অনুরাগী বহুরঙ্গী প্রতিফলন,
ভরে চলেছে মরুভূমির 
গভীর গহ্বর, সে 
যেন আলোর মেঘ, ঝরিয়ে চলেছে নিষ্প্রভ -
জীবনে আর্দ্র উদ্ভাস, অনিবারিত 
তৃষ্ণা আরও বাড়িয়ে গেছে 
তার সান্নিধ্যের বর্ষা, 
শেষ প্রহরে যেন 
কদাচিৎ.

- শান্তনু সান্যাল 
art creation by Bob Barker