মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২


রোমাঞ্চিত মুহুর্ত্তে 

আজ না হয় থাক, নেপথ্যের আঁধারের খেলা, 
এসো করি কিছু অপ্রকাশিত কবিতার গল্প,
কিছু আবরণহীন মঞ্চের বাস্তবিকতা,
মনে পড়ে কি সে দিনের কথা, 
বৃষ্টি তে ভিজে, হেঁটে বহু 
দূর ফিরে এসেছিলাম,
বুকে বাধিয়ে 
অদৃশ্য 
জ্বালা, অরণ্য পথের সেই কাঠের সেতু, ক্ষুদ্র 
নদীর গর্জন, প্রস্তর খণ্ডে লিখিত জলজ
উদ্ভিজ্জের সবুজ লিপি, বুনো
তুলসীর আদিম গন্ধ,
অপ্রত্যাশিত 
ভাবে 
হৃদি স্পন্দন ছোঁয়া, সিক্ত ভাবনার ধারায় 
হারিয়ে যাওয়া, অনেক কিছু, অব্যক্ত 
মনের ভাবনা উঁকি দিয়ে যায়,
সুরভিত দিনলিপির পাতা !
যেন অস্থির নড়ে উঠে 
স্মৃতির দমকা 
হাওয়া 
লেগে, শিহরিত রোমাঞ্চে খুঁজতে চায় মন 
তোমার ভীরু ভালবাসা - - 

- শান্তনু সান্যাল 
painting by TONI GROTE 1
http://sanyalsplanet.blogspot.in/





সোমবার, ৩০ জুলাই, ২০১২


বিনা টিকিটের খাম - -

তাদের ভালবাসা হয় ত ছিল আশার বাহিরে, 
আঁচলের ক্ষেত্রফল ছিল সীমাবদ্ধ, ওই 
পুরস্কারের  রঙ্গীন খামে তাই 
নাম ঠিকানা ছিল ভাসা
ভাসা, পৌঁছিয়ে 
গেছে কোন 
অজানা 
প্রান্তে, হাত বাড়াতেই শুন্যতা, বহু দূর এক 
পুরাতন মরুদ্যান, সময়ের পিপাসা 
করে ফেলেছে তাকে লাবনিক 
মৃত প্রদেশ, ধেয়ে আসে 
সবাই স্তনপায়ী,
সরীসৃপ,
খগ মৃগ সুদুর হতে, ভুল ভাঙার ওই মুহুর্তের
দৃশ্যে লুকিয়ে রয়, যেন ভীরু পরিচয় পত্র 
খানি, হৃদয় খুঁজে পায় হারানো 
অস্তিত্ব, অস্ফুট শব্দের 
মাঝে তোমার 
প্রণয়ী
প্রতিশ্রুতি ভেসে উঠে মরিচিকার উষ্ণ তাপে !

- শান্তনু সান্যাল  
painting by Mary
http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ২৯ জুলাই, ২০১২

কোনো এক সাঁঝের বেলায়

কখনো যদি সম্ভব ছুঁয়ে দেখো মেঘের গুঁড়া,
ভেসে যায় মনের বাতায়নে গা ঘেষে, 
সেই ভালো লাগার অনুভূতির 
তীরে খুঁজে পাবে ঠিক, 
চির সজলতা, 
অদৃশ্য 
আতঙ্কের ভিতরেই ছিল প্রেমের নির্ভীক -
মুখরিত ভাবনা, কোনো দিন হয় 
ত খুলে যাবে প্রতিবন্ধিত 
গন্ধকোষের গ্রন্থী,
সে দিনের 
পথ 
চেয়ে আছে, বুঝি আজ ও বুকের মাঝে এক 
গুচ্ছ রজনীগন্ধা, তার অধীর অধরে 
এসে থেমে রয়  স্বপ্ন সুধা, সিক্ত 
শব্দ গুলো যেন বাক্য হারা,
খুঁজে সাঙ্কেতিক অজ্ঞাত 
বর্ণমালা, তার 
চোখের 
শুন্যতায় লুকিয়ে আছে ঘনীভূত শ্রাবণ -
ধারা, উষ্মিত হৃদয় জেগে রয় 
নিয়ে যুগের একরাশ নিদ্রা
বিহীন অবচেতনা, 
যদি হটাত 
ঝরে 
যায় কোনো এক সাঁঝের বেলায় তার আর্দ্র 
অনুকম্পা - - 

- শান্তনু সান্যাল 


শনিবার, ২৮ জুলাই, ২০১২


কার বশিভুতে - - 

এক বিচিত্র প্রচ্ছায়া ঢেকে রয় দেহ ও প্রাণে, জীবন 
হয় ওঠে রাহুগ্রস্ত আকাশে চাঁদের আকুলতা, 
সব কিছু যেন মায়াভরা, ভাসন্ত
ভাবনার মেঘ, ধরে রাখতে  
চায় আকাশের 
বিশালতা,
ওই উদ্বেলিত মুহুর্তে হয় ত কখনো ডেকে ছিলাম
তাকে, সে কাছে এসে বাড়িয়ে গেছে বৃহত্তর 
পিপাসা, টেনে গেছে  প্রজ্বলিত  বলয় 
চার পাশে, এক অদৃশ্য অগ্নিশিখা 
জেগে আছে সে দিন হতে 
হৃদয়ের অন্দর 
মহলে, 
সহসা দেখি অরণ্য পথে ধেয়ে যায় মন অবিরাম,
একান্ত লয়ে, অবাক তখন প্রকৃতি, নদীর 
শান্ত প্রবাহে অপ্রত্যাশিত হিল্লোল,
ঊষর উপত্যকায় ফুটে 
চলেছে অসংখ্য 
বুনো ফুল,
সঘন কুয়াশার গহ্বরে ভেসে উঠছে নীল আলোক !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

Artist Bobbi Price

শুক্রবার, ২৭ জুলাই, ২০১২


খুঁজে পাই নি - - - 

আকাশের আসর শেষ প্রহরে খুঁজে নিখোঁজ -
তারকের ঠিকানা, সে এখন ছিল
হৃদয়ের খুব নিকটে, সে 
নিমেষে দেখি দূর 
বহুদূর হেঁটে
চলেছে একাকী, অচেনা খুবই অজানা, তার 
নয়নের দিগন্তে থেমে ছিল নীহার বিন্দু,
চাঁদ ঢলেছে অনেক আগে, গুটিয়ে 
গেছে ওই আকাশগঙ্গা, ভাস্বর 
অনুরাগের শামিয়ানা,
চেয়ে রইলো 
নির্বাক 
তৃষিত গন্ধকোষের জগত, নিয়ে বুকে যুগের 
গোপন মানসিক, এক বিন্দু শিশির 
ঝরি নি সারা রাত, জীবন 
ফিরে এসেছে পুনরায় 
বয়ে বুকে উন্মুক্ত 
সাহারার 
চিরস্থায়ী দহন, নিয়তি গেছে খুবই সহজে 
প্রায় গা ছুঁয়ে, কিন্তু ফিরে চাই নি 
একবার, আনত অনামিকা,
ফুলের বৃন্তে সাজি নি 
রত্ন খচিত প্রণয় -
অঙ্গুরীয়,
রাত গেছে উদাস মনে বুকে নিয়ে শুন্যতা - -

- শান্তনু সান্যাল  

  painting by Byron Pickering 
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

অগ্নিস্নান - - -


কুহেলি ভরা পথে আছে কত যে অজানা মোড়,
সঠিক ঠিকানা না হলে জীবন যায় মুড়ে 
কোন রহস্যময়ী অঞ্চলে, বলা কি 
যায়, থমকে দাঁড়িয়ে যেতে 
না যেতে ঘিরে আসে 
আবছা ঘন 
তমস,
নিজের লুপ্ত ছায়া খুঁজে দেহের পরশ, অথচ -
শরীর নিষ্প্রাণ পড়ে রয় ধরাতলে,
তার প্রেমের দংশনে আছে  
এক বিচিত্র মধুরতা,
 কন্ঠে ভেসে 
ওঠে 
নীল রঙ্গী দাগ, হৃদয় হয় উঠে মৃত্যুঞ্জয়, ধরে 
রাখতে চায় ত্রিভুবনের মায়া নিঃশ্বাসের 
বাঁধনে, আকাশ পথে ধেয়ে যায় 
ভাবনা কাঁধে লয়ে তার 
প্রণয়ী সতীত্ব 
শরীর,
কোনো বাধা প্রতিরোধ থামাতে পারে না ওই 
প্রলয়ংকারী রূপ, বিধ্বংসের আতঙ্কে 
শিহরিত যেন বিস্তীর্ণ অন্তরিক্ষ,
পৃথিবী ও মহা জলধি, 
দুই আত্মা তখন 
মিলনের 
পথে 
গাহে অমরত্বের গান, করে যৌথ অগ্নিস্নান - - - 

- শান্তনু সান্যাল 
   Shiva-Sati traditional painting
http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ২৫ জুলাই, ২০১২


সুদুর বর্ষা বনে 

রঙের লহরে যখন ভেসে উঠে আকাশের শুন্যতা,
সাঁঝের আঙ্গুল ধরে, হেঁটে আসে আনীল
অন্ধকার, সেই পুলকিত ক্ষণে 
অনন্য সৌরভে ভরে 
উঠে হৃদয়ের 
আঙ্গিনায়,
তার চোখের ভাষায় জীবন খুঁজে অপ্রত্যাশিত - -
ভাবে ভেসে আসা, নামবিহীন ফুলের 
গন্ধ, কিছু মধুমাসের পরশ, 
কিছু আর্দ্র অনুভূতি, 
পাতাঝরার 
শব্দে 
লুকিয়ে রয় তার মৌন ভালবাসা, তখন মন যেন 
পথ হারানো প্রজাপতি, আকুল হয় উঠে 
ভিজা মাটির গন্ধে, উড়ে যেতে 
যায় অজানা অঝর বৃষ্টির 
অরণ্যে, ছুঁতে চায় 
তার গোপন 
প্রণয়ের 
শিহরণ, নিঃশব্দ চেয়ে থাকে রহস্য ভরা চোখে - - - 

- শান্তনু সান্যাল  
sky of whimsy - painting by Artist Kimberly Conrad.jpg
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

স্বপ্নের জিজীবিষা


কোথায় বহিয়ে নিয়ে যেতে চায় হৃদয়ের আগুন, ভরা 
বর্ষায় উঠে চলেছে ধোঁয়ার বাদল, জীবনের ধুসর 
উপত্যকা, নির্বাক চেয়ে আছে ছাই রঙ্গী 
আকাশ, ওই সাগর কুলের পাখিরা 
গেছে উড়ে বহু দিন আগে,
প্রীত নদীর মোহনায়
পড়ে আছে আজ 
ও বহু রঙ্গী 
ক্ষুদ্র 
পাথর, ফিরে যায় স্মৃতির উর্মি বারংবার ছুঁয়ে নির্জন 
বালুকা বেলা, পুনশ্চ নোনা জলের প্রতিশোধ,
পুনারয়  ব্যথিত হৃদয়ের চিত্কার, 
উচ্ছন্ন তটভূমি খুঁজে স্বপ্নের 
সবুজ শ্যামল শস্য 
ধরাতল, তবু 
ও জীবন 
এঁকে যায় পশ্চিমা গগনে রঙিন মেঘের আল্পনা - - - 

- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

PAINTING BY KunstCentrum Tholen 


সোমবার, ২৩ জুলাই, ২০১২


সুজনের ছোঁয়া 

কার অপ্রতিম প্রণয়ের ছবি দেখে মন 
ভুলিয়ে আছে সমস্ত পৃথিবী, কার 
পরশে জীবন হতে চায় কাঁচা 
সোনা, কে সে মনের 
মানুষ, টেনে 
নিয়ে 
চলেছে সুদুর ভিন দেশের সীমানায় !
কোন কন্ঠের মাধুর্য্যে গেছে 
হারিয়ে নিঃশ্বাসের 
স্বরলিপি, 
কে 
সে দাঁড়িয়ে রয় অহর্নিশ অন্তর দ্বারে,
নিয়ে হাতে সুরভিত ফুলের 
সদ্য কুসুমিত মালা,
কে মেখে যায় 
উন্নত 
ললাটে যজ্ঞের চিতাভস্ম, কে ছুঁয়ে -
করে যায় শীতল অন্তর্তমের 
জ্বালা, দেহ ও প্রাণে 
জাগিয়ে রাখে
চন্দনের 
গন্ধময় সজলতা - - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
flower new


শনিবার, ২১ জুলাই, ২০১২


নিমজ্জনের সাক্ষী কেউ ছিল কি 

আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় পায়ের মাটি যায় ধ্বসে,
সেই অতিরিক্ত পাওয়ার অভিলাষে, জীবন 
ফিরে আসে বারংবার রিক্ত হাতে, 
মনের গভীরে অপ্রকাশিত 
পড়ে রয় দিব্য প্রেম 
একাকী,আঁখি
খুঁজে 
অহরহ, ছদ্ম প্রণয়ের আলো আসেপাসে, ক্ষিপ্র বেগে -
ধেয়ে যায় ভাবনার অশ্ব, মরু প্রদেশ হতে 
নোনা জলাভূমি, অরণ্য পথ গামী,
থামতে চায় না হৃদয় কোনো 
ভাবে, সেই অন্তহীন 
তৃষা বুকের 
মাঝে, 
আবেগের কুম্ভ যেন চিরদিনই চলকে পড়ে পথ ঘাটে,
অদ্ভুত জোছনার মায়া, ভ্রমিত অবচেতন 
দেহ ও প্রাণ, বুঝে উঠতে পারে না,
জল স্থলের তফাৎ, ছুটে যায় 
তটভূমি বহু দূর, সাড়া
কেউ দেয় না,
ফিরে 
আসে সমস্ত চিত্কার, আর্তনাদ, নিমজ্জনের পূর্বে 
শুধুই জেগে রয় সৈকতের অসমাপ্ত এক 
বিচিত্র নীরবতা, ঘনিয়ে আসে 
আঁধার সঘন, ভূত ও 
ভবিষ্যত কিংবা 
বর্তমান,
সব কিছু তখন অর্থহীন, অচেনা পুরাতন প্রেমিক !
চিনেও চিনতে চায় না, পরিচয় পত্র 
ভেসে রয় কালের তরঙ্গে,
ক্রমশঃ জীবন তখন 
অস্তাচলের দেশে, 
পরিত্যক্ত 
ঢিবির মত পড়ে রয় দেহের ভূমি অবহেলিত নোনা 
জলের মাঝে, কথা কয় নিজের সাথে,
পাখিরা অবাক চেয়ে থাকে 
তার ক্ষণে ক্ষণে 
ভাঙ্গনের 
রূপ, পরিশেষ তারাও উড়ে যায় নিরাপদ আশ্রয়ের 
সন্ধানে - - - 

- শান্তনু সান্যাল 



ANNE PACKARD ART PRINTS

কার ছোঁয়া করে শিহরণ 

লজ্জাবতীর শাখায় যেন জড়িয়ে রয় তার 
লাজুক মনোভাব, একটু হাওয়ায় দুলে
উঠে মনের ভীরু ভালবাসা, 
গুটিয়ে রাখতে চায় সে 
অস্তিত্ব, কমনীয় 
পত্রাবর্তে,
শিশির পরশে যেন কেঁপে উঠে হৃদয়ের -
পল্লব সম তন্তু, সারা রাত এক 
আতঙ্ক, বুকে চাপিয়ে সে 
চেয়ে থাকে নীলাভ 
আকাশ, চাঁদ 
মেঘের 
পারদর্শী ধবল যবনিকা, মৃগনয়নি -
ভাবনা, পাতা ঝরার শব্দে ও 
যেন হয়ে উঠে অস্থির,
নীল আঁধারে খুঁজে 
বহিরাগত 
সুগন্ধ 
অথবা মৃগয়ার নিঃশব্দ পদক্ষেপ, এক 
মধুর আতঙ্কে ডুবে রয় দেহ ও 
প্রাণ অনিশ্চয়তার তরঙ্গে, 
নাড়ির গতি সহসা
বেগবান, ধেয়ে 
যায় মন 
সুদুর বুনো ফুলের মাতল উপবনে - - - 

- শান্তনু সান্যাল  

artist SMITH SART
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২


হয় ত একদিন 

হয় ত সে ভেবেছিল, আমি অধুনালুপ্ত এক প্রাণী, 
সময়ের অবসাদে জীবাশ্মের দিকে চলেছি 
এগিয়ে, আর ফিরে আসবো না, 
যাদুঘরে রয়ে যাব স্মৃতির 
প্রতিক চিহ্ন হয়ে,
কিন্তু তা 
হয় 
নি, যেখানে ঝড় করেছে বিধ্বস্ত আমার স্বপ্নের 
বাসা, সেখানেই ছিল অদৃশ্য আগামী কাল,
বোধ হয় সে যেন টের পাই নি, সেই 
আবার জীবন রেখেছিল করতল ;
জিজীবিষার আগুনে, ভেঙ্গে 
ছিল নোঙ্গরের শিকল,
ভাসিয়ে ছিল 
ছিন্ন তরী,
যদিও 
নদীর উগ্র প্রবাহের সঙ্গে ছিল ঝঞ্ঝার গোপন -
চুক্তি, কিন্তু নিয়তির খেলা করেছে 
বিফল প্রতিপদে, তাহাদের 
ষড়যন্ত্র, এগিয়ে নিয়ে 
গেছে অগোচর 
আধিপত্য !
দূর 
উজানের দেশে, সেই সমুদ্র নদীর মিলন স্থলে 
আমি ফিরে পেয়েছি তার ভালবাসা,
জড়িয়েছি বুকে তার প্রণয়
বিন্দু, ঝিনুকের বেষে
রয়েছি পড়ে
তার 
নয়ন সৈকতে, হয় ত একদিন ভাবনারা হয়ে 
উঠবে প্রদীপ্ত মুক্তা - - 

- শান্তনু সান্যাল  
  
Photo of pearl in oyster shell by Kelli
http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ১৮ জুলাই, ২০১২


শীতলতার আভাস 

সন্ধ্যার মুখে ঘনিয়ে ছিল মেঘের উন্মন্থন,
হৃদয়ের আকাশে ও ছিল অজানা এক 
আলোড়ন, ক্ষণিক ব্যাকুলতার 
মাঝে চেয়ে ছিল মন 
কিছু  রোমাঞ্চ 
ভরা 
অনুভূতি, বৃষ্টি হয় নি, অবশেষে ফিরে -
গেছে সাঁঝের মৌন প্ররোচনা, সে 
যখন পৌঁছল আঁধার ঘনিয়ে 
গেছে আবেগের অঞ্চল,
হাওয়ায় ভিজা 
মাটির 
গন্ধ, হয় ত প্রবঞ্চক বর্ষা ভিজিয়েছে এক -
রাশ শহরতলি,তবুও তার চোখের 
স্পর্শে ছিল শ্রাবণী আভাস,
ছুঁয়ে গেছে নিমেষে 
বুকের দগ্ধ 
ভাগ,
সুদুর আকাশের প্রান্তে এখনো অশনি লিখে 
চলেছে, পর্যায়ক্রমে প্রণয়ী কবিতা !
ছন্দবদ্ধ কিংবা মুক্ত ক্ষণিকা,
সেই ঝিকিমিকি আলোর 
মাঝে হারিয়ে চলেছে 
জীবনের  সমস্ত 
ব্যথা - বেদনা, প্রখর উষ্ণকালের পরে যেন 
অল্প ক্ষণের সজলতা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
artist by Regina Calton Burchett 


মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২


ফাঁক দিতে গিয়ে - - 

না পৃথিবী, না আকাশ, না সমুদ্র না মহা পার্বত্য মালা,
নয় আকার নয় সে নিরাকার, মহাশুন্যে ভেসে 
চলেছে তার প্রাবল্য, সেই মহাসত্তার 
অধীনস্থ নিখিল ব্রহ্মাণ্ড, দৃশ্য 
অদৃশ্য, অনু পরমাণু,
প্রাণ নিষ্প্রাণ,
বিশ্বাসের 
সেই পলকা সুতোর প্রান্তে তার আঙ্গুলের কম্পন ধরে 
রাখে যেন প্রেম, ঘৃণা, আপন পরের সন্তুলন, 
ওই কল্পনার দুনিয়া অথবা কটু 
সত্যের প্রতিফলনে, তুমি 
আছো, আমিও 
রয়েছি,
কিছু উদ্ভাসিত, কিছু গা ঢাকার প্রয়াস, অর্ধ সুপ্ত, অর্ধ 
জাগরণের মাঝে নিজের সন্ধান, সেই পাপ ও 
পুণ্যের সঙ্গমে চোরা গলির আঁধার, 
যবনিকার ওই পারে তুমি,
হয় ত এই পারে 
আমি,
খুঁজে চলেছি দু জনই সাবধানে পা রাখার ভূমি ক্রমশঃ !

- শান্তনু সান্যাল 
misty river - artist no idea 
http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ১৫ জুলাই, ২০১২


অজবীথির দেশে 

জেগে আছে কত ভাবনার কিশলয় পাতা, 
বুকে লয়ে অস্থির শিশির বিন্দু, তার 
প্রণয় পুলকে আছে এক অদ্ভুত 
শিহরণ, ঝঙ্কৃত করে যায় 
হৃদয়ের পলকা ভূমি,
সে যেন অদৃশ্য 
ছুঁয়ে যায় 
অন্তরতমের প্রশান্ত ধরাতল, রেখে আসে 
কিছু বুনো গন্ধ, এক অজানা কচি 
সংবেদন, রেশমি আভাস,
মখমলি স্পর্শে  লিখে 
যায় শরীর ও 
আত্মায় 
সুধা সন্ধানের ঠিকানা, উস্কিয়ে যায় সে 
দেহের সুপ্ত গন্ধকোষ, হৃদয় যেন 
হয় উঠতে চায় কস্তুরী মৃগ,
দৌড়িয়ে যায় অহর্নিশ 
এক লয়ে সুদুর 
সাগর, 
মরু, উপত্যকা, বর্ষাবন, নদী, পৃথিবী 
হতে অজবীথির দেশে - - 

- শান্তনু সান্যাল 
artist Xiamen
http://sanyalsplanet.blogspot.in/

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২


অপ্রস্ফুটিত অভিলাষ - -

কিছুই ত এমন বিরাট কামনা ছিল না মনে,
তবে কেন যে ফিরিয়ে দিলে দোরগোড়া
হতে, হয় ত চেয়ে ছিলাম ঝোঁকে, 
মিষ্টি হাসির মাঝে, এক 
মৌন অঙ্গীকার,
ভালবাসার 
সন্ধি 
নিঃস্বার্থ হৃদয়ের বিনিময়, স্বপ্নিল পথে চলার 
সঙ্গী, খোলা করতলে রাখতে চেয়ে ছিল
ভাবনা, কিছু নীল আলোর কণা,
সাত  রঙ্গে  ছোঁয়া  কিছু 
সিক্ত প্রতিফলন,
রিক্ত চোখের 
আবেদন,
মধুমাসের অনুরণন, বিস্মৃত বসন্তের পুনরায় 
অবলোকন, দুই হাত বাড়িয়ে দিতে 
চেয়ে ছিল জীবন, কিছু মৌন 
গন্ধিত অর্ঘ্য,আবেগময়
স্পন্দন, প্রজ্বলিত
প্রণয় শিখা - - 

- শান্তনু সান্যাল  


white flower.jpg

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২


স্বপ্নের তরী 

প্রসুপ্ত ভাবনার ভিড়ে সে জাগিয়ে গেছে 
কোন প্রণয়ের জাগরণ, ভেসে 
যায় হৃদয়ের আকাশে 
অসময়ের 
মেঘ,
লিখে যায় কে যেন অদৃশ্য কবি মম 
অন্তরে ফুলের হাসি, মনে হয় 
সমস্ত পৃথিবীর সৌন্দর্য্য 
ঘনিয়ে চলেছে নয়ন 
পটলে, ক্রমশঃ 
নেমে 
চলেছে অন্তরিক্ষের নীল আলোর 
ঝরনা, ভিজে যেতে চায় 
যুগের  তৃষ্ণা, হৃদি 
মাঝে তরঙ্গিত 
অজ্ঞাত 
কামনা নিয়ে চলেছে রংধনুর দেশে - -

- শান্তনু সান্যাল 
artist Lori McNee
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২


অনেক দিনের পরে - - 

অনেক দিনের পরে, ঝরেছে মেঘ, কঠোর পাহাড়ের 
গায়ে, অনেক ক্ষণ চেয়ে থাকার পরে সে ফিরে 
পেয়েছে চেতনা, ওই ঢুল ভাঙ্গার মুহুর্তে 
রুক্ষ ভাবনারা জেগে উঠেছে
নিয়ে আবেগের অনেক 
দিনের পিপাসা,
তার নয়ন 
পাতের 
কিনারায় বিন্দু বিন্দু জমে ছিল ঘনীভূত ভালবাসা,
অনেক সাধের স্বপ্ন খুঁজে চলেছে এক রাতের 
চোখের পান্থশালা - - 

- শান্তনু সান্যাল 
hypnotized night 
http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ৮ জুলাই, ২০১২


জানি খুঁজে পাবে না - - 

একাকী নিশীথ রাতের পথিক আমি, জানি -
তুমি ফিরে গেছ জোছনার সাথে, ওই 
আঁধার বাঁকে, দূর অনেক পিছে 
বন্য নদীর পুলে, দিয়ে গেছ 
কিছু সুরভিত স্পর্শ, সদ্য 
জখমের উপরে রেখে 
গেছো কিছু বুনো 
তুলসী পাতা,
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে বুকে, হেঁটে চলেছি আমি 
জানি না কোথায়, কিসের সন্ধানে, দূর 
জ্বলে কিসের দহন, কুয়াশার ভরা 
পথে, কোন মোহে ধেয়ে যায় 
জীবন মৃগয়ার মুখে, কি 
তুমি রেখে গেছ সেই 
পাপড়ি ঝরা 
গোলাপ 
ভাবনার দ্বারদেশে, কিংবা এখনো খুঁজে পাও 
নি আমার ছেঁড়া চিঠির, ছড়ানো চিরকুট 
মেঝের গায়ে, হয় ত পড়ে আছে এলো 
মেলো  অভিশপ্ত ভাবে - - - 

- শান্তনু সান্যাল 

painting by Paul McMillan
http://sanyalsplanet.blogspot.com/

এ কেমন ভালবাসা 

কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ে, 
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের 
জোছনা, যে পবিত্র প্রণয়ের
আশায় জীবন গেছে 
ক্ষয়ে, সেই মর্ম 
নিয়ে অন্তে
তুমি 
এলে, না ধরে রাখতে পারি, না কোনো মুক্তির 
পথ দেখি, শুধুই চির দহন নিয়ে বুকে 
দিবা নিশি, বাঁচি পুনরায় মরি,
এ কেমন ভালবাসা, যেন 
তীর নিজেই করে 
ভাঙনের
আমন্ত্রণ, সেই ভাসিয়ে যাওয়ার অভিলাষে -
জীবন করে বারে বারে মৃত্যু বরণ,
এ কেমন হারিয়ে খুঁজে পাওয়া,
উজাড় করে ঝরে যেতে 
চায় হৃদয়ের ভরা 
কৃষ্ণ চূড়া,

- শান্তনু সান্যাল 


Friedrich Caspar David painting 

শনিবার, ৭ জুলাই, ২০১২


দর কষাকষির মাঝে - - 

মনের উপকূলের জমি আদৌ ভিজে ওঠে নি,
ভালবাসার নদী রইলো চিরদিন শুধুই 
অগভীর, অবশ্যই শ্রাবণের ধারা 
ঝরেছে দেহ ও প্রাণে সমান 
ভাবে, কিছু বহে গেছে 
মসৃণ ত্বকের উপর 
হতে কিছু ঠাঁই
পেয়েছে 
বোধ হয় মাংস কোষে, তবু ও অদৃশ্য দহন -
জেগে রয় যেন অন্তরে, এখানে সন্ধ্যা 
এক ধাপে হতে চায় মায়াবী 
রাত্রি, সব কিছু গিলতে 
চায় এক নিঃশ্বাসে,
এখানে জীবন 
খুবই 
বিবশ, ধরে রাখতে চায় পলকা আত্মীয়তা, 
জানা সত্তেও তার প্রেমের ফুলদানি কাচে 
গড়া, যে কোনো সময় যাবে ভেঙ্গে, 
তথাপি হৃদয় জড়িয়ে রয় 
তাকে অহর্নিশ বুকের 
পাঁজরে, এখানে 
পৃথিবী 
অমার্জিত সত্য, নিলামের জন্য  দাঁড়িয়ে থাকে 
উলঙ্গ গায়ে - - - 

- শান্তনু সান্যাল 

 artist Harry Brioche
http://sanyalsplanet.blogspot.com/