মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

দ্বিধাগ্রস্ত সমাজ - -

এরা কোন অসুর যুগের প্রাণী, নিমিষে -
গেছে নিভিয়ে সদ্য জ্বলন্ত দীপ -
মালিকা, কিসের জন্য
এত উদ্বায়িতা,
কোন
নির্মম দেবতার এরা উন্মাদিত অনুচর,
কোন সত্তার নামে করে গেছে
নিরীহ শিশুদের নৃশংস
হত্যা, এ কেমন
মূক বধির
সমাজ
সব কিছু দেখেও যেন অন্ধ হয়ে চলেছে -
ক্রমশঃ, আসলে এখানে আমরা
সবাই যেন অদৃশ্য রোগে
হয়ে উঠেছি পঙ্গু,
প্রতিবাদ
করতে ভয় পাই যাকে বলে গণ ভীরুতা,
ওই স্ব - স্বার্থের গুটির মাঝে বুনে
চলেছি নিজস্ব এক রেশমের
দুনিয়া, আর আছি
সংজ্ঞাহীন
নিজের ঘরে নিজের রচিত অনাম নগরে,
যদিও চার পাশে ধু ধু করে জ্বলে
উঠছে মানবতার ধোঁয়া,
এটায় কি জীবনের
মর্ম, নিজের
বাইরে
কেন মানুষ বেরিয়ে আসতে আজ খুবই
দ্বিধাগ্রস্ত - -

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Connie Towns WATERCOLOR

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

ভাঙন ভরা শব্দ - -

সে ফিরিয়ে আনতে চায় আমায়, -
আবার পূর্ববৎ অবস্থায়,
স্পন্দনশীল, জীবন্ত
দোলায়মান,
কিন্তু
সেটা কি সম্ভব, আমি দুঃখিত, কি
ভাবে যে তাকে বোঝাই, খুবই
মুশকিল, জীবাশ্ম হতে
পুনরায় মৌলিক
দেহের
প্রাপ্তি ! এখন আমাদের মাঝে এক
অদৃশ্য অনুভূতির ছাড়া
কিছুই নেই বাকি,
তবুও তার
চোখের
মায়া জড়িয়ে রাখতে চায়  জানি না
কেন, অতীতের হারানো
সিক্ত ভাবনার মণি
মুক্তা, অবশ্যই
বুকের
দূর সরানো সৈকতে, কিছু ভাঙ্গা
চুরা ঝিনুকের খোল ছাড়া,
আর কিছুই নেই !
সাগরের ওই
উচ্ছিষ্ট
ভূমিতে সে খুঁজে চলেছে হারানো  
কিছু পদচিহ্ন, কিছু ফিরে
আসা অনুরণনের
ভাঙন ভরা
শব্দ - -

* *
- শান্তনু সান্যাল 


  


http://sanyalsplanet.blogspot.in/
art by Lin Ching-Che

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

রাত্রি শেষে - -

আজ আমি জলশূন্য নদী, বুকে জড়িয়ে আছি -
বালির স্তুপ, পুরাতন শিলা স্তর, জীব -
বনস্পতির বহু খোল, নিখোঁজ
দুই কিনারা, অনেক
কিছুই এই
জগতে রয় যায় অবর্ণিত, আমি জানি সে রোজ,
রাতের শেষ প্রহরে, যখন নিশিপুষ্পের
গাছ, ঝরা ফুলের সাথে দাঁড়িয়ে
রয় সটান, আর বিন্দু -
বিন্দু ঝরে
আকাশের অশ্রু, তখন দেখি, এলোমেলো আঁচল
গুছিয়ে কাঁধে, সে বেরিয়ে পড়ে বহু দূর
উড়ু উড়ু পায়ে, তার দগ্ধ চাহনি
এমন সময়ে খুঁজে শ্রাবণী
মেঘের ঠিকানা,
বিলুপ্ত নদীর
তীরে সে বসে থাকে একাকী সকাল অব্দি, কিন্তু
যথারীতি, দিগন্তের আকাশ থাকে মেঘশূন্য,
ফিরে আসার পথে সে রেখে আসে
কিছু ফণীমনসার ফুল নদীর
পাষাণী বুকে, আস্তে
করে, নিঃশব্দ !

* *
- শান্তনু সান্যাল



 

http://sanyalsplanet.blogspot.in/
Ottorino De Lucchi 1951art

সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

আকাশীয় নদী - -

জানি না, সবাই কি জীবনে এমনই ঠকে
যায়, বিরল মুক্তার বদলে শুধুই
ক' একটা ফুটো কড়ি পায়,
তার কাছে ছিল নাকি
জীবনদায়িনী !
কোনো
এক অমূল্য গাছের শিকড়, নাকি দেহে -
ছোঁয়ালেই মানুষ ফিরে পায়
হারানো জীবন, তাই 
ইচ্ছে করেই
দংশিত
হলাম আমি, বিষাক্ত শরীর নিয়ে শুধুই 
অভিশপ্ত রয়ে গেলাম আমি, ওই
যাকে বলে চরম উপাসনা,
যেখানে পাথর হয়ে
ওঠে জীবন্ত
দেবতা,
কিন্তু জানি না কেন, এই ঠকে যাওয়াটা
এক অদ্ভুত আনন্দ লোকে নিয়ে
যেতে চায়, যেখানে বহে
চলেছে নীল লাল
বেগুনি
রঙ্গে একাকার, বিশাল আকাশীয় নদী।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
beyond the emotion

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVafVrUhBNJ3Qkp8YoJCGLK-_87F5QyQCrQaZyKIRwpqtYN4tUS1Z3CCh5-GbPdXonTJXzlpfl7ycDCwcy28JM9PoyO4OKu6VFXJ41dcsWb6M5CSb9Fy2pqFzMsOGZzD45sJj3Em3pGxw/s1600/IMG_7230.JPG
Lisa Daria Kennedy  paintings 1
 http://sanyalsplanet.blogspot.in/

চির একাকী - -

 সম্ভবতঃ, নিজের মাঝে সে ছিল গভীর
আত্মলীন, যখন খুলেছে অন্তর্তমের
বাতায়ন, তখন দেখে বাহ্য
জগতে পাতা ঝরার
ঋতু, ফুল ' ত
দুরের
কথা, চার দিকে শুধুই নেড়া গাছের -
অরণ্য ! আর ছড়িয়ে রয়েছে
অদৃশ্য  শীত - বৈরাগ্য,
জীবনের আছে
নিজস্ব
এক শাশ্বত ঋতু চক্র, ক্ষণে ক্ষণে যায়
বদলিয়ে, যেন জন্মগত উচ্ছৃঙ্খল,
অশাসিত ! নিয়তির ছাড়া
কেউ তাকে বাঁধতে
পারে না,
যখন সে দেখতে চেয়েছে খুব কাছে - -
থেকে নিজস্ব ছবি, আয়নার
প্রতিফলন দেয় নি
সহযোগিতা
কিংবা
চেহারায় ভেসে উঠেছে অসংখ্য রেখার
জাল, তখন সে নিজের ভিতরে
নিজেই এসেছে ফিরে, ঠিক
মাঝখানের পথ ধরে
চির একাকী
রূপে !

* *
- শান্তনু সান্যাল
 

 http://sanyalsplanet.blogspot.in/

Lisa Daria Kennedy  paintings

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

চেনা চেনা গন্ধ - -

তার নিঃশ্বাসে ভেসে রয় খুবই -
চেনা চেনা গন্ধ, হয়'ত
কোথায় কোনো
এক বিন্দুতে
সে মিলেছিল নীহার কণার রূপে
আর নিয়েছিল নিবিষ্ট করে
বুকের সমস্ত ব্যথা
বেদনা, তাই
জীবনটা
মনে হয় কেমন যেন ফাঁকা ফাঁকা,
কিছু গন্ধ বিহীন কিছু রঙ্গহীন,
ঠিক বাসি ফুলের মতন,
নিঃশ্বাসের বৃন্তে জোর
করে আটকিয়ে
থাকা !

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Shirley Novak Poppies

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

বিস্ময়ের রেখা জাল - -

বারংবার বলেছি তাকে, সত্য কথা
অপাচিত চিরকাল, নিমিষে
সমস্ত আপনজন সরে
যায় যিহূদার
দলে !
মধ্যরাতে গা ঢেকে দেখতে আসে - -
তারা ঝুলন্ত সত্যের মৃত দেহ,
বারেবারে বুঝিয়েছিলাম
তাকে ভীষ্মের ওই
দৃষ্টিযুক্ত
অন্ধতা, দেখেও না দেখার অভিনয়,
জীবনের বাস্তবিকতা খুবই তিতা,
এমন কি অসময়ে নিজের
ছায়া, চায় না চিনতে
কাঞ্চন কায়া,
ভরা -
আসরে মানুষ তখন পরকীয় জীব -
ঘুরে বেড়ায় হাতে নিয়ে
অস্তিত্বের প্রমাণপত্র,
পরিচিত মুখে
তখন
ভেসে ওঠে বিস্ময়ের রেখা জাল - !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

Paintings of Igor Levashov

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

খুব কাছের মানুষ - -

 বিশেষ বলতে এমন কিছু নয়, ওই
বাঁধা - ধরা জীবনের ধারা,
পাখির ডাকে যখন
জেগে ওঠে অর্ধ
সুপ্ত, উড়াল
সেতু !
তখন যেন পুনরায় বেঁচে থাকার
জন্য যুদ্ধের শঙ্খনাদ, ক্রমশঃ
দুষিত মহানাগরীয়
আকাশে, সূর্য্য
কেমন
যেন হিমসিম, খুঁজে পায় না সহজে
সাঁঝের ঠিকানা, ভরা দুপুরে
হাঁপিয়ে ওঠে, দেখে
সাগর সৈকত
বহু -
দূর, জীবনের কাহিনী সব মিলিয়ে
কোথায় যেন এক বিন্দুতে যায়
মিলে, অতৃপ্ত ফণীমনসার
যেন ঝোপ, কোনো
এক পরিত্যক্ত
স্থানে
জড়ো হয়ে শ্রাবণের গল্প করে ! ওই
সন্ধ্যার সাড়ে সাতটার লোকাল
তখন অজ্ঞাতসারে নিজের
খুব কাছে আপন
করে ডাকে,
সূর্যের কথা আর মনে থাকে না - -
তখন আঁধার হয়ে ওঠে খুব
কাছের মানুষ !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Willem Haenraets Art

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

অনেক দূর হাঁটার পরে - -

"অনেক দূর হাঁটার পরে, পিছনে ফিরে
যাওয়ার, কোনো ঔচিত্য কি
আছে এই সন্ধিক্ষণে,"
প্রশ্নের সঙ্গে
যখন আমি চেয়ে দেখলাম তার নয়ন -
কোণে, তখন সন্ধ্যা, প্রায়ই নেমে
এসেছিল গঙ্গার অন্য তীরে,
ওই বিশাল বুড়ো বট
বৃক্ষের নীচে
কিছু ক্ষণ থেমে সে যেন মৌন ভাষায় -
করেছিল আবৃতি, বিলুপ্ত ঋচার
রূপে, দূরগামী ট্রেনের
ওই বুক কাঁপানো
আওয়াজে
হয়'ত আমি শুনতেই পারি নি, তার - -
শাশ্বত প্রণয়ের স্বীকারোক্তি কিংবা
একে অপরের থেকে মুক্তি,
আসলে, হিমায়িত
পৃষ্ঠতলে হাঁটা,
সহজ নয়
কাচিক পৃষ্ঠতলের নীচে চিরদিনই থাকে
এক অনিশ্চয়তা, ভাসন্ত এবং
নিমজ্জনের মাঝের
অবস্থা - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Mary Anne Aytoun Ellis

আলো - ছায়ার যবনিকা - -

পরগাছা অথবা অমর লতা ! শুধুই
শাব্দিক ফের, সহজ কোথায়
জীবনে, আকাঙ্ক্ষিত -
ভাবনার মূর্ত
হওয়া !
তার ওই আপন করে জড়িয়ে রাখার
দাবি, শুনতে ভালই লাগে,
কিন্তু জানি না কেন,
তার গভীরতার
আন্দাজ -
করতে চায় না, এই দ্বিধাগ্রস্ত হৃদয়, -
আসলে, হাসির সঙ্গে অদৃশ্য
ভাবে লুকিয়ে রয়
চিরদিনই
অশ্রু কণা ! আলো - ছায়ার যবনিকা
চিরদিনই অবিরত ভাবে, খেলা
করে অগোচর নিয়তির
হাতে, তুমি কিংবা
আমি নিমিত্ত
মাত্র - -
প্রাক - পরিকল্পনার গুটি, সে ফেলে - -
যায় পাশা নিজের ইচ্ছায়, সব
কিছুই কপালের ভাঁজে
থাকে মুদ্রিত !
জীবনের
রহস্য চিরকালই থাকে অ-সংজ্ঞায়িত,
প্রহেলিকার মাঝে লুক্কায়িত !

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
Fidelia Bridges Watercolor Paintings

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

অসমাপ্ত মৃগতৃষ্ণা - -

সে আবার আজ শব্দের পাশা ফেলেছে,
ভাবনার চৌকোণ ঘরে, পুনরায়
জীবন হতে চায় পরিপূর্ণ
ভাবে পরাজিত !
তার নয়ন
কোণে
ঝিলিকিয়ে ওঠে মেঘরঙ্গী শিশির বিন্দু
কি ঘনীভূত অশ্রু, না চেয়েও খুব
জানতে ইচ্ছে করে ! জানা -
সত্তেও যে আমি, এক
ছারখার ব্যক্তিত্ব,
তবুও তার
ওই অজানা বিষপ্রাসনের অভিলাষ - -
উদ্বেলিত করে যায় অন্তরতম !
আমি যে এক পরিযায়ী
পাখি, কোথায়
আমার
স্থায়ী আস্তানা, বহুবার বুঝিয়েছি তাকে
তবুও জানি না কেনো, সে সজল
চোখে, ভালবাসার প্রদীপ
যথারীতি রাখে
জ্বালিয়ে !
আর যেন আমি, কাটা অশ্বত্থ গাছের - -
শাখা প্রশাখা, বুকে লুকিয়ে রাখতে
চাই তার বিক্ষিপ্ত প্রেমের কিছু
কচি পাতা ! পুনর্জন্মের
যেন অসমাপ্ত
মৃগতৃষ্ণা !

* *
- শান্তনু সান্যাল




http://sanyalsplanet.blogspot.in/
art by simon bull 1

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

অন্তিম বিচারের রাত্রি - -

ওই অন্তিম বিচারের রাত্রিতে তোমার
ঘাড়ে থাকবে অদৃশ্য বহু বাড়ন্ত
হাত, আজ তোমার হাতে
আছে নগ্ন তলোয়ার,
করে যাও
নৃশংস
হত্যাকান্ড ! এ কেমন রক্ত পিপাসা -
কে তোমার হিংস দেবতা, যে
ভালবাসে নিরীহ মানুষের
রক্তপাত, এ কেমন
ধর্মীয় - দর্শন
যে করে
দানবের মহিমামন্ডন, ইতিহাস করে
আপন অক্ষে বারংবার সহজে
পুনরাবৃত্তি, মহাভারতের
পুনরাগমন শুধুই
নয় পুরাকথা
কিংবা
শ্রুতি, অদৃশ্য থাকে চিরদিন জীবন -
রথের সারথি, নিয়ে অসংখ্য
হাতে সুদর্শন চক্র,
অধর্মের অন্ত,
যুগে যুগে
অবশ্যম্ভাবী, মানব ধর্ম চিরকাল বহে
যায় শাশ্বত দিব্য প্রবাহে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
reflection of art

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

কল্পনার শুন্যযাত্রা - -

 মধ্য রাতের আমি স্বপ্নিল পথিক
হেঁটে চলেছি একাকী, ছায়া -
পথ পেরিয়ে, বহু দূর
দিগন্ত রেখার
পারে !
সম্ভবতঃ তুমি আছো দাঁড়ায়ে ওই
ঝিলমিল অরণ্য নদীর তীরে,
দেহে জড়িয়ে বিহানের
কচি আলো, অধর
কুলে ফুটিয়ে
আছো
সদ্য পুষ্পিত গোলাপ ! তোমার -
জগতে, জীবন যেন দামাল
নির্ঝর, বহে যায় নিজের
ইচ্ছায় অবাধ্য
আবেগে,
জানি এ সব কল্পনার শুন্যযাত্রা,
বাস্তবিক ধরাতল খুবই
খাঁজকাটা, তা সত্তেও
মন লিখে যেতে
চায় কিছু
মসৃন কবিতা, কিছু মখমলীয় -
ভাবনার অর্ঘ্য তোমার
চোখের তলে, দিব্য
অঞ্জনের রূপে
চিরদীপ্ত
আশায়, অন্যথা কে জানে কখন
যে যাবে ভেঙে, নিঃশ্বাসের
তন্তু খুবই কাঁচা !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
scattered realization

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

অন্তহীন নীরবতা - -

জীবনের প্রতি, কোনো দিনই ছিল - -
না কোনো অভিযোগ, যার
যত ছিল আঁচল, অতই
পেল উপহার, যদি
সব কিছুই
ঝুলে রয় কল্পতরুর শাখায়, তা হলে
জীবনটা হতো খুবই বিরক্তিকর,
নীরস, সারাটা দেহ যদিও
বিক্ষুব্ধ, আক্রোশে
ভরা তবুও
মেঘলা আকাশের পারে কোথায় - -
যেন আছে, তারক ভরা
উন্মুক্ত জোছনার
জলসা, ওই
রহস্যময় খুশির জুয়ারে ভেসে যেতে
চায় জীবন, উড়ে যাক সমস্ত
অনর্থক গণনার পৃষ্ঠা !
অপ্রকাশিত থাক
যথারীতি
দিনলিপির মান অভিমান, আরশির
নিয়তি যখন অকস্মাৎ ভাঙন,
এত সোনালী ফ্রেমের মানে
বা কি, জানতে চায়
অনেক সময়ে
নিজস্ব
প্রতিফলন, আর ভাবতেই না ভাবতে
সব কিছু হয়ে ওঠে নিমিষে, ঠিক
ঝড়ের পরে উধ্বস্ত তীর
ভূমির অন্তহীন
নীরবতা !

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
primura_obconica

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

আরভমাণ - -

ঝরে গেছে যখন সমস্ত নবমালিকার
লাজুক শাখাগুলি, শেষ প্রহরে
দেখি, খুঁজে চলেছে নীহার
বিন্দু, পাতায়
পাতায়
কিছু বাদবাকি গন্ধের পরশ, আসলে
হারাবার পরেই মানুষ বোঝে
ভালবাসার মূল্য !
ঠিক ওই
নাভির রহস্য নিয়ে বুকে কস্তুরী মৃগ
হয়ে ওঠে ক্রমশঃ জীবন,
নিজস্ব বৃত্তের বাইরে
খুঁজে বেড়ায়
সুরভীর
উৎস, ধেয়ে যায় কাঁটা ভরা অরণ্য -
পথে দুর্দান্তভাবে, যখন মানুষের
কাছে বাহ্য আবরণ হয়ে
ওঠে অর্থবহুল
মনের
গভীরতা উত্তরোত্তর যায় হারিয়ে - -
সেখান থেকেই ওই অদৃশ্য মরু
মরীচিকা পথের
আরভমাণ।

* *
- শান্তনু সান্যাল

  


http://sanyalsplanet.blogspot.in/
Daisy

শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪

অভিনয়ের বাস্তবতা - -

চেনা অচেনা সমস্ত চেহারা ছিল -
সম্মিলিত, ওই তামাশার
ভিড়ে, যখন চোখ
মিলল চোখের
সাথে
দেখি, কত আপনজন হটাৎ উধাও
চোরাগলির মোড়ে ! অবাস্তব
কিছুই নেই এখানে,
আলোর সাথী
সবাই
এই জগতে, অন্ধকারে এমন কি - -
নিজস্ব ছায়া পর্যন্ত বলে যায়
মৌন ভাবে " আজ -
তা হলে আসি "
উঠন্ত
সূর্যের সবাই উপাসক, নিমজ্জনের -
পরে মানুষ করে কৃত্রিম
আলোকের সজ্জা !
সন্ধ্যার সাথে
হারিয়ে
যায় কোথায় যেন সমস্ত আত্মীয়তা,
অকস্মাৎ, যেন খসে পড়ে ছদ্ম
মলাট, আর ঝরে যায়
হরফ প্রতি হরফে
অভিনয়ের
বাস্তবতা,
তখন হৃদয়ের পৃষ্টতল খুবই স্পষ্ট - -
এঁকে রাখতে চায় মন আসল
ও নকলের বহু
প্রতিফলন !

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
 Kathy Los-Rathburn, Watercolors
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguWhHZtVm_mY4p-QB6qsjMjFwqJm-lyU_RUImh408QEnOanMNcnedbkKHSbMFaDC9U6uERyiDfv0YqlxmwOtl47_lE07KVK0J0rahlgQ9OIBQ5zDjldSepqsUCc1-WDIR5qnGsMwis82I/s1600/delphenium+gardens+003.JPG

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

মহানায়ক - -

অনেকই দ্বিচরিত ভাবে করে যায় উদ্বর্তন,
ক্ষতি বলতে কিছুই নাই, অবশ্যই সেটা
ব্যক্তিগত ব্যাপার, সবাই যখন
বেঁচে থাকার জন্য কিছুই
করতে পারে, তা
হলে আমি
অথবা তুমি কি অন্য উপগ্রহের প্রাণী ! - -
কিছু মুখোশ পুরাতন, কিছু হয় 'ত
আছে অত্যাধুনিক, আবার
অনেকই ব্যবহৃত,
শুধুই রং
রোগন করে, নব নাটকের জন্য পুনরায়
প্রস্তুত, দর্শকের দীর্ঘা কোনো দিনই
হয় না ফাঁকা, অষ্টম প্রহর
রয়েছে চাহিদা, কি
ভাবে ফেলবে
মোহপাশ
সেটাই হলো আসল কৌশল, মহানগরের
বিস্তৃত রঙ্গভূমি সদাই জন  অরণ্যে
ভরা, প্রশ্ন হলো একটাই, যে
কে কত বড় ছদ্মবেশী
এই জগতে ?

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
8e337da9233f6d932dbb800aac6ddbcd[1]

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

অনেক সময় জীবনে - -

অনেক সময় জীবনে, অনেক কিছুই
ঘটে যায় অপ্রত্যাশিতভাবে,
যার মানুষ কল্পনাও
করে না, তবুও
জীবন -
যাত্রা, যথারীতি এগিয়ে যায় চেনা -
অচেনা পথে, আলো ছায়ার
খেলা এবং রহস্যময়
নিয়তির
কুয়াশা, অবশ্যই পথ খুঁজা সহজ নয়,
তবুও বেঁচে থাকার অদম্য ইচ্ছা,
হয়ে ওঠে মেহেদীর মিহি
পাতা, সময়ের
পাথরে
লিখে যায় রক্তিম বর্ণে নব কবিতা !
কত বার মনে হয় হাতের ঠিক
নাগালে আছে কিনারা,
নামতেই স্বপ্নের
গভীরতা
বুঝিয়ে দেয়, এখনো বহু দূরে  আছে
জোছনায় সিক্ত ভূমি ! চাঁদ
এখনো ওঠে নি নীল -
আকাশে,
শুধুই খেলে চলেছে বন্য নদীর কূলে -
কাশফুলের ঢেউ - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
Painting by Laurie Justus Pace

রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

অন্তিম সোপান - -

প্রগাঢ়ভাবে সে জড়িয়ে রয়, অন্তর্তমের
প্রচ্ছন্ন ভাবনার অঞ্চল ! যখন
সমস্ত দুনিয়া নিজের
মাঝে গুটিয়ে
চলেছে,
সে তখন খুলতে চায় বুকের বন্ধ কপাট,
ভাঙতে চায় আমার পুরুষালী
অহংকার, অকস্মাৎ সে 
হয়ে ওঠে মুহুর্তে এক
প্রাগৈতিহাসিক
হিংস
প্রাণী, কিছু ক্ষণের জন্য হয়'ত তার রূপ
যায় বদলিয়ে, তখন সে আর নয়,
তথাকথিত ধৈর্য্য - ত্যাগের
মূর্তি ! ওই পরিবর্তিত
প্রকৃত রূপের
আছে
নিজের সৌন্দর্য্য, সৃষ্টি পূর্বের অকৃত্রিম -
রূপ, প্রেমের পরাকাষ্ঠা ! কিংবা
প্রণয়ী উপাসনার অন্তিম
সোপান, যেখানে
আমি এবং
তুমির
তফাৎ বলতে কিছুই থাকে না, জলের
সমতুল্য নিঃশ্বাস যায় মিলে আর
বহে যায় শাশ্বত পথে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting by artist parastoo ganjei 1

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

জীবনের জামিননামা - -

ক'এক দিন বেশ ভালই লাগলো,
ঢাকের ওই একঘেয়ে সুরেও
জীবন যেন কিছু খুঁজে
পেল, বহু দিনের
পরে মনের
মানুষের সনে পুজো মণ্ডপে দেখা,
প্রথমে সে চিনতেই পারি
নি, অথবা নিজেকে
গুটিয়ে রাখার
রণনীতি !
আসলে মানুষ খুবই স্ব - কেন্দ্রিত,
অদৃশ্য খোল ঘিরে রাখে
নিজের আসেপাশে,
যখন ডাক
দিলাম
সে ফিরে দেখেছে নিশ্চই, কিন্তু -
না দেখার সুন্দর ভান করে
গেছে ভিড়ের মাঝে,
আবার দেখি
দূর থেকে
হাত ঝাঁকিয়ে, বলে গেল সম্ভবতঃ
দেখা হবে আবার অন্য কোনো
স্থানে, কিংবা নাও হতে
পারে, জীবনের
জামিননামা
বলতে
কিছু হয় কি, সারা পৃথিবী জুড়ে
অনিশ্চয়তা রয়েছে যেখানে,
তবুও জানি না কেন,
মানুষ পথ চেয়ে
থাকে ওই
ভিড়ে
নিরুদ্দেশ মানুষের জন্য, ফিরিয়ে
আনার কৌতুহল ফুরায় না
কোনো দিন।

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
art of Mary Ellen Golden

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

পূর্ণায়ত আয়না - -

মধ্য রাতে কি শেষ প্রহরে, যখন
ফুরালো নিশিপুস্পের অন্তিম
সুবাস কণা, দেহের
ফুলদানী ছিল
খুবই
একাকী, আসলে সবাই নিজের -
ভিতরে কোন একস্থানে
স্থায়ী বাস করে
একাকী !
ওই বৃত্তের মাঝে সাজানো আছে -
পূর্ণায়ত আয়না, সুন্দর
ভাবনার ফ্রেমে
সঠিকভাবে
বসানো,যখন সারা জগৎ ঘুমের
দেশে, তখন অন্তরে জাগে
সত্য প্রতিফলন, সে
সুন্দর কি
কুৎসিত চোখের উপরে নির্ভর -
সে মুহুর্তে প্রতিটি মানুষ
পুরোপুরি আবরণ
বিহীন,
অন্ধকারেও দেখতে পায় সহজে -
নিজের আত্মজীবনী, যেখানে
পুনরায় সংশোধন এক
বারেই নিষিদ্ধ !
শুধুই
হাতে থাকে, অনিশ্চিত সময়ের
কিছু প্রায়শ্চিত্তের  তালিকা -

* *
- শান্তনু সান্যাল


 

 http://sanyalsplanet.blogspot.in/
Hanne Lore Koehler painting

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

বিশৃঙ্খল পায়ে - -

খুলে দাও কুন্ঠিত মনের কারাগার,
বিশৃঙ্খল পায়ে হাঁটতে চায় এ
জীবন, দুর্গের বাহিরে
ওই বিস্তৃত চত্বরে,
জানি আবার
বসবে
চাঁদনী রাতে ঝিলমিল মীনাবাজার,
কিনতে চাই আমি একজোড়া
তারকভরা রিনিঝিনি
পাজেব শুধু
তোমার
জন্য, নিঃশর্ত যদি তুমি হাঁটো ওই -
জ্বলন্ত অগ্নিপথে আমার সাথে,
শিকল মুক্ত, অবগুন্ঠন
বিহীন, দুই চোখ
উঠিয়ে গর্বিত
বুকে !
বিশ্বাস রেখো, আমি ঠিক এক দিন
ফিরে আসব, হাজার বলি বেদি
পার করে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
art by subrata sen India

অধরা রহস্য - -

 অসমাপ্ত রইলো যথাবত অনুসন্ধানের -
যাত্রা, অবশ্যই ঘুরে এলাম আমি
গঙ্গার ঘাট হতে উদ্ভাসিত
সুদুর মরুঅঞ্চলের
শহরে, সে
নাকি
ছিল, অনেক ক্ষণ পথ চেয়ে ঠিক ঘরের
দোরগোড়ায়, হয়'ত শুনতে পাই
নি, তার কড়া নাড়ার শব্দ,
হয়'ত ছিলাম আমি
নিজের মাঝে
নিমগ্ন !
যখন ভাঙলো আত্ম বিস্মৃতির ঘোর - -
দ্বার খুলে দেখি সে ফিরে গেছে,
বহুদূর তথাকথিত কুখ্যাত
ঘিঞ্জিবস্তির আঁধারে,
খুঁজেছি তাকে
উঠন্ত
কালো ধোঁয়ার মাঝে, সে তখন নিখোঁজ
অর্ধ উলঙ্গ শিশুর হাতে, ঠিক ঘুরন্ত
সাইকেল রিঙের রূপে, সন সন
করে ধেয়ে যায় অন্ধকার
মাঠে, যেন সে ধরা
দিতে চায় না
কোনো
ভাবে, চেয়েছিলাম জানতে তার তৃপ্তির
কারণ, যদি সে দিত নিশ্ছল হাসির
এক টুকরো অনুদান, যখন
সে প্রায় হাতের নাগালে,
দেখি হটাৎ সে
তখন
গঙ্গা-ফড়িং ! উড়ে চলেছে পুকুর পারে,
রঙীন ডানা খুলে নিজের অদৃশ্য
জগতে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox.jpg 3.jpg

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

সিক্ত অনুভূতি - -

মেঘলা আকাশ আর রাতের অন্ধকার,
তবুও কোথায় যেন এক বিন্দু
আলো, এখনো আছে
আমার নয়নের
তলে !
থাক না, এই ভাবে তোমার প্রণয়ের - -
সজলতা সারা রাত, নীহার
ভেজা শিউলির বৃন্তে,
জানি সবাই যায়
হারায়ে, এই
জগতের
হাট বাজারে, তবুও সাজে নিত্য নতুন
নাগরদোলার রঙীন চক্রাবর্ত !
কখনো তুমি ছুঁয়ে চলেছ
উড়ন্ত গুড়ো মেঘ,
আর কখনো
আমি
চাই ধরতে পৃথিবীর বুকের ঝরা পাতা,
দেখতে চাই বিলুপ্ত বসন্তের কিছু
ছাপ, হয়'ত এখনো আছে
বাকি কিছু সুগন্ধ !
আর তোমার
কম্পিত
হাতের প্রথম পরশের আবেগভরা - - -
অনুভূতি !

* *
-   শান্তনু সান্যাল
 

 http://sanyalsplanet.blogspot.in/
Chris Aiton ~ Mixed media painting

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

অন্তহীন সুড়ঙ্গপথ - -

অনেক দিন আগে, কে যেন অন্তিম বার 
ডেকে ছিল আমায়, ছোটবেলার
ডাক নামে, কোন এক
অলসভরা দুপুরে,
চেয়েছিল
খেলতে চোখের ভাষায় আবেগের খেলা,
ছাদের ওই কোণে আজও বেশ
বিস্তৃত ভাবে আম গাছের
ছায়া পড়ে, আর
ভেসে ওঠে
তার উন্মুক্ত হাসি ভরা চেহারা, ছাদ - -
থেকে নিচে ঝুঁকে, তার ওই
নির্ভয় সুরে ডাক
দেওয়া - -
বহু যুগের পরেও যেন, সারা শরীরে এক
অদ্ভুত সাড়া জাগায় ! তার ওই
গভীর ডাকের সুড়ঙ্গে আজও
আমি খুঁজে বেড়াই
এক ফোঁটা
আলো !

* *
-  শান্তনু সান্যাল



 http://sanyalsplanet.blogspot.in/
flower in light and shade

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

নীল আঁধারে - -

 তুমি হটাৎ যখন করে যেতে চাও
একছত্র দখল, জীবনের সমস্ত
এলোমেলো প্রান্তর, আমি
ভুলে যেতে চাই
সেই মুহুর্তে,
অতীতের বন্ধ্য ভাবনার ঊসর -
ভূমি, তুমি অকস্মাৎ যখন
ছুঁয়ে যাও হৃদয়ের
কোমল তার,
স্পন্দনের স্বরলিপি সহসা বেঁধে
রাখতে চায়, তোমার দীর্ঘ
নিঃশ্বাস, বুকের খুব
কাছে প্রায়
আটকিয়ে, জীবনে কী সব কিছু
আটকানো যায়, আকাশ
সারা দিন ছিল
গুরুগম্ভীর,
সন্ধ্যার মুখে মন চেয়ে ছিল এক
পশলা বৃষ্টি, কোথায় - -
যথারীতি, ছদ্ম
প্রতিশ্রুতি !
এক ফোঁটা মেঘ ঝরে নি, নীল -
আঁধারে তুমি ঠিকই কাছে
এলে, যেন অসময়ে
লেবু ফুলের
গন্ধে, জীবন হতে চায় পুনরায়
উজাড় তোমার জন্যে !

* *
- শান্তনু সান্যাল





 

http://sanyalsplanet.blogspot.com/
hydrous emotion

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

অন্তর্লীন অন্তরতমের মাঝে - -

 সে যখন অন্তর্লীন অন্তরতমের মাঝে,
ঐহিক সুখের পরিভাষা যায়
নিজেই বদলিয়ে, সমস্ত
অভিলাষের তৃষ্ণা
নিজেই খুঁজে
পায়
অমত্র্য ঠিকানা, অন্তহীন গভীরতার
সরসী তখন তরঙ্গায়িত ঠিক
চোখের আগে ! সেই
বিশাল, ঢেউ -
খেলানো
মানস সরোবর করে যায় আবাহন -
নিয়ে যেতে চায় হাত ধরে
পরম মনুষ্যতার পথে,
যেখানে সমস্ত
ভেদাভেদ
যায়
বিলীনতার মুখে, বিগলিত অহংকার
তখন মোক্ষদায়িনী অদৃশ্য নদীর
তীরে, মঠ মহন্ত বিহীন সে
এক আত্মবেদির
আঙ্গিনা,
ফুটে রয় যেখানে মানবিকতার চির
পুষ্পিত ফুলের গুচ্ছ - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by rajeev kumar - India

মৌন হাহাকার - -

অন্তর্তমের সৌন্দর্য্য চিরস্থায়ী,
সময়ের আলো - ছায়ার
প্রভাব যেখানে
নিষ্ক্রিয়,
মৌসুমের অনুযায়ী নিখিল -
প্রকৃতির রূপান্তরণ !
অমর লতার
কল্পনা
থাক যথারীতি বুকের মাঝে,
ফুলের নিয়তি তিন
অধ্যায়ে লিখিত,
প্রস্ফুটন,
গন্ধ বিস্তারণ, এবং পরিশেষে
জমির সাথে আলিঙ্গন !
তোমার প্রেম
জানি
অমূল্য অঙ্গুরী তাই সাবধানে
ছুঁই অভিলাষের ফেনা,
অন্যথা রত্ন বিহীন
অনুভূতির
মূল্য
কিছুই নাই, শুধুই অন্তরে এক
অসমাপ্ত মরুভূমির উষ্ণতা
আর মৌন হাহাকার !

* *
- শান্তনু সান্যাল



http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox

নিশিগন্ধার সুরভি - -

সারা রাত সে খুঁজেছে ভাঙা তারকা,
সারা রাত ঝরেছে নিশিগন্ধার
সুরভি শিশির বিন্দুর
সাথে, তার দীর্ঘ
নিঃশ্বাসে
ছিল লুকিয়ে কোথায় যেন আমার -
ব্যথা ভরা স্বরলিপি, সারা
রাত বেজেছে বেহালা
নীল পাহাড়ের
পারে - -
বারংবার ফিরে এসেছে তার গানের
অনুরণন, বহু টুকরো হয়ে !
বারেবারে সে তুলেছে
সিক্ত ভাবনার
ফোঁটা - -
মোজাইক মেঝ হতে, সারা রাত - -
ভেসেছে কুয়াশাময় মিহি
কণার মেঘ, বুকের
মরুভূমি ছুঁয়ে,
সারা রাত
সে বুনেছে স্বপ্নজাল একাকী, উন্মুক্ত
আকাশের নিচে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
artist Catherine Klein

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

জীবন্ত অভিলাষ - -

জানি না তার চাহনির রহস্য, কোন
কুয়াশা ভরা পথে, চিনারের
বনে, নীরব নিশীথে,
চাঁদ ঢলার
ঠিক
কিছু ক্ষণ পরে, সে ছুঁয়ে গেছে পরশ -
মণির চমৎকারী পরশে, হঠাৎ
দেখি জং ধরা সারা
শরীরে সুবর্ণ
প্রতিচ্ছবি,
ভেসে উঠতে চায় প্রণয়ের বিস্ময়কর
আলো অঙ্গ প্রত্যঙ্গে ! যেন শাপিত
পাথর খুঁজে পেয়েছে পূর্ব
জন্মের জীবন্ত
অভিলাষ,
অথবা, তার চোখের অগম গভীরতা
টেনে রাখতে চায় আমার ত্রিভুবন
নিজের গুপ্ত অতলে চিরতর
ভাবে একাত্ম লয়ে।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
White Azaleas by Sherry Roper

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

মনের অনুরূপ - -

সব কিছুই ছিল যথাবত, নিজের
জায়গায় অধিষ্ঠিত, নীল
আকাশ,পথের দুই
ধারে কৃষ্ণ -
চূড়ার
কুঞ্জ ! পরিযায়ী প্রজাপতির ঝাঁক,
সন্ধিক্ষণের ওই বিন্দুতে
কিন্তু সে ছিল না,
তাই কিছু
ক্ষণের
অপেক্ষার পরে অজানা গন্তব্যের -
দিকে পাড়ি, প্রতিশ্রুতির
বৃন্ত ছিল খুবই
পলকা,
মৃদু বাতাসে গেছে ভেঙে, আসলে
সহজ কোথায় জীবনে, সব
কিছুই মনের অনুরূপে
ঘটা, অন্যথা
নিরাকার
সত্তার
কি কোনো ঔচিত্য রইত জগতে।

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
inner beauty

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪

অনুলম্ব আকাশ পথে - -

ওই ছায়াবৃতের শীতলতা, করে না কোনো
রূপের বিষমতা, তার নির্মল পৃষ্ঠতলে
ভেসে ওঠে প্রায়, বিশুদ্ধ মনের
বাস্তবিকতা ! সে এক
স্ফটিকের স্পষ্ট
ভাবনা,
মন্দির বিহীন অন্তর্তমের উপাসনা, ভেসে
রয় অনুক্ষণ, উন্মুক্ত হৃদয়ের গর্ভগৃহে
দিবানিশি, অদৃশ্য সুগন্ধের
সাথে সে জ্বলে রয়ে
অনিবার লয়ে,
নিরন্তর
বুকে লুকিয়ে সহস্ত্র আগুনের গুচ্ছ, অনন্ত -
কালীন সে এক দহনের কাহিনী,
যেখানে সমস্ত তর্ক বিতর্ক
স্ব -পরাজয়ের পথে
অগ্রসর !
রিক্ত দেহের পিঞ্জর পড়ে রয় কাঞ্চন মহলে,
ধোঁয়া ওঠে শুন্যে ঝুলন্ত বাতিদান
হতে, অনুলম্ব আকাশ পথে।

* *
- শান্তনু সান্যাল 

  


http://sanyalsplanet.blogspot.in/
cris hobel art

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

পৃথিবীর শেষ প্রান্তে - -

পৃথিবীর শেষ প্রান্তে - -
কোন দিগন্তে হারিয়ে গেল, উন্মত্ত - -
যিশুর দলের যাত্রী, দূর
অরণ্যে সারি সারি
আগুনের
রেখা,
মহুয়া ফুল ঝরে গেছে অসময়ে, কারা
যেন বলেছিল মানুষ মানুষের
জন্য, জানি না কোন
দুনিয়ার ছিল
তাহারা,
ফুটিয়ে ছিল যে সব অজানা স্বপ্নের -
মায়াবী গল্প, জীবন পুষ্পের
বীথিকায় ঘনিয়ে ছিল
সঘন মেঘের
আকাশ !
ভাবতে ভালই লাগে, কিন্তু ছিল বর্ষা
বহুদূর, বুকের পাঁজর ধু ধু
মরুভূমি, অসমাপ্ত
দহন চিরস্থায়ী,
হাজার
ফণার রাত্রি, দংশিত, ঘর্ষিত, শোষিত
সুপ্ত জীবন, এখানে বিহানের
আগমন নিষিদ্ধ, সারা
রাত দেয়া নেয়া,
ক্রয় বিক্রয়,
বাহ্য অন্তরে মহা অন্ধকার, শুধু নিরুদ্ধ
হাহাকার, মূক অট্টহাস করে শেষ
প্রহরের যাত্রী, কত যে ঝিনুক,
সামুক, শঙ্খ, উলঙ্গ শরীর,
মুখোশ, ভঙ্গ মেরুদণ্ড
কে বা কার
খবর রাখে, সাগর সরে যায় আস্তে আস্তে
অনেক দূরে, চেনা অচেনা কাহিনীর
পাতায় পাতায়, হারিয়ে যায়
সমস্ত মুখ পরিত্যক্ত
পৃথিবীর শেষ
প্রান্তে।

* *
- শান্তনু সান্যাল

- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
art - by Barbara Groenteman Watercolor

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

দোরগড়ার বাহিরে - -

কতই অবাস্তব হোক না তবুও
ভালোবাসি, তার ওই
গভীর স্বপ্নিল
চোখের
সম্মোহন, সব কিছুই যেখানে
কৃত্রিম, সেখানে আসল
আর নকলের
সংজ্ঞা
অর্থহীন, তাই দেহে চিমটি - -
কেটে জানতে চেও না
ঘোরের গভীরতা,
জরুরি নয়
গেরুয়া
বসন, গলায় রুদ্রাক্ষের মালা -
খুবই কঠিন পুনরায় ফিরে
আসা, দোরগড়ার
বাহিরে পা
রাখলেই
নিমিষে, সমস্ত জগৎ অচেনা -
পৃথিবী আকাশ, সমুদ্র
দাবাগ্নি, বীথিকা
কি মরুভূমি,
আপন পর
সে মুহুর্তে বাধা দিতে পারে না।

* *
- শান্তনু সান্যাল
 



http://sanyalsplanet.blogspot.in/
 Judi Bell WATERCOLOR

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

বিস্মিত চোখের অনুবাদ - -

জগতের বিধান, অনবরত বহমান,
যেন কুয়াশাচ্ছন্ন উপত্যকার
এক বিন্দু হতে অন্য
প্রান্তে সমস্ত কিছু
অবিরাম
লয়ে ধাবমান, জমির নিচে কি বা
আছে, অনিশ্চিত ভবিষ্যৎ
অথবা অপ্রত্যাশিত
ভূগর্ভস্থ ফুলের
বাগান !
বলা মুশকিল, শুধুই আন্দাজে বহু
দুরের যাত্রা, না সূর্যের হদিস,
নাহি ভাসন্ত তারকের
মিছিল, চার
দিক এক
অন্তহীন নিরবতা, মৌন ভাষায় - -
ভাবনার আদান প্রদান ! দেখি
তুমি চেয়ে আছো আমায়  
বিস্ফারিত চোখে,
বুঝতে চাই
এমন সময় বিস্মিত চোখের অনুবাদ,
কিন্তু বর্ণমালা সহসা হয়ে ওঠে
আবছা, ভাসা ভাসা !
সব কিছুই নিমিষে
মনে হয়
খুবই অচেনা, সরে চলেছে ক্রমশঃ - -
নদীর ঘাট, সান্ধ্য আরতির
অস্পষ্ট সুর, অনায়াস
ডুবন্ত নোঙ্গর
স্তম্ভ - -

* *
- শান্তনু সান্যাল


 

 http://sanyalsplanet.blogspot.in/
red rose

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

নিসর্গের বিধান - -

ওই মিলন স্থলে সমস্ত মালিন্য যায় হারিয়ে
মধুর আর নোনা অহং মিলে মিশে
হয়ে ওঠে যেখানে, প্রগাঢ়
নীলাভ জলরাশি,
মানুষ যখন
খুঁজে
পায় স্ব -পরিচিতি, সেই অমূল্য মুহুর্তে - -
মানবিকতার ঘটে পুনর্জাগরণ !
ক্ষুদ্র নদীর পরিভাষা
যায় বদলিয়ে,
সে তখন
অর্ণবের বুকে অর্ধাঙ্গিনীর রূপে নিমজ্জিত !
নিসর্গের বিধান চিরস্থায়ী, এমনকি
দিগ্বিজয়ী সম্রাটও আনত
ঘাড়ে করে স্বীকার,
তার অন্তিম
বিচার,
অদৃশ্য হাতের খপ্পর হতে তখন মুক্তি - -
সহজ নয়, প্রতি মুহুর্তের হিসেব -
নিকেশ সুস্পষ্ট ভাবে
থাকে নিবন্ধিত,
ওই দরবারে
কোনো
সুপারিশ কাজে লাগে না, সংশোধন খুবই
কঠিন সে মুহুর্তে - -

* *
- শান্তনু সান্যাল  


বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪

অন্ধ পথের যাত্রী - -

 এ কেমন ধর্মীয় উন্মাদ, সারা পৃথিবীর
বুকে অসমাপ্ত রক্তপাত, ক 'এক
স্তবকের আবৃত্তি আর
হাতে  স্বর্গে
যাওয়ার প্রবেশ কার্ড, এ কেমন বিজয়
যাত্রা সিঁজর পাহাড়ে নিরীহ
মানুষের ধর্মের নামে
গণহত্যা, শিশু
ও নারীর
খোলা বাজারে দরকষাকষি, এ কেমন
স্বর্গের যাত্রী ডিঙিয়ে যেতে চায়
সারি সারি মানুষের
লাশ, জানি না
সে কোন
দেবতা যে চায় নির্দোষ মানুষের বলি !
এ কেমন বর্বর সমাজ সব কিছু
দেখে যায় স্পষ্ট ভাবে আর
নিজেকে বলে ধৃতরাষ্ট্র,
পিছনে সমস্ত
অনুযায়ী
হেঁটে যায় অন্ধ পথে, চোখে বেঁধে রেশমী
কাপড়ের টুকরা, যেন সৎ পথের
লক্ষাধিক গান্ধারী !

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/
art by tougaspi

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

নগ্ন সত্যের ধরাতলে - -

যখনই গেছে নিঃশেষ হয়ে সুগন্ধের ওই
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -

* *
-  শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
 art by NORA KASTEN

কাচিক ডানার প্রতিফলন - -

চিরদিনের প্রীতি, আমি জানি কোনো -
ভাবেই ব্যবহারিক হতে পারে
না, হাড় মাংসের এই
খাঁচার আছে
নিজস্ব
বাধ্যবাধকতা, তাই বারংবার পেঁচিয়ে
গুছিয়ে তার প্রেমের দাবি, অনেক
সময়ে কেমন যেন অপ্রাকৃত
মনে হয়, তবুও ওই
অনুনয়ের
ফাঁদে না চাওয়ার সত্তেও, হৃদয় যায় - -
আটকিয়ে, হটাৎ তখন জীবন
যেন শিশিরে ভেজা
পদ্ম পাপড়ি,
আর - -
হলদে সকাল অকস্মাৎ যেন মায়াভরা
দিবা স্বপ্ন ! হৃদয় চায় খুলে দিতে
সমস্ত বন্ধ বাতায়ন, দেখতে
চায় উড়ন্ত প্রজাপতির
কাচিক ডানার 

প্রতিফলন।

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
Pastel by Lyn Diefenbach

রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

স্থায়ী অধিবাস - -

মানুষের মূল্য যেখানে উৎকৃষ্ট সেই
তত্ববিজ্ঞানের আমি অভিলাষী,
মঠ মন্দির, আপন পরের
বাহিরে সে পবিত্র
মনের পূজা -
বেদি,
যেখানে সমস্ত মান - অভিমানের -
ঘটে অবসান, জীবন খুঁজে
পায় বাস্তবিক আত্ম -
জ্ঞান, যেন
বিলুপ্ত
মরু নদী কুঁড়িয়ে পায় স্রোতের - -
উদ্গম স্থান ! দুই পারে
উত্তরোত্তর ভরে
ওঠে হরিৎ
প্রদেশ,
গড়ে ওঠে প্রকৃত সভ্যতা, যেখানে
কেউ দেখতে চায় না পরিচয়
পত্র, ধর্ম যেখানে কেবল
ব্যক্তিগত বিশ্বাস,
বুকের
ভেতরে যেথায় অদৃশ্য দেবতার - -
স্থায়ী অধিবাস !

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
art by Lars_Eje_Larsson

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

নেগেটিভ স্মৃতি - -

অনেক নেগেটিভ স্মৃতি পড়ে থাকে
উপেক্ষিত, চিত্রশালার অন্ধ -
কোণে, শুকিয়ে যায়
সময়ের সাথে
অনুরাগী
দ্রবণ,
ভুলে যায় মানুষ রাত ঘিরতে না
ঘিরতে ওই সকালের কচি
আলোর কাহিনী,
যুগের নিজস্ব
আইন
আছে বৈকি, জীবন যেন দূরগামী
দুরন্ত রেলগাড়ি, পিছনে রয়ে
যায় যথারীতি বাবলা
গাছ, পুকুর মাঠ,
মাছরাঙা
সন্ধের
আকাশ, টেলিফোনের তারে কিছু
ঝুলন্ত চড়ই পাখির ঝাঁক !
দুলন্ত কাঁশফুলের
মাঝে কিছু
হারানো
শৈশবের মধুরিম ডাক, কলমির -
গন্ধে তখন চেয়ে থাকে ভীরু
ভালবাসা উন্মুক্ত
আকাশ !
নিঃশব্দ সন্ধ্যার অন্ধকার, ভাঙা
আরশির বুকে টিপ টিপ
জ্বলে সিক্ত ভাবনা
খুবই একাকী
ও নির্বাক।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Ray Hendershot

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

গহিন নিঃশ্বাসে - -

সে কোন এক জোছনা ভরা শরৎ -
নিশীথে, হাসনুহানার সঘন
কুঞ্জে, দিব্য প্রণয়ের
শীত দহনে !
যুগল
কায়া যখন একাকার শাশ্বত মিলনে,
হয়'ত দেখেছে উচ্চ দেবালয়ের
স্বর্ণকলশ কিংবা ছিল
সাক্ষী চাতকের
করুণ
ডাক, হয়'ত দেখেছে  আকাশ পথ
হতে উড়ন্ত সারসের জোড়া,
সেই মধ্য যামিনীর
শিউলি ঝরার
বেলায়
জীবন গেছে হয়ে অবিনশ্বর অগ্নি
বলয়, সে এক অপরিভাষিত
ভালবাসা জড়িয়ে রয়
গহিন নিঃশ্বাসে
জন্ম -
জন্মান্তর ধরে, শিরায় - শিরায় - -
আত্ম তন্তুর সাথে !

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
 
artist Maureen Bainbridge

সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

মৌন সংকলাপের মাঝে - -

 অন্তরঙ্গন গাছপালা, এবং এক চিলতে
রোদের সেই মৌন সংকলাপের
মাঝে, কোথায় যেন, অচিন 
বিন্দুতে জীবন খুঁজে
বেড়ায় তার
দখল !
সে এক বিশুদ্ধ অনুরাগ অথবা অদম্য
অভিলাষ কিছুই হতে পারে,
অস্বাভাবিক বলতে
এখানে কিছুই
নেই, শুধু
নিজস্ব দৃষ্টিভঙ্গি, সবাই সুখী হতে চায়,
সবাই ছুঁতে চায় উন্মুক্ত হাসির
জন্মাধিকার, কিন্তু কত
জন যে সফলতা
অর্জিত করে
সেটা
আবার ভিন্ন ব্যপার, সে এক নৈসর্গিক
অনুভূতি, বিষের পাত্রে অদৃশ্য ঝরে
প্রণয় সুধা বিন্দু বিন্দু, রাজন
নিঃশব্দ চেয়ে রয় রাজ -
রানী মীরার
উজ্জ্বল
মুখপান, আর স্বঝঙ্কৃত সেতারের মধুর
তান - -

* *
- - শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Marni Maree

রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

দিব্য প্রলেপ - -

তার প্রেমের আদল, ভেসে ওঠে -
কল্পলোকের অতিক্রমে !
যখন এ জীবন
সুদুর
নামীব মরুপ্রান্তরের বালুকণায়
মিশ্রিত, তখন সে হটাৎ
নীলনদের পারে
পীরামিডের
দেহে
লিখে যায় মেঘবর্ণ নিগূঢ় ছন্দ !
তার অদৃশ্য রূপের ওই
অপরূপ মায়া গড়ে
যায় ভূগর্ভস্থ
জলধারা,
যখন
পৃথিবীর বুকে মহা বিনাশের -
ছায়া, তখন দেখি সে
অনাহুত সন্ধ্যার
বৃষ্টি, ঝরে
যায়
অনিবার লয়ে ভাঙা দেউলের
চূড়া হতে, জ্বলন্ত গ্রামগঞ্জের
পথে, বৈষম্য বিহীন
সুজন মানবের
অশ্রু জলে,
তখন
দগ্ধ হৃদয়ে আশার দিব্য প্রলেপ,
কে যেন রেখে যায় সান্ধ্য
প্রদীপের সাথে, সমস্ত
সঙ্কুচিত আলোর
জগৎ তখন
সহসা
উদ্ভাসিত, চন্দনবন হতে বহে
আসে তখন সুরভিত
সমীরণ !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
fragrant

বুধবার, ২০ আগস্ট, ২০১৪

নিয়তির চক্র - -

বহু বার লাঞ্ছিত, বহু বার লুন্ঠিত সে এক -
গ্রাম প্রান্তের পুরাতন, অর্ধ বিচ্ছিন্ন
মন্দির, এমনকি যে লাগোয়া
নদীও গেছে বিমুখ হয়ে,
কিনার বদলিয়ে,
আসলে
সময়ের দেহভঙ্গিমা খুবই জটিল, অট্টালিকা
হতে, সেই রহস্যময় পথের অন্তরাল
খুবই কম, এক পলকে সব
কিছু পরিবর্তনশীল !
এই 'ত ময়ুর
সিংহাসন
ক্ষিপ্রা নদীর তীরে, আর চোখ তুলতে না - -
তুলতে দেখি, উজ্জয়নি বহু দূর মালব
প্রদেশে, তথাকথিত রাজন
তখন মণি কর্ণিকা
ঘাটে, দাবি
করে - -
দাহ সংস্কারের পারিশ্রমিক ! নিয়তির চক্র
চিরকাল অস্থাবর, হৃদয়ের ব্যথা
বোঝে না - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
art by Karlyn Holman 2

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

দৃশ্য পরিবর্তন - -

 জখমের পুনরাবৃতি, বেদনার পুনর্সৃষ্টি,
সহজ না হওয়ার আগেই যেন
সব কিছু নিয়তির হাতে
সঠিক ভাবে পূর্ব
নির্ধারিত !
মেঘ
ও রোদের ওই চির পরিচিত খেলার
মাঝে জীবন দাঁড়িয়ে দেখে দৃশ্য
পরিবর্তন, কখনো ধু ধু মরু
প্রান্তর আবার অনেক
সময়ে ভেসে
চলেছে
মহা প্লাবনে সমস্ত সাধের নীলাকাশ,
ভাঙা তট বন্ধের ধারে এক
টুকরো পৃথিবীর জন্য
মানুষ তখন বর্বর,
ভুলে যায়
নৈতিকতা, সভ্যতা ও সংস্কৃতি - - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Ann