শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ফ্ল্যাশব্যাক - -

আজও তুমি ভোরের শাপলা, কুয়াশা
ভরা সকালে, রেখে যাও মনের
দুয়ারে, শিশিরে সিক্ত
অনুভূতি।
যদিও দরজা খুলতে বিলম্বিত আমার
পদক্ষেপ, তবুও তুমি থেমে থাক
যথারীতি নামহীন সুদুর
অরণ্য ঝিলের
মাঝখানে। 
তোমার থামানো পুরাতন নিঃশ্বাসে -
আজও আমি খুঁজে পাই ওই
শৈশবের হারানো খুশি,
খালি পায়ে ওই
আবছা
আঁধারে শিউলি তোলার ছলে দৌড়ে
তোমায় খুঁজে পাওয়া।
* *
- শান্তনু সান্যাল


মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

শব্দহীন মরুভূমির বুকে - -

অবশিষ্ট পথে আমি ছিলাম যথারীতি
একাকী, অবশ্যই কিছু দূর এগিয়ে
গেছে রাতজাগা চাঁদের আলো,
আর ঝরা নিশিপুষ্পের
অল্প কিছু গন্ধের
অদৃশ্য কণা।
আমি জানি, তুমি চেয়েও ভাঙতে - -
পারো নি পলকা রেশমের খোল,
আসলে, জীবনের অনেক
বৃষ্টিছায়া - প্রদেশ
রয়ে যায়
অনাবিষ্কৃত, শব্দহীন মরুভূমির বুকে 
চিরতরে প্রোথিত, আর অশেষ
নীরবতার মাঝে ক্রমশঃ
এক দিন হারিয়ে
যায় তার
সজল চোখের ইতিহাস।পথে পড়ে -
রয় কিছু শুকনো ফণীমনসার
ফুল ও একরাশ কাঁটার
লতা আর অবশ্যই
এক ফোঁটা
মৃগজল।

* *
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

চেনা চেনা মুখ - -

তাদের ওই চোখ ঝলসানো আসরে ছিল
সব কিছুই, রূপ, রং, নেশা, আর
মুখোশ পরিহিত ন্যাকান্যাকা
চেহারা, যেন কাঁচা
তৈলরঙ্গী ছবির
পুতুল খেলা।
হয় তো আমি আছি ব্যতিক্রমী মানুষ -
তাই তাদের আসরে ছিলাম খুবই
একাকী, অবশ্যই, আমার
আশেপাশের মানুষ
ছিল খুবই
পরিচিত, ওই যাকে বলে চেনা চেনা মুখ
ঠিক পরবর্তী দরজার কেউ এক,
তবুও জানি না কেন পরিবেশে
ছিল, ভাসন্ত অভিনয়ের
অনুভূতি।আসলে
জুয়ারে গা
ভাসানোটা আছে এক অদ্ভুত শিল্প, যারা
জানে না তারা রয়ে যায় মধ্যপ্রবাহে
একাকী, কিন্তু তারা ডুবে না
নিজেই শিখে যায় এক
দিন কুশল
সন্তরণ।

* *
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ১১ জুলাই, ২০১৫

উতলা মন - -

কোন বাউণ্ডুলে, বুনো গন্ধের পিছনে
ধেয়ে যায় উতলা মন, যদিও
নাগালের মাঝে রয়েছে
অঝর শ্রাবণ।
জানি না
কেন সে বারেবারে করে যায় উধ্বস্ত,
হৃদয়ের স্ফুরিত জগৎ, যদিও
বুকের মাঝে জ্বলে অদৃশ্য
প্রদীপ শাশ্বত।কিসের
সন্ধানে জীবনটা
হতে চায়
অহর্নিশ বেদুইন, ঘুরে বেড়ায় মরু -
প্রান্তর হতে সমুদ্রতীর অন্তহীন।
কোন অলৌকিক আভার
আড়ালে দাঁড়িয়ে
রয় সটান
তার অপ্রতিম ভালবাসা, সমস্ত কিছু
হারাবার পরেও, সে যেন হয়ে
ওঠে ঝিনুকের বুকের
উদ্ভাসিত বিলুপ্ত
অভিলাষা।

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
martha kisling art

সোমবার, ২৯ জুন, ২০১৫

নাবিক বিহীন নৌকো - -

ওই চলন্ত আয়নার
মুখোমুখি সবাই
সমান,
ভেদাভেদ বিহীন
তার চোখের
ঠাওরান।
কোন
ধারে যে লুকানো
নিয়তির
পারঘাট,
নদী নির্বাক আর
খুব কাছে
দিনের
অবসান। সারা
জগৎ জুড়ে
যখন
অবগুণ্ঠনের খেলা,
সে অদৃশ্য ভাবে
তখন অন্তর্তমে
বিরাজমান।
নাবিক
বিহীন নৌকো বহে
যায় আপন মনে,
কে জানে
কোথায়
আছে তার নোঙ্গর
 স্থান।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ১৭ জুন, ২০১৫

প্রকৃত সুন্দর - -

অন্য কোনও এক দিন, জিজ্ঞেস করে
নিও জীবনের উলঙ্গ সত্য, আজ
চলো করে যাই শৃঙ্খলাবদ্ধ
মুখোশের খেলা,
ওই বহু
যুগ ধরে, সজ্ঞানে দুইজনের পরস্পর
বোঝাপড়া। সঘন আঁধারে একে
অপরকে সুন্দর ভাবে
ঠকিয়ে যাওয়া,
আসলে,
গোটা পৃথিবী জুড়ে আছে থিয়েটার -
ওয়ালাদের শরিকের বসতি।
যে যত ভালো নাটুয়া
তার জীবনের
দিনান্ত
অতই সুখকর, আর যে মাটির মানুষ
সে রয়ে যায় চিরকালের মত
চার দেওয়ালের মাঝে
একাকী।কিন্তু
কোথায়
যেন সেই ভিড়ে হারানো শেষ বেলার
মানুষ, শুন্য হাতে ঠিক খুঁজে পায়,
ক্লান্ত জীবনের অভিপ্রায়,
খুলে ফেলে ক্রমশঃ
ছদ্ম আবরণ।
তখন সে
নিবস্ত্র, কিন্তু প্রকৃত সুন্দর স্বউদ্ভাসিত,

* *
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
art by harold kraus

শুক্রবার, ১২ জুন, ২০১৫

রঙীন পতঙ্গের পিছনে - -

আজ আকাশ খুবই উদার, ঝরে গেছে
উজাড় করে নিজেকে, আজ সন্ধ্যার
পরিতপ্ত দেহে, সজল বাতাস
ছুঁয়ে গেছে শীত - মলমে,
আজ তোমায়
পেয়েছি
আমি প্রবল স্রোতপূর্ণ বৃষ্টির রূপে।- -
বহু শূন্য ফাটলে, পুনরায় দেখি
জীবনের সংকেত, ভেসে
উঠছে আবার -
তোমার
চোখের গভীরে, বহু বিলুপ্ত মরুদ্বীপ !
তুমি আবার চাও, প্রণয়ের ওই
হারানো মায়াময় জগৎ,
আমি পুনরায়
দ্বিধাগ্রস্ত,
ধেয়ে যাই যথারীতি রঙীন পতঙ্গের
পিছনে।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

সোমবার, ৮ জুন, ২০১৫

সন্মিলন নিজের অন্তরে - -

যখন তুমি অঝর শ্রাবণের মধ্য যামিনী,
তখন আমি শুধুই এক শৃঙ্খলমুক্ত
পুরুষ, বুকে নিয়ে ধূমায়িত
অরণ্যশিখা, চেয়ে রই
তোমার অধর
তীরে।
চুষে নিতে চাই সমস্ত সজলতা উন্মত্ত - -
ভাবে, আমি তখন সাঙ্ঘাতিক
ভাবে হয়ে উঠি ঊষর -
ভূমি, নিমিষে
সকল
তটবন্ধ ভেঙে, তোমায় করে নিতে চাই
সন্মিলন নিজের অন্তরে।ওই মহা -
প্রলয়ী মুহুর্তে জীবন গড়িয়ে
যায় অপরিভাষিত
পথে, যেখানে
দেহের
সমস্ত অভিলাষ, সিক্ত মাটির মত খসে
পড়ে প্রণয় নদীর গায়ে, আর
সুদুর উজানে দেখা যায়
শুধুই এক ঘোলাটে
জলের বিরাট
উর্মিমালা।

* *
- শান্তনু সান্যাল
 

ocean-impact-jersey-shore-angie-mckenzie
 http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

আদিমযুগের পথে - -

অস্তিত্ব আমার, যখন নিজেই ডুবতে
চায় তার বুকের অতল আঁধারে,
তখন লোক লজ্জার কিসের
বালাই, ওই নিঃশ্বাসের
বিনিময়ে আছে
এক এমন
পরিহারের মধুরতা, যাকে শব্দের - -
মায়া জালে বাঁধা মুশকিল, সে
যেন জন্মগত বিশৃঙ্খল,
তাকে আবরণে
মুড়ে রাখা
যায় না, যেন চিরকালের আরণ্যক, -
যেখানে সমস্ত তর্ক বিতর্ক যায়
নিমিষে হারিয়ে, তখন
প্রেমের সংজ্ঞা
খুবই -
জটিল, গহন অন্ধকারে হয় ওঠে এক -
অদৃশ্য স্ব - আলোকসজ্জা, বাহ্য
জগতের সমস্ত শিকল
নিজেই যায় খুলে
একে-একে,
তখন নব কায়াকল্পের অঙ্কুরোদ্গম - -
সম্পূর্ণ বর্বরতা, আদিমযুগের
পথে ফিরে যাওয়া, ওই
মুহুর্তে আমরা
যেন সহসা
আফ্রিকার কোনো এক তৃণভূমির পথে
খুঁজে চলেছি, নিজের জীবাশ্মের
ঠিকানা, যেখানে হয়তো
এখনো আছে উন্মুক্ত
ভালবাসা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ২৬ মে, ২০১৫

বিহানের ঠিকানা - -

অনেক কিছু জীবনে যায় হারিয়ে,
আবার অনেক কিছু সময়ের
লহর ফেলে যায় বন্দ
দুয়ারে, তবুও
মানুষের
ঝুলি চিরদিন ঝুলে রয় শুন্যের -
তাকে, অভিলাষের ফর্দ
অন্তহীন, আর প্রাণ -
বায়ুর সীমা
সর্বদা
সঙ্কুচিত, শেষ প্রহরে কেমন যেন
সব কিছু ছিল এলোমেলো,
ঝরা ফুল তুলতে
গিয়ে দেখি
রাত্রি
করে অদ্ভুত ভাবে অট্টহাস, আর
আমি দিগন্তের কুয়াশায় খুঁজে
মরি বিহানের ঠিকানা,
যদিত্ত অন্তর্তমের
আলোকে
তুমি আছো চিরকাল প্রতিষ্ঠিত -
তবুও, জানি না কেন এক
অনির্দিষ্ট মৃগতৃষ্ণার
পিছনে
ধেয়ে যায়, এই অস্থির জীবন - -

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ২৪ মে, ২০১৫

বন্য অন্ধকারে - -

প্রত্যেক মানুষের ভিতরে কিছু না
কিছু জন্মগত অভাব থেকেই
যায়, না তুমি আছো
সম্পূর্ণ মানবী,
না আমি
কোনো বিশুদ্ধ পুরুষ, নিসর্গের -
হাতে অসম্পাদিত দুটি কৃতি,
কাট কুটের প্রক্রিয়া
চলে সারাটা 
জীবন,
তাই মিথ্যে অহংকারের স্থান নেই
এখানে, ওই প্রকৃত মিলন -
বিন্দুর শীর্ষে, যখন
গাঢ়  আঁধারে
দুই -
পরস্পর, পরশের সঘনতা ছড়িয়ে
যায় এক বুনো গন্ধ পরিবেশে,
তখন সমস্ত নৈতিক অথবা
অনৈতিক মূল্যের
পরিধান
খসে
পড়ে নিজেই ওই বন্য অন্ধকারে - -
নিঃশ্বাসের বিনিমযে মানুষ
তখন অন্য জগতে।

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/



 

শনিবার, ২৩ মে, ২০১৫

নিষ্পলক মুহুর্তে - -

নিষ্পলক মুহুর্তে, দেখি তুমি হয়ে উঠেছো
যুগের থামানো নিঃশ্বাস, আর আমি
খুঁজে চলেছি, তোমার চোখের
নিম্নদেশের ছায়া প্রান্তর !
সাঁঝের ঝাপসা
আলোয়
তুমি যখন নিশি - পুষ্পের অভিসারিকা -
তখন আমি পেতে চাই তোমার
বুকের অশেষ গন্ধকোষ,
লুকিয়ে রাখতে
চাই, ওই
সুরভিত বন্যা আমার বক্ষঃস্থলের গহিনে,
যখন আঁধার বিস্তারিত কেয়া বনে,
তখন তুমি যেন রহস্যভরা
বিলুপ্ত নাগমণি, আর
আমি বিষ মুক্ত
প্রতিষেধক,
দেহে জড়িয়ে প্রেমের অমর প্রলেপ, আমি -
ছুঁতে চাই তোমার হৃদয়ের স্পন্দন,
হতে চাই তোমার প্রণয়ে
নীলকন্ঠ মানুষ।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

শুক্রবার, ২২ মে, ২০১৫

অন্ত:শীল রূপ - -

সম্ভবতঃ, সে দেখতে চাই নি আমার
অন্ত:শীল রূপ সময়ের অতিক্রমে,
আসলে মানুষ যাকে খুব
ভালবাসে তাকেই
সবচেয়ে
সুন্দর মনে করে, তার সমস্ত অসৎ
সে নিজের বুকে নিবিষ্ট করে
যায়, এখান হতেই এক
এমন উপাসনার
সূত্রপাত,
যার কোনো শেষ নেই, দেহের ওই -
পঞ্চ - ধাতুর পিঞ্জর তখন নিজেই
খুলে দেয় শুন্য মুখী কপাট,
তবুও প্রাণ পাখি যেন
উদাসীন, কেমন
যেন চেয়ে
রয় সমস্ত অন্তরিক্ষের ভাসন্ত জগৎ!
ভাবের কারাগার তার জন্য
যেন স্বর্গ, ডানা থাকা
সত্বেও সে যেন খুব
অসহায় বোধ
করে, কোনো ভাবেই উড়ার সাহস
যোগাতে পারে না, নিয়তির
আগে তখন সে নতজানু,
নিজের পায়ে নিজেই
শিকল বেঁধে
পরিতৃপ্ত
ভাবে শেষ জীবনটা কাটিয়ে দিতে -
চায়, তখন প্রেম ভৌতিক
জগতের সমস্ত বেড়া
গুলো ডিঙিয়ে
সুদূরে
এগিয়ে যায়, আবরণ কি অলংকার
সব কিছুই পড়ে রয় পৃথিবীর
বুকে নিষ্প্রয়োজন
ভাবে।

* *
- শান্তনু সান্যাল   

http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

দ্বিতীয় অধ্যায় - -

জানি না কিসের যেন চুক্তি ছিল তাদের - -
মধ্যে, মৌসুমি হাওয়ার সাথে দেখি
সমস্ত চেনা চেহারা, চেয়ে
আছে আমায় কেমন
যেন অপরিচিত
ভানে !
আমি যতই তাদের কাছে যেতে চাই তারা
সরে যায় আরও দুরে, তাদের ওই
আশ্চর্য্য ভরা চাহিনীর মাঝে,
আমি খুঁজে চলেছি
জীবনের
দ্বিতীয় অধ্যায়, কিছু গোলাপ ফুলের - - -
আত্ম - কেন্দ্রিত সুবাস আর কিছু
কচি কাঁটার আবরণ, এক
বিন্দু রক্ত ঠিক আঙ্গুল
ডগায়, আর
সেই উষ্ণ
ঠোঁটের মধ্যখানে, পূর্ণ সমর্পিত আমার ওই
অস্থির নিঃশ্বাস, সে দিন পৃথিবী যেন
খুব সবুজ ছিল, আকাশও খুব
টলটলে নীল, বিশ্বাস কর
আমি সে দিন চেয়ে
ছিলাম
চিরতরের কারাগার, তার উষ্ণ অধর - -
হতে বুকের অন্তরজগতে চির -
নিবাস।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ১৭ মে, ২০১৫

অপঠিত প্রেম পত্র - -

যখন জীবনের পড়ন্ত বেলায় ভালবাসা
খুঁজে শীতকালের গোলাপী রোদ্দুর,
আর হারানো যৌবন বসে
রয় আরামকেদারায়
একাকী, ঠিক
এমন
সময়ে অলিন্দের এক কোনায় অযথাই
দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে,
যখন ঈশান কোণে মেঘের
দল ঘনিয়ে ওঠে বিন্দু
বিন্দু,তখন জানি
না কেন,
অজ্ঞাতসারে, আমি ছুঁয়ে দেখতে চাই - -
তোমার বুকের স্পন্দন, জানতে
চাই তার বাস্তবিক ভাষা,
ওই উঁচু নিচু রেখায়
বুঝতে চাই
জীবনের
মর্ম, আর দেখতে চাই ওই গোপন স্থান !
যেটা পড়ে রয় দাবিদারহীন নিয়তির
সাথে এক কিনারায়, নিজেকে
উজাড় করে ভালবাসা,
আমি আবার
ভরে দিতে
চাই সেই শুন্য জগৎ, অবশ্যই আমার - -
হাতে রয়েছে কয়েকটি মৌসুমের
সূচী আর তোমার পুরাতন
হাসির বর্ণমালা, ঠিক
যেন অপঠিত
প্রেম পত্র
বুকের সিন্দুকে খুব যতনে পাট করে রাখা
আছে বহু যুগ ধরে।

* *
- শান্তনু সান্যাল

art by irene sheri
 http://sanyalsplanet.blogspot.in/

শুক্রবার, ১৫ মে, ২০১৫

অনেক দিনের পরে - -

অনেক দিনের পরে হটাৎ আজ, বৈকালিন
বৃষ্টি ! বয়ে আনলো সুদুর হতে কিছু
উটকো স্মৃতি, কিছু ভাসন্ত দ্বীপ
আবার যেন খুঁজে পেয়েছে
হারানো পৃথিবী,
পুনরায় -
জীবন ধরে রাখতে চায় খুব যতনে মুঠোর
মাঝে, তোমার সাবলীল ভালবাসা !
ছাদের কোণে, এন্টেনার গায়ে
সেই ঝুলন্ত ছেঁড়া ঘুড়ি,
দেখি আর নেই,
বোধ হয়
খুঁজে পেয়েছে শেষ মিলনের ঠিকানা, ঠিক
আমরাও একদিন ছিলাম প্রাণবন্ত
দুই নদী, মিলনাতুর, ক্ষিপ্র -
আবেগী, সেটা অন্য
ব্যাপার যে
সঙ্গমের অনেক আগেই, আমরা গিয়েছি - -
শুকিয়ে, কিন্তু সেই মরুধরার নিচে
বিশ্বাস করো, আজও বহে
যায় ভূগর্ভস্থ এক
জলধারা,
দুই বুকের মাঝে ওই অদৃশ্য জগতে আজও
আছে হরিৎ প্রদেশ।

* *
- শান্তনু সান্যাল 
  http://sanyalsplanet.blogspot.in/

সোমবার, ১১ মে, ২০১৫

নিজস্ব এক দুনিয়া - -

জীবনের নাগরদোলা ঘুরে যায় অবিশ্রাম
লয়ে, কখনো আকাশপথে আবার
কখনো পৃথিবীর গা ছুঁয়ে,
মৌসুম, যথারীতি
দাঁড়িয়ে রয়
দর্শক
দীর্ঘায়, ওই ভাবনার সঘন ভিড়ে, আমি
ডেকেছি তোমায় খুব আপন করে,
কখনো তুমি দিয়েছ মৌন
সাড়া, আবার দেখি
বহুবার তুমি
করেছ
অবহেলা, কৈফিয়ৎ বলতে কিছুই নেই -
এই মুহুর্তে, সবাইর আছে নিজস্ব

এক দুনিয়া, নিজের কিছু
আপন কলাকৃতি,
কিছু অবুঝ
জ্যামিতি,
আর বারংবার মুছে স্বপ্নের স্লেটে, নতুন
ভাবে লেখা - কিছু ভালবাসার
কবিতা, আত্ম গোপনের
কিছু নাটক, কখনো
একক আর
কখনো
কোরাসে নিজেকে হারাবার অভিনব - -
প্রয়াস।

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/
Irene Sheri art

শুক্রবার, ১ মে, ২০১৫

পরিসমাপ্তি - -

গহন অন্ধকারেও সে খুঁজতে পারে -
আমার নিঃশ্বাসের ঠিকানা,
অদৃশ্য ছায়ার মতন
সে জড়িয়ে রয়
অহর্নিশ
আমার অস্তিত্বের সাথে। সে প্রেম কি
দিব্য অনুভূতি, প্রায়ই ভাবে
জীবন, যখন দৈহিক
সুখের অভিলাষ
ক্ষণে ক্ষণে
যায় উপাসনার পথে। সমস্ত ছদ্ম - -
আবরণের তখন পরিসমাপ্তি
ঘটে। ধূপের ধোঁয়া
শুন্যে যায়
হারিয়ে, পড়ে থাকে দেউলের মেঝে -
কিছু ছাইর গুড়ো, আর এক
পরিতৃপ্তির মধুর গন্ধ,
উজান হতে
প্রতিধ্বনিত তখন নদীর সাগরকুলে
হারিয়ে যাওয়ার গান।

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

painting by artist Jacqueline Gnott 1

বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

নিজের তল্লাস - -

বিশাল, ওই ভিড়ের মাঝে আমি খুঁজে
চলেছি, জানি না কোন আপন
জনের চেহারা, দৌড়িয়ে
যাচ্ছি  প্রায়, এই
প্ল্যাটফর্ম
হতে অন্য প্ল্যাটফর্ম, দূরগামী ট্রেনের
কম্পন এখনো রয়েছে বাতাসে,
লাল - নীল সবুজের আলো
গায়ে জড়িয়ে হয়'ত
সে এখন
বহুদূর ভেসে যাচ্ছে সঘন অরণ্যে, -
আস্তে -আস্তে স্টেশন চত্বরটা
প্রায় ফাঁকা, ক'এক
বেওয়ারিশ
চেহারা
ঠিক আমারই মতন চেয়ে আছে দূর
ভাসন্ত ছায়ার জগৎ, চৈত্র
শেষের কিছু উড়ন্ত
পাতার সাথে
মনে হয়
সে রেখে গেছে কিছু স্মৃতির ছিঁটে - -
দাগ, কিছু পিঙ্গলবর্ণী ভালবাসা,
এখন মধ্যরাত্রি সে এখন
পৌঁছিয়ে গেছে
উপত্যকা
পার, ঝিরিঝিরি ঠাণ্ডা হাওয়ায় বুজে
আসছে খুব সম্ভব এখন তার
দুটি সুন্দর চোখ, নিঝুম
স্টেশনের বাইরে
এখন
আমার নিজের তল্লাস আর খোলা - -
অন্তহীন রাজপথ - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

red-bougainvillea-thorns-james-temple.jpg

সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

প্রতিবাদ বিহীন - -

বুকের অন্তঃপুরে, লুকিয়ে রাখাটা ছিল
না সহজ, ওই প্রাঞ্জল কাচের
জগতে সব কিছুই ছিল
পারদর্শী ! অপর
পারের
সমস্ত ভাবনা উন্মুক্ত ভাবে প্রকাশিত।
মধুঋতুর আগেই যেন জীবনে
হটাৎ করে, অসময়ের
পুষ্পিত অনুভূতি,
জাগিয়ে
গেছে সারা দেহে এক অদ্ভুত রোমাঞ্চ।
তখন নিজের অস্তিত্বের সাথে
অগ্নি - বলয়ের খেলা
খেলে গেছে
জীবন,
তার হাতে ছিল যাদুর অদৃশ্য চাবুক -
আর আমি প্রতিবাদ বিহীন খুলে
গেছি সমস্ত আবরণ। এক
বিচিত্র মুগ্ধতায়
তখন
ভেসে চলেছে পৃথিবী, নীলাকাশ এবং
অন্তহীন মহাসাগরের ঢেউ !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Tueko Sato.jpg

বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

ফিরে আসা অসম্ভব - -

সে এক তিলস্মী* রাতের মুষলধার বৃষ্টি,
পৃথিবী ও আকাশ যখন একাকার।
নিখোঁজ সমস্ত দুনিয়ার
দিগন্ত রেখার
কল্পনা,
নিঃশ্বাসের কুয়াশায় তখন ঢাকা পড়ে
রইলো পারাপার। তার বুকের
উষ্ণ ডানায় আমি
ভুলে এসেছি
সমস্ত
বৈধ - অবৈধের কারোবার। দেউলের
কপাট ছিল খোলা, কিংবা উচ্চ
মিনারের আলো ছুঁয়েছে
আধখোলা মনের
জানালা,
সত্যি, কিছুই জানি না সেই মুহূর্তের ওই
বাহিরের আবহাত্তয়া, অথবা
শতাব্দী ধরে বহে আসা
যথারীতি
একঘেয়ে আবহমান। আমরা ভেসে গেছি
ওই অন্তহীন আঁধারের সাথে
বহুদূর, যেখান হতে
ফিরে আসা
অসম্ভব।

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
* তিলস্মী - যাদুভরা (আরবী শব্দ )
 

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

ঘর সাজাতে ভুলে গেলাম - -

এত ফুলের বাহার ছিল হৃদ মাঝারে, যে
আমি ঘর সাজাতে ভুলে গেলাম,
এটা বলবো সেটা বলবো,
অনেক কিছুই ছিল
মনের ভেতরে,
যখন সে মুখোমুখি হলো আমার, আমি
শীশমহলে, প্রণয়ের প্রদীপ জ্বালাতে
ভুলে গেলাম। ওই নভোনীল
আলোর মাঝে, আমি
খুঁজেছি তার
চোখের গভীরে, কিছু অমূল্য মুহূর্তের - -
ঠিকানা, ওই ভাবনার হট্টগোলে
নিজেকে, নিজের বাসায়
ফিরাতে ভুলে
গেলাম। সারা শহর যখন ঘুমের কোলে !
আমি হেঁটে যাই জনশূন্য পথে,
কোন নিশুতি - ডাক
কিংবা, তার
প্রেমের মায়াবী হরিণ ধেয়ে যায় মধ্য - -
রাতের বুকে, আমি আঁধার দ্বারে
আলোর খিল দিতে ভুলে
গেলাম। এত ফুলের
বাহার ছিল
হৃদ মাঝারে, যে আমি ঘর সাজাতে ভুলে
গেলাম।

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/
art Samir Mondal.jpg

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

কিছু ছায়াহীন প্রান্তর - -

কিছু ছায়াহীন প্রান্তর গেছে বহুদূর সরে,
কিছু নতুন সবুজের ছোঁয়া, ভেসে
উঠতে চায় তোমার চোখের
জলাভূমির তীরে।
জানি না,
এ কেমন নিয়তির খেলা, সকালে ছিল -
যে ঝিল জলে ভরাট, গোধুলির
ওই ঝাপসা আলোয় দেখি
কত খুদে দ্বীপের
আমদানি।
তোমার  প্রেমের পরিমণ্ডলে আছে, কত
যে অপ্রকাশিত বিন্দু বিসর্গ, কত
যে জ্যামিতির পেঁচানো ভিন্ন 
আকৃতি, আমার
হৃদয়ের
জগৎ খুবই সাদাসিধা, তবুও তোমাকে
নিয়ে প্রতি মুহূর্তে ভাবা ভালই
লাগে, জেনেশুনে পথ
হারাবার ঝোঁক
অনেক
সময় জীবনে ঘনিয়ে আনে সকালের - -
টাটকা প্রাণবায়ু - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/


রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

বিলুপ্ত কিনারা - -

জীবনের জট পাকানো পথে, কে আর 
কখন, কোন রূপে হাত বাড়িয়ে 
সব কিছুই নিমিষে, যাবে 
বদলিয়ে বলা খুবই
মুশকিল !
ওই মোড়ে যেখানে খুব কাছের মানুষ 
অপ্রত্যাশিত ভাবে গেছে দূর সরে,
আবার দেখি কিছু দূর 
আঁধার পেরিয়ে 
তুমি আছো 
দাঁড়ায়ে, কখনো আলোর রূপে কখনো 
অদৃশ্য পরশে, দিয়ে যাও চন্দনের 
বিলেপন, যেন ডুবন্ত নৌকো 
শেষ মুহূর্তে খুঁজে পায়
বিলুপ্ত কিনারা !
তোমার 
ওই অপরিমেয় রূপ চিরদিনই বিস্মিত 
করে যায় - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
Contemporary Artist Filomena de Andrade Booth

শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

গোছানোর শিল্প - -

জীবনে কি সব কিছুই থাকে সংগঠিত,
কখনো সখনো, একটু বিশৃঙ্খলতার  
ভাবও আছে জরুরি। ওই 
রহস্যভরা তোমার 
চাহনি,  
বুকের মাঝে অসময়ের ঝড় বইয়ে -
আনতে চায়। আমি যে বড় 
এলোমেলো মানুষ, ওই 
গোছানোর শিল্পটা  
জানি না, 
তাই ভয় পাই স্বপ্নের জাল বুনতে !
যেন মনে হয়ে গাফিলতির 
জেরে, না খুলে যায় 
তোমার প্রেমের 
সুন্দর 
কশিদাকারী, এক অবুঝ আতঙ্কের 
ছায়া ঘনিয়ে রয় সাঁঝ - সকাল 
ভাবনার দুয়ারে, ঠিক 
কালবৈশাখীর 
আগে 
হঠাৎ নিঝুম হয়ে ওঠে সাগরের - -
বেলাগাম ঢেউ - - 

* * 
- শান্তনু সান্যাল 
Contemporary Artist Filomena de Andrade Booth 1
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

তোমার নয়ন কোণে - -

ঠিক সকালমুখী আচমকা বৃষ্টি, আর 
খুব পরিচিত হাতের কড়া 
নাড়ার শব্দ, দ্বার 
খোলার সাথে 
দেখি -
তুমি আছো নিয়ে মুখে একরাশ সিক্ত 
হাসি, মৃদুমন্দ বাতাসে যেন  
বহে যায় শিশির ভিজা 
নিশি পুষ্পের 
গন্ধ !
তোমার নয়ন কোণে আছে লুকানো -
গত রাতের কিছু সরস অনুভূতি,
কিছু সুরভিত পরশের 
মসৃণ দাগ, আর 
বিনিদ্র 
রাতের পরিশ্রান্তি, সঘন পলকের ছায়া 
তীরে আছে কার ভাবের বৃন্দাবন,
সাতসকালে এ কেমন যেন 
তোমার বৈষ্ণবী সাজ,
শান্ত অজয় 
নদীর 
বুকে হঠাৎ যেন ঘূর্ণাবর্তের আবির্ভুত !

* * 

- শান্তনু সান্যাল 
River Mist Original watercolor painting by charlesash 
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

আজ এই পর্যন্তই - -

আজ এই পর্যন্তই থাক সাক্ষাৎকার, কিছু
কুয়াশায় ঢাকা, কিছু নরম রোদে
মাখা, জীবনের উঁচু নিচু
অবুঝ উপত্যকা !
তোমার
চোখেও আছে এক বুনো গন্ধের কৌতুহল,
আর আমার বুকের গভীরতা, ছুঁয়ে
যেতে চায় যাযাবর মেঘের
ছায়া ! দুজনের মাঝে
গড়ে উঠতে
চায় এক অদৃশ্য খুঁটি বিহীন সাঁকো, জানি
না এ কেমন জলস্রোতের মায়া, লহর
বিহীন ডুবিয়ে যেতে চায় গ্রাম -
গঞ্জ, শহর - বন্দর !
এপার - ওপার,
আজ এই
পর্যন্তই থাক পরস্পরের উপলব্ধি, কিছু - -
আরও সময় দরকার চোখের ভাষা
বোঝার জন্য, কিছু আরও
বাড়ুক ধরা-ছোঁয়ার
অনুভূতি !
এখনো তুমি, অনেক দুরে দাঁড়িয়ে আছো
অজানা আমার বুকের বাহিরে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

FRAN2682.jpg

সোমবার, ২৩ মার্চ, ২০১৫

রাজপথের দুই ধারে - -

মাঝ  শহরের ওই খোলা মাঠে, আজ  নাকি
আছে কোন এক মহৎ সম্মেলন, সকাল
হতে চতুর্ধারে, এক বিচিত্র
টলমলানি আছে
বাতাসে !
রাজপথের দুই ধারে জানি আবার সাজবে -
মীনাবাজার, ঢাউস মাছের দল খুঁজবে
আবার কুচি মাছের ঝাঁক, ওই
আলোর দপদপানির
মাঝে নিয়ে চলো
আমায়
শিকলবদ্ধ পায়ে, কিসের ভয় হে প্রিয় বন্ধু
তোমার, আমি যে পুরাকালের এক
ঘোষিত আসামি, ওই ঝুলন্ত
চত্বরে বহুবার উঠেছি
আমি ! আর
ঝুলেছি
শূন্যে মুক্তির দোলা বহুবার একাকী, এই -
নগর তোমার নগরপালও  তোমার,
শহরকাজী শুধুই নয়, হুকুম ও
হাকিম সবাই তোমার,
নিয়ে চলো
সার্বজনীন ভাবে, হাতটি ধরে মুখোশহীন
মাঝপথে ! আমি পুনরায় ভিঝতে
চাই মুক্তির মহান বৃষ্টিতে,
এমন অঝর ধারা
ঝরুক প্রাণে,
আবার ভরে উঠুক মানবিকতার বনস্পতি
অভিশাপিত মরুপ্রান্তরে, পুনরপি
অন্তর্তমের শুকানো নদী
বহে যাক প্রাণোচ্ছল
আবেগে - -

* *
-  শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ২১ মার্চ, ২০১৫

লুপ্তপ্রায় নন্দন কানন - -

অবশেষে, তোমার মনের গ্রন্থি গেছে খুলে,
খুঁজে পেয়েছো হয়তো আমায় নিজের
খুব কাছে, ঠিক ধিকিধিকি
দুপুর পেরিয়ে যেমন
ভিজিয়ে যায়
হটাৎ
দমকা বৃষ্টি, নিষিক্ত সন্ধ্যার মুখে দাঁড়িয়ে
রয়ে অবাক ভাবে, স্বপ্নের ফেরিওয়ালা,
বাদামী আকাশ, ক্রমশঃ তখন
মনে হয় পুরাতন সুরা !
ভরে চলেছে
বুকের
মাঝে  অদ্ভুত, ঝিম ধরানো মনোভাব - -
আমি তখন কেমন যেন, নিজেকে
নিজ থেকে এড়িয়ে যেতে
চাই, ঠিক নাটকের
শেষে মুখোশ
খোলার
পালা, নায়ক থেকে খলনায়কের উপলব্ধি !
অথবা বাস্তবিক অভিনয়ের প্রারব্ধ,
খোলস পরিত্যাগের প্রক্রিয়া,
তখন জীবন নির্ভিক
ভাবে হয়ে ওঠে
সরীসৃপ !
লতিয়ে যেতে চায় বুকের নিচে সব কিছু -
কাঁটার অরণ্য পথ, দুরারোহ শিলার
পাহাড়, অনেক কিছু, তুমি
তখন বিস্ময়ে মোড়া
বিরল মণি,
যার পরশে জীবন খুঁজে পায়ে লুপ্তপ্রায় নন্দন
কানন - -

* *
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.in/

শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

পূর্ণ পৌরুষে - -

আর আমি ব্যথা পাই না, তুমি ছুঁয়ে
দেখতে পারো বুকে অবস্থিত
ক্ষত স্থান, আসলে
সহিষ্ণুতার 
আছে এক নিশ্চিত সীমাবদ্ধতা, তার
পরে, মানুষ হয় ওঠে আশ্চর্য্য
ভাবে অনড়, মৌসুমের
পরোয়া করে না,
আর আমি
কাঁদি না, হয়তো অশ্রু ধারা গেছে -
শুকিয়ে, ওই শুষ্ক ধরাতলে
ক্রমশঃ গজিয়ে উঠেছে
লবণাক্ত ভূমি,
আর কিছু
ঝলসানো স্বপ্নের বৃক্ষ, পাতা বিহীন,
আর আমি ওই মৃগজলের
পিছনে ধেয়ে যেতে
চাই না, সে
প্রেম কি
স্পৃহা ছিল জানি না, আমি আর - -
স্বপ্নের জাল বুনি না, হয়তো
তোমার এই মুহুর্তে
কিছু অস্বস্তি
হতেও
পারে, কিন্তু বাস্তবিকতা শুধু এটাই
যে তুমি আমায় নৈসর্গিক ভাবে
পেতে চাও, যাকে বলে কটু
সত্য রূপে, পূর্ণ
পৌরুষে।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
Glennda Field Fine Art.jpg

বুধবার, ১১ মার্চ, ২০১৫

ছায়াপথের অধিবাসী - -

আমি গেছি বহুবার বহে, নদীমুখের সাথে
দূর সমুদ্র গভীরে, হারিয়েছি নিজের
অস্তিত্বের দ্বীপ খানি তার
বুকের বিশৃঙ্খল
পৃষ্ঠতলে,
অনেক সময়ে, সে যেন রহস্য ভরা সুদুর
ছায়াপথের অধিবাসী, তার ওই
উদ্ভাসিত প্রণয়ের মোহনে,
আমি ভেসে গেছি
মহাকাশে !
আবার, কতবার দেখেছি তাকে অন্তহীন
মহাসাগরের অশ্রান্ত নাবিকের রূপে,
নিয়ে যেতে চায় আমায়
সুদুর, কোন এক
সপ্তরঙ্গী
দেশে, শুনেছি যেখানে নাকি আছে এক
অবসান বিহীন জোছনার রাত্রি !
ঝরে অষ্টপ্রহর যেখানে দিব্য
আলোর ঝরনা, জীবন
খুঁজে পায় হৃদয়ের
পবিত্র পরশ
পাথর,
কাজেই বারংবার আমি ধেয়ে যাই তার
অদৃশ্য ভালবাসার পিছনে - -

* *
- শান্তনু সান্যাল




 

http://sanyalsplanet.blogspot.in/
mary maxam painting

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

চির নিদ্রার দেশ - -


অনেক কিছুই ছিল তার কাছে, তবুও -
জানি না কেন, কোথায় যেন
সে ছিল ভীষণ একাকী !
বাহ্য - অভ্যন্তরীণে
সমান ভাবে
ফাঁপা,
আসলে অতিরিক্ত পাওয়ার অভিলাষ -
নিজেই ডেকে আনে শূন্যতা, এবং
সেখান থেকেই, স্বয়ং ক্ষয়ে
যাওয়ার সূত্রপাত !
চোখের আগে
যেন
ভেসে রয় বিস্তীর্ণ মায়াবী মরুদ্যান, - -
চার দিকে, সারি সারি খেজুর
বৃক্ষের বীথি, আর 
মাঝখানে নীল
গভীর
ঝিল ! ওই মৃগতৃষ্ণার পারে স্বপ্ন গুলোর -
আছে চির নিদ্রার দেশ, যেখান
হতে ফিরে আসা খুবই
জটিল, জীবন
শুধুই
খুঁজে বেড়ায় অনবরত ভাবে মনের বন্ধু !
যদিও, বুকের খুব কাছে থাকে সে
প্রণয়ী মানুষ, কিন্তু খোলা 
চোখ তাকে চিনতেই
পারে না,

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

পুনরায় সন্ধান - -

হয়তো তুমি আবার খুঁজবে আমায়,
বারান্দার কোণায়, এক চিলতে
রোদের রূপে, কোনো এক
ফুরিয়ে আসা শীতের
সকালে, পুরাতন
ফুল - টবের
কাছে, হয়তো তখন আমি আর নেই
তোমার বুকের মুলায়েম আবেগে,
সব কিছুর এক নিশ্চিত
সীমানা আছে বৈকি,
তাই, আর
ওই প্রণয় গন্ধের দাবিটা যেন একটু
বানানো মনে হয়, ঠিক ঝরা
শিউলির ওই অকাজের
অভিমান ! তবুও
জানি না
কেন হৃদয় চায়, যে তোমার চোখের
ওই অশেষ তল্লাসে, কোথায় যেন
আমি থাকতে চাই লুকিয়ে,
ঠিক হারানো, কোনো
এক অমূল্য
কৌটোর মাঝে, কেশরের রূপে চির -
মৌন, রাশি রাশি গন্ধ লুকিয়ে
শুকনো রন্ধ্রে - - 

* *
-  শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting of Ann Mortimer

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

অশেষ নীরবতা - -

সবাই এখানে দৌড়িয়ে চলেছে দ্রুতগামী - -
সময়ের সাথে, তুমি যদি থামতে
চাও, কোনো এক মফস্বল
স্টেশনে, সেটা কিন্তু
তোমার নেহাৎ
নিজস্ব
সিদ্ধান্ত, অথচ এখনো সূর্য্য যাই নি অস্তাচলে,
অন্ধকার ঘিরে আসতে, হয়তো এখনো
দেরী, কিন্তু সব দিনের অবসান
অপরিবর্তনশীল, চির ক্ষুধিত
কালো রাত্রি গিলে যাবে
যথারীতি সব
কিছুই,
আর আঁধারের যবনিকায় ঢেকে থাকবে -
কিছু ঝাপসা শেষ প্রহরের কাহিনী,
ওই এক দিগন্ত রেখা, যেখানে
স্বপ্নের ভূমি ভেঙে যায়
বহু খণ্ডে, তবুও
ছুঁতে পারে
না সকালের আসল চেহারা ! ওই কুয়াশার
জগতে, হয়তো তুমি খুঁজে পাবে না
ঘরে ফিরে আসার, ওই ভোর
বেলার মহানগরমুখী
ক্ষিপ্র বেগের
ট্রেন !
ওই নির্জন স্টেশন চত্বরে, রয়ে যাবে শুধুই
কিছু অসমাপ্ত পথ চাওয়া, আর
অশেষ নীরবতা - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Water color by Mary Gibbs

অনন্তকালীন ভালবাসা - -

সে দূর হয়েও যেন বেঁধে রাখে আমায়
মায়ের ভাষায়, শিরায় শিরায়
স্বাধীন ভাবে মিশিয়ে
যায় বাংলার
মাটি
বাংলার জল, শঙ্খ বেলায় ভেসে ওঠে
হৃদয়ের কুলে আজানের সুর,
গোধুলির ওই আবছা
আলোয় দেখি
তুলসী
তলায় কে যেন জ্বেলে যায় ঐতিহ্য -
প্রদীপ, হটাৎ আজও মনে হয়ে
যেন অজয় নদীর কূল
আর মেঘনার
তীর
মিলে মিশে একাকার, আর তোমার
হাসি কান্নার মাঝে, আমি প্রায়ই
ভুলে যাই জীবনের
পারাপার,
তখন
এপার - ওপারের মাঝে ঝুলে রয় এক
মাত্র মাতৃভাষার অখণ্ডিত সেতু,
অনন্তকালীন ভালবাসার
পথে অগ্রসর।

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Painting by Oregon Artist Jacqueline Newbold

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

অন্তর্তমের অনুনাদ - -

তার প্রেমের পরশে আছে চাঁদনী রাতের
স্নিগ্ধতা, অথবা অপ্রতিম শীতলতা,
যেন চন্দন অরণ্যের সমীরণ
ছুঁয়ে যেতে চায় গভীর
হতে গহনতম,
তার চোখের আয়না চিরকাল অনি:শেষ
পারদর্শী, বেঁধে রাখতে চায় আমার
অস্থির ভাবনার তরঙ্গ, ওই
রহস্যময়ী চোখের
আলোয়, তার
প্রণয় প্রহেলিকার গিঁটে আছে এক অদ্ভুত
পেঁচানো গহ্বর, যতই যাই গভীরে
জীবন যেন হয় ওঠে অতই
জটিল হতে গ্রন্থিল !
প্রায়ই ফিরে
আসে অন্তর্তমের অনুনাদ, সুদূরের শুন্য -
উপত্যকার গা ছুঁয়ে, যথারীতি
জীবন, একাকী দাঁড়িয়ে রয়
মধ্য রাতের অন্ধকারে,
তার মায়াবী
প্রেমের উন্মুক্ত প্রাঙ্গণে, উন্মোচিত দেহের
সাথে, সে এক রোমাঞ্চিত খেলা,
কখনো মেঘের মিহি কণার
রূপে আবার কখনো
অগ্নিস্ফুলিঙ্গের
চমকে, ঝরে সারা রাত মন্থর বেগে বিন্দু -
বিন্দু আকাশ হতে পৃথিবীর বুকে !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

in-the-moment-ognian-kuzmanov.jpg

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

স্বপ্নীল আকাশে - -

যদিত্ত নিজস্ব বলে, কিছুই হয় না এই
জগতে, তবুও জন্ম জন্মান্তর
ধরে মানুষ বহে যায়
মায়ার স্রোতে,
সমস্ত
কিছু দিয়েও, বাঁধতে পারি নি তাকে
নিঃশ্বাসের বাঁধনে, সে এক
অধরা প্রজাপতি
অবিরত
উড়ে বেড়ায় স্বপ্নীল আকাশে, শ্রুতি
ও বাস্তবের মাঝে জীবনের
নৌকা ভেসে যায়
সুদুর উজানে,
দিগন্ত
রেখায় দেখি, রঙীন মেঘের স্তর প্রতি
স্তরে ভেসে ওঠে তার উৎকন্ঠিত
ভালবাসা - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art of pamela gatens

আকাশ পথে - -

এখানেই আদি - অন্তের চিরন্তন খেলা,
নেড়া গাছের শাখা প্রশাখায়
লুকিয়ে রয় আগামী
কালের অঙ্কুর,
সব কিছুই
অনিশ্চিত, আকাঙ্ক্ষিত স্বপ্ন আর - -
রামধনুর অস্থায়ী আবির্ভাব,
কোথায় যেন মনে
হয় বেঁধে
আছে, পরস্পর অবুঝ রঙের বাঁধনে,
আকাশের গায়ে মেঘের খেলা,
কখনো উপত্যকার এক
ভাগে মুশলধার
বৃষ্টি, আর
অন্যান্য ঢালে, উপেক্ষিত মরু প্রান্তর
চেয়ে রয় শুন্য আকাশ ! সব
কিছুই যেন হেঁয়ালির
সাথে একাকার,
তবুও তুমি
ও আমি দাঁড়িয়ে রই যথারীতি জীবন
সেতুর দুই প্রান্তে, নিঃশ্বাসের যাত্রী
থামে না কোনো দিন, অদৃশ্য
ভাবে স্পন্দনের
বিনিময়
চলে সারা রাত, তখন তুমিও কোথায়
যে তোমার মাঝে, আর আমিও
কোথায় নিজের ভেতরে,
দুই অস্তিত্ব উড়ে রয়
আকাশ পথে !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
C:\Users\Sanyal\Pictures\Art of Jacqueline Newbold.jpg

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

চির পিপাসিত - -

সব কিছুই ছিল সুন্দর, উন্মুক্ত নীলাকাশ
চতুর্দশী চাঁদের অঢেল আলো, উঁচু
উঁচু চিনার গাছের রহস্যময়ী
ছায়া আর মধ্য রাতের
নীরবতা, যেন
নিখুঁত
ভাবে, কে যেন নিপুণ মনোযোগে করেছে
জীবন্ত সৃষ্টি, সব কিছুই যেন স্বপ্নীল
মায়া ! পৃথিবী যেন ভেসে
চলেছে আকাশগঙ্গার
প্রবাহে, অনন্ত
পথের
দিকে, সে কথা রেখেছিল পূর্ব সিদ্ধান্তের -
অনুরূপে, অরণ্য নদীর তীরে
আজও অনুনাদিত তার
হৃদয়ের স্পন্দন,
বুনো ফুলের
গন্ধে
আজও ভেসে রয় তার ভালবাসা, সে এক
কালজয়ী অনুভূতি সময়ের সাথে হয়ে
ওঠে প্রবল হতে প্রবলতম, ঠিক
নদীর দুই পারের মতন
চির পিপাসিত
অভিলাষ !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Pure-Handmade-Flowers-Oil-Paintings-on-Canvas.jpg

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

http://sanyalsplanet.blogspot.in/
paintings by Robin Street-Morris.jpg 3

বন্য নদীর পার - -

জীবনের অনেক অস্পর্শিত কোণ
যেমন চায় উন্মুক্ততা, আর
ভাবনার পাণ্ডুলিপি খুঁজে
মরে সারাটা জীবন
এক উদারমনা
প্রকাশক,
সম্ভবতঃ নিঃশর্ত ভালবাসার ওই
ঠিকানা চিরদিনই কুলুপ আঁটা,
নিরূদ্দেশ, শুন্য দ্বারদেশে
পড়ে রয় কিছু
বেনামা
চিঠির স্তুপ, ও একরাশ শুকনো -
রজনীগন্ধার ডাঁটা, আর
আশেপাশের কিছু
আগ্রহী চোখ !
ফিরে
আসে জীবন, ক্লান্ত পায়ে সর্বোচ্চ
তল হতে নিচ তলায় চুপচাপ,
সাঁঝের আকাশে এখন
যথারীতি রঙের
উৎসব,
সুদুর বনমহলে মহুয়ার শাখায় -
সম্ভবত মাদক ফুলের বাহার,
আবার কোন ঋতুবিহারী
পাখীর ডাকে মন
উড়ে যেতে
চায় অনেক দূর বন্য নদীর পার।

* *
- শান্তনু সান্যাল


 

http://sanyalsplanet.blogspot.in/
paintings by Robin Street-Morris 2

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

কিসের অভিলাষে - -

জীবনের সারমর্ম ছিল খুবই সংক্ষিপ্ত,
এক ফালি সকালের আলো আর
কিছু পুষ্পিত ফুলের হাসি,
মেঘ ও রোদ্দুরে
ওই ঝুলন্ত
গ্রাফ,
সুখ দুঃখের হিম বিন্দু তে খচিত - -
মায়ার জাল, জানি না কিসের
অভিলাষে তারা গেছে
ধেয়ে মৃগতৃষ্ণা
নিয়ে
বুকে, রাতের শেষ প্রহরে উঠে গেছে
মরুদ্যানের আলোকিত মেলা,
সকালের আবছা আলোয়
দেখি, বালির স্তৃপে
ঝরে আছে
কিছু
কাঁটাগাছের নিশি মুকুলিত ফুলের - -
একরাশ পাপড়ি - -

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Linda Kemp Watercolor.jpg

সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫

এক যুগের তফাৎ - -

 সে আবার, স্মরণ করিয়ে চলেছে পাতা
ঝরার ঋতু, পল্লব বিহীন গাছের
বাস্তবতা, ধুসর আকাশের
উপেক্ষা, আসলে
বিহানের
ওই কচি আলোর বয়স চিরদিনই অল্প,
দুপুরের সাথে হয় ওঠে তিক্ত !
দীর্ঘস্থায়ী বলতে এখানে
কিছুই নেই, সকাল
ও সন্ধ্যার
মাঝে ছিল এক যুগের তফাৎ, আঁধার
'ত ছিল, সম্ভবতঃ এক সুন্দর
বাহানা, অনেক সময়ে
খুব কাছের বন্ধুও
চিনতে
দ্বিধা বোধ করে অসময়ে, জীবনের -
রঙ্গ হাজার, অবশ্যই কিছু
ব্যতিক্রম থাকে বৈকি,
যেমন তেতো
নীমের
ফলের স্বাদ মিষ্টি, আর মিঠা নীমের
ফল ভারী তেতো ! নিসর্গের
নিজের আছে বিধান,
আসল কি নকল
চেনাটা
খুবই মুশকিল, শুধুই অনুমানের - - -
গভীর স্রোতে, সুদুর ভেসে
যাওয়া !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
painting by Roslyn Hartwig

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

এক রাতের পান্থশালা - -

কে দুঃখিত নয় এই জগতে, কুটির হতে
স্ফটিক প্রাসাদ ! একেই কাহিনী
একেই নিগূঢ়তা, ধাতব
মুদ্রার দুই ভাগে
অঙ্কিত -
সেই চিরকালীন দৃশ্যের পুনরাবৃতি, - -
কতই না উর্ধ্বে নিক্ষেপ কর,
নিয়তির হাতে চিরদিন
থাকে সিদ্ধান্তের
মাথা বা
লেজ ! আশ্চর্যের কিছুই নেই এই মুহূর্তে,
হয়'ত তুমি এখন বিরাজমান
আছো ময়ুর সিংহাসনে,
পরবর্তী ক্ষণের
ভবিষ্যদ্বাণী
খুবই
জটিল,বহু আকাশচুম্বী অট্টালিকার - -
অসময়ে প্রোথিত হওয়া শুধুই
গল্প নয়, কেউ বলতে
পারে না, কখন
ও কি
ভাবে জীবনের নাগরদোলা যাবে থেমে,
ওই দিগন্তের পারে সে প্রতীক্ষমাণ
কিংবা দোরগোড়া হতে সে
গেছে ফিরে, বলা
খুবই মুশকিল
কোন
রূপে, কোন রঙ্গে, কোন পরিধানে সে -
ছিল সম্মুখে, শাশ্বত সে এক রহস্য,
এক প্রান্তে গুটতে গিয়ে দেখি
অন্য দিকে অলক্ষিত
ভাবে খুলে
চলেছে
অনুরাগের রেশমী তন্তু, ক্রমশঃ সুদূরে,
পৃথিবী অবাক চোখে যেন চেয়ে
আছে আমায়, আর আমি
আকুল নয়নে কাকে
যেন খুঁজে
চলেছি বৃথায়, মায়ার হাটে নীরবতার -
ছাড়া এখন কিছুই নেই, মরুযাত্রীর
দল অনেক আগেই গেছে
এগিয়ে, নতুন
গন্তব্যের 
সন্ধানে, সব কিছুই এখানে অস্থায়ী এক
রাতের পান্থশালা - -

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
painting of ling ching che

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

http://sanyalsplanet.blogspot.in/
night bloom

নিস্তব্ধ অন্তরে - -

আমার নিজস্ব বলতে কিছুই'ত ছিল
না এই জগতে, না দুই গজ জমি
না এক ফালি নীলাকাশ !
রিক্ত হাতের চির
ঘুরাঘুরি,
তাহলে কোন দুঃখে নীরব রাতে এই
জীবন করে একাকী ক্রন্দন,
নিশি পুষ্পের নিয়তি
যখন ঝরে
যাওয়া
তবে কেন এত বুকের বৃন্তে জড়িয়ে
রাখা, সারা রাত নির্বাক, সে
চেয়ে রইলো অজবীথি,
চোখের তীরের
ওই এক
বিন্দু বর্ষণে ছিল জীবনের অন্ত:শীল
শ্রাবণ, চন্দ্র বিহীন রাতে, তুমি
ছুঁয়ে ছিলে বোধ হয়,
আমার চোখের
মরু প্রান্তর,
তাই বুঝতেই পারো নি তফাৎ, ওই
শিশির ও অশ্রুর মাঝের  সূক্ষ্ম -
রেখা, সে এক অভ্যন্তরীণ
ব্যাপার, সহজে
উপলব্ধ
হয় না, কেবল হৃদয়ে অনুভব করা
যায়, যাকে বলে এক জনমে
হাজার জনমের সুখ, শত
শত প্রবাহের সে
এক উদার
বুকের নদী, বহে যায় নিস্তব্ধ অন্তরে।

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Solo Song Red Poppy

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

দিব্য সুরের ধারা - -


জানি না কে সে, মৃত অন্ধকার পেরিয়ে,
ক্লান্ত পায়ে, নিশীথের মায়া ভেঙে,
সদর দরজার মুখে দাঁড়িয়ে
রয় সারা রাত, বাহ্য
উঠোনের ধারে
রেখে যায়
গন্ধে মোড়ানো রঙীন খামে, কিছু অদৃষ্ট
স্বপ্নের চিঠি ! কিছু অভিনব আশার
লতা, প্লাস্টার খসা দেয়ালে
খুঁজে স্থায়ী ছাওনির
ঠিকানা, জানি
না কে সে
রাত্রি শেষে, কুয়াশায় ভেজা বুনো ফুলের
গায়ে, রেখে যায় অদৃশ্য বাউলের
একতারা, পাখিদের জাগরণে
খুঁজে জীবন তোমার
সিক্ত ভালবাসা,
জানি না
কারা ছিল শ্রীমন্ত, যারা খুঁজে পেয়েছে - -
দিব্য সুরের ধারা - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/